আমি একজন আচারওয়ালা হিসেবে বলতে চাই আমি এখান থেকে যা যা পেয়েছি
***আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ***
প্রথমেই শুকরিয়া আদায় করিতেছি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে।
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার প্রাণ প্রিয় শিক্ষক জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি।
যার যার এই সুন্দর উদ্যোগের মাধ্যমে আমরা পেয়েছি চমৎকার একটি পরিবার, আর এই পরিবারের বিতরে পেয়েছি আমরা অনেকগুলো ভালো মানুষ,এখানেই শেষ নয় এখানেই পেয়েছি আমরা লক্ষ লক্ষ ভাই বোন, যাদের যাদের পজিটিভিটি মুগ্ধ হওয়ার মতো।
এই কর্তৃত্ব একমাত্র আমার প্রাণ প্রিয় শিক্ষক জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি।
ওনাকে আবারও আমি স্যালুট জানাই,
কারণ স্যার, আমাদের জন্য প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।এবং শুধু বাংলাদেশেই নয় সারা পৃথিবীতে যত বাংলাদেশী প্রবাসী ভাই বোন আছেন সবাইকে নিয়ে স্যারের এই ভাবনা,
আমি একটি কথাই বলতে চাই আমাদের স্যার শুধু তিন মাসের প্রশিক্ষণ দিয়েই শেষ করেন না, আমরা যাতে সফল উদ্যোক্তা হতে পারি সেজন্য, আমাদের বেসিক এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে, সপ্তাহে ৭ দিনই আমাদের জন্য ট্রেনিং ক্লাসের ব্যবস্থা রেখেছেন, এসব গুলো আসলে আমাদের জন্য সৌভাগ্যবটে।
একজন মানুষ যদি সফল এবং একজন ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। আমি মনে করি আমাদের এই গ্রুপ থেকে যে শিক্ষা আমরা নিয়মিত পাচ্ছি, এই শিক্ষা গুলো নিজের জীবনে কাজে লাগাতে পারলে জীবনে সফল হওয়া সময়ের ব্যাপার মাত্র।
আমি একজনা #আচারওয়ালা হিসেবে বলতে চাই
আমি এখান থেকে যা যা পেয়েছি, তার যোগ্যতা হয়তো আমার ছিলোনা, কিন্তু যখন এই গ্রুপের শিক্ষা নিজের ভিতরে আস্তে আস্তে প্রয়োগ করতে শুরু করি, আলহামদুলিল্লাহ আমার কাজের গতি, মানুষের সাথে কথাবার্তা এবং নিজের জীবনের এবং কর্মক্ষেত্রে পরিবর্তন লক্ষণীয় হয়ে পড়ে।
আমি বুঝতে পারি আমার ভিতর ঘুমিয়ে থাকা যে স্বপ্ন আজ জেগে উঠেছে,আমি পারবো আমার স্বপ্ন বাস্তবায়নের দিকে অগ্রসর হতে, আমি পারবো, এই কনফিডেন্স আমার ভিতর তৈরি হয়েছে।
#আল্লাহপাক রাব্বুল আলামের কাছে লাখো কোটি শুকরিয়া জানাই"""""
তিনি আমাকে একটা সুন্দর একটি পরিবারের যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন, এবং এমন একজন ভালো মানুষের ছাত্র হিসেবে যুক্ত করে দিয়েছেন, যেখান থেকে আমি প্রতিনিয়ত নিজেকে ঝালাই করে নিতে পারি,আর আমার এই প্রাণ এর শিক্ষক আমাদের জালাই দিতে কখনো ক্লান্ত হন না।
আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আমার প্রাণের প্রিয় শিক্ষক জনাব ইকবাল বাহার জাহিদ ছেলের প্রতি, সর্বদায় দোয়া করি আল্লাহ যেন উনাকে নেক হায়াত দান করেন,ও পরকাল আল্লাহ যেন ভালো সহিসালামতে রাখেন।
পরিশেষে একটা কথাই বলতে চাই
আমি #আচারওয়ালা যদি এগিয়ে যেতে পারি আমার বিশ্বাস আমাদের এই পরিবারের লক্ষ লক্ষ ভাই-বোন সবাই এগিয়ে যাবে।
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
আপনারা সবাই জানলে অনেক খুশি হবেন
আমি #আচারওয়ালা দুই দুইবার #স্টেটাস অফ দা ডে**** হয়েছি এই গ্রুপ থেকে। আমি কোনদিন কল্পনাও করতে পারিনি (আমার পোস্ট স্টেটাস অফ দা ডে হবে)
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫০০
Date:- ০১/০৪/২০২১
আপনারা সবাই দোয়া করবেন আমি
আচারওয়ালার জন্য ।
মোঃ নবী হোসেন
ব্যাচঃ৭
রেজিঃ২৭২২
রেজিঃ টিম মেম্বার
কমিউনিটি ভলেন্টিয়ার
রূপগঞ্জ, উপজেলা এম্বাসেডর
জেলা, নারায়ণগঞ্জ
01404-657562