SOD অর্থাৎ কমিউনিটি ভলান্টিয়ার হওয়ার অনুভূতি প্রকাশঃ
✍️বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম,
প্রথমেই শুরু করছি মহান আল্লাহ্ রাব্বুল আলামিন এর নামে যিনি আমাকে সুস্থ, স্বাভাবিক, জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাকলুকাত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের প্রিয় নরী করীম (রাঃ) এর উপর দরুদ পাঠ করে লেখা শুরু করছি কিভাবে Sod হলাম।
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Sod অর্থাৎ কমিউনিটি ভলান্টিয়ার হওয়ার অনুভূতি প্রকাশ ঃ
আজ ৭০০ তম দিন। সেদিনের সেই অনুভূতি প্রকাশ করলে ও যেন শেষ হবে না কিভাবে Sod হলাম। আমি ১৫ তম ব্যাচে ছিলাম কিন্তু অনিয়মিত ভাবে। Sod কি বা কি করে হতে হয় জানতাম না। পোস্ট করলাম নিজস্ব প্রডাক্ট নিয়ে। হঠাৎ করে পরিচয় হলো সৌদির এক আপুর সাথে আমাদের এই গ্রুপের একজন সদস্য। আপু নিজেও এক সময় কমিউনিটি ভলান্টিয়ার ছিলেন। উনাকে বিষয়টা বললাম আপু নিজের কথা বললেন যে কিভাবে কমিউনিটি ভলান্টিয়ার হতে পেরেছে। আপুর নাম ছিল সাথি আক্তার সাথি। আপু আমাকে বললো নিজের জীবনের গল্প লিখতে। কিন্তু কিভাবে লিখতে হয় সেটা বুজে উঠতে পারি নি। আমি আপুর কথা মতো পাট পাট করে গল্প লিখি। তাতে কোন কাজ হয় নি৷
কিন্তু আমি থেমে থাকি নি Sod হওয়ার চিন্তায় বিভোর ছিলাম। জেদটা তখনো কাজ করছিল। হঠাৎ করেই পরিচয় হলো Md Nurislam Bulbul ভাইয়ার সাথে। তার আগেই আমি ভাইয়াকে আমার জীবনের গল্পটা বলি। ভাইয়া শুনে স্তব্ধ হয়ে যায়। ভাইয়ার মাধ্যমে আমি লিং পাই Abdul Karim Munna, Mohamed Motaleb, CA Hasan, MD Jalal Uddin Akanda, Md Bulbul Ahmed, Mahabob Hasan সহ আরো অনেকের লিংক।
আমার কেন জানি মনে হলো মুন্না ভাইকে নক করি৷ ভাইয়াকে নক করার সাথে সাথেই ভাইয়া আমাকে ছোট বোনের মতন ভালোবেসে সব নিয়ম বলে দিলো।
আমার গল্পটা এতো বড় ছিল খুব ভয় ছিল Sod হতে পারবো কি না? আমি ১১ বার পোস্ট করেছি আমার ১১ বার প্রচুর ভুল হয়েছে। ১১ বার পোস্ট এ্যাপুভ হয়েও ডিলেট হয়েছে। পোস্ট লেখার শেষে নাম ঠিকানা লেখা যায় না৷ রাত্রী প্রায় ৩ টা বেজে ছিল। মুন্না ভাই আমাকে সদূর দাম্মাম থেকে গাড়িতে বসে বসে আমাকে স্কিন শেয়ার শিখিয়ে পুরো লেখাটা আবারো ঠিক করে দেন। ১২ বারের পর আমার পোস্টটা ঠিকঠাক মতো লেখা হয় আর এ্যাপুভ হয়। বাকি রাতটুকু আর ঘুমাতে পারলাম না। শুধু মনে হচ্ছিল এতো বড় গল্প পড়ার কি কারো ধৈর্য্য হবে? তবুও মনোবল হারায় নি৷ ভেবেছিলাম হতে না পারলে প্রয়োজনে আবারো লিখবো তবুও হেরে যাবো না আমি৷
সকাল বেলা উঠে দেখি ৪৫ টা লাইক আর কিছু কমেন্টস। টেনশন চিন্তায় আমাকে ক্লান্ত করছে সাহস হারিয়ে নিজেই নিজেকে স্বান্তনার বানী শুনাচ্ছি।
এক পর্যায়ে ধীরে ধীরে কমেন্টস লাইক পড়ে। একটা সময় আমি কমেন্টস করতে করতে ব্লক খেয়ে যাই। আরও টেনশনে পড়ি৷ বারবার ইনবক্সে বলা হচ্ছিল রিপ্লে করতে। সেদিন খাওয়া,নামাজ, ঘুম, কাজ সব বাদ দিয়ে ঝড়ের বেগে রিপ্লে করা শুরু করি।
কমেন্টস এর দিক থেকে মোতাবেক ভাইও পিছিয়ে ছিল না। যাদের উৎসাহে অনুপ্রেরণাতে Sod হয়েছি সবাইকে বললাম ব্লক খেয়েছি। সবাই শান্তনা দিতে লাগলো। কিন্তু মনকে তো শান্ত করতে পারছি না৷ সন্ধা হতে হতেই টেনশন আরো বাড়ছিল। কেমন যেন মনে অশান্তি কাজ করছিল।
মুন্না ভাই আমাকে বলছিল তুমি টেনশন করিও না আল্লাহ্ কে ডাকো,আল্লাহ্ ভরসা তুমি Sod হবে।
বিকাল হতে হতেই ইনবক্স ভরে যাচ্ছিল দেশ ও বিদেশ থেকে একটি কথাই শুনেছি আপু আপনি তো Sod হয়ে বসে আছেন।
সন্ধায় স্টাটাস অফ দ্যা ডে এর জন্য অধির আগ্রহে বসে আছি৷
কিভাবে স্টাটাস অফ দ্যা ডে দেখতে হয় সেটাও জানি না। শুধু ইনবক্স ঝড় উঠছিল অভিনন্দন এর বার্তা দিয়ে।
প্রচন্ড বুকটা কাঁপছিল ভয়ে হাত পা ঠান্ডা হচ্ছিল। আমি কোন নিউজ পেলাম না কিন্তু সবাই কেন আমাকে অভিনন্দন জানাচ্ছে বুঝতে পারছি না। ফেন্ড লিস্টে এক ভাই আমাকে স্টাটাস অফ দ্যা ডে এর লিংক দিলো। মোতালেব ভাইয়া কিছুক্ষন পর জানতে চাইলো আপু খবর কি? ততক্ষনে আমি লিংকটা পেয়ে আবারো ভাইয়াকে পাঠালাম৷ এভাবে অনেক জনকে লিংক পাঠালাম।
ওইদিনের সেই রাত জাগা কষ্ট ১১ বার পোস্ট লেখার কষ্টটা আমার কাছে আজ আনন্দের বিষয়।
Sod হওয়ার পর আমার জীবনে পরিবর্তন ঃ
খুব বেশি দিন হলো না Sod হয়েছি তার মধ্যেই আমি প্রানের গ্রুপ থেকে শিখেছি ভালোমানুষ কাকে বলে?
আমিএখন দিন শেষে নিজেকে ভালো মানুষ বলে জানি আর ভালো মানুষ বলে বিশ্বাস করি বলেই মুন্না ভাই মোতালেব ভাই এর মতন ভাই পেয়েছি। পরিচিতি পেয়েছি নিজ জেলা কুড়িগ্রাম থেকে৷এই এতো অল্প সময়ে আমি টানা ৯০ দিনের সেশন চর্চায় নিজেকে রপ্ত করতে পেরেছি। সম্পর্ক বন্ডিং করতে শিখেছি, পারসোনাল ব্যান্ডিং কি, এবং কি করে করতে হয় তা শিখেছি, কমিউনিকেশন বেড়েছে, পেয়েছি হাজারো মানুষের ভালোবাসা,সম্মান।
কোথাও গেলেই আজকাল শুনতে হয় আপনি ওমুক আপু না, আপনি তমুক আপু না? আপনার পোস্ট গুলো পড়ি। অনেক ভালো লাগে আমাদের।
এসব সম্ভব হয়েছে Sod হওয়ার পর থেকে৷
প্রানের প্লাটফর্মের তারকা আমাদের প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারকে আমার হাজার সালাম।
স্যার এর এমন কিছু কথা আমার বারবার মনে পড়ে তখন মনে হয় বিশাল সমুদ্রে বিশাল বিশাল ঢেউগুলো যেমন করে পাথরের বুকে আঁচড়ে পড়ে তেমনি করে আমার বুকে ধাক্কা মারে। আমাকে জাগ্রত করে আমাকে তেজী করে জেদী করে। স্যার সব সময় বলে ৬ লাখের পরিবারে আগে নিজেকে ভালো মানুষ হতে হবে।
স্বশিক্ষায় শিক্ষিত হয়ে সেই শিক্ষার আলোকে অন্যদেরকে আলোকিত করতে হবে৷ পথ হারিয়ে ফেরা পথিককে সঠিক পথ দেখানোই একজন আদর্শ শিক্ষাগুরুর কাজ যেটা করে যাচ্ছেন আমাদের প্রিয় মেন্টর।
প্রিয় মেন্টর আমাদের কাছে বটবৃক্ষের মতন। আমরা তার শাখা প্রশাখা।
https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1466460877158597/
প্রতিটি Sod এর এক একটা করে গল্প সংগ্রামের, বেদনার, কষ্টের। আজ নিজের বলার মতন একটা গল্প ফাউন্ডেশন না থাকলে আমিও হয়তো বলতে পারতাম না আমার না বলা কথাগুলো, বিশ্বাস করতে পারতাম না নিজেকে, ভালোবাসতে পারতাম না প্রানপ্রিয় ভাইদেরকে।
স্যার সব সময় একটি কথা বলেন প্রবাসীরা হলো বাংলাদেশের অক্সিজেন এটা আমি মনে প্রানে বিশ্বাস করি Sod হওয়ার পর থেকে। আমার মস্তিষ্ক আমার চিন্তাচেতনার বিকাশ ঘটিয়েছে আমার বাংলাদেশের প্রবাসে থাকা অক্সিজেন। তাই তাদেরকে জানাই হাজার সালাম 🤲।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭০১
Date:- ১৯/১২/২০২১ ইং
জাকিয়া ফেরদৌসী
কমিউনিটি ভলান্টিয়ার।
ব্যাচঃ১১
রেজিষ্ট্রেশনঃ২৮২৪৪
জেলাঃকুড়িগ্রাম
ব্লাডগ্রুপঃB+
পেজঃ JM Shop BD