এটি শুধুমাত্র অনলাইনে ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ নয় এ সংগঠনটি ছড়িয়ে গেছে সরকারের দপ্তরেও কাজ করে যাচ্ছে দেশের ৬৪ টি জেলা ও দেশের বাহিরের ৫৫ টি দেশ নিয়ে।
৫০০ তম দিনের স্ট্যাটাস অব দ্যা ডে
..............................এর অনুভূতি প্রকাশ
নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন একটি সামাজিক শিক্ষামূলক উদ্যোক্তা তৈরির প্রতিষ্ঠান এখান থেকে যেমনি করে ভালো মানুষ তৈরি করা হয় ঠিক তেমন করে অনেক অভিজ্ঞ স্বেচ্ছাসেবক তৈরি হচ্ছে এ সংগঠনটি থেকে।
এটি শুধুমাত্র অনলাইনে ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ নয় এ সংগঠনটি ছড়িয়ে গেছে সরকারের দপ্তরেও কাজ করে যাচ্ছে দেশের ৬৪ টি জেলা ও দেশের বাহিরের ৫৫ টি দেশ নিয়ে। গৌরবের সাথে ইতিহাস রচিত করেছে পৃথিবীর সবচেয়ে লম্বা নিয়মিত কর্মশালার মাধ্যমে এবং আগামীতে অস্কার নিয়ে আসবে এমনটা ভাবতে পারি আমরা। কারণ কি করে লেগে থাকতে হয় ধৈর্য সহকারে এখান থেকে প্রতিনিয়ত শিখছি সেই সুবাদে আমার বলা আমরা পারব আমাদেরকে পারতেই হবে আমরা হারতে না শিখতে এসেছি।
ফাউন্ডেশন এর বিভিন্ন কর্মশালার মধ্যে অন্যতম একটি কর্মশালা হচ্ছে লেখার চর্চা করা যার নাম করন করা হয় স্ট্যাটাস অব দ্যা ডে নামে।
স্ট্যাটাস অব দ্যা ডে কি?
উ:- প্রতিদিনের লেখা যে স্ট্যাটাস আকারে আমরা আপডেট করি সেখান থেকে সবচেয়ে ভালো
যার লেখা হয় তাকেই স্ট্যাটাস অব দ্যা ডে ঘোষনা করা হয়।
স্ট্যাটাস অব দ্যা ডে থেকে কি পাচ্ছি?
উ:- নিয়মিত লেখার সুন্দর চর্চা ও জ্ঞান বৃদ্ধিকরনের কৌশল। ‘জ্ঞান অর্থ-সম্পদের চেয়ে উত্তম। জ্ঞান অর্জন করতে হলে শিক্ষা চর্চা অপরিহার্য। যে ব্যক্তি যত বেশি শিক্ষাচর্চা করবে সেই ব্যক্তি ততবেশি জ্ঞানী হবেন। শিক্ষা চর্চার মাধ্যমে কিন্তু নিজের জ্ঞান যে ভাবে বিকশিত হচ্ছে তদ্রুপ নিজের ভেতর লুকিয়ে থাকা প্রতিভাকে অন্যের সামনে ফুটিয়ে তোলা হচ্ছে জ্ঞান চর্চার মাধ্যমে। যারা নিয়মিত স্ট্যাটাস লেখেন প্রত্যেকে নতুন নতুন আইডিয়া ও কনটেন্ট তৈরী করতে সক্ষম হয়। স্ট্যাটাস লেখার মাধ্যমে আমরা নিজেদের ভিতর লুকিয়া থাকা প্রতিভাকে উত্তলন করতে সক্ষম হচ্ছি।
আসুন এবার একটু জেনে নেই নিজের বলার মতে একটি গল্প ফাউন্ডেশন থেকে কি জ্ঞান অর্জন করছে :-
প্রিয় ফাউন্ডেশনে যারা যুক্ত হয়েছি তারা সবাই কোন না কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে বেরিয়ে এসেছি বা কেউবা অধ্যায়নরত শিক্ষার্থী হিসেবে এখনো আছেন স্কুল কলেজের মধ্যে তারপরও আমরা সবাই আজকে এই প্রিয় ফাউন্ডেশনে যুক্ত হয়েছি শুধুমাত্র শিক্ষা চর্চার জন্যে তাহলে অনেকের প্রশ্ন হতে পারে এখানেই কি শিক্ষা শেখায় যে মানুষ শিক্ষিত হওয়ার পরও শিক্ষার জন্য এখানে এসেছে?
চমৎকার একটি উত্তর হচ্ছে আমরা স্বশিক্ষায় শিক্ষিত হতে চাই তার জন্য দরকার একাডেমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন টেকনিক্যাল ও প্রাকটিক্যাল শিক্ষা ফাউন্ডেশন থেকে আমরা পাচ্ছি যৌথ শিক্ষা সব ধরনের শিক্ষা এখানে আছে শুধু আমাদেরকে চর্চার মাধ্যমে অর্জন করে নিতে হবে তারই একটি অধ্যায় হচ্ছে প্রিয় ফাউন্ডেশন এর "স্টাটাস অফ দা ডে"।
স্ট্যাটাস অফ দ্যা ডে এর মাধ্যমে যেভাবে আমি আপনি আমরা সবাই শিক্ষাচর্চা টাকে নিজের ভেতর আলোকিত করছে এবং স্ট্যাটাস অব দ্যা ডে হওয়ার জন্য আমরা যে পরিশ্রম করে লেখালেখি করি তার প্রতিটি লেখার পেছনে আমাদের কিছু রিসার্চ থাকে আর সেই রিসার্চে আমাদের দারুন শিক্ষা চর্চা হয় তার এই চর্চার সফলতার দিক তখনই বোঝা যায় যখন তার ফলাফল স্বরূপ আমরা স্ট্যাটাস দ্যা ডে নির্বাচিত হয় তখন আমাদের মনে এক প্রকার শান্তি বর্শিত হয় যে আমার কষ্টের অর্জনে স্বার্থকতা রয়েছে। রিসার্চ করতে করতে রিসার্চ করাটা অভ্যাসে পরিনত হয় যার ফলাফল অসাধারন কিছু লেখার আবিস্কার।
এতক্ষন শুনালাম আমার সাথে ঘটা কিছু অনুভূতি,
প্রিয় ফাউন্ডেশন এর কারণে আমি বাংলায় লেখালেখি করার অভ্যাস জাগ্রত করি এবং আমি একজন নিজেকে লেখক বলতে পারি। এই সুবাধে বিভিন্ন কোম্পানির কটেন্ট লেখার অফার পেয়েছি তবে তাদের বিনা পয়সায় লিখে দিয়েছি এমনকি পত্রিকার লেখালেখিও করেছি বিনা পয়সায়। কারন একটায় আমাদের প্রিয় মেন্টর সকল শিক্ষা দিচ্ছেন বিনা পয়সায় তাহলে আমি কি করে টাকা নেই তাই ফ্রিতে সব কিছু করি। বর্তমানে নিজে লেখালেখি করার সুবাধ কম হচ্ছে কারন নিজে একজন
নিজের মনের ভেতর একটা সময় ছিল প্রতিদিন একটা করে মন খুলে মনের আবেগ জড়িয়ে স্টাটাস না লিখলে মনে হতো যেন আজকের দিনে আমি কিছুই করিনি আজও মনে হয় এমন কিছু করা আমার খুব দরকার কিন্তু বাস্তবতার কাছে হেরে যায় প্রতিদিন আমি।
বর্তমানে বিভিন্ন চারপাশে কাজকর্মের ভরা ডুবিতে আমি তেমন করে লেখার সুযোগ করে নিতে পারিনা কিন্তু এতে নিজের মনের ভিতর এক প্রকার চাপা কষ্টের জন্ম নেয় যার কারণে কেন আমি পারিনা? তারপরও সবার স্ট্যাটাস গুলো পড়ে নিজের মনটাকে ফ্রেশ করি আর যখনই সময় পাই একটু একটু করে লেখা লিখতে চেষ্টা করি।
নিজেকে ব্রান্ডিং করার অন্যতম মাধ্যম হচ্ছে স্ট্যাটাস অফ দ্যা ডে ।
কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মেন্টর ও শিক্ষক Iqbal Bahar Zahid স্যার এর প্রতি যার কারণে এবং যার পরিশ্রমে এত সুন্দর একটি ফাউন্ডেশন আমরা পেয়েছি আমরা পেয়েছি, সুন্দর একটি পরিবার আমরা পেয়েছি, সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছি, পেয়েছি সুন্দর একটি স্ট্রং নেটওয়ার্ক।
ধন্যবাদ জ্ঞাপন করছি প্রিয় Md Iqbal Hossain n ভাই এবং উনার স্ট্যাটাস দ্যা ডে সিলেকশন টিমকে যাদের অক্লান্ত পরিশ্রমে প্রতিদিন কিছু স্বপ্নবাজ লেখকের জম্ম হচ্ছে এবং আমরা সকলের গল্প গুলো শুনার সুযোগ পাচ্ছি।
খুব শীঘ্রই আমাদেরই ফাউন্ডেশনের একটি লেখক প্যানেল তৈরি হবে, যাদের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা বাস্তবায়িত করা হবে।
ধন্যবাদ গ্রুপের সকল ভলান্টিয়ার ভাই বোনদেরকে।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৯৯
Date:- ৩০/০৩/২০২১
সি.এম. হাসান
তৃতীয় ব্যাচ, রেজি- ১০১
লক্ষ্মীপুর জেলা - কাতার প্রবাসী
মডারেটর & কোর ভলান্টিয়ার
রিসার্চ & প্রমোশন টিম
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন
যোগাযোগ - +974-33492465 (what’s app