গল্পে গল্পে সেল পোষ্ট
🌹🌹🌹🌹গল্পে গল্পে সেল পোষ্ট🌹🌹🌹🌹
জীবনের সাথে যুদ্ব করতে করতে আজ এই পর্যন্ত। ছোট বেলা থেকে যুদ্ব শুরু হলো,এখনও আমি মাঠে আছি,মাঠ ছাড়িনি।যাই হোক আমার ইচ্ছা ছিল ব্যাবসা করব,কিন্তু কি ব্যাবসা করব..? কোন স্হির করতে পাড়েনি বন্দু বান্দব একসাথে হলে আলোচনা শুরু হয় কে কি করে কেউ চাকুরী কেউ ব্যাবসা,কিন্তু আমি বলতাম আমি এখনও শুরু করেনি তবে করবো।একদিন এক বন্দুর দোখানে গেলাম গিয়ে দেখি শার্ট পেন্ট এক কথায় গার্মেন্টস আইটেমের দোখান।তো বন্দু আমাকে দেখে বল্লো তুই অনেক দিন পড় আমার দোখানে আশলি বল কি খাবি আমি তোকে অনেক বার বল্লাম আমার দোখনটা দেখে যা আশলি না আজ হঠাৎ করে কি মনে করে.? তো আমি বল্লাম না কিছু খাব না,আশলাম তোর দোখান দেখতে।
বাহিরে বসে চা বিস্কিট কাচ্ছি আর কথা বার্তায় মশগুল। মাঝে মাঝে দেখি শপিং ব্যাগে করে মানুষ মার্কেটিং করে যাচ্ছে আমি বসে এগুলো দেখছি,হঠাৎ আমার বন্দু বল্লো চল দোখানে গিয়ে বসি আর কথা বলি।তার পর দোখানে গেলাম দোখানে তার চেয়ারের পাশে আমাকে এখটা চেয়ার দিল আমি বসে আছি।আর দেখলাম কাষ্টমারের খুব চাপ,আর কাষ্টমারও খুশি মনে কেনাকাটা করছে,তবে পাশে দোখান আছে কিন্তু কাষ্টমার নাই।তো আমি উটলাম এবং তার দোখানের প্রডাক্ট দেখলাম প্রডাক্ট গুলো এত ভালো মানের খুবেই ফাইন যে প্রডাক্টটে হাত দেই প্রত্যেকটা প্রডাক্ট খুবেই ভালো মানের এবং প্রডাক্টটের তুলনায় দাম সীমিত। আবার এসে বসলাম বসে মনে মনে চিন্তায় আছি এত ভালো প্রডাক্ট সে কালেকশন করে কোথায় থেকে।এই ভেবে ভেবে আমি দোখান থেকে বের হয়ে পাশের দোখানে গেলাম।
মনে মনে ভাবছি যেহেতু আশছি মার্কেটের সবগুলো দোখান ঘুরে দেখব।আমি আবার আমার বন্দুর দোখানে গিয়ে বল্লাম দুস্ত আমি আশছি। সে,যেখানেই থাকিস দুপুরবেলা একসাথে খাবো, আমি বল্লাম ঠিক আছে আমি আশছি।তো আমি ঘুরে ঘুরে প্রতিটা দোখানে গেলাম আর তাদের প্রডাক্ট গুলো দেখলাম কিন্তু ঐ যে আমার বন্দুর প্রডাক্টটের সাথে মিলে না সম্পর্ন আলাদা, দিন রাত ডিফারেন্স। আমি মনে মনে বলি এজন্যই তো কাষ্টমারের চাপ বেশি।তো আমি অন্যআন্য দোখানে গিয়ে কথা বার্তা বলি মালের দাম জিজ্ঞেস করি।কিন্তু আমার বন্দুর দোখানের চেয়ে দাম বেশি এবং কাপরের গুনগত মান ভালো না।আমি মনে মনে বলি এজন্যই তো কাষ্টমার আশে না,হয়তো একবার কিনে কাষ্টমারের মন ভরে গেছে।
আচ্ছা যাই হোক আমি ঘুরাপেরা করে বন্দুর দোখানে যাই,যাওয়া কিছুক্ষন পর লান্চ আওয়ার।তো আমার বন্দু বল্লো চল আমরা লান্চ শেরে আশি।আমি বল্লাম চল নামায পড়ি তার পর খাওয়া দাওয়া করি, দুই বন্দু মিলে নামায পড়ে এখটা হোটেলে গেলাম গিয়ে দেখি হোটেলের পরিবেশটা খুবেই দেখার মতো,বেয়ারা আশলো এসে এখটা লিস্ট হাতে দিয়ে দাঁড়িয়ে আছে তো আমার বন্দু আমাকে বল্লো চয়েস কর কি খাবি।তো আমি আমার পছন্দের তালিকায় সবসময় জাল কিছু হলে ভালো হয়।বর্তা কয়েক প্রকার এবং তার সাথে মাংস ডাল এসব তো আছেই। যাই হোক খাওয়া দাওয়া করে বের হলাম,বের হয়ে এখটা কপি সফে বসলাম আর দুজন মিলে ব্যাবসা সম্পর্কে আলোচনায় ব্যাস্ত।
হঠাৎ দেখি আমাকে বলছে দুস্ত আমাদের একটা সংগটন আছে এখানে রেজিষ্টেশন করেফেল।আমি বল্লাম কিষের সংগটন, সে বল্লো উদ্দ্যোগতা ফাউন্ডেশন। তো আমি বল্লাম তোদের সংগটনের নিয়মাবলী কি বল।সে আমাকে সব কিছু বল্লো কিন্তু আমি বলেনি যে আমিও এই ফ্লাটফর্মের একজন গর্বিত সেচ্ছাসেবী। আমি শুধু চুপ করে শুনে যাচ্ছি,আমাকে সে বল্লো আমার ম্যাক্সিমাম কাষ্টমার হচ্ছে আমাদের ফ্লাটফর্মের। আমি তার পর বল্লাম আমিও এই ফ্লাটফর্মের একজন গর্বিত সেচ্ছাসেবী তখন ও আমাকে বল্লো সালা আগে বলিশ নি কেন..?আচ্ছা যাই হোক পড়ে আমাকে বল্লো তাড়াতাড়ি ব্যাবসা শুরু কর আমি বল্লাম আমার তো প্ল্যান আছে আমিও গার্মেন্টস আইটেম নিয়ে শুরু করতে চাই,তো আমার বন্দু বল্লো খুবেই ভালো শুরু করতে পাড়িস।আমি,দুস্ত আমার তো সরসিং আছে তোর দোখানে যে মাল আমি দিতে পাড়বো।তো সে আমাকে বল্লো তাহলে তো আরও ভালো খারন তোর কাছ থেকে আমি আরও ভালো কোয়ালিটির মাল পাবো।তো আমি তার পর থেকে আস্তে আস্ত শুরু করে দিলাম,আমার বন্দু হল আমার প্রথম কাষ্টমার। এর পরে এখন আমার অনেক কাষ্টমার আছে।আস্তে আস্তে কাষ্টমার বাড়ছে কারন আমি সবসময় চেষ্টা করি ভালো প্রডাক্ট দেওয়ার জন্য।কাষ্টমার খুব খুশি আমার প্রডাক্ট নিয়ে। আমি সবসময় কোয়ালিটিকে প্রাধান্য দেই।#আমার_কাছে_যা_পাবেন। ম্যানস্ লেডিস গার্লস ও ভয়েজ অল আইটেম।প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার শিখিয়েছ। কোয়ালিটি কমিটমেন্ট এটা ঠিক রাখেন আপনাকে কেউ আটকাতে পাড়বে না।তাই স্যারের শিক্ষা নিয়ে আমিও শুরু করে দিয়েছি এবং আপনাদের দোয়ায় আমি সাকসেস ইন-শা-আল্লাহ্।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫০৩
Date:- ০৬/০৪/২০২১
❤️❤️❤️ধন্যবাদ সবাইকে 💞💞💞
মো: মোশাররফ হোসেন চৌধুরী।
ব্যাচ:১১
রেজি:২৪৬১৩
গর্বিত সেচ্ছাসেবী।
কমিউনিটি ভলান্টিয়ার।
রেজিষ্টেশন টিম মেম্বার।
ফাউন্ডার :Pushagi.com/মুসকান সরসিং।
সপ্নের ঠিকানা আবাসন।
নিজ জেলা: নেত্রকোনা।
বর্তমান : মাওনা,শ্রীপুর,গাজীপুর।
#01758538030/01913763138