আমরা পন্য নয় বিক্রি করি বিশ্বাস
গল্পে গল্পে সেল পোষ্ট।
#৪৩_তম_হাটে_সকল_উদ্দোক্তা_ও_ব্যাবসায়ি_ভাই_বোন_সহ_সকল_ক্রেতা_ভাই_বোনদের_স্বাগতম।
🍀🍀আমরাই ক্রেতা আমরাই বিক্রেতা 🍀🍀
🍀 ইকবাল বাহার জাহিদ স্যার🍀
------------------------------------------------------------------------
সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় মেন্টর প্রিয় শিক্ষক, হাজারো হৃদয়ের স্পন্দন, লাখো তরুন তরুনীর আইডল,লিডার অফ ইয়ুথ জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি। যার অক্লান্ত পরিশ্রমে পেয়েছি ভালো মানুষের একটা পরিবার। পেয়েছি ২ লাখ ৭৫ হাজারেরও বেশী একটা নেটওয়ার্ক। এবং স্যারের শিক্ষাকে বুকে লালন করে যেসব ভাইয়েরা ও আপুরা উদ্দোক্তা হয়েছে বা বিজনেস শুরু করে দিয়েছে, আমাদের সকলের জন্য সুযোগ করে দিয়েছে অনলাইন হাট বাজারের।
প্রিয় মেন্টর আমাদের উদ্দোক্তা ও ব্যবসায়ি জীবন সফল হওয়ার জন্য সুযোগ করে দিয়েছে বেছাকেনা করার এক বিশাল সুযোগ। আমরা অনেকেই প্রতিদিন শিক্ষার পাশাপাশি সেল পোষ্ট দিয়ে থাকি, কিন্তু মঙ্গলবারের হাটে যেমন সেল হচ্ছে অন্যান্য দিনে তেমন একটা সেল হয়না।
ধন্যবাদ জনাই প্রিয় শুভাকাঙ্ক্ষীদের প্রতি যারা প্রতিনিয়ত আমাকে উৎসাহ দিয়ে আসতেছেন, এবং আমিও সকলের দোয়া ও ভালোবাসায় প্রবাসে থেকে কিছুদিন পূর্বে আমিও সাহস করে শুরু করে দিয়েছি প্রিয় প্লাটফর্মে অনলাইন বিজনেস। প্রথম দিকে তেমন একটা সাড়া না পেলেও বর্তমানে মোটামুটি প্রিয় প্লাটফর্মের ভাইদের সাড়া পাচ্ছি,
কাজ শুরু করছি, জেন্টস আইটেম নিয়ে পাশাপাশি বর্তমানে থ্রি পিছ, সৌদি মদিনার খেজুর, দুধ,টেং, এলোভেরা তেল, চকলেট, নেছকপি,ইত্যাদি
আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার পথচলা।
আসুন একটু গল্প শুনি
আজ মঙ্গলবার মানে সাপ্তাহিক হাটবার, তাই সকাল সকাল দোকানে চলে গেলাম, কারণ হাটে যেতে হবে তাই। দোকান পরিষ্কার করে খুব তাড়াতাড়ি চলে আসলাম হাটে। আমার স্টলে বিভিন্ন পন্য সাজিয়ে দিয়ে
নাস্তা করতে বসলাম,
তার কিছুক্ষণ পর মিজান নাকে এক ভাইয়া ম্যাসেন্জারে একটা শার্ট ও একটা পাঞ্জাবির স্কিন সর্ট দিয়ে বললো ভাইয়া এই দুটো হবে??
আমি: জী ভাইয়া হবে, আমাকে সাইজটা বলেন আর আপনার মোবাইল নাম্বার, কুরিয়ার নাম, জায়গার নাম বলেন পন্য পাঠিয়ে দিচ্ছি।
মিজানঃ ভাই প্রইজটা তো বলেন নাই,
আমি : ভাইয়া প্রাইজ নিয়ে চিন্তা করবেন না, আর হ্যা আমি লো কোয়ালিটির কোন প্রোডাক্ট বিক্রি করি না।
আপনি যদি হাই কোয়ালিটি নেন এক প্রাইজ, আর মিডিয়াম কোয়ালিটি নিলে একটু কম পড়বে।
আমি ভাইকে প্রাইজ বলে দিলাম
ভাইয়া হাই কোয়ালিটিই পছন্দ করে আমাকে এড্রেস দিলো।
আমি : ভাইয়া ইনশাআল্লাহ কালকে পেয়ে যাবেন আমি কুরিয়াতে দিয়ে দিচ্ছি।
মিজান : ভাইয়া আপনি কুরিয়া কন্ডিশনে দিয়ে দিন।
আমি : ভাইয়া বর্তমানে লকডাউনে যাতায়াতে একটু সমস্যা আমি পন্যগুলো আনকন্ডিশনে দিয়ে দিচ্ছি, আপনি পন্য হাতে পেয়ে আমাকে বিকাশ করলে হবে।
মিজান : ভাই আপানার সাথে আমার আগে কখনো পরিচয় হয়নাই আর আপনি আমাকে না জেনে না চিনে পন্যগুলে পাঠিয়ে দিচ্ছেন।
আমি : ভাইয়া আমরা একই পরিবারের সদস্য এবং সবাই ভালো মানুষের চর্চা করি, তাই নিসন্দেহে আমি প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি।
আর হ্যা কেয়ালিটি যেমন দিয়েছেন আমাকে তেমন না পেলে পন্য ফেরত, কুরিয়ার খরচ আমি বহন করবো
কোয়ালিটি এবং পেইন্ট এর কোন সমস্যা থাকলে জানাবেন
মিজান : ভাই তাহলে আপনার বিকাশ নাম্বার দিন টাকা পাঠিয়ে দিচ্ছি।
আমি : না ভাইয়া আগে আপনি পার্সেল বুজে নিন তারপর বিকাশ নাম্বার আমি দিয়ে দেবো।
আসলে ভাইটি যখন আমাকে নক করলো তার সাথে কথা বলতে বলতে আমি তার আইডি ভিজিট করে ফেললাম দেখতে ফেলাম ভাইয়াটা প্রিয় ফাউন্ডেশনের একজন সেচ্ছাসেবক।
তাই আমি নিসন্দেহে প্রোডাক্ট পাঠিয়ে দিলাম।
রিভিউটা কালকে পেয়ে যাবেন সবাই।
আবারও কৃতজ্ঞতা জানাই প্রিয় মেন্টরের প্রতি
প্রিয় স্যারেট শিক্ষাকে বুকে লালন করে প্রিয় শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও ভালোবাসায় এগিয়ে যেতে চাই।
সবাইকে আমরা স্টল থেকে ঘুরে আসার অনুরোধ রইল
আমার স্টল নং ১৬০৬৯।
Top Choice BD
আমরা পন্য নয় বিক্রি করি বিশ্বাস
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫০৩
Date:- ০৬/০৪/২০২১
আমার স্টলে আমন্ত্রণে, 👇
আমি
------------
সাইফুল ইসলাম
কমিউনিটি ভলান্টিয়ার
সদস্য রেজিষ্ট্রেশন টিম
দশম ব্যাচ
রেজি নং ১৬০৬৯
জেলা ফেনী
ওমান প্রবাসী