হাজারও গৃহিনীর, হাজারও নারীর ইন্সপিরেশন আমার নিজের হাতে তৈরি করা জুয়েলারি😊শাড়ি,,থ্রি-পিস নিয়ে😊
আদাব /নমস্কার🙏🙏
সবাই কেমন আছেন??
🌸আশা করছি ভালো আছেন😊
🌿কৃতজ্ঞতা জানাই আমাদের সবার প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যারকে যার অক্লান্ত পরিশ্রমে আমরা এতো সুন্দর ভালো মানুষের Young Entrepreneurs "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশন একটা প্লাটফর্ম পেয়েছি😊🌿
🌿নারীদের নিয়ে আজ কিছু কথা বলবো...🌸
🌸ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন🙏🙏
-----------------🌿🌸🌸🌸🌸🌸🌿---------------------
🌿---------পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’- নারী ও পুরুষকে এভাবেই দেখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। 🌸বর্তমানে নারীরা কোনো কাজেই পিছিয়ে নেই। তারা তাদের নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আর কয়েক দশক আগেও কর্মক্ষেত্রে নারীদের পদচারণা চোখে পড়ার মতো ছিলো না। কিন্তু এখন নারীরা ঘরে বাইরে সব পেশায় নিজেদের নিয়োজিত করছে। সৃষ্টি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা😊
🌿🌸--------আত্মবিশ্বাস এমন একটা বিষয় যেটা না থাকলে মানুষ কোনো কাজে অগ্রসর হতে পারে না। ব্যবসায়ে সাফল্য লাভের জন্য নিজের প্রতি বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যতক্ষণ না আপনি নিজের প্রতি বিশ্বাস রাখতে পারছেন ততক্ষণ কোনো সম্ভাবনাই থাকে না। তাছাড়া নারীরা স্বাভাবিকভাবেই তাদের ক্ষমতার অপ্রতুলতার জন্য পরিচিত। তাই যেকোনো ক্ষেত্রে লড়াই করে এবং ব্যর্থতাকে মোকাবিলা করে এগিয়ে যাওয়ার জন্য আগে নিজেকে প্রস্তুত করতে হবে আত্মবিশ্বাস সৃষ্টির মাধ্যমে😊
🌸-----------ব্যর্থতা হলো সফলতার অনুষঙ্গ। ব্যর্থতা না থাকলে মানুষ বুঝতেই পারতো না সফলতার মূল্য কতটুকু। তাছাড়া যে কোনো ব্যাবসায়ে ঝুঁকি থাকাটাই স্বাভাবিক। তাই ব্যবসায়ের কোনো না কোনো সময় ব্যর্থতার মুখোমুখি হতেই হয়। তাই জীবনের যে কোনো সময় ব্যর্থতাকে মোকাবিলা করার মানসিকতা গড়ে তুলুন😊🌸
🌸-----অর্থাৎ কেউ যদি সারাক্ষণ ভাবে যে সে ব্যর্থ হবে, তবে সে যত ভালো অবস্থাতেই থাকুক না কেন সে ব্যর্থ হবেই। কারণ, তখন তার কাছে কোনো সামান্য বাঁধাকেই ব্যর্থতার একটা অংশ বলে মনে হবে। আবার আপনার বিশ্বাস যদি হয় যতোই প্রতিকূলতা আসুক না কেন আমি এগিয়ে যাব, তাহলে আপনার সাফল্য অবধারিত। মনে রাখবেন ব্যর্থতার পরেই সফলতার বসবাস। তাই ব্যর্থতাগুলোকে সফলতার প্রক্রিয়ার অংশ হিসেবে ধরে নিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে🌸
-----------অনেক নারীই হয়তো নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে দেখার স্বপ্নকে লালন করে। কিন্তু ব্যর্থতার ভয়, শংকা, অনিশ্চয়তা এবং সঠিক দিকনির্দেশনার অভাবে তা আর হয়ে ওঠে না। অর্থাৎ শুধুমাত্র আরিয়ানা হাফিংটন, জেনি ক্রেইগ, ওপাহা উইনফ্রে এট আল- এর মতো বিখ্যাত নারী উদ্যোক্তাদের সাফল্যের গল্পগুলো পড়েই লক্ষ্যার্জন করা সম্ভব না। এর জন্য প্রয়োজন বাস্তবে তা প্রয়োগ করার মতো সাহস ও ক্ষমতা রাখা🌸
🌸--------মেয়েদের ব্যবসা করতে আমাদের সমাজে অনেক বাঁধা। এর মধ্যে অন্যতম অন্যের মানষিকতা, তুমি পারবে না বলে, বলা হয় ব্যবসা মেয়েদের জন্য না। সহযোগিতার হাত নাও থাকতে পারে কিন্তু বাঁধা না দিক তাহলেই মেয়েরা এগিয়ে যাবে✌🌸
🌸--------আমাদের লক্ষ্যের পথে পিছুটান দেয়ার মতো থাকবে অনেক মানুষ। এসব উপেক্ষা করে নিজের স্বপ্ন ও লক্ষ্যের দিকে ফোকাস রেখে এগিয়ে যেতে পারলে সফলতার দাড়ঁ আপনাআপনি উন্মুক্ত হবে আমাদের😊
🌸------------#স্বামীর অনুপ্রেরণা থেকে আজ হাজারো নারীর অনুপ্রেরণা😊
------আমি তৃষ্ণা দেবনাথ🤷♀️ জন্ম এবং পৈতৃক নিবাস ফেনীতে,,শশুরবাড়ী নোয়াখালী ।আমার বেড়ে উঠা, পড়ালেখা সহ যাবতীয় সবকিছুই ফেনীতে।কিন্তু বাঙালি নারীর বিয়ের পর স্বামীর ঘরই সব😊
🌿---------সেই সুবাদে বর্তমানে নোয়াখালী বসবাস করছি🌸 পেশায় একজন গৃহিনী হলেও পাশাপাশি কাজ করছি একজন স্যোশাল ওয়ার্কার ও নারী উদ্যোক্তা হিসেবে।
🌿-------------------আমি একজন সামান্য গৃহিণী হয়েও একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছি😊যা হাজারো নারী,,ইকবাল বাহার জাহিদ স্যার,,আমার স্বামী ওনাদের অনুপ্রেরণায় আমার লক্ষ্য পৌঁছানোর প্রয়াস😊
🌿---------উপরওয়ালা আমাকে নিরাশ করবেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস🌸
🌿-------------হাজারও গৃহিনীর, হাজারও নারীর ইন্সপিরেশন আমার নিজের হাতে তৈরি করা জুয়েলারি😊শাড়ি,,থ্রি-পিস নিয়ে😊
"স্ট্যাটাস অব দ্যা ডে"-৫১২
তারিখ :- ১৯.০৪.২০২১
🌸নামঃতৃষ্ণা দেবনাথ
🌸ব্যাচঃ১৩
🌸রেজিষ্ট্রেশন নংঃ৫৮০৯৬
🌸ঠিকানাঃ কোম্পানিগঞ্জ,নোয়াখালী