প্রবাস জীবন আমার থেকে যা কেঁড়ে নিয়েছে
😰😰 প্রবাস জীবন আমার থেকে যা কেঁড়ে নিয়েছে 😰😥
আজ আমার কিছু স্বজন হারানোর কষ্টের অনুভূতি প্রকাশ করবো, আশা করি সকলেই মনোযোগ দিয়ে পড়বেন।
👉আমি ২০১৩ সালে যখন প্রবাসে পারি জমাই তখন আমার প্রাণ প্রিয় দাদু আমাকে তার জমি বিক্রি করে ৩,০০,০০০ টাকা দিয়ে বলেছিলো মা বাবা কে সুখে রাখতে যাবতীয় সকল কিছু করিস। দাদু ছিলো আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া কারণ দাদুর থেকেই শিখেছি কিভাবে একজন ভালোমানুষ হওয়া যায়, কিভাবে আল্লাহর ইবাদাত করতে হয়, মানুষ কে কিভাবে ভালোবাসা যায় কিভাবে মানুষের পাশে থেকে কাজ করা যায় যা আজো আমার জীবন লালন করে আছি। এখনে বাবার কথা না বললেই নয়, আমার বাবা একজন সৈনিক হিসেবে দেশের কাজে বিভিন্ন স্থানে নিয়জিত ছিলেন তাই আমার দাদুর কাছে বড় হওয়া। 👈
👉যেদিন প্রবাসে পাড়ি দেবো সেদিন দাদু আমাকে বুকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলেছিল দাদু মনে হয় না তুই ফিরে এসে তোর দাদুর মুখটা দেখতে পারবি।আমি দাদুর কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায়। আমি দাদুকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কেদে বলেছিলাম না দাদু আমি দেশে না ফেরা পর্যন্ত তুমি আমাকে ছেড়ে যেতে পারবা না। দাদু একথা বলেছিলো কারন দাদু আমাকে তার অন্তর দিয়ে ভালোবাসতো। আমি দাদুর প্রথম এবং শেষ নাতি। কারণ আমি তার একমাত্র নাতি, আমার বাবারা পাঁচ ভাই তাদের ভিতর আমি একমাত্র নাতি সেজন্য ভালোবাসা টা ছিল অনেক।
দাদু আমাকে দাদা ভাই বলে ডাকতো।আমার পরিবারের সকলের মাথার মনি ছিলো আমার দাদু। দাদু তার ভালোবাসা দিয়ে আমাদের পরিবার কে আঁকড়ে ধরে রেখেছিলো। আমার স্কুল জীবনের সবচেয়ে বড় গাইড ছিলো আমার দাদু। আমি পড়ছি কি না স্কুলে যায় কি না ঠিক টাইমে খাচ্ছি কি না সব দিকে খেয়াল রাখতো। পাশাপাশি কিভাবে একজন ভালোমানুষ হওয়া যায় তারও চর্চা করাতো আমার দাদু।
😥😥 প্রিয় ভাই বোনেরা সেই ভালেবাসার দাদুকে ছেড়ে প্রবাসে আসার দুই বছর পর একদিন ছোটবোন কে কল দিয়ে দাদুকে চাইলে বোনের মুখ ফসকে বের হয়ে যায় গত শুক্রবারে দাদু মারা গেছে তুই কি ভুলে গেছিস। তুই দাদুকে অনেক ভালোবাসিতি বলে তোর মনে নেই যে দাদু মারা গেছে। আসল কথা আমি কষ্ট পাবো আর ভেঙ্গে পড়বো বলে আমাকে দাদুর মৃত্যুর খবর জানানো হয়নি। কারন দাদু আমার হৃদপিণ্ড ছিলো।
কথাটা শুনে মনে হলো আকাশ ভেঙে আমার মাথায় পড়লো আমার পায়ের নিচের মাটি সরে গেলো আমি একদমি এই কথা শুনবো এর জন্য প্রস্তুতি ছিলাম না।
মনের ভিতরে নানা প্রশ্ন ভেসে উঠলো মনে পড়ে গেলো সেই দিনের কথা যেদিন দাদু বুকে টেনে বলেছিলো তুই হয়তো ফিরে এসে আমাকে আর দেখবি না। আজ দাদুর কথা সত্য হয়ে গেলো।
তখন চিৎকার করে কাদতে থাকলাম অঝোরে ঝড়ছে চোখের পানি। হাই প্রবাস জীবন তুই আমার জীবনের সবচাইতে প্রিয় মানুষটিকে কেড়ে নিয়ে গেলি।
😰তারপরে আব্বু কে কল দিয়ে বললাম যে কষ্টের ভয়ে আমাকে জানালে না হায়রে জানালে যতই কষ্ট হক শেষ দেখাটাতো দেখতে পারতাম এই আধুনিক দুনিয়াতে ইন্টারনেটের যুগে একবার তো শেষবারের মতো চাঁদ মুখটা দেখতে পারতাম সেটাও কপালে হলো না।
😭😭 এভাবেই মনের কষ্ট মনে চেপে চলা আমাদের প্রবাস জীবন 😭😭
😥😥 আরেক টা বিদায়
এইতো দ্বিতীয় বার প্রবাসে আসার সময় নিজ হাতে কোলে তুলে নিয়ে দাদিকে মেডিকেল এর বিছানায় রেখে আসলাম। তখন বার বার দাদুর কথা মনে পড়তেছিলো এবারো কি দাদিকে দাদুর মতো হারিয়ে ফেলবো নাতে!! সেদিন বুক ফেটে কান্না পাচ্ছিলো আর বার বার দাদির মুখের দিকে তাকাচ্ছিলাম। এবার কয়েক দিনের মাথায় দাদি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলো। এবার ভিডিও কলে তার চাঁদ মুখটা দেখা আর চোখের পানি ঝড়া ছাড়া পারলাম না তার চিরবিদায়ে এক মুঠো মাটি দিতে। কতোবার দুমড়ে মুচড়ে কেঁদেছি আর আফসোস করেছি হাইরে প্রবাস জীবন।
এভাবেই প্রিয় দাদু ও দাদি চলে গেলো না ফেরার দেশে শুধু মোবাইল ফোনে শোনা ছাড়া কিছুই করার ছিলো না।
নিয়তি যেটা লেখা সেটা খন্ডানোর ক্ষমতা যে মানুষের নেই। দাদু চলে গেলো এখন আর কেউ বলে না দাদা ভাই নামাজ পড়ছিস, তুই কি খেয়েছিস।
🙏 সবশেষে সবার কাছে একটাই অনুরোধ আপনারা আমার দাদু ও দাদির আত্তার শান্তির জন্য মাগফেরাকের দোয়া চেয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি।
👉 এটাই হচ্ছে প্রবাস জীবন 👈
💗 এতোখন যারা কষ্ট করে পোস্ট টি পড়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা।
স্ট্যাটাস অব দ্যা ডে"-৫১৫
তারিখ :- ২৩.০৪.২০২১
🌿🌿🌹আমি🌹🌿🌿
👉নামঃ এম এইচ মারুফ হোসেন
👉👉ব্যাচঃ ১৩
👉👉👉রেজিঃ ৫২৩১৫
👉👉👉👉নিজ জেলাঃ ফরিদ পুর ( সদর)
👉👉👉👉বর্তমান ঠিকানা ঃ সিংগাপুর
👉👉ব্লাড গ্রুপ ঃ ০+
👉মোবাইল নংঃ +৬৫৯১৭৪৩০৮৯
👉 ইমেইল ঃ marufhossain130018@gmail.com