আসল নকলের ভীড়ে ভয়ংকর দুঃস্বপ্ন
আসল নকলের ভীড়ে ভয়ংকর দুঃস্বপ্ন
বিকেলে কাজিনদের সাথে নবাবগঞ্জ গ্রীন ল্যান্ড পার্কে গিয়েছিলাম।গিয়ে দেখি সেখানে ছোট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অনেক লোকের ভীড় সেখানে।তাই আমরা অন্যপাশে নিয়ে বসলাম।হঠাৎ মাইকিং শুনে নিজের কানকে যেন বিশ্বাসই করতে পারছিলাম না,সেখানে বলা হচ্ছে
""" এখন আমাদের মাঝে কথা বলবেন " নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর রূপকার আমাদের সকলের প্রিয় ও ভালবাসার মানুষ ❤️ইকবাল বাহার জাহিদ❤️স্যার।
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর আমাদের আজকের অফলাইন মিটআপে প্রিয় স্যারকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।স্যার তার এত মূল্যবান সময়ের মাঝে আমাদের মাঝে আমাদের সাথে যুক্ত হয়েছেন,আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এজন্য আমরা চিরকৃতজ্ঞ স্যারের কাছে।সবাই করতালির মাধ্যমে স্যার শুভেচ্ছা জানাই ও আমাদের মাঝে কিছু বলার জন্য অনুরোধ করছি।"""
এর পরপরই হাততালির শব্দ পেয়ে আমার চেতনা ফিরলো,দৌড়ে গেলাম সেই ভীড়ের মাঝেই।এমা,এতো সওিই আমাদের ❤️ইকবাল বাহার জাহিদ❤️স্যার।মাইক হাতে উঠে দাড়ালেন সকলের উদ্দেশ্য কথা বলার জন্য।এবার যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিনা।
আমি স্বপ্ন দেখছি না তো???
নিজেই স্বজোরে নিজের হাতেই চিমটি কাটলাম,কই নাতো, ব্যাথা পাচ্ছি আমি।মানে যা দেখছি সবই সওি!
কিন্তু এটা কিভাবে সম্ভব??🤔🤔🤔
আমাদের জোনের অফলাইন মিটআপ হচ্ছে, অথচ আমিই জানিনা।তারপর আমার প্রিয় ❤️ইকবাল বাহার জাহিদ❤️স্যার ও এসেছেন, এতো কিছু হলো আমি কিছুই জানিনা।
মেসেঞ্জার গ্রুপে মেসেজ করলাম,আজকের মিটআপ নিয়ে।কোন সারাই পেলাম না তেমন।কয়েকজন বললো আজ কোন মিটআপ নেই।হলে আগে থেকেই জানানো হবে?বিশ্বাস হচ্ছিলো না তাদের কথা
ফোন করলাম জোন এম্বাসেডর MD Tofayel Bhuiyan Toha ভাইয়াকে।জানতে চাইলাম তিনি মিটআপে উপস্থিত আছেন কি না,থাকলেও সেটা কোথায় সেটা?ভাইয়া যেন আকাশ থেকে পরলো,বললো আপু আজ তো আমাদের মিটআপ নেই আপুনি,মিটআপের আগে জানানো হবে,আমি ভাইয়াকে বললাম,আমার চোখের সামনে ঘটা মিটআপের ঘটনা।তিনি বললো ইগনোর করতে,হয়তো আমি ভুল দেখছি বা অন্য কোন গ্রুপের মিটআপ সেটা।
আমি কিছুতেই বিশ্বাস করাতে পারছিলাম না আমি যা দেখছি সেটা সওিই।না তাদের কথা বিশ্বাস করতে পারছি।মনের ভিতর এক অস্থিরতা কাজ করছিলো।
Monir Mon ভাইয়াকেও ফোন দিলাম।তিনিও একই কথা বললেন।
কি করবো বুঝতে পারছিলাম না কিছুই।কি হচ্ছে এসব আমার সাথে।হ্যালুসেলেশন হচ্ছে কি আমার সাথে?চোখের সাথে প্রিয় স্যার কথা বলছেন মাইক হাতে,পিছনে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর বিশাল ব্যানার।সবকিছুই হচ্ছে, কিন্তু এগুলো তো হওয়ার কথা নয়।শরীরটা বেশ খারাপ লাগছে।সাথে মনটাও অস্থির হয়ে আছে এসব গোড়মিলে।
হঠাৎ মনে হলে,আমার কাছে তো ফোন আছে।ভিডিও / পিক তো তুলতেই পারি যদি সওিই সবটা হয়ে থাকে।যেই ভাবা সেই কাজ।ঝটপট কয়েকটা ছবি আর ভিডিও রেকর্ড করলাম।
তারপরই নিজের সেগুলো দেখে আবারও সিওর হলাম,না যা হচ্ছে সবটাই সওি।হঠাৎ মনে পরলো Runa Ahmed আপুর কথা।ফোন করলাম আপুকে।আপুও প্রথমে না বলছিলো,পরে যখন ছবিগুলো ও ভিডিও যখন সেন্ড করলাম সেগুলো দেখে আপুর ও কথা বলা বন্ধ হয়ে গেল।অনেক জোড়াজুড়ির পর আপু মুখ খুললো।বললো আমরা যে গ্রুপটায় আছি সেটা অরিজিনাল গ্রুপ নয়।এটা ঐ গ্রুপের অনুরূপে তৈরী।আমাদের গ্রুপ নিয়ে অনেক ভাল ভাল কথা বলতে লাগলো আপুনি,আর একই নামে গ্রুপ খুলে কোন ভুল করেনি সেটাও প্রমান করার চেস্টা করলো,কিন্তু সেসব কিছুই আমার মাথায় ডুকলো না।একটা কথাই মাথায় ঘুরপাক খেতে লাগলো,আমি একটা ভুয়া নকল গ্রুপের সদস্য।প্রচুর ঘাম হতে লাগলো,মাথা ঘুরতে শুরু করলো,
আমি এতদিন যাবত এই নকল গ্রুপে সময় দিয়ে নিজের ব্রান্ডিং করেছি।এসব কি কাজে দিবে?স্যারের সাথে দেখা করা,কথা বলা সবটাই মিথ্যা হয়ে যাবে,আমার স্বপ্নগুলো সবটাই মিথ্যা হয়ে গেল কি তাহলে।একটা নকল গ্রুপে নিজের এতটা সময় নস্ট করলাম আমি।
এসব কিছু ভাবতে ভাবতেই মাথাটা ঝিমঝিম করে ওঠলো।চারিপাশ অন্ধকার হলে আসলো।আমি ব্যালেঞ্জ হাড়িয়ে পড়ে গেলাম মাটিতে।
ওমনি স্বপ্ন ভেঙে ঘুম থেকে জাগ্রত হলাম।বিভৎস একটা অনুভূতির সাথে কাটালাম বেশ খানিকটা সময়।খেয়াল করলাম জামাটা ভিজে গেছে ভয়ে,টেনশনে, আর দুঃশ্চিন্তার ঘামে।নিজেকে স্বাভাবিক করতে বেশ কিছুটা সময় লাগলো।
পরে সবটা মনে পরতেই গা শিহরে উঠলো।এটা কি দুঃস্বপ্নে অবস্থান করছিলাম।দম বন্ধ করা একটা পরিস্থিতি।
এইতো সেদিন একটা অনলাইন মিটআপে স্যারের সাথে সাক্ষাৎ হলো,স্যারের এত ভিডিও,এতজন ভাল মানুষ, এটা ফেইক গ্রুপ হতেই পারেনা। আমি সঠিক গ্রুপেই আছি। চকমকি পাথর নয়,আসল হীরের ছত্রছায়াই আছি আমি।আর ইনশাআল্লাহ আমার সকল সপ্ন ও লক্ষ্য স্যার আর এই ভালমানুষগুলোর সংস্পর্শে থেকেই পূরন হবে।
★★★কয়েকদিন যাবত লক্ষ্য করছি আমাদের প্রিয় প্লাটফর্মের অনুকরণে আরেকটা গ্রুপ খোলা হয়েছে।এখানকার পোস্টগুলো কপি করে ওখানে পোস্ট করা হয়।খুব একটা সহজে বোঝায় উপায় ওটা ফেইক গ্রুপ।সকলে একটু সচেতন হবেন,সঠিক প্লাটফর্ম নির্ধারন করুন।জীবনকে সহজতর করুন।★★★
"স্ট্যাটাস অব দ্যা ডে"-৫১৬
তারিখ :- ২৪.০৪.২০২১
আমি সোনিয়া সালমান
ব্যাচ নংঃ১৩
রেজিষ্ট্রেশন নংঃ৫৭২১৪
কমিউনিটি ভলান্টিয়ার
কেরানিগঞ্জ জোন
নবাবগঞ্জ, ঢাকা
কাজ করছি " ইসলামিক গিফট প্যাকেজ" নিয়ে।
যা যা থাকছে এই প্যাকেজে
★১টা পবিত্র কোরআন শরীফ
★১টা জায়নামাজ
★১টা তসবিহ