জীবনটা খুব ছোট হলেও জীবনের গল্পটা অনেক বড়
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম।💚
💥প্রথমেই শুকরিয়া আদায় করছি, সৃষ্টিকর্তার নামে যার পরম দয়ায় আবারো একটি সুন্দর সকাল উপভোগ করার তৌফিক দান করেছেন।সেই সাথে বিশ্বের এই করুন পরিস্থিতিতে এখনো সুস্থ রেখেছেন।আলহামদুলিল্লাহ।
💥তারপরে কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করছি,প্রিয় প্লাটফর্মের প্রতিষ্ঠাতা, লাখো লাখো তরুণ,তরণীদের স্বপ্ন পুরনের অভিবাবক, আমাদের নয়নের মনি জীবন্তকিংবদন্তি জনাব, ইকবাল বাহার জাহিদ স্যারকে।
যার অক্লান্ত পরিশ্রমে আমরা পেয়েছি নিজেকে/জীবনকে গড়ে তোলার জন্য নতুন পথ চলার দিক নির্দেশনা এবং নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন।
💥নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে,আল্হামদুলিল্লাহ ভাল আছি।
😦অনেক দিনের অসুস্থতা কাটিয়ে একটা বাস্তব জীবনের বাস্তব গল্প নিয়ে আসলাম,,
💞এ যেন নতুন জীবনের গল্প।
"জীবনটা খুব ছোট হলেও জীবনের গল্পটা অনেক বড়"
✍️বরগুনা জেলার মধ্যবিত্ত এক হিন্দু পরিবারে জন্ম আমার,
🌼গ্রামের সবুজে ঘেরা,শস্যে ভরা,গাছে ফুল-ফল সবই যেনো একটু একটু করে আঁচ দিয়ে গেছে গ্রামটাকে,,ছোট থেকে খুব প্রিয় ছিলাম সবার,,
✍️✍️ পরিবারে বাবা,মা,ভাই,বোন আর আমি আছি,,এছাড়াও চাচা চাচী আর চাচাতো ভাই বোনেরা রয়েছে,,তবে মজার ব্যাপার হলো আমি পরিবারের সবারই ছোট এবং খুব আদরের ছিলাম।
❤❤তবে সেই আদরটা বয়স ১৯পর্যন্ত ছিলো,,তারপর আমি নিজেই সবার থেকে অনেক দূরে চলে আসি।😧
🌹বাবা ব্যবসায়িক,,মা গৃহিনী,,ভাই কম্পিউটার ইঞ্জিনিয়ার,,বোন মাস্টার্স ১ম বর্ষ,,আর আমি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এ আছি,।
📗আমি খুবই সাধারন একটা মেয়ে ছিলাম,,যে পুরো দুনিয়া উল্টে গেলেও খোঁজ রাখতাম না😅টার্গেট শুধু পড়ালেখা,পড়া লেখার প্রতি আমার বেশ আগ্রহ।আমি সব কিছুর উর্ধ্বে পড়ালেখা বিষয়টা রেখেছি।
📘অষ্টম শ্রেণীর পর নবম শ্রেণিতে মায়ের ইচ্ছেতে সায়েন্স নিলাম।অনেক কষ্টে পড়ালেখা মোটামুটি করে এসএসসি শেষ করলাম ২০১৭ সালে।
📗এখন চিন্তা কিসে ভর্তি হবো,,একদিকে কলেজে এডমিশন নিলাম অন্যদিকে ডিপ্লোমা ইন্জিনিয়ারিং এ ও আবেদন করলাম।
✍️✍️এরই মধ্যে জেনারেল এর ক্লাস শুরু হয়ে গেলো ১২দিন ক্লাস করার পর যখন শুনি ডিপ্লোমা ইন্জিনিয়ারিং এ চান্স হয়েছে সিভিল ডিপার্টমেন্টে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে।
✍️✍️ তখন গ্রাম ছেরে বরিশাল শহরে চলে যাই এই যাওয়াই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল।এরই মধ্যে কলেজ জীবনের ৩ বর্ষ শেষ করলাম।
জীবনটা খুবই অদ্ভুত।কখন কি ঘটে যায় জীবনে তা বোঝা বেশ খানিকটা মুশকিল।
✍️✍️হঠাৎ করেই ঝড়ের মতো এসে এলোমেলো করে চলে যায় আমার জীবনকে।আমার জীবনে এমন একটা ঝড় এসেছিল যে ঝড়ে আমার সবাইকে হারাতে হয়েছে।আমি আমার পরিবার বাবা,মা,ভাই বোন আত্মীয় স্বজনদের থেকে অনেক দুরে চলে আসি।
🌹❤আল্লাহর রহমতে আমি ২০২০ সালের প্রথম দিকে আমার জন্মগত হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করি,,আলহামদুলিল্লাহ এখন আমি অনেক অনেক ভালো আছি☺☺ ধর্ম ত্যাগ করার কারনে আমার উপর অনেকটা ঝড় ঝাপটাও গেছে।
🌹তার কয়েক মাস পরে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই।শুরু হলো এক নতুন জীবন।👫
💖💖প্রথম প্রথম অনেকটা ভেঙে পরি,,কিন্তু আমার হাসবেন্ড আমার পাশে থেকে সার্বিক সাপোর্ট দিয়ে গেছে অনবরত,,তারই অনুপ্রেরণায় আমি ❤️নিজের বলার মতো একটা গল্প❤️ ফাউন্ডেশনে আসি নিজেকে সফল,ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।
❤আলহামদুলিল্লাহ ইকবাল বাহার জাহিদ স্যারের শিক্ষায় আস্তে আস্তে নিজেকে তৈরি করতেছি। একজন ভালো মানুষ, একজন সফল ভাল উদ্দোক্তা হিসেবে নিজেকে তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।ইচ্ছে আছে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করার।
🌹🌹সবাই আমার জন্য দোয়া করবেন,,আমি যেনো সকল প্রকার বাধা পেরিয়ে আমার লক্ষ্যে পৌছাতে পারি।☺️☺️
❤❤ আমার নিজ ধর্ম ত্যাগ করায় জানি না কে কি মন্তব্য করবেন, আশা করি সবাই বিষয়টি ভাল ভাবেই নিবেন। কেননা প্রথম থেকেই এর জন্য অনেকের অনেক কথা শুনেছি তবে আমার বিন্দু মাত্র কষ্ট নেই বরং ভালোই লেগেছে কারন আল্লাহ তায়ালা আমায় সঠিক পথ দেখিয়েছেন।আমি শান্তির ধর্ম ইসলাম ধর্ম গ্রহন করেছি
❤️আমার জীবনে আর কিছু চাওয়ার নাই।আজ আমি অনেক খুশি।
🌿জীবনের আরও অনেক কস্টের কথা আছে যা প্রকাশ করতে চাই কিন্ত এটা ফেইছবুক প্রাইভেট গ্রুপ তাই ভিষনভাবে সংকচ হচ্ছে।
♥সর্বপরি সবার কাছে দোয়া এবং ভালোবাসা চাই♥
যাতে আমি ফাউন্ডেশনে একজন সেচ্ছাসেবক হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারি।
🙏আমার লেখার ভিতরে ভুলত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
♦নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সম্মানিত ভাই ও বোনদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার জীবনের গল্পের ইতি টানলাম।দোয়া করবেন আমি যেনো ভালো মানুষ হিসেবে সবার কাছে পরিচিত হতে পারি।ইনশাআল্লাহ আবারো আপনাদের সামনে সফলতার গল্প নিয়ে হাজির হবো। এতক্ষন আপনাদের মুল্যবান সময় ব্যয় করে গল্পটা পড়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহাফেজ।
"স্ট্যাটাস অব দ্যা ডে"-৫১৬
তারিখ :- ২৪.০৪.২০২১
💕ধন্যবাদান্তে💕
~~~~~~~
নামঃ ফাতিহা নুসরাত
ব্যাচঃ১২
রেজিঃ৪৬৪৩৭
জেলাঃসাগরকন্যা বরগুনা।
বর্তমান অবস্থানঃ ঢাকা।