চলো আমরা আজকে মঙ্গলবার হাটে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে আজীবন মেম্বাদের কাছে থেকে ঈদের জন্য শপিং করবো
✍️ঈদ উপলক্ষে কেনাকাটা পাঞ্জাবি
,,,,,,গল্প ,,,,,,,,
নাতিন এবং দাদুভাই
চলো আমরা আজকে মঙ্গলবার হাটে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে আজীবন মেম্বাদের কাছে থেকে ঈদের জন্য শপিং করবো । দাদুভাই সেখানে অনেক কিছু পাওয়া যায়। সুন্দর পরামর্শ দেওয়া হয় নিজের জীবন গড়া যায় । নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে ,অনেক ভালো মানুষ আছে, সেখানে অনেক কিছু শেখানো হয় , কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায়, কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায় ,কিভাবে ভলেন্টিয়ার কাজ করা যায়, বা এখানে মেয়েদের জন্য অনেক সুযোগ-সুবিধা রয়েছে,
এখানে আরো আরো অনেক সুন্দর কাজ করা হয় ।গরীব দুঃখীদের পাশে থেকে উপকার করার শিক্ষায় দেওয়া হয় । আরেও কাজ করে থাকে ইত্যাদি ইত্যাদি।
ঈদের কেনাকাটা করবো বিশাল বড় একটা প্ল্যাটফর্ম থেকে👉 নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে থেকে আজ মঙ্গলবার হাট বিশাল বড় একটা হাট বসে সেখানে অনেক টাকা সেল হয় ।
অনেক কেনাকাটা হবে চলো দাদুভাই আজ আমরা কিছু কেনাকাটা করবো পাঞ্জাবি , সকাল 9 থেকে রাত 9 পর্যন্ত হাট বসে ।
আজ আমরা অংশগ্রহণ করবো
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে মঙ্গলবার হাটে ঈদ উপলক্ষে নতুন কালেকশন পাওয়া যাবে যেমন ঈদে আমরা ব্যবহার করবো সেই উপলক্ষে দাদুভাই তুমি আমাকে একটা পাঞ্জাবী কিনে দেবে।
#দাদুভাই : তোমার কোন পাঞ্জাবি পছন্দ হয় সেটা তোমাকে কিনে দেবো ।
#নাতিন : ওকে ।
#দাদুভাই : তোমাকে ঈদে সুন্দর একটা পাঞ্জাবী দেবো ঈদের নামাজ পড়তে যাবে । তোমার বন্ধুরা সবাই দেখে অনেক ভালো বলে জানি , তাহলে আমি অনেক খুশি হবো।
#নাতিন : দাদুভাই , ঠিক কথা বলেছেন। আমার এমন ইচ্ছা সবাই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে থেকে কেনাকাটা করুক।
#দাদুভাই: এই প্লাটফর্মে তোমার কোন পরিচিত দোকান থাকলে সেখানে আমাকে নিয়ে চলো ।
#নাতিন : আমার একটা পরিচিত আপু আছে রাবেয়া ইসলাম ফাতেমা সেই একজন স্টুডেন্ট এবং নতুন উদ্যোক্তা সেই এই গ্রুপে কমিউনিটি ভলান্টিয়ারিং হিসাবে কাজ করেছেন তার থেকে কেনাকাটা করলে খুব ভালো হবে ।
#দাদুভাই : নাতিন চলো তার দোকানে তার কথা শুনে খুব ভালো লাগলো সেই একজন স্টুডেন্ট এবং উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছে তার দোকানে চলো ।
#নাতিন : ওকে দাদুভাই , দাদু এই হলো আপুর দোকান Fatema Fashion House
#দাদু : ও আচ্ছা তুমি সেই তোমার কথা আমার নাতিন বলে থাকে তোমার কাছে ভালো ভালো পাঞ্জাবি আছে শুনলাম।
#আমি রাবেয়া ইসলাম ফাতেমা : জ্বি আসলামুআলাইকুম আমার কাছে শুধু পাঞ্জাবি নয় সব ধরনের কালেকশন পাবেন।
#দাদুভাই ঃ মাশাআল্লাহ চমৎকার সুন্দর দোকান অনলাইন এতো সুন্দর দোকান । এটা কিভাবে সম্ভব হয়েছে দাদু ?
#রাবেয়া ইসলাম ফাতেমা : দাদু , নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারে দ্বারা সম্ভব হয়েছে ।
সেই আমাদের প্রিয় শিক্ষক ।
সেই প্রতি দিন ক্লাস করায় একদিনও সেই ক্লাস বন্ধ রাখে না । প্রতি দিন নতুন কিছু শিখতে আছে । #দাদু তার জন্য দোয়া করবেন সেই সুস্থ এবং ভালো থেকেই আমাদের প্রতিদিন এভাবে শিক্ষায় দিতে পারে ।
#দাদু : মাশাআল্লাহ অসাধারণ তার জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে । প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যার জন্য ।
#দাদু : সুন্দর পাঞ্জাবি দেখাও ।
#রাবেয়া ইসলাম ফাতেমা : জি , দাদু। আমার নিজের পছন্দ একটা পাঞ্জাবি দেখায় ,অসাধারণ সুন্দর পাঞ্জাবি ডিপ মেরুন কালার । ফ্যাব্রিক এবং আকারের বিবরণ ১০০% নরম সুতি কাপড় এবং কলার এবং হাতে
আকারে টকটকে সূচিকর্ম
সাইজ:
size : S = Chest 40,Length -38
Size: M= Chest-42, Length-40
Size: L= Chest-44, Length-42
Size: XL= Chest-46, Length-44
Size: XXL= Chest-48, Length-46
#দাদু : মাশাআল্লাহ চমৎকার সুন্দর পাঞ্জাবি।
#নাতিন : আমার অনেক পছন্দ হয়েছে আমি এটা কিনবো।
#দাদু: দাম কতো ?
#রাবেয়া ইসলাম ফাতেমা : ৯৯৯টাকা !
#দাদু: মাশাআল্লাহ ওকে দাদু কুরিয়ার সার্ভিস করে দেও।
#রাবেয়া ইসলাম ফাতেমা : আমি 🙋: দাদু আমার প্রোডাক্ট এ ১০০% বিশ্বাস পাবেন, এবং নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আপনাকে কোন পন্য দিচ্ছে না, দিচ্ছে বিশ্বাস। আমাদের প্রিয় স্যার সবসময় বলে, পন্য নয় কিনবো বিশ্বাস।
#দাদু : মাশাআল্লাহ ! অসাধারণ কথা ,
তোমার জন্য অনেক দোয়া করি সফলতা কামনা করছি ব্যবসা সফল হয় । এবং তোমার কথা আমাদের গ্রামে মানুষদের কাছে বলবো তোমার থেকে কেনাকাটা করে , আর বলবো আমার দাদু পন্য বিক্রি করে না বিশ্বাস বিক্রি করি।
#রাবেয়া ইসলাম ফাতেমা: ধন্যবাদ দাদু আমি অনেক হ্যাপি।
#রাবেয়া ইসলাম ফাতেমা : ওকে দাদু , কুরিয়ার সার্ভিস করে পাঠিয়ে দেবো.
#দাদুভাই: তোমার আপুর পাঞ্জাবি টাকা বিকাশে পাঠায়ে দেবো ।
#নাতিন : ওকে দাদুভাই, তাহলে আপু অনেক উপকার হবে। তাহলে আপু কষ্ট হবে না বার বার কুরিয়ার সার্ভিস কাছে যাও লাগবে না ।
#রাবেয়া ইসলাম ফাতেমা : নাতিন , ভাইয়া Many many many thanks । দোয়া করবেন।
#রাবেয়া ইসলাম ফাতেমা : দাদু ,আন্তরিক ভাবে ধন্যবাদ প্রিয় দাদু । আমার থেকে ছোট একটা গিফট থাকবে , অনেক অনেক ধন্যবাদ প্রিয় দাদু দোয়া করবেন পাশে থাকবেন ।
#রাবেয়া ইসলাম ফাতেমা@ দাদুভাই এবং নাতিন আবার আসবেন আমার ছোট অনলাইনে দোকানে।
ধন্যবাদ।
#দাদুভাই ও নাতিন :
ওয়লকাম ।
রাবেয়া ইসলাম ফাতেমা তোমার জন্য অনেক অনেক দোয়া করি।
#দাদুভাই@
নাতিন@
রাবেয়া ইসলাম ফাতেমা#
আমাদের গল্প টা ভালো লাগলে কমেন্ট করবেন এবং পাশে থাকবেন ।
,🌺🌺🌺🌺 ধন্যবাদ সবাইকে 🌺🌺🌺🌺
✍️ ✍️✍️নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে আজীবন মেম্বার।
"স্ট্যাটাস অব দ্যা ডে"-৫১৮
তারিখ :- ২৭.০৪.২০২১
রাবেয়া ইসলাম ফাতেমা
_____কমিকমিউনিটি ভলান্টিয়ার
____পেশা পড়ালেখা @ উদ্যোক্তা এবং ব্যবসায়ী
____11 তম ব্যাচ
____রেজিষ্ট্রেশন নাম্বার 25790
______জেলা মাদারীপুরে
_______:পেজটা লাইক দিবেন
https://www.facebook.com/Fatema-Fashion-House-105765494632072/