আসলে সম্পর্কটাই পূর্ব থেকে গড়ে উঠেছে আর তারা সবাই ভৈরব কে স্যার বলেই সম্বোধন করে।
গল্পে গল্পে সেল পোস্ট
--------
-----------
🤷♂️মূলকথাঃ
আপনাকে যে চিনবে, যে জানবে, যে ভালবাসবে
সে আপনাকে অন্ধ বিশ্বাস করবে
আর সেই বিশ্বাসে আপনি যেকোনো পণ্য বিক্রয় করেন না কেন,
নির্দ্বিধায় আপনার কাছ থেকে পণ্য কিনবে।
💝💖All credit goes to my dear mentor Iqbal Bahar Zahid sir,
Founder of NBMEGF
💯 সত্য ঘটনা অবলম্বনেঃ মোবাইল ফোনে📞📞
🆙উলিপুরঃ স্যার আপনাকে দেখছি পাঞ্জাবি, শাড়ি, থ্রি-পিস হলো ব্লক নিয়ে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে সেল পোস্ট দিচ্ছেন। আপনার কাছে কি এগুলো পাওয়া যাব?
🅱️ভৈরবঃ অবশ্যই পাওয়া যাবে। কি লাগবে বলুন?
🆙উলিপুরঃ আমি আমার জন্য একটা পাঞ্জাবি নিতাম।
🅱️ভৈরবঃ আচ্ছা আমি আপনাকে পাঞ্জাবির ছবি দিয়ে দিচ্ছি।পছন্দ করে জানিয়ে দিন।
🆙উলিপুরঃ স্যার পছন্দের ছবিটি দিয়ে দিয়েছি আমাকে কিন্তু ডিসকাউন্ট দিতে হবে।
🅱️ভৈরবঃ ঠিক আছে কোন অসুবিধা নাই কিন্তু শুধু আপনার জন্য পাঞ্জাবি নিচ্ছেন, ভাবী শুনলে রাগ করবেত।ভাবির জন্য কিছু নিবেন না?
🆙উলিপুরঃ আচ্ছা তাহলে আমাকে কিছু থ্রি পিস এর ছবি পাঠান। আমি বাসায় গিয়ে দেখে আপনাকে কাল অর্ডার কনফার্ম করব।
➡️পরের দিনঃ
🆙উলিপুরঃস্যার আমাকে তাহলে এই দুইটা থ্রি-পিচ আর পাঞ্জাবীটা পাঠিয়ে দিন আর আমি আপনার এই পণ্যের মূল্যের সাথে আপনি যে গরিব বাচ্চাদের জন্য সহযোগিতা করবেন বলেছেন আমি তাদের জন্য কিছু সহযোগিতা পাঠিয়ে দেবো।
🅱️ভৈরবঃ অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই রমজান মাসে গরীব শিশুদের পাশে এসে দাঁড়ানোর জন্য।
®️রংপুরঃ( উলিপুরের বন্ধু) স্যার আপনি নাকি উলিপুর কে পাঞ্জাবি দিয়েছেন তাহলে আমরা পাব না কেন। আমাকেও দেয়ার ব্যবস্থা করুন।
🅱️ভৈরবঃ কোন সমস্যা নেই, আপনি পছন্দ করে বলুন কোনটা নিবেন?
®️রংপুরঃ স্যার আমাকে এই লাল কালারের পাঞ্জাবি টা দিন।
কিছুক্ষণ পর আবার 📞ফোন কল
স্যার আমাকে তাজহাট, মিঠাপুকুর, পাগলাপীর খুব জোর করে ধরেছে ওরাও পাঞ্জাবি নেবে আপনার কাছ থেকে। কি করা যায়?
🅱️ভৈরবঃ অনেক ধন্যবাদ, সকলকে বলুন সবার জন্যই দেয়া যাবে।কার কি সাইজ প্রয়োজন জানিয়ে দিন।
®️রংপুরঃ স্যার আপনি মিঠাপুকুরের সাথে কথা বলুন,ও আপনার সাথে কথা বলবে।
Ⓜ️মিঠাপুকুরঃ স্যার আমরা লকডাউনে আটকা পড়ে গেছি, আপনি তো অনলাইনে মার্কেট করছেন। অফলাইন বন্ধ বলে আমরা দোকান খুলতে পারছিনা। আপনি আপনার পছন্দমতো এক কালারের ছয়টা পাঞ্জাবি আমাদের পাঠিয়ে দিন।
🅱️ ভৈরবঃ অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের পাঠানোর ব্যবস্থা করছি।
এরই মাঝে রাত্রিতে দিনাজপুরের 📞ফোন কল
🆔দিনাজপুরঃ স্যার আমার গায়ের মাপের পাঞ্জাবি কি হবে?
ভৈরবঃ জি হবে, আপনার পাঞ্জাবির মাপ বলুন।
দিনাজপুরঃ ৪৮ সাইজ লাগবে স্যার।
ভৈরবঃ ও ও দুঃখিত। আমার কাছে তো ৪৬ সাইজ ছাড়া নাই।
কি করা যায়!!!
দিনাজপুরঃ স্যার কোন অসুবিধা নাই, এখনও ঈদ আসতে দেরি আছে। আপনি সময় নিয়ে আমাকে ৪৮ সাইজের নীল রঙের পাঞ্জাবি টি পাঠানোর ব্যবস্থা করুন।
ভৈরবঃ অকে ধন্যবাদ। পেয়ে যাবেন ইনশাল্লাহ।
🤔কি অবাক হলেন। সবাই কেন বিক্রেতাকে স্যার বলে সম্বোধন করছে। আসলে সম্পর্কটাই পূর্ব থেকে গড়ে উঠেছে আর তারা সবাই ভৈরব কে স্যার বলেই সম্বোধন করে।
🤔অনলাইন মার্কেট এ সেল পোস্ট দিব এমনটা ভাবা হয়নি। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এই চিন্তার উদয় করেছে।এ ফাউন্ডেশন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন গুলোকে বৃহৎ আকারে দেখতে শিখিয়েছে। আসুন আমরা নিজের পাশাপাশি সমাজের ছিন্নমূল, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াই।রমজান মাসে আমার প্রতিটি পণ্য বিক্রয়ের লভ্যাংশের১০% অসহায়দের জন্য নিবেদিত।
"স্ট্যাটাস অব দ্যা ডে"-৫১৮
তারিখ :- ২৭.০৪.২০২১
ধন্যবাদ
Humayun Kabir Prodhan
#নিজের_বলার_মত_একটা_গল্প
🎀ব্যাচঃ৭ম
📝রেজি নংঃ১১১১
🏠স্থায়িঃদিনাজপুর
🏢বর্তমানঃভৈরব
🗞পোস্ট নঃ ৩৫২
📩humayun28359@gmail.com
☎+imo+Whatsapp ০১৭২৩৫৬৮২৯৬
#Love_yourself #Love_People #Love_The_world