উদ্যোক্তা মনী হয়ে উঠার গল্প
উদ্যোক্তা মনী হয়ে উঠার গল্পঃ-
জীবনটা ছিলো যখন ছন্দ ছাড়া, চতুর্থত দিগে যখন শুধু হতাশা আর হতাশা। কি করবো,কোথায় যাবো যখন কোন কিছু না ভেবে পেড়ে হতাশা গ্রস্থ ঠিক তখনই সন্ধান পেয়ে গেলাম Young Entrepreneurs "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশন
তখন ৮ম ব্যাচ রানিং, গ্রুপে প্রবেশ করার কিছুদিন পরেই মনে হলো এমন একটা প্লাটফর্মের অপেক্ষায়ই ছিলাম।
নিমিষেই সমস্ত হতাশা ধুর হয়ে গেলো, আর তখনই ৮ম ব্যাচে রেজিষ্ট্রেশন করে নিলাম এবং কি টানা ৯০ দিনের প্রশিক্ষণ সহ বিভিন্ন ফ্রী তে বিনামূল্যে স্কেল গুলা আয়ত্ব করে নিলাম।
নিজের পরিচিতির জন্য, নিজেকে ব্যান্ডিং করার জন্য টপ_২০ তে জায়গায় করে নিলাম।।
প্রতিদিন এক, দুই,তিন, চার পাঁচেরও বেশি পোস্ট সহ সবার পোস্ট পড়ে পড়ে কমেন্ট করে নিজের পরিচিতিটি বাড়িয়ে নিলাম।।
বিভিন্ন সামাজিক এবং মানবিক কার্যক্রম সহ আমার প্রিয় টাঙ্গাইল জেলা মিট আপ এ অংশগ্রহণ করতাম গাজীপুর থেকে ভোর রাতে উঠে।
এভাবেই চলতে থাকে আমার গ্রুপে বিচরণ।।।
দিন যতই যেতে থাকতেন গ্রুপের প্রতি ভালোবাসা এবং টান ততই বাড়তে থাকেন।
আর এই ভালোবাসা থেকেই পেয়ে গেলাম মনের মতো একটা বিজনেস পার্টনার।
দুজনের মনের ছিলো প্রচন্ড মিল,আমি নিজেও যে বিষয়টি চিন্তা করে পার্টনারের সাথে শেয়ার করতে যেতাম দেখতাম সেও একই পরিকল্পনা সাজিয়ে বসে আছেন।।
এভাবেই দু'জনের মিলে শুরু করে দিলাম গার্মেন্টস আইটেম নিয়ে।।
শুরুটা ছিলো খুবই চ্যালেঞ্জিং কেননা দু'জনেই চাকুরী করি, কিভাবে কি করবো বুঝতে পারছিলাম না।
প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের অনুপ্রেরণায় সময় নিয়ে চিন্তা ভাবনা করে হোলসেল করার চিন্তা ভাবনা করেই প্রথম মাসে কোন সেল না পেয়েও ভেঙ্গে না পড়ে,লেগে থেকে শুরুর দ্বিতীয় মাসেই লাক্ষ টাকার সেল করি প্রিয় এই প্লাটফর্ম থেকেই যেটা ছিলো প্রথম টাংগাইলের আমাদের অর্জন এক লক্ষ্য টাকা। আমাদের আগে যা কেউ করতে পারিনি।।
এভাবেই চলতে থাকে আমাদের বিচরণ, আমরা যেহেতু সর্বপ্রথম গ্রুপে শার্ট নিয়ে কাজ করতাম তাই আমাদের চাহিদা ছিলো একটু বেশিই।।
প্রতিটি মাসেই সেল ছিলো আমাদের সর্বনিম্ন হলেও ৫০ হাজার টাকা।।
এভাবে চার/পাঁচ মাস চলার পর যখন শীতের সীজন চলে আসতে শুরু করলেন আমাদের সেলও ধীরে ধীরে কমতে থাকেন।
ডিসেম্বর- ফেব্রুয়ারি তিন মাস গ্রুপের সেল ছিলো আমার একদমই সীমিত যা না হলেও নয়,এতো সাড়া পাবার পরও যে এমন সেল হবে আমি বা আমরা কখনো কল্পনাও করতে পারিনি।।
আমাদের সেল না হলেও কিন্তু আমি থেমে যাইনি, প্রতিটি দিনই সেল পোস্ট করে গেছি এবং অন্যকে অনুপ্রেরণা দিয়ে বলেছি আমাদেরও সেল আছে তবে আগের চেয়ে কম। কখনো তাদের বুঝতে দেইনি আমাদের সেল শুন্যে এখন।।
যাই হোক আমরা ধৈর্য ধরে হাল না ছেড়ে লেগে ছিলাম যার রেজাল্ট শীত যেতে না যেতেই পেয়ে যাচ্ছি এখন আমাদের সেল মাসিক ২,০০০০০ (দুই লক্ষ্য) টাকারও বেশি শুধু মাত্র প্রিয় এই প্লাটফর্ম থেকেই।।
আমরা পন্য ডেলিভারি করতে গিয়ে কখনো হয়েছি লোডার, কখনো ডেলিভারি ম্যান এবং কখনো বিক্রেতা
কোন কাজই ছোট নয়, তাই আমরা যেকোনো পরিস্থিতিতে নিজেদের রুপ পরিবর্তন করে সেবা দিয়ে যাচ্ছি আমাদের ক্লাইন্ডদের।।
কাজটাকে ভালোবেসে, ৯-৫ টা ভুলে কাজ করে যাচ্ছি দিন রাত ২৪ ঘন্টায়...
আমরা এখন স্বপ্ন দেখছি আমাদের নিজেদের চাকরি ছেড়ে অন্যকে চাকুরীর ব্যবস্থা করার। সব কিছুই যদি ঠিক থাকে ইনশাআল্লাহ ২০২১ সালের ভেতরেই অন্তত ২ জন লকের কর্মসংস্থানের ব্যবস্থা করবো আমরা।
সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন আমাদের গন্তব্য স্থানে পৌঁছাতে পারি।।
আমি যে স্বপ্ন বুনছি আজকে সেটা সম্ভব হয়েছে, শুধু মাত্র প্রিয় এই প্লাটফর্মে এসে প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যারের শিক্ষা নিয়ে। শুধু আমি নয় এদেশের হাজার হাজার তরুণ তরুণী আজ স্বপ্ন দেখছেন একজন সফল উদ্যোক্তা হবার আর এই স্বপ্নের বীজ রোপণ করেছেন আমাদের প্রিয় মেন্টর প্রিয় শিক্ষক জনাব #ইকবাল_বাহার_জাহিদ স্যার।
ছোট্ট সময় আমাদের স্বপ্নের কথা কেউ জানতে চাইলে আমরা বলতাম বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে অনেক টাকা পয়সা রোজকার করে সমাজের গরীব এবং অসহায় মানুষের পাশে দাড়াবো....
বড় হয়ে ইঞ্জিনিয়ার হয়েছি বটে তবে স্বপ্ন গুলা স্বপ্নই রয়ে গেছেন,কেননা চাকুরীটা শুধু নামেই কাজের নয়।
তাই প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের দেখানো স্বপ্নে "চাকুরী করবো না, চাকুরী দেবো" এই স্লোগান কে সামনে রেখেই "একটা দিনও বসে না থেকে"
চাকুরী এবং পড়াশোনার পাশাপাশি "একটা দিনও বেকার না থেকে" "শুরুটা করেছি ছাত্র জীবন থেকেই"
আর শুরুটা করেই লেগে আছি______জানি একদিন সফলতা আমার দুয়ারে এসে কড়া নাড়বে.....
বলার ছিলো অনেক কথাই, লিখা বড় হয়ে যাওয়ার কারণে ছোট্ট করে লিখলাম। তবে আমার গল্প একদিন আপনাদের সামনে তুলে ধরবো যদি সুযোগ হয়, অর্থাৎ
তৈরি করতে পারি যদি বলার মতো একটা গল্প আর সেটাই হবে আমার স্বার্থকতা এবং
"নিজের_বলার_মতো_একটা_গল্প"
"স্ট্যাটাস অব দ্যা ডে"-৫২৩
Date:- ০১/০৫/২০২১
ধন্যবাদান্তে,
👷মোঃ সোহেল রানা
ক্যাম্পাস এম্বাসেডর (NPI University Of Bangladesh)
সদস্যঃ ক্যাম্পাস অর্গানাইজ টিম
টপ_২০ ক্লাব মেম্বার।
ব্যাচ ৮ম,রেজিঃ৫০০২
জেলাঃ টাংগাইল
বর্তমান অবস্থানঃ গাজীপুর
ব্যবসায়ী পেজঃ https://www.facebook.com/ekhaneache.com.bd/