প্রবাস জীবনের কষ্টের কথা লিখতে হইতো চোখের জ্বল আটকানো যাবেনা
🤔প্রবাস জীবনের কষ্টের কথা লিখতে হইতো চোখের জ্বল আটকানো যাবেনা। জানিনা কতটুকু লিখতে আজ
আমি শুধু আমার ভাই নয়,হাজার,হাজার প্রবাসি ভাইয়ের জন্য দোয়া করবো তারা যেনো হাজার সপ্ন নিয়ে প্রবাস জীবনে বেঁচে থাকে। জীবনে কিছু একটা করতে পারা সেটা হলো প্রবাসি ভাইয়েরা। আমার সকল শ্রদ্ধেয় ছোট, বড় প্রবাসি ভাই এর কথায় বলছি। তাদের প্রবাস জীবনে চলে যাওয়ার পিছনে কিছু না কিছু কারন থাকে।
🤔তারা শুধু নিজেদের দেশ নিজেদের পরিবার কে উন্নত করবে বলে দিনের পর দিন রাতের পর রাত পড়ে থাকে নিজের সমাজ,নিজের পরিবারের স্বার্থের জন্য। আর শুধু প্রবাসীরাই পারে তারা নিজের কষ্টকে লুকাতে।কয়জন চাই বলুন অন্যের স্বার্থে জন্য নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে।কিন্তু সবাই তা পারেনা। কিন্তু না কিছু কিছু কারনে তাদের তাদের প্রবাসি হতে হয়। বর্তমান সমাজের মানুষ বোঝে না।
🤔পরিবারের বাবা,মা,ভাই,বোন, আত্মীয়-স্বজন বউ বাচ্চার জন্য। দিনের পর দিন চলে যায় প্রবাসে। তাদের অর্ধেক জীবনটা প্রায় প্রবাসে জীবনে কাটিয়ে দিতে হয় বছর এর পর বছর। পায়ের ঘাম মাথায় ফেলে টাকা উপার্জন করতে হয়। প্রবাসি ভাইয়েরা বিদেশে দিনের পর দিন কষ্ট করে।প্রবাসে সবাই ব্যস্ত যে যার কাজে । সবার একই চিন্তা কীভাবে বেশি উপার্জন করা যায়
মা,বাবা,ভাইবােন , স্ত্রী -
সন্তানদের মান অভিমান
পূরণ করতে গিয়ে তারা যায়
ভুলে যান নিজের শখ ।
অনেকে জানতেও চাইনা
প্রবাসীদের কষ্টের কথা।
🤔আর প্রবাসীদের তার আপনজন বা প্রিয়জন কষ্ট দিলে সেটা সহ্য করার ক্ষমতা সে হারিয়ে ফেলে কারন প্রবাস জীবন মানে একাকীত্ব জীবন। এবং তাদের কষ্টের কথা লেখা থাকে মায়ার জালে। সেখানে অপন বলতে কেও থাকেনা কষ্ট দেখার।নিজের পরিবার যাতে স্বচ্ছলতাসহ সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে তার জন্যই নিজ মনের সঙ্গে যুদ্ধ করে কাটাতে হয় প্রবাসে।
🤔প্রবাসিদের নিয়ে আমরা কত খরাপ কথা মন্তব্য করি।কিন্তু উপলব্ধি করেন তাদের কষ্টে কথা।কতটা কষ্ট
দিন কাটাচ্ছে তারা। তাদের অনেক আত্ব ত্যাগের পরও আমরা তাদের সাথে খারাপ ভাষায় কথা বলি। আরো অনেক কিছু ইত্যাদি বলে থাকি।
🤔 দশবার ভেবে দেখুন তো তারা হইতো পরে আছে। তাদের পরিবারে জন্য।অন্তরের চোখ দিয়ে একটু খুটিয়ে দেখুন তারা প্রবাসে আটকা পরে আছে একটা দেয়ালবিহীন কারাগারে সেখানে তাদের চার দেয়ালের মাঝে হাত, পা বাধা,চাইলেই সেখান থেকে বাহির হতে পারবে না।
🤔এটাই মনে হয় দুনিয়ার নিয়ম যে , একজনের টাকা দিয়ে ৮-১০ জনের খাবার জুটাতে হয় । যে নিজে ২ টাকা ও খরচ করে না , প্রয়ােজনে -- ৩ বেলা খাবার রান্না করে, চার বেলা খায়।তারপরও কিন্তু তারা থেমে নেই , বেচে আছে তাদের পরিবার এর জন্য।সে জানে
🤔 যে তার ধারায় তার পরিবার চলে , আর সে থেমে গেলে তার পরিবার থেমে থাকবে।কারন তার উপার্জন এ তার পরিবার চলে। কেননা আমরা ত আর দেশ থেকে দেখিনা তাদের ভিতরের কষ্ট গুলো।
তাদের বাস্তব ঘটনা গুলো আমারা কোনো ভাবেই কল্পনা করতে চাইনা।কল্পনা কল্পনার মতেই থাকে । আর বাস্তব বাস্তবের মত চলতে থাকে।
🤔বাস্তবতার মখােমুখি না হলে কোনকিছু বুঝা যায় না।আমরা অনেকের কাছে থেকে শুনি প্রবাস জিবনের কষ্টের কথা , কিন্তু এই কথা গুলাে তেমন বিশ্বাস হয় না
🤔আমরা যারা দেশে থাকি , চিন্তা করি যে বিদেশ না জানি মনে হয় অনেক সুখের, আর টাকার গাছ আছে।আসলে কি তাই,,,,, না,,,,,,না,,,,,,,,না,,,,,,,না,,, তা নয়।
-----------------------------------------
প্রবাসি ভাইদের অন্তরের কান্না
----------------------------------------
জীবনের অর্ধেকটা সময় প্রবাসে কাটিয়ে দেয়
তাদের মা , বাবা , ভাই , বােন সবাই বলে আমি তারা নাকি সফল প্রবাসি। গর্ব করে , বাবা মা, বলে সে নাকি তার শ্রেষ্ঠ সন্তান। বাস্তবতার মখােমুখি হয়েছি বলেই প্রবাস জীবনটা এত কষ্টের।দেশে থেকে হইতো একটা ফোন করে বলে আমার এটা লাগবে অটা লাগবে , আসলে একজন প্রবাসি যে কিভাবে টাকা রোজগার করে সে তার পরিবারকে কোনদিন বুঝতে দেয় না। বুঝতে দিলেই বা কি হবে এটা তাদের কল্পনার বাহিরে
অন্তরের কান্না।আর এভাবেই তারা দিনের পর দিন বছরের পর বছর কাটাতে হয় প্রবাসে। এক পর্যায়ে তাদের প্রবাস জীবন তাদের কাছে বিরক্ত লাগার কারন হয়ে দাঁড়ায়। কিন্তু তাদের চার হাত-পা শিকল দিয়ে বাঁধা।চাইলেও সেখান থেকে ফিরে আসতে পারবে না তারা।
🤔আসুন আমরা প্রবাসিদের শুধু টাকা উপার্জনকারী রােবট না ভেবে পরিবারের একজন ভালো সৎ উপার্জন
মানুষ হিসেবে বেছে নেই। নিজের সন্তান, ভাই,নিজের বাবা,নিজের প্রিয়জন, বন্ধু ইত্যাদি তাদের কষ্ট গুলো কে একটু,একটু ভাগ করি।
#নীল পৃথিবী
🌺🌺🌺🌺
তুমি যখন ভালাে কিছু করবে
তখন অনেকে তােমাকে দেখে হাসবে
, তারপর তােমাকে দেখে হিংসা করবে
এরপর তােমাকে বাধা দেবে
তারপর তুমি সফল
👉সবাই ভালো থাকবেন সুহস্ত থাকবেন এই প্রত্যাশা নিয়ে আমি লতা এখানেই শেষ করলাম।আবার আসবো নতুন কিছু নিয়ে। ভুল হলে ক্ষমা করবেন।
আল্লাহ হাফেজ।
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫২৫
Date:- ০৪/০৫/২০২১
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
আমি রুবাইয়া লুৎফুন্নাহার লতা
Community Volunteer।
রেজিস্ট্রেশন নং : ৫৯৭৬৭
ব্যাচ নং : ১৩
জেলা দিনাজপুর
উপজেলা : হাকিমপুর
ব্লাড গ্রুপ : ও +
মােবাইল নাম্বার : 01737436368
বর্তমান ঠিকানা : রাজশাহী
কাক করছি হাতের কাজ,থ্রিপিস, কাশ্মিরিশাল,এবং আরো কিছু অইটিম নিয়ে
পেজের নাম :বনলতা কালেকশন
https://www.facebook.com/Mstlatagamail/