হাটবারে চলছে ধুম বেচাকেনা।।
গল্পে গল্পে সেল পোস্ট
একটা ভুল সিদ্ধান্ত যেমন সম্পূর্ণ জীবন এলোমেলো করে দেয় তেমনই একজন মানুষ সারাজীবন দোয়া করে যায় যেন জীবনটা সুন্দর হয়ে উঠে আমাদের।সেই একজন হলো আমাদের ❤️মা❤️।পৃথিবীর সকল মায়ের জন্য অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা ও ভালোবাসা ❤️।
সকাল সকাল আম্মুর ডাকে ঘুম ভাঙলো😥।সকালে কেন আম্মু এতো দ্রুত যে ডেকে তুলে দেয়,ভালো লাগে না,এইসব বলতে বলতে ঘুম থেকে উঠলাম।
উঠার পর দেখি আম্মু আমার ছোট বোনকে নিয়ে এই একটু দূরে আমার এক দুঃসম্পর্কের খালা মনির বাসায় যাবে,তারা রেডি হয়ে বসে আছে আমাকে ডেকেছে বের হলে গেইটে তালা টা দিয়ে দেওয়ার জন্য।ও হে আমার কাছে সকাল মানে তখন ১১টা বাজে😶।
কি আর করা,উঠে গেইট বন্ধ করে আবার ঘুম দিতে গেলাম,কিন্তু আর ঘুম হলো না।তাই উঠে ফ্রেশ হয়ে ফেইসবুকে লগইন করলাম।।প্রথমেই প্রিয় প্লাটফর্ম #নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন এর পোস্ট গুলো সামনে আসতে শুরু করলো।হাটবারে চলছে ধুম বেচাকেনা।।প্রিয় স্যারের উৎসাহ অনুপ্রেরণায় আমরা সবাই ঈদের সকল কেনাকাটা করছি প্রিয় প্লাটফর্ম থেকে।এতো বড় অনলাইন হাট আর তো দ্বিতীয় কোনটি নেই,কেনাকাটার যথাযোগ্য স্থান আমাদের অনলাইন হাট।
প্রিয় বান্ধবী কল করলো।তার ননদ কে নিয়ে বাসায় আসবে সে।কি দরকার আছে বললো।
আমি বললাম চলে আসতে,বাসায় একা তারাতাড়ি আসতে বললাম।
বান্ধবীর শশুর বাড়ি আমাদের বাসার কাছেই তাই অল্প সময়ের মাঝেই চলে আসলো।
বান্ধবী এলাহি কান্ড করেছে।আমার জন্য গিফট নিয়ে এসেছে।জন্মদিনে করোনার জন্য দেখা করা সম্ভব হয়নি কিন্তু এইবার করোনা উপেক্ষা করেই সে জন্মদিনের গিফট নিয়ে চলে এসেছে ঈদের আগে🥰।মনে মনে তো খুব খুশি হলাম।।
ঈদের আগে আসলো আমার জন্য গিফট নিয়ে তাকে গিফট না দিলে কি চলে?কি গিফট দিব?আমি তো কিছু কিনে রাখিনি।তখন মনে হলো আমার কিনতে হবে কেন?আমি কিছু বানিয়ে দিলে সেটা আরো বেস্ট গিফট হবে।তাই আগে খুজতে লাগলাম বানানো কি কি গহনা আছে #প্রিয়ণিকা র।আমার ধারণা কানের দুল আর পায়েল থাকার কথা।
কিন্তু পেলাম না।কোথায় গেল?
তখন আম্মু বাসায় আসলো।ছোট বোন রুমে আসার পর দেখলাম সেই কানের দুল আর পায়েল উনি পরে গিয়েছিল।কি আর বলি তখন মেহমানের সামনে😔।
তারপর আম্মুর সাথে গল্প করতে দিয়ে আমি ঝটপট তাদের জন্য পায়েল বানালাম দুটো এবং প্যাকিং করে দিলাম যেন এখানে না দেখতে পারে।তার কিছুক্ষণ পর তারা চলে গেলো।
তখন বোন কে দিলাম বকা।তার জন্য কত কি বানিয়ে দিয়েছি সেগুলো রেখে সে আরো নিবেই,এর জন্য তো আমি কাজ করে শান্তি পাব না।আম্মু আমাদের ঝগড়া থামালো।আর বললো আমার নাকি অনেক কিছু বানাতে হবে।আমি বললাম কি?এইবার ওর আর কি লাগবে?মানে ছোট বোনের কথা বলছিলাম আরকি।
আম্মু বললো খালা আসবে বিকালে।ইকরা দের বাসায় যাবে এখন ইকরার জন্য কিছু নিয়ে যাবে আমার থেকে।আর আমি বানাই জেনেছে ছোট বোন পরে গিয়েছিল সেটা দেখে জিজ্ঞেস করে।আমার তখন ভালো লাগলো।যাক এই ভন্ডর কারনে নতুন আরেকজন হলেও তো আমার কাজ নিয়ে জানতে পারলো।ইকরাকে দেখি না অনেক দিন,খালা আসলে একটা ছবি তো দেখতে পাবো পিচ্চি মামনিটার।
ছোট বোনকে আর বকা দিলাম না,কারন সে আমার #প্রিয়ণিকা র মার্কেটিং করে এসেছে 🥰।মাঝে মাঝে এমন করলে মন্দ হয়না😁।
বিকালে খালা আসলো।এসে আগে বকা দিলো।এতো কাছে থাকে তবুও কেন বাসায় যাই না তাদের।তারপর ইকরার জন্য মালা,পায়েল দিতে বললো।আমি বললাম আম্মুর সাথে গল্প করতে ততক্ষণে বানিয়ে দিব।
কাজ করা শুরু।অনেক সময় লাগলো।কিন্তু সব গুলো দেখে খালা খুব খুশি হলো।উনার অনেক পছন্দ হয়েছে।আলহামদুলিল্লাহ।
ইফতার করে খালা চলে গেলো।রেস্ট নিচ্ছিলাম তখন বান্ধবীর কল।সে বললো পায়েল টা তাদের খুব পছন্দ হয়েছে,তার ননদ তো ভীষণ খুশি।সে নাকি আবার বাসায় আসবে তার ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করে গহনা নিতে।আমার খুব ভালো লাগলো।এমন গিফট তাহলে অনেকেই দেওয়া যায় কি বলেন??😊
এইভাবেই ছোট্ট ছোট্ট মার্কেটিং এ,ছোট্ট ছোট্ট কিউট কিউট গহনায় এগিয়ে যাচ্ছে প্রিয়ণিকা-prionika। সবাই দোয়া করবেন।সকলের জন্য অনেক ভালোবাসা ও দোয়া।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৩০
Date:- ০৯/০৫/২০২১
আমি হিজাব ইমতিয়াজ সায়মা
ক্যাম্পাস এম্বাসেডর
ব্যাচ-১২
রেজি-৩৮২৮২
জেলা-ময়মনসিংহ
কাজ করছি হাতের তৈরি গহনা নিয়ে
#প্রিয়কে_সাজাই_প্রিয়ণিকা