____________গল্পে_গল্পে_সেল_পোস্ট___________
____________গল্পে_গল্পে_সেল_পোস্ট___________
ঈদের আর বাকি মাত্র ৩/৪ দিন।আর এই সময় ঘর গোছানোর জন্য মা-বোনেরা খুব ব্যাস্ত হয় পাড় করতে হয়।আমি ও তার ব্যাতিক্রম নয়।ঘর গোছানোর কাজে ব্যাস্ত ছিলাম ঠিক এমন সময় কলিং বেল বাজলো।
আমিঃদরজা খুলতেই দেখি আমার ননদ ও তার স্বামী দাঁড়িয়ে আছে।
ননদঃ আসসালামু আলাইকুম ভাবী কেমন আছেন?
আমিঃ আলহামদুলিল্লাহ ভালো আছি। আসো রুমে আসো।কেমন আছেন ভাই আপনি?
ননদের জামাইঃ এইতো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবী।
আমিঃ ভালোই হলো তোমরা এসেছো।আসলে সকাল থেকে তোমাকে ফোন দিব করে ও দেওয়া হয় নাই। কাজের এতো চাপ!
ননদঃ তুমি মনে মনে ভেবেছ দেখেই তো আমি আসলাম।এই হলো ভাবীর প্রতি ননদের টান।
আমিঃ কি জামাই বাবু?ভালোই পাম দেওয়া শিখিয়েছেন আমার ননদকে দেখছি।
জামাইঃকি যে বলেন ভাবী আমার শিখানো লাগে?
ননদঃআচ্ছা ভাবী তোমার ড্রেসটি দেখছি খুব সুন্দর। কোথায় থেকে কিনেছে?আর এতো সুন্দর ড্রেসটা বাসায় পড়ছো।
আমিঃওহ এই ড্রেসটা। এইটা আমার নিজের ফ্যাশন হাউস থেকে নিয়েছি।আর এইটা বাসায় পড়ার জন্য নিয়েছি।
ননদঃএতো দামি ড্রেসটি বাসার জন্য।আমার খুব পছন্দ হয়েছে।তোমার ফ্যাশন হাউস এর লিংকটা দিও তো আমি ও ঈদের জন্য কিছু ড্রেস নিব।
আমিঃএই ড্রেসটা বেশি দামি না।মাত্র ১৫০০-১৩৫০ টাকার ভিতর। আর এইটা নতন ড্রেস না।আমি ৩ মাস হইছে এই ড্রেসটা পড়ছি।আমার ফ্যাশন হাউস এর লিংক👇👇👇👇👇👇
জাহানারা সুলতান ট্রেডার্স
ননদঃকি বলো?তিন মাস ধরে পড়ছ দেখে মনে হচ্ছে নতুন বানিয়েছ।
আমিঃআমার ফ্যাশন হাউস এ প্রডাক্ট এর ছবি দেওয়ার আগে সেই গুলো আগে নিজে ব্যাবহার করে দেখি।যদি ভালো হয় তাহলেই আমি প্রডাক্ট সেল করার জন্য পোস্ট করি।
ননদঃমাশাল্লাহ। ভাবী কি রকম সাড়া পাচ্ছ তুমি?
আমিঃ আলহামদুলিল্লাহ। আমি অনেক রিপিট কাস্টমার পেয়েছি।যারা বিশ্বাস করে আগেই ফুল পেমেন্ট করে দেয়।তাছাড়া আমি একটা ই-কমার্স সাইট "নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন " এর সাথে যুক্ত আছি যেখানে ২৮৪০০০ ম্যাম্বার প্রতিনিয়ত এই গ্রুপ থেকে ক্রয়-বিক্রয় করছে।সেখানে আমি ব্যাপক সাড়া পাচ্ছি।আলহামদুলিল্লাহ এই ঈদে আমার প্রডাক্ট প্রায় অনেক সেল হয়েছে। এখন আর আল্প কিছু প্রডাক্ট রয়েছে।
ননদঃতাই নাকি।তোমার এখানে কি কি প্রডাক্ট আছে দেখা তো।আমরা আমার শশুড় বাড়ির জন্য মার্কেট করতে বেড়িয়েছিলাম।
আমিঃআমার এইখানে আপাতত ইন্ডিয়ান গ্রাউন,থ্রি-পিস,পাঞ্জাবি ও খিমার সেট হবে।
ননদ ও ননদের জামাইঃতাদের পছন্দের প্রডাক্ট গুলো কিনে নিলো।আর তারা খুব খুশি এতো কম দামে এতো ভালো প্রডাক্ট পেয়ে।
আমিঃআমি নিজেও খুব খুশি।নিজের মানুষের কাছে আমার প্রডাক্ট সেল করতে পেরে।সাথে ননদ ও ননদের জামাইকে ঈদের ড্রেস উপহার হিসেবে দিলাম।
ননদঃআচ্ছা ভাবী ঈদের মার্কেট কেনা তো শেষ করলাম।এখন বলতো একটা গ্রুপের কথা তখন যে বলছিলা সেইখানে কি ভাবে যুক্ত হব।আসলে তোমার বিজনেসের সফলতা দেখে খুব ভালো লাগছে।তাই আমি ও চিন্তা করছি আমি নিজেও কিছু যদি করতে পারি।
আমিঃ আলহামদুলিল্লাহ। শুনে খুব খুশি হলাম যে তুমি নিজে কিছু করতে চাচ্ছো।"নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন "এর প্রতিষ্ঠাতা প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহীদ স্যার। যিনি এই প্লাটফর্ম তৈরি করেছেন ------"চাকরি করব না,চাকরি দিবো"
৷ এই স্লোগান নিয়ে।তিনি চান সবাই নিজের বলার মতো একটা গল্প তৈরি করুক।সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।এই খানে একজন সফল উদ্যাগত্তা হওয়ার জন্য যা যা দরকার সব আমাদের স্যার শিখিয়ে যাচ্ছেন।
আমি তোমাকে গ্রুপে যুক্ত হওয়ার লিংকটি দিয়ে দিব তুমি ১৪ তম ব্যাচে রেজিষ্ট্রেশন করে নিও।
ননদঃআচ্ছা ভাবী ধন্যবাদ। ইনশাআল্লাহ নতুন করে কিছু করার জন্য আমাদের সাহস দিচ্ছ।সব সময় পাশে থেক।
আমিঃইনশাআল্লাহ। আচ্ছা তোমরা বসো।ইফতারি খেয়ে রাতের খাবার খেয়ে তারপর যাবা।আমি একটু রান্না ঘর থেকে আসছি।
স্যারের স্লোগান অনুযায়ী আমরা ইনশাআল্লাহ "চাকরি করব না, চাকরি দিব "। এই মনোভাব নিয়ে কাজ করে যাব আর নিজের বলার মত একটি গল্প তৈরি করব।
ঈদের সময় খুব সীমিত।তাই খুব দ্রুত আপনার পছন্দের প্রডাক্টটি কিনে ফেলুন -----জাহানারা সুলতান ট্রেডার্স থেকে।
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৩০
Date:- ০৯/০৫/২০২১
________ধন্যবাদান্তে
________আমি 🙋♀️নাসরিন আক্তার প্রিয়া
________কমিউনিটি ভলেন্টিয়ার
________ব্যাচঃ১১
________রেজিষ্ট্রেশনঃ৩২৯২৫
________জেলা লক্ষিপুর
________বর্তমান অবস্থান চাঁদপুর
________পেজ জাহানারা সুলতান ট্রেডার্স