#গল্পে_গল্পে_সেল_পোষ্ট
___আসসালামু আলাইকুম।___
#গল্পে_গল্পে_সেল_পোষ্ট
🇧🇩বাংলাদেশের ৬৪ জেলার এমন কোন ব্যক্তি নেই যে যানেন না এমন কেউ বলতেও পারবেন, যে বগুড়া বিখ্যাত, সরার দইয়ের, কথা যার। সু-সাদ ও সু-নাম ছড়িয়ে আছে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের মানুষদের হৃদয়ে।
শুধু এটুকুতে থেমে নেই বহুল আলোচিত বগুড়া বিখ্যাত দই বহু আগে থেকে দেশ ছেড়ে দেশের বাহিরেও সু-নামের সাথে ইমপোর্ট করে ছাড়িয়ে যাচ্ছে আমাদের বগুড়া ও বগুড়া দই।
বগুড়ার দইয়ের ছোট্ট একটু বিপরণ তুলে ধরলাম।
👇👇
🎆বগুড়ার দই বাংলাদেশের উত্তরবঙ্গে অবস্থিত বগুড়া জেলার বিখ্যাত মিষ্টি। দধি বা দই হল এক ধরনের দুগ্ধজাত খাদ্য যা দুধের ব্যাক্টেরিয়া গাঁজন হতে প্রস্তুত করা হয়। সারা বাংলাদেশে দই পাওয়া গেলেও স্বাদে ও গুণে অতুলনীয় হওয়ায় বগুড়ার দই দেশ ও দেশের বাইরে খুব জনপ্রিয়। এর খ্যাতি মূলত ব্রিটিশ আমল থেকে সর্বত্র ছড়িয়ে পরে।
🌺তারি ধারাবাহিকতা আমরাও পিচিয়ে নেই আমরা আমাদের বিজনেস শুরু করেছি বগুড়া বিখ্যাত দই দিয়ে বাট আমরা বগুড়া দই নিয়ে এখন গ্রুপে কোন সেল পোষ্ট করি নাই। আমাদের খুব আশা ছিল একটু আলোচিত ভাবে ও সুন্দর পোষ্টের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দিব।
🌺আজ সেই সময় পেয়েছি কিভাবে পেলাম প্রিয় স্যারের, নিদর্শনাই, প্রিয় মেন্টর, পোষ্ট আকারে আমাদের জানিয়ে দিলেন, যে আপনারা এই সাত দিন ব্যাপি, গতানুগতিক পোষ্ট না করে। #গল্পে_গল্পে_সেল পোষ্টের মাধ্যমে আপনাদের সেরা পণ্য টি সবার মাঝে তুলে ধরুন।
🌺প্রিয় স্যারের, প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সু-বিশাল ও সময় উপযোগী এত বড় ফাউন্ডেশন উপহার হিসাবে দেয়ার জন্য।
এই সাত দিন ব্যাপি #নিজের_নিজের_বলার_মত_একটা_গল্প_ফাউন্ডেশনে চলছে ধুম বেচাকেনা আমরা কিন্তু পিছিয়ে নেই।
চলেন এখন গল্পে গল্পে সেল পোষ্টের দিকে যাওয়া যাক।
এই তো কিছু দিন আগে ঘটনা আমাদের বিজনেস পাটনার
তহমিনা আপু, আমাকে ফোন করে বলছেন ভাই, আমাদের বগুড়া শহরের, একটু বাহিরের, এক ভাইয়া আমাদের পেইজ ও- ওয়েবসাইট ভিজিট করে আমাকে ফোন করেছেন।
আমি: কি জন্য ফোন করেছেন আপু।
তহমিনা আপু: উনি উনার পরিবারিক ভাবে মুটামুটি একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন সেই জন্য।
আমি: হ্যাঁ কি প্রয়োজন উনার থ্র পিচ, পাঞ্জাবী, মধু ঘি,সরিষার তেল, কালোজিরার তেল, রসমালাই, নাকি বগুড়ার বিখ্যাত, দই।
তহমিনা আপু: ভাই উনার প্রয়োজন কিছু দই।
আমি: ও ঠিক আছে আমাদের তৈরি কিত দই ভাইকে দিন, তো কত পিচ দই নিবেন উনি।
তহমিনা আপু: দশ পিচ দই নিবেন ভাইয়া।
আমি: ঠিক আছে আমরা তো আমাদের বিজনেস শুরু করেছি মাত্র একমাস নয় দিন চলছে এর মধ্যে আমরা এখন দই নিয়ে কোন সেল পোষ্ট করি নাই। তো প্রিয় ভাই যখন আমাদের প্রথম কাস্টমার তাহলে উনাকে একটা দই ফ্রি দিবেন আর বলবেন আপনি আমাদের নতুন কাস্টমার এই জন্য আপনাকে দশ পিচের জায়গা এগারোটা পিচ দই দিলাম। মানে হচ্ছে একটা ফ্রি।
তহমিনা আপু: ভাই আপনি আমার মনের কথা কিভাবে বুঝলেন।
আমি: কেন কি বুঝলাম তহমিনা আপু।
তহমিনা আপু: আপনার কথা গুলো আমিও মনে মনে ভাবছিলাম যেহেতু আমাদের দইয়ের নতুন কাস্টমার তাই একটা দই ফ্রি দেওয়া কথা।
আমি: ও তাই ভালো তো।
তহমিনা আপু: ভালো হয়েছে ভাই আপনার কথা সাতে মিলে গিয়েছে।
আমি: তহমিনা আপু একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম।
তহমিনা আপু: জ্বি বলুন ভাই কি কথা ভুলে গিয়েছেন।
আমি: মনে পরেছে আপু আপনি তখন বললেন বগুড়া শহরের একটু বাহিরের সেই বাহিরে জায়গার নাম টা বলেন নি তো।
তহমিনা আপু: ভাই আমি আপনাকে বলতে ভুলে গিয়েছি, আপনাদের ওইদিকেই বগুড়া শহরের বাহিরে দুপচাঁচিয়াই থানায়।
আমি: ও তাই নাকি তাহলে তো ভালোই হলো আমার আসে পাশেই তো আপনি মেয়ে মানুষ হিসাবে এত দুর কষ্ট করে যাওয়া দরকার নেই আপনি শুধু সবকিছু রেডি করে রাখেন আমার ছোট্ট ভাই এসে উনার ঠিকানাই পৌঁছে দিবেন।
তহমিনা আপু: ঠিক আছে ভাই আমার জন্য তাহলে ভাল হল কস্ট করে আর আমার যেতে হবেনা।
আমি: আপু তাহলে এখন কস্ট করে আমাকে উনার ঠিকানা টা দিন আমি আমার ছোট্ট ভাইকে বুঝিয়ে বলবো।
তহমিনা আপু: আপনাকে ইনবক্সে করে দিয়ে দিব ভাই।
আমি: ওকে সময় মত দিয়েন আপু যাতে করে ভাইয়ের অর্ডার কিত দই গুলো ঠিক সময়ে এ পৌঁছে দিতে পারি।
তহমিনা আপু: ইনশাআল্লাহ ভাই।
🧡আলহামদুলিল্লাহ আজ আমি আর আমার ব্যবসায়ীক পাটনার সবাই অত্যন্ত আনন্দিত ও খুব খুশী এতো বড় একটা হোম ডেলিভারি দিতে পেরে। এবং বিনা সেল পোস্টের পরেও।
❤এই সবকিছু দৌলতে একজন মানুষের অবদান প্রিয় শিক্ষা, গুরু, স্যালুট স্যার, আপনাকে। আজকে যে সিড়ি বয়ে সফল উদ্যোক্ত হবার জন্য ছুটছি কিম্ব যাচ্ছি এই সবকিছু মধ্যেই আপনি জড়িয়ে আছেন প্রিয় স্যার।
🤲আপনার সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আরো নিষ্ঠুর সাথে আমাদের ক্রেতাদের সঠিক সেবা দিতে পারি।
👉আমাদেরAkota bd Bazar আরো খুশী যে সেই রিপিট কাস্টমার আমরা আবার পেয়ে।
👉আমাদের ব্যাবসায়িক পেইজ ভালোবেসে আপনার মূল্যবান একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এটাই কামনা করি।
👇👇
https://www.facebook.com/Akotabd-Bazar-102432991819252/
😀সবাই ভালো থাকবেন আর বেশি বেশি হাসবেন মন ভালো থাকবে, যদি তার পরে মন খারাপ লাগে তাহলে, ফানি ভিডিও বেশি বেশি দেখবেন মন ভালো হয়ে যাবে আমি সেটা করি প্রিয় স্যার,যে আমাদের ছোট ছোট আকারে,যে কত শিক্ষা, না দিয়ে যাচ্ছেন, বলার অপেক্ষা রাখে না।
আল্লাহ সবার মঙ্গল করুক।
আজকে মত আল্লাহ হাফেজ।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৩১
Date:- ১০/০৫/২০২১
♥শুভেচ্ছা♥
______________
আমি
মো ওমর ফারুক
কমিউনিটি ভলেন্টিয়ার
রেজিস্ট্রেশন টিম মেম্বার
ব্যাচ নং ১০ম
রেজি নং ১৭২৫২
জেলা বগুড়া
বতর্মানে মরিশাস রেমিট্যান্স যোদ্ধা
#ওনার_অফ_একতা_বিডি_বাজার