বাস্তব_জীবন_থেকে নেওয়া কিছু অংশ
🙋#বাস্তব_জীবন_থেকে নেওয়া কিছু অংশ
#ও
🌳🌳কিভাবে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনে যুক্ত হলাম,,
🌴🌴১১তম ব্যাচের ৯০ দিনে আমার মধ্যে কি পরিবর্তন হয়েছে।
"""""বিসমিল্লাহির রাহমানির রাহিম""""
সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামীনের নামে, যিনি আমাদের সৃষ্টির সেরা জীব বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, এবং এই মহামারিতে আমাদের সুস্থ রেখেছেন,আলহামদুলিল্লাহ।
🙏💖🙏গভীর শ্রদ্ধার ও ভালবাসার সাথে স্মরণ করছি,যিনি হাজার-লক্ষ-কোটি তরুণ-তরুণীর স্বপ্নের নায়ক, পথ হারা পথিক এর পথপ্রদর্শক।
হতাশায় অন্ধকারে ডেকে যাওয়া তরুন-তরুনীর জিবনে একরাশ আলোর রোশ্নি হয়ে উদয় হয়েছেন,আমাদের সকলের প্রানপ্রিয় মিন্টর #ইকবাল_বাহার_জাহিদ স্যারকে।
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন আমার প্রানের পরিবার,ভালবাসার পরিবার,ভাল লাগার পরিবার
#নিজের_বলার_মত_একটা_গল্প ফাউন্ডেশন কে
কি বলবো এটা আমার ১ম পরিবার নাকি ২য় পরিবার???
সবাই বলে যে প্রথম স্ত্রীর থেকে দ্বিতীয় স্ত্রীর জন্য মায়া মমতা একটু বেশিই থাকে,,
ঠিক সেটাই।
আমার ক্ষেত্রেও হচ্ছে।
আমার প্রথম পরিবার মা,বাবা,ভাই,বোন,স্ত্রী, ছেলে মেয়ে কে নিয়ে।
আর দ্বিতীয় পরিবার ৪ লক্ষ ভাই ও বোনদের নিয়ে,,সেই পরিবারের অভিভাবক শুধু একজনই। #ইকবাল_বাহার_জাহিদ এই পরিবারের বাবা,মা,শিক্ষক সে একাই। আমাদের সবাইকে নিয়ে সারাক্ষন ভাবে,,,
🌺⭐প্রথম পরিবারের থেকেই ২য় পরিবার নিয়েই বেশি ব্যস্ত থাকি। কর্ম ব্যস্ততার কারনে নিজের অর্ধাঙ্গিনী কে কল না করতে পারলেও,,#নিজের_বলার_মত_একটা_গল্প ফাউন্ডেশন কে ভুলতে পারিনা,,সময় পেলেই উকি মারি,,,একটু গুরে আসি। খোজ খবর নেই প্রিয় মানুষ গুলোর।
💚জ্বি সত্যি কথা বলতে আমার প্রথম পরিবারে অল্প কিছু লোকের মধ্যেও নেগিটিভ মাইন্ডেড সদস্য আছে,
💖কিন্তু দ্বিতীয় বিশাল একটা পরিবারে কোন নেগিটিভ মাইন্ডেড সদস্য নেই। কি সৌভাগ্য আমার আমি এমন একটা পরিবারের সদস্য হতে পেরেছি
আমি
#মনির_মন মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠা,৩ ভাই ও ২ বোনের আমি এক ভাই ও দুই বোনের ছোট,,,মধ্যবিত্ত পরিবারে জন্ম হলেও আমি খুব আদরেই বেড়ে উঠছি।,,,পরিবারে অন্য সবার থেকে আমার প্রতি মা বাবার অন্যরকম একটা টান বা ভালবাসা ছিলো।,,তাই ত আমার কোন চাওয়া পাওয়া অপূর্ণ থাকেনি /রাখেনি।
পড়া লেখার পাশাপাশি খেলাধুলা ও জানেজিগার বন্ধুদের সাথে আড্ডা দিয়েই জিবনের অনেকটা বছর পার করেছি।
#আমি_সপ্ন_প্রেমী
ছোট বেলা থেকেই সপ্ন দেখতাম লেখা পড়া করে জিবনে বড় কিছু হবো,,
টো টো কম্পানির ম্যানেজার বলে বাড়িতে সবাই ডাকতো,,কারন একটাই কোন কাজ না করে সারাক্ষন বন্ধবান্ধব নিয়ে আড্ডা দিয়েই সময় কেটেছে।
বন্ধু গুলো ত কলিজা ওদের ছাড়া জিবনটাই ভাবা ইম্পসিবল।।।
🌲🌲বড় হচ্ছি জীবন নিয়ে ভাবা শুরু,,কি করবো কিছুই ভেবে পাইনা,,
মাথায় বিদেশ যাবার প্লানিং আসলো,,বিদেশ যাবো লাখ লাখ টাকা ইনকাম করবো ভাবতেই খুশিতে লাল আমি।
👎আমি ছোট বেলা থেকেই একটু গাঢ় তেরা বালক ছিলাম,,এটা আমার পাজি বন্ধুরা বলতো,, তবে আমার মনে হয় আমই খুব ভাল ছেলে।
বাড়িতে কাজের কথা বললে, এক্টাই কথা ছিলো আমার বিদেশ পাঠাও কাজ করবো।
আমি নাছর বান্দা আমাকে বিদেশ না পাঠালে কোন কাজ করবোনা,
সব কিছু বুজে শুনে আমার বাড়ির লোক আমাকে বিদেশ পাঠানোর জন্য রাজি হলো।ট্রেনিং করে সিংগাপুর যাবো।ভর্তি হলাম ট্রেনিং সেন্টারে।।
এক সময় ভিসাও হলো,
🤩🤩চলে গেলাম সপ্নের সিংগাপুর,,
বিশ্ব বিচিত্রায় কত কিছুই না পড়েছি,,সিংগাপুর শহর কে প্রতিদিন দুইবার দৌত করা হয়।,,,
জ্বি হ্যা কথা টা একদম সত্যি সিংগাপুর শহরটা অনেক সুন্দর তবে সেটা আমাদের জন্য না,,আমরা ওয়ার্কার যারা আছি তারা ত রাতের শেষ অন্ধকারে বের হই কাজের জন্য,,আর দিন শেষে যখন অন্ধকার নেমে আসে তখন নিড়ে ফিরি।
সিংগাপুরের সৌন্দয্য দেখার সুযোগই নেই।
❤কাগজে করে খাবার খাওয়া,রান্না করা,জামা কাপর ধোয়া,,এ সব কিছু নিজেই করি এরি নাম বুজি প্রবাসী?? একটু দেরিতে হলেও বুজতে পারলাম সব কিছু। প্রবাসীদের হাড়ভাংগা কষ্ট যদি কোন মা দেখতো তাহলে সেই ছেলেকে মা কখনই তার আচলের নিচ থেকে ছাড়তোনা।
যদি কোন বউ দেখতো তাহলে সে তার স্বামী মাটি কেটে খেলেও স্বামীকে বিদেশ যেতে নিষেধ করতেন।
এভাবেই চলছে দিন চলছে কাজ,,,লোহার কাজ করে মনটা লোহার নেয় হয়েগেছে।
মাস শেষে বাড়ি বড় অংকের একটা টাকা পাঠাতে হবে সেটাই ভাবনা।।।যে ছেলেটি বাড়িতে কোন কাজই করেনি,সেই ছেলেটি এখন সব চেয়ে ফাস্ট বয়।।।(Good Worker)
যেই ছেলেটা, মায়ের থেকে ভাইয়ের থেকে, ভাবীর থেকে, বোন ও দুলা ভাইয়ের থেকে টাকা নিয়ে হাত খরচ করতো।আজ সেই ছেলেটাই সবাইকে দিচ্ছে,, এটা শত কষ্টের মাঝে যে কত বড় সুখ সেটা অন্য কেউ বুজবেনা।।
এভাবেই কেটে যায় প্রবাশে অনেক গুলো বছর।
😡😡তবে একটা কথা দুঃখ ভড়া মনে নিয়ে বলতে হয়,পৃথিবীতে একমাত্র বাংগালী জাতীই আছে যারা তাদের জাতী ভাইকে পা ধরে নিচে নামিয়ে দেয়।।
তাই মাঝে মাঝে মনে হত বাংলাদেশে জন্ম নিয়েই পাপ করেছি।
কিছু মানুষের কারনে আর বিদেশ টা আর ভাল লাগেনা।কেমন যেন অস্থির হয়ে গেলাম,,আর না এবার দেশে চলে যাবো।
চিন্তা করি দেশে গিয়ে নিজেই কিছু করবো।
রিক্সা চালিয়ে খাবো তবুও বিদেশ আর না।
বসের সাথে তর্ক করে ১ মাসের বেশি রুমে বসে থেকে অবশেষে চলে আসি নিজ দেশে।
👳বাংলাদেশে আসার পর দেখি এই সোনার বাংলাদেশে শুধু ঠকানোর প্রতিযোগীতা,,যেখানেই যাই প্রতারিত হয়ে আসি,,,এভাবে কিছুদিন না যেতেই বাড়িতে সবার কাছে কেমন জানি বোকা শোকা হয়েগেলাম।
মা বাবা,স্ত্রী,বোন ভাই,যার জন্যই কিছু না কিছু কিনি তাতেই আমার বিপদ হয়ে যায়,,
এমন অনেক বার হয়েছে যে আমি ২০০০৳দিয়ে কিনে বাড়িতে বলেছি ১০০০৳ দিয়ে কিনেছি তবুও কারো বাহ বাহ পাইনি।
কারো জন্য কিনে দেই আবার কথাও শুনি
👉কি করবো ভাবছি কোন ব্যবসা করবো। যার কাছেই আইডিয়ার জন্য যাই সে নিজেই হাজার টা হতাশার কথা শুনায়,, কিভাবে দেখবো সপ্ন আমি??
সবাই ত নিজেই হতাশ আমাকে কে পজিটিভ কথা বলবে??
এমন হতাশা নিয়ে আবার একটা প্রাইভেট কম্পানিতে চাকরি নিয়ে নেই,,,সব সময় একটা কথা চিন্তা করতাম যা কিছু হোক সৎ থাকতে হবে। তবে আশা ছিলো আল্লাহর প্রতি কোন একটা ভাল সুজোগ আমাকে দিবে।
আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই ভাল কিছু করার সুজোগ টাও দিয়েছেন।।।
করোনায় শুরু টা যাই হয়েছিলো সেটা নিয়ে তেমন কোন চিন্তা ছিলোনা,,ভেবেছিলাম কিছুদিন হয়তোবা রেস্ট নেওয়া যাবে,,,দীর্ঘ ৪ মাস শেষ রেস্ট নেওয়া,,,আর ভাল লাগেনা,,সব মিলিয়ে কেমন যেনো একটা হতাশায় ডুবে যাচ্ছি। ভাবনার সাগরে হাবুডুবু খাচ্ছি।
ঠিক সেই সময়
এক ছোট ভাই সৌদি প্রবাসী Faruk Hossain এর মাধ্যমেই এই পরিবারের খোজ পাওয়া,তখন চলছে ১০ম ব্যাচের ৫০ তম শেসন,রেজিস্টেশন টা তার পরামর্শ নিয়েই করা,,, প্রথমে গ্রুপ সম্পর্কে কিছুই বুজতাম না,তাই তেমন ভাল লাগতোনা,,কিন্তু #ইকবাল_বাহার_জাহিদ
কিছু ভিডিও দেখে,, স্যারের প্রেমে পরে গেলাম।,,,হয়ে গেলাম জাহিদ স্যারের প্রেমে পাগল একটা ছেলে। এই বাংলাদেশে এমন মানুষ আছে সেটা আমার ধারণাই ছিলোনা। যেই দেশের মানুষ শুধুই মানুষকে ঠকানোর প্রতিযোগিতা করে সেখানে একজন মানুষ বুকে হাত দিয়ে বলে আমি একজন ভাল মানুষ।আমি জিবনে কখনই কাউকে বকা দেইনি।আমি কখনই রাগ করিনি কারো সাথে।আর সেই মানুষটি হলো আমার আর আপনার সেই প্রিয় মানুষ Iqbal Bahar Zahid স্যার,,,জিবনে কারো মুখে প্রথম শুনেছি যে সে নিজেকে ভাল মানুষ দাবি করে,,তাহলে তার মধ্যে কিছু আছে। সেই থেকেই প্রিয় স্যারের ছাত্র হয়েগেলাম
কখনো কোন মেয়ের প্রেমে পরা হয়নি,, কিন্তু প্রিয় স্যারের প্রেমে পরে বুজেছি ভালবাসা কাকে বলে??
ভাল মানুষ কাকে বলে দেখেছি এখান থেকে,,যেই আমার ধারণা ছিলো দেশে কোন ভাল মানুষ নেই,,সেই আমিই বলছি ৫ লক্ষ ভাল মানুষ আছে যারা বুকে হাত দিয়ে বলতে পারে যে আমি একজন ভাল মানুষ।
#১১তম_ব্যাচের ৯০ দিনে আমার অর্জন।
আমি শিখেছি দেবার মত কিছু থাকলে সেটা হলো বিনয়ী।
আমি শিখেছি কিভাবে নেটওয়ার্ক তৈরি করতে হয়।
কিভাবে কাস্টমার মেনেজ করতে হয়।
কিভাবে ভলান্টিয়ারিং করতে হয়।
কিভাবে মানুষকে সাহায্য করতে হয়।
কিভাবে একজন উদ্যোক্তা হতে হয়।
কিভাবে একটা কম্পানির প্রোফাইল বানাতে হয়।
বাংলা ও ইংরেজিতে কথা বলা
শিখেছি কম্পিউটার,
১০টা স্কিল সহ আরো অনেক কিছু।
তবে সব চেয়ে বড় শিক্ষা হলো এখান থেকে আমি শিক্ষা পেয়েছি কিভাবে একজন ভাল মানুষ হতে হয়।
আমি এখন বুক ফুলিয়ে বলতে পারি আমি একজন ভাল মানুষ।এর থেকে বড় পাওয়া একজন মানুষের জিবনে আর কি আছে বলুন ত??
এখন আমার বন্ধু ও আমার কলিগরা সেই আগের রগচটা মনির মন টাকে খুজে পায়না।
বাড়ির মানুষ গুলোও আর কিছু বলে না।কারন একটা সময় আমার ধারণা ছিলো সবাই ঠকায়,,কিন্তু যেদিন থেকে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর,যুক্ত হয়েছি সেদিন থেকে আমার যত প্রয়োজন পরে সব কিছু এই গ্রুপ থেকেই ক্রয় করি।
এখানে সবার এক্টাই কথা ক্রেতাকে ঠকানো নয়,,তার বিশ্বাস অর্জন করাই বড় পাওয়া। এভাবেই চলছে সব কিছু।
কি নেই এই পরিবারে,,অনলাইন হাটবার প্রতি মঙ্গলবার,, কি অবাগ করা বেপার তাইনা,,৯০ দিন করে ১৩ টা ব্যাচ শেষ হয়েছে ১৪ তম ব্যাচ চলছে কোন প্রকার বিরতি ছারাই ক্লাস চলে যাচ্ছে।
কি অবাগ হলেন,, অবাগ হবার মোটেই কিছু নেই আমাদের প্রিয় স্যার পৃথিবীর বুকে প্রমান করে দিয়েছেন ইচ্ছে থাকলে উপায় হয়।
আগেও সপ্ন দেখতাম কিন্তু আমার সেই সপ্ন টা ছিলো ঘুমের ঘরে। আর এখন যেই সপ্ন টা দেখি সেটা হলো জেগে জেগে।
স্যারের বানীকে বুকে ধরেই চলছি
#সপ্ন দেখুন।।।
৷৷৷৷৷৷৷৷৷৷ #সাহস করুন।।
৷৷৷৷।।।।।।।।।।।।।।। #শুরু করুন।
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।#লেগে থাকুন।।
৷।।।।।।
।।।।।।।।।।সফলতা আসবেই ইনশাল্লাহ
প্রিয় স্যারের এই স্লোগান যখন শুনি সত্যি শরিরে অন্যরকম একটা এনার্জি পাই।।।
সপ্ন সেটা না যেটা আপনি ঘুমিয়ে দেখেন,
সপ্ন সেটা যেটা আপনাকে ঘুমাতে দেয়না।
অসংখ্য ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।
আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৩৮
Date:- ২৬/০৫/২০২১
ধন্যবাদান্তে -------আমি----------
🌹মনির মন""কমিউনিটি ভলান্টিয়ার।
🌹জোন এম্বাসেডর কেরানীগঞ্জ।
🌹রেজিস্টেশন টিমের সদস্য।
🌹ব্যাচ নাম্বার-১১তম
🌹রেজিঃ নং-২০৯৭৮
🌹কেরানীগঞ্জ জোন
🌹জেলা- ঢাকা
জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিল এর অধীনের বিসমিল্লাহ টেকনিক্যাল ট্রেনিং এন্ড টেষ্টিং ইন্সটিটিউট।
ভ্রাম্যমাণ প্রতিনিধি দৈনিক বিশ্ব মানচিত্র সরকারি মিডিয়াভুক্ত পত্রিকা।