যেটা আপনার স্বপ্নের কাজ সেটা করার সবসময়ই চেষ্টা করবেন।
🌹 বিসমিল্লাহির রাহমানির রাহীম 🌹
আমার প্রিয়__________________________
#নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন -
এর সকল প্রিয় ভাই ও আপুদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা ও সালাম_________________________
আসসালামুলাইকুম ওয়া রহমাহতুল্লাহি ওয়া বরাকাতুহু
🌺আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ্য আছেন এবং নিরাপদে আছেন।
এবং আপনারা যেন সব সময় ভালো থাকেন সুখে শান্তিতে থাকেন আল্লাহর কাছে আমি এই কামনাই করি।
আর আপনাদের দোয়ার বরকতে আল্লাহর অশেষ কৃপায় আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি।
🤲শ্রদ্ধা ও ভালবাসা জ্ঞাপন করছি সেই মহান ব্যাক্তি আমার এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় মেন্টর প্রিয় শিক্ষাগুরু #জনাব_ইকবাল_বাহার_জাহিদ স্যার কে।
প্রিয় স্যারের কারণেই আজ আমরা পেয়েছি নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন পেয়েছি একটি ভালো মানুষের পরিবার। পেয়েছি 4 লক্ষ 50 হাজার ভাই বোন।
প্রিয় স্যার কে দেওয়ার মতো কিছুই নেই শুধু আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ যেন এই মহান ভালো মানুষটিকে সব সময় সুস্থ্য রাখেন ভাল রাখেন এবং নিরাপদে রাখেন।
তাকে যেনো আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন।🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
❤️❤️আমার প্রিয় ভাই ও আপুরা আজ আমি ব্যবসার জন্য পরিকল্পনা কেমন হবে তা তুলে ধরবো আপনাদের সামনে............
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤❤️
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
🌺🌺🌺কথায় আছে, ‘পরিকল্পনা করতে যে ভুল করলো, সে যেন অকৃতকার্য হওয়ার পরিকল্পনাই তৈরি করলো।
🌷তাই যে কোন কাজ করার আগে একটি ভাল পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ বিষয়। আর সেটি যখন ব্যবসায়ের জন্য করা হয়, তখন তা অবশ্যই হতে হবে নিখুঁত। ব্যবসায় পরিকল্পনা করার সময় যে কয়েকটি বিষয় আপনাকে অবশ্যই লক্ষ রাখতে হবে।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤
👉পরিকল্পনা লিখিত হতে হবে👈
ব্যবসায়ের প্রথম থেকে শেষ পর্যন্ত মনে রাখতে হবে মৌখিক কোন পরিকল্পনা বা চুক্তির মূল্য নেই। পরিকল্পনা অবশ্যই লিখিত হতে হবে। উদ্যোক্তাদের মাথায় প্রতিদিনই কোন না কোন পরিকল্পনা আসে। তবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার ইচ্ছা থাকুক বা না থাকুক তা লিখে ফেলতে হবে। পরিকল্পনা লিখিত হওয়ার জন্যে নিচের এই তিনটি কারণ যথেষ্ট।
👉কয়েকটি পরিকল্পনার সাথে তুলনা করা।
👉ব্যাংক ঋণ নেয়ার ক্ষেত্রে সাহায্য করা।
👉বিনিয়োগকারীদের আকর্ষণ করা।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
👉 প্রচুর গবেষণা করতে হবে👈
🌷🌷আপনার ব্যবসায় পরিকল্পনা তখনই সফল হবে যখন আপনি এর সাথে গবেষণা যোগ করবেন। “এই ব্যবসায় পরিকল্পনাটা কি কাজ করবে?” এই প্রশ্নটা যখন মাথায় আসবে তখনই উপযুক্ত সময় বাজার গবেষণা করে এর উত্তর খুঁজে নেয়ার। গবেষণা করে আরো যে সকল উত্তর খুঁজে নিতে পারেন।
👉এই ব্যবসায়ের ইতিহাস কেমন?
👉বাজারে এ পণ্য প্রস্তুতকারী প্রতিযোগী প্রতিষ্ঠান গুলোর কি অবস্থা?
👉ভোক্তাদের চাহিদা কেমন?
👉সারা বছরই কি এর চাহিদা থাকে?
প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেলে বুঝতে হবে এবার আপনি ব্যবসা শুরু করতে প্রস্তুত।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
👉পরীক্ষামূলক বাজারে প্রবেশ👈
🌱🌱আপনি’ এবং ‘আপনি কি করতে চাইছেন’ এটি ব্যবসায় পরিকল্পনা সমীকরণের অর্ধেকটা মাত্র। বাজার ভিন্ন একটি জিনিস। বই পড়ে পড়ে যতই আপনি সাঁতারের সব পরিকল্পনা করেন না কেন, পানিতে নামলে স্রোত দেখে তারপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি পৃথিবীর সবচেয়ে ভাল পণ্যটি তৈরি করে বসে থাকেন, কিন্তু ক্রেতাদের কাছে এর চাহিদা না থাকলে এটির কোনই মূল্য নেই।
তাই ব্যবসায় পুরোপুরি শুরু করার আগে আপনার পণ্যটি পরীক্ষামূলক ভাবে বাজারে ছেড়ে দেখতে পারেন। এরপর বিক্রয় কর্মীর থেকে গ্রাহকদের মতামত জেনে নিন।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤
👉আর্থিক পরিকল্পনা নিখুঁত রাখতে হবে👈
🌱🌱ব্যবসায়ের একদম শুরু থেকেই যথাযথ ভাবে সব হিসাব সংরক্ষণ করুন।
🍀আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে ব্যবসায়ীরা প্রায়ই দুইটি ভুল করে থাকেন। প্রথমত, তারা খরচের ব্যাপারে উদাসীন থাকেন। ভাবনাটা এমন থাকে প্রথম প্রথম পণ্য বাজারে ছাড়ার ক্ষেত্রে খরচ তো হবেই। এতে অনেক সময় প্রয়োজনের চেয়েও অধিক খরচ হয়ে যায়।
🍀🍀দ্বিতীয়ত, লাভের ক্ষেত্রে এরা অনেক বেশি পরিমাণ আশাবাদী হয়ে থাকে। এটা ঠিক যে, ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা ভাল। তবে আপনাকে মুদ্রার অপর পিঠের চিত্রটাও মনে রাখতে হবে। মুনাফা তো হবেই-এই চিন্তাটা অনেক সময় বিপদ ডেকে আনতে পারে।
🍀🍀🍀মনে রাখতে হবে, অধ্যবসায় আর সংকল্প কোন কাজে সফলতার চূড়ান্ত চাবিকাঠি। আর তার সাথে যদি যোগ হয় একটি ভাল পরিকল্পনা, সফলতা তাহলে কিন্তু খুব বেশি দূরে নয়। তাই আপনার ব্যবসায়ের জন্যে একটি নির্ভুল পরিকল্পনা তৈরি করুন।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
👉 একজন উদ্যোক্তা /ব্যবসায়ী হতে হলে কিভাবে ব্যবসা আরম্ভ করতে হবে তা আগে জানতে হবে👈
🌱সমাজে ব্যবসাকে অনেকে খুব সহজ ও সাধারণ বিষয় বলে মনে করেন। আবার কারো কারো কাছে খুবই কঠিন একটি কাজ।ব্যবসায় রয়েছে বিভিন্ন ধরন,কেউ কেউ পণ্য কেনা-বেচা করে বা আমদানি রপ্তানি করে।
কেউ বা পণ্য উৎপাদন করে।
যিনি মেধা খাটিয়ে পণ্য উৎপাদন করেন তিনি হচ্ছেন উদ্যােক্তা।
🌱🌱বিভিন্ন বিষয়ের উপর ব্যবসার সাফল্য নির্ভর করে।
এসব বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে,,,,,
👉ব্যবসায়িক কলাকৌশল
👉 পদ্ধতি
👉 নিয়মকানুন
ব্যবসা শুরু করার পূর্বে এসব জানা প্রয়োজন।
👉সর্বপ্রথম প্রয়োজন আমি ব্যবসা করবো, এধরনের মানসিকতা প্রস্তুতি।
👉👉সঠিক দিক নির্দেশনা, মূলধন ও সম্পদের প্রাপ্যতা নিয়ে ভাবনা ও পরিকল্পনা।
একটি সুষ্ঠু কর্মপরিকল্পনা পর্যায়ক্রমে একজন উদ্যোক্তা /ব্যবসায়ীকে তার লক্ষের দিকে পৌঁছাতে সাহায্য করবে।
👉👉👉মূলধন ও সম্পদ ব্যবসার জন্য অত্যাবশকীয় হলেও মূখ্য বিষয় নয়, কেননা সঠিক দিক নির্দেশনা অনুযায়ী অগ্রসর না হলে তাতে বিনিয়োগের সমূহ ক্ষতির আশংকা থাকে।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
👉👉ইউনিক হোন 👈👈
🌺 যে সব উদ্যোক্তা গতানুগতিক ব্যবসা করেন- তারা বেশির ভাগ সময়ই একটা জায়গায় এসে আটকে যান। তাদের আর্থিক অবস্থা এক রকম ভাবে চলতে থাকেন।
তারা হয়তো নিয়মিত আয় করেন- কিন্তু তাদের আয়ের হার বাড়ে না।
🌺🌺 আপনি যখন পুরাপুরি ইউনিক কোন আইডিয়া নিয়ে কাজ করবেন, অথবা প্রচলিত কোন ব্যবসায় ইউনিক কিছু নিয়ে আসবেন- তখন আপনার পণ্য বা সেবা নেওয়ার জন্য মানুষের আগ্রহ বেশি থাকবে।
ব্যাপার টা এমন নয় যে আপনাকে একদম নতুন আইডিয়া নিয়ে মাঠে নামতে হবে।
প্রচলিত ব্যবসাতেও নতুন নতুন আইডিয়া করে তাকে মানুষের চোখে ইউনিক বানানো যায়।
🌺🌺🌺 আমাজন ডট কম এর কথায় ধরুন,
এটা আসলে একটা খুচরা ব্যবসা প্রতিষ্ঠান। খুচরা দোকানের আইডিয়াকে অন লাইনে এনে জেফ বেজোস আজ পৃথিবীর শ্রেষ্ঠ ধনী।
আপনার যদি একটি দোকান থাকে আপনি দোকানের ডিজাইন একটু পরিবর্তন এনেই কিন্তু অন্যদের চেয়ে অনেক বেশি ক্রেতা আকৃষ্ট করতে পারেন।
নিজের ব্যবসার বিক্রি বাড়ানোর জন্য সবসময়ই এমন আইডিয়ার কথা ভাবতে থাকুন, যেগুলো সরাসরি আপনার পূণ্যের সাথে জরিত না হলেও ক্রেতা আকৃষ্ট করতে করে। অনেক রেস্টুরেন্টে দেখবেন বাচ্চাদের খেলার জন্য আলাদা জায়গা করা থাকে।
এটা রেস্টুরেন্টের সাথে সরাসরি জড়িত না হলেও এর ফলে রেস্টুরেন্টে ক্রেতা আসার পরিমাণ বাড়ে। ফলে আয়ও বৃদ্ধি পায়।
🌺🌺🌺🌺আপনার ব্যবসার ক্ষেত্রে গ্রাহকদের এমন কোন সমস্যা খোঁজে বের করার চেষ্টা করুন,যার সঠিক সমাধান এখন পর্যন্ত কেউ করেনি।দীর্ঘ মেয়াদে ব্যবসার আয়ের হার বাড়ানোর জন্য এটা খুবই ভালো একটি উপায়।সবসময়ে প্রতিযোগিদের উপর নজর রাখুন।তারা কি করছে - তা দেখার পাশাপাশি, তারা কি করছে না- এটাও বুঝার চেষ্টা করুন। নিজেকে যত অনন্য ভাবে তুলে ধরতে পারবেন- ততই বেশি ক্রেতা আপনার প্রতি আকৃষ্ট হবে।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
👉 টাইম ম্যানেজমেন্ট👈
🕰️ মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান বস্তু হলো সময়।
জীবনে যে কোনও ক্ষেত্রেই সময়ের মূল্য যতটা,
ততটা মূল্য কোন কিছুরই নাই। ব্যবসার ক্ষেত্রে
এই কথাটা আরো ভালো করে খাটে।
⏳ যে কোন সফল উদ্যোক্তাই দারুণ ভাবে টাইম ম্যানেজমেন্ট করেন। তারা জানেন যে তাদের ব্যবসা একমাত্র তখনই উন্নত করবে, যখন তারা সময়ের কাজ সময়ে করবে। সময়মত ক্রেতাদের চাহিদা পূরণ করবে।
আপনার সার্ভিস বা পণ্য গ্রহণ করার জন্য যদি ক্রেতাদের অপেক্ষা করতে হয়, তবে তারা বিরক্ত হয়ে অন্যের কাছে যাবেন। ২ দিনে ডেলিভারি দেওয়ার কথা বলে যদি ৫ দিন লাগান- তবে কোনও ক্রেতাই ভালো চোখে দেখবেন না। এতে করে বাজারে আপনার সুনাম নষ্ট হবে। গ্রাহক বাড়ার বদলে দিন দিন কমতে থাকবে।
🕧 অন্য দিকে যদি ব্যবসার সব কাজ সময় মতো করেন, তবে বাজারে তা আপনার সুনাম সৃষ্টি করবে।
নতুন নতুন গ্রাহক আপনার পণ্য বা সেবা নিতে আগ্রহী হবে।
কারণ আপনার সুন্দর টাইম ম্যানেজমেন্টের কারণে
পুরাতন ক্রেতারাই নতুন ক্রেতার কাছে আপনাকে
রিকমেন্ড করবেন। আর ক্রেতা বাড়া মানেই আপনার আয় বাড়া........!
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
👉ক্রেতাদের সাথে নিবিড় সম্পর্ক রাখুন👈
🌲 আপনি যে ব্যবসায় করেন না কেন, ক্রেতারাই তার প্রাণ। মানুষ যদি আপনার পন্য বা সেবা গ্রহণ না করে
-- তবে সেই উদ্যোগ ব্যর্থ হতে বাধ্য।
🌲🌲 সফল উদ্যোক্তারা নিয়মিত ভাবে ক্রেতাদের জন্য সময় দেন। আমাজান সেরা অনলাইন শপ হতে পারার একটি বড় কারণ এর অসাধারণ কাস্টমার সার্ভিস।
শুধু মাত্র কাস্টমার সার্ভিস ভালো না হওয়ার কারণে
অনেক ব্যবসাই ভালো পণ্য থাকার পরও সফল হতে পারিনি।
🌲🌲🌲 ক্রেতাদের চাহিদা ও অভিযোগেকে গুরুত্ব দেওয়া,
তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা একটি ব্যবসার
উন্নতির অন্যতম শর্ত। কথা ও কাজে মিল রাখলে ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করা যায়, এবং তাদের মাধ্যমেই নতুন ক্রেতা আসে। ক্রেতাদের সাথে যদি ভালো সম্পর্ক থাকে, তারা যদি আপনাদের সাথে যোগাযোগ করে সময়মতো রেসপন্স পায় আপনার কাস্টমার সার্ভিস যদি উন্নত মানের হয় - তবে বর্তমান ক্রেতারা তো আপনার সাথে থাকবেই - তারাই আপনার জন্য আরো নতুন ক্রেতা নিয়ে আসবেন।
ফলে আপনার আয়ও দিনে দিনে বাড়তে থাকবে।
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
🌻আমরা এমন একটা পরিবারে বেড়ে উঠেছি, আমরা হয়তো যথেষ্ট ধনী ছিলাম না। কিন্তু এই অল্প টাকা তেই নিজেরা ধনীর মতো করে কখনো কিছুর জন্য আক্ষেপ না করে বাঁচতে শিখেছি।
সবসময় মনে রাখবেন,
জীবনে যত কঠিন সময়ই আসুক না কেন, চিন্তা করবেন আপনার কাছে কি আছে সেটা, যেটা নেই সেটার জন্য আফসোস করবেন না কখনোই।
🌻🌻জীবনে কতোটা সুখী হলে, কতো আরামে থাকলেন সেটা জীবনের সার্থকতা নয়।
জীবনে আসল সার্থকতা হলো বিপদের সময় হার মেনে না নিয়ে
লড়াই করে ঘুরে দাঁড়ানো।
বিপদের সময় সবসময়ই মনে রাখবেন,
যা নেই সেটার কথা ভেবে হার মানবেন না,
যা আছে সেটাকেই শক্তি ভেবে লড়াই চালিয়ে যেতে হবে।
🌻🌻🌻যেটা আপনার স্বপ্নের কাজ সেটা করার সবসময়ই চেষ্টা করবেন।
অন্যের স্বপ্ন বাস্তবায়নে যত আনন্দ,
তার চেয়ে নিজের স্বপ্ন বাস্তবায়নে আনন্দ অনেক বেশি।
জীবনে অসম্পূর্ণ কিছু রাখবেন না, যখন যেটা করতে পারবেন করে ফেলুন,
সামনের জন্য কাজ জমিয়ে রাখা ঠিক নয়।
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
🌹এই প্লাটফর্মে যেদিন থেকে জয়েন করেছি, সেদিন থেকে যতই দিন যাচ্ছে ততই মায়ায় পড়ে যাচ্ছি।সকল ভালো মানুষ গুলো যেন একটা হাটে যুক্ত হয়েছে।
🌹🌹নিজের কাজ যত ছোট হোক না কেন আর সেই কাজকে ভালোবেসে ধৈর্য ধরে লেগে থাকলে নিজের কাজের মাধ্যমেই একসময় অনেক দূর যেতে পারবো আমি বিশ্বাস করি।
❤️কারণ কথায় আছে শুধু ভালোবাসার বিনিময়ে কেবল ভালোবাসা পাওয়া যাই।
কিছু কিছু কাজ আছে হাজার কষ্টের মধ্য অনেক ভালো লাগে।
❤️❤️আপনার ভালোবাসার কাজ কোনটা? সময় থাকতে বেচে নিন।
ইনশাআল্লাহ ভালোবাসার কাজের মাধ্যমে একদিন অনেক দূর এগিয়ে যাবেন।
🌻জীবনে গল্প তৈরির ক্ষেত্রে অনেক বাধা বিপত্তির মুখোমুখি সংঘর্ষে হতাহত না হলে, কখনই জীবনে নিজের বলার মতো একটা গল্প সম্পূর্ণ হবে না।
কাজেই নিজের বলার মতো একটা গল্প তৈরির ক্ষেত্রে আপনাকে আমাকে মানতে হবে, জীবনে সফলতা অর্জন ভয় কে জয় করা।
🌻🌻তাই থেমে থাকতে পারলাম না স্যারের আদর্শ বুকে নিয়ে। আবার ঘুরে দাঁড়াবার জন্য তৈরি করলাম এই জীবন টাকে।
এই সাদা কালো জীবনের মাঝ থেকে
সাত রঙে রাঙাতে চাই এই জীবন
যেতে চাই বহুদূর
তৈরি করতে চাই
❤️নিজের জীবনে বলার মতো একটা গল্প❤️
👩আমি নাসরীন সিদ্দিকী নদী
🌺🌺ব্যাচ-দশম
🌺🌺🌺 রেজিষ্ট্রেশন নং- ২০৫০৯
🌺🌺🌺🌺জেলা - মানিকগঞ্জ
🌺🌺🌺🌺🌺 উপজেলা- সিংগাইর
সবাই সুস্থ থাকুন,ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।
🤲আপনাদের দোয়া এবং ভালোবাসা কাম্য🤲
❤️ধন্যবাদ সবাইকে❤️
🌹🌹আল্লাহ হাফেজ🌹🌹