পাওয়া_না_পাওয়ার_অনুভূতি_প্রকাশ
#_পাওয়া_না_পাওয়ার_অনুভূতি_প্রকাশ।
আসা করছি সকলেই সম্পূর্ণ লেখাটা পড়বেন।
#প্রিয় প্লাটফর্মের সম্মানিত দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও সকল প্রাণপ্রিয় সদস্য ভাই এবং বোনদের প্রতি রইলো আমার সালাম।
আসসালামু আলাইকুম..........।
প্রথমে কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহর প্রতি এই মহামারী চলাকালীন সময়েও আমাকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ।
কৃতজ্ঞতার সাথে স্মরন করছি আমাদের সকলের প্রিয় মেন্টর, শিক্ষক, মানবতার ফেরিওয়ালা, একজন স্বপ্নবাজ মানুষ, হাজার তরুণ তরুণী আইডল জনাব Iqbal Bahar Zahid স্যার কে।
#গতকাল ১ তারিখ স্যারের পোস্টে সারাদিন তাকিয়ে ছিলাম কখন মে মাসের টপ টেনদের লিস্ট প্রকাশ করবেন।আমার খুব বিশ্বাস ছিল যে আমিও টপ টেনের লিস্টে আসবো। টপ টেন লিস্ট আমাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের দেওয়া মহামূল্যবান একটি উপহার। টপ টেনে আসতে পারিনি।তবুও আলহামদুলিল্লাহ। অনেকেই স্যারের লিস্ট প্রকাশ করার আগেই আমাকে অভিনন্দন জানিয়ে ছিলেন। হয়তো আমার কমেন্ট দেখে অথবা আমার এক্টিভিটি দেখে। তাদের সকলের প্রতি ভালবাসা অবিরাম।
🌹কেন মনে হয়েছিল টপ টেনে আসবো🌹
👇👇👇
আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি সেখানে প্রায় ৭০০ থেকে ৭৫০ জনকে পরিচালনা করি। সারাদিন খুব ব্যস্ততার মধ্যে সময় কাটে। তারপরও যখনি সময় পেয়েছি। তখনি আমি গ্রুপে দিয়েছি। লাঞ্চ টাইম ১ ঘন্টা তার মধ্যে আমি লাঞ্চ ১৫/২০ মিনিটের মধ্যেই খাবার দাবার সেরে ফেলতাম। শেরে বাকি মিনিট আমি গ্রুপে সময় দিতাম এবং বাসায় এসেও যত কাজই থাকুক আমি ফোনটা হাতে নিয়ে গ্রুপে সময় দিয়েছি।এক হাতে খাবার খেয়েছি, অন্য হাতে কমেন্ট করেছি। কত রাত যে আমি রুমের বাহিরে বারান্দায় দাঁড়িয়ে গ্রুপে সময় দিয়েছি সবাইকে লাইক কমেন্ট দিয়ে উৎসাহিত করেছি এবং যতটা সম্ভব হয়েছে পোস্ট করেছি এবং পোস্টের মাধ্যমে অনেক তথ্য শেয়ার করেছি। এমনও দিন গেছে রাত তিনটা বাজে আমি কমেন্ট করেছি পোস্ট দিয়েছি।রমজান মাসে সেহেরি খেয়ে না ঘুমিয়ে লাইক, কমেন্ট করেছি। এই একটি মাস পুরোটা সময় আমি এই প্রিয় প্লাটফর্মে দিয়েছি। শুরুটা ছিল সকালে ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে অফিসের উদ্দেশ্য বের হতাম। অফিস টাইম সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। এটা তো অফিস টাইম, কিন্তু আসা যাওয়া সহ সব মিলিয়ে ১৪ ঘন্টা সময় দিতে হয় চাকরিতে। রাত ১০ টার পর বাসায় গিয়ে ফ্যামেলিকে সময় না দিয়ে এই প্লাটফর্মে সময় দিয়েছি।
একটা কথা না বললেই নয় এই সময় দিতে গিয়ে এবং এত রাত্রে জেগে কমেন্ট করতে গিয়ে পোস্ট করতে গিয়ে কত যে রাগারাগি করেছে আমার স্ত্রী। কত রাত যে কয় হাজার মশার কামড় খেয়েছি এটা আল্লাহই ভাল জানে। সে জন্যই আমার বিশ্বাস ছিল যে আমিও টপ টেনে লিস্টে আসবো।
স্যারের লিস্টে আমার নাম আসেনি এটাই হলো আমার না পাওয়া অনুভূতি।
🌹এখন বলবো পাওয়া অনুভূতি🌹
👇👇👇
#কি_পেলাম_এই_এক_মাসে।
যা পেয়েছি সেটা আমার এই লেখার মাধ্যমে পুরোটা হয়তো প্রকাশ করতে পারবো না, কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। এই একটি মাস গ্রুপে সময় দিয়ে হাজারো মানুষের সাথে পরিচিত হয়েছি। গ্রুপের অনেকেই সম্মানিত কোর ভলান্টিয়ার এবং সম্মানিত মডারেটর গন আমার খুজ খবর নিয়েছেন।
আমি যখন রমজান মাস থেকে টপ টেনে আসার চেষ্টা শুরু করি। তখনি আমার মনকে জাগিয়ে তুলি ইবাদতের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার।
🌹ইবাদত সেটা কিভাবে সম্ভব।
হা সেটাই করেছি আমি।
যেমনঃ- 👇👇👇
🌹👉আলহামদুলিল্লাহ
🌹👉মাশাআল্লাহ
🌹👉ইনশাআল্লাহ
🌹👉আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি
🌹👉আপনার জন্য অনেক দোয়া এবং শুভ কামনা রইলো
🌹👉আপনার ব্যবসার সফলতা কামনা করছি।
🌹👉আপনার সকল স্বপ্ন পূরণ হোক। আমিন
আরও অনেক লেখা.....
এই লেখা গুলোর মাধ্যমে আমি হাজারো মানুষের কল্যাণে, দোয়া কামনা করেছি এবং হাজারো মানুষের দোয়া আমিও পেয়েছি। আমি কমেন্ট করেছি ইবাদতের নিয়তে। আমি মনে করি আমি অনেক সওয়াব প্রাপ্তি হয়েছি।
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
রমজান মাসে কয়েকটি প্রমোট পোস্ট করেছি। যাদের আমিও চিনতাম না এবং আমাকেও চিনতো না। প্রমোট পোস্ট করার কারণে আজ আমি তাদের পরিচিত মুখ। আমার একটি প্রমোটিং পোস্টের মাধ্যমে Tahmina Mishu আপুর কয়েক ঘন্টায় ১৯ টি শাড়ীর অডার পেয়ে আমাকে বার বার ধন্যবাদ জানান তিনি। এটাও ছিল আমার কাছে বড় পাওয়া এবং যাদের প্রমোট করেছি তারা সকলেই কৃতজ্ঞতা জানিয়েছেন। তাদের দোয়াও আমার জীবনে অনেক বড় পাওয়া। দোয়া করলাম, দোয়া পেলাম। হাজারো মানুষের সাথে পরিচিত মুখ হলাম। 🤝
❤️ আলহামদুলিল্লাহ ❤️
🌹এটা ছিল আমার পাওয়া অনুভূতি🌹
পাইনি শুধু একটি। টপ টেনে আসতে পারিনি কিন্তু পেয়েছি হাজারো মানুষের ভালবাসা, দোয়া এবং শুভ কামনা। এটাই আমার জীবনে বড় পাওয়া।
পরিশেষে বলতে চাই। নিজেকে পরিচিত করতে গ্রুপে এক্টিভিটির কোন বিকল্প নেই।
"এটা শুধু মাত্র একটা অনলাইন প্লাটফর্ম নয়, এটা একটা সম্পর্ক,একটা বন্ধন ও একটা পরিবার"
🌹 ইকবাল বাহার জাহিদ 🌹
এক সময় আপনি এতটাই বদলে যাবেন যে আপনি নিজেকে, নিজের পরিবারকে ও আশেপাশের মানুষেকে অনেক বেশি ভালবাসতে শুরু করবেন।কোন নেগেটিভিটি আপনাকে স্পর্শ করতে পারে না। আপনি হয়ে উঠবেন একজন পজিটিভ মানুষ।
🌹ইকবাল বাহার জাহিদ🌹
জীবনে বড়,সফল ও সুখী হবার জন্য পজিটিভিটির কোন বিকল্প নাই।
🌹ইকবাল বাহার জাহিদ 🌹
🌹জীবনে নতুন অভিজ্ঞতা 🌹
👇👇👇
ফেইসবুক চালাই প্রায় ১০ থেকে ১১ বছর যাবৎ। কমেন্ট লিমিট ক্রস হয়, এটা আগে জানতাম না। এই টপ টেনে আসতে গিয়ে এটার সাথে বহুবার পরিচয় হয়েছে যা আমি আগে জানতাম না।
কোন কোন দিন এই মেসেজ আসলে সারাদিনের জন্য কমেন্ট বন্ধ হয়ে যায়। তখন যে কতটা খারাপ লাগত মনে হত ভাগ্য বুঝি আমাকে এগুতেই দেবেনা, খুবই খারাপ লাগত মনে হত আমি খুব অসহায়
যখনেই এটা আবার ওপেন হত, তখন যে কি আনন্দ লাগত। এই বুঝি আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে। শুরু করে দেই আমার মানবতার কল্যাণের ইবাদত।
🌹এটাই ছিল নতুন অভিজ্ঞতা🌹
সময় দিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
#যারা টপ টেনে এসেছেন তাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তস্তল থেকে আন্তরিক অভিনন্দন এবং হাজারো সেলুট।
ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি নিজেই খেয়াল রাখুন।
মহামারী চলাকালীন সামাজিক দূরত্ব বজায় রাখুন। স্বাস্থবিধি মেনে চলুন।
🌹 নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের গর্বিত সদস্য 🌹
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৪২**
Date:- ০৩/০৬/২০২১
ধন্যবাদান্তে,
👮♂️ মোঃ জাহিদ হাসান
🏅 ব্যাচ নং ১২
✍️ রেজিষ্ট্রেশন নং ৪১৫১০
🏆 কমিউনিটি ভলান্টিয়ার
🇧🇩 জেলাঃ- কিশোরগঞ্জ।
🏚️ বর্তমানঃ মিরপুর জোন। ঢাকা
👉 তেজগাঁও জোন মেম্বার। ঢাকা
🎈রক্তের গ্রুপঃ বি পজেটিভ
ডিরেক্টর এবং পার্টনার
www.baniamart.com
লাইক পেইজঃ- 👇👇👇
https://www.facebook.com/BaniaMart.com.bd
👉🌹 ধন্যবাদ সকলকে 🌹👈