এ হৃদয় নিংড়ানো ব্যথা যন্ত্রণা দেখার কেউ নেই
----------------আসসালামু আলাইকুম ---------------
-------------------স্মরণ করি----------------
দয়া করে একটু কষ্ট করে পড়ার অনুরোধ রইল
এবং শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল
আলামীনের নিকট। যিনি আমাকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ।
আমার প্রানের প্রিয় প্ল্যাটর্ফমের শ্রদ্ধা ও স্নেহ ভাই ওবোনেরা কেমন আছেন, আমি ভাল আছি আলহামদুলিল্লাহ্
কৃতজ্ঞতা সাথে সালাম জানাচ্ছি আমাদের সবার প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid প্রতি যাহার পরিকল্পনা আজ এত সুন্দর পরিবেশ এর মাধ্যমে তৈরি করে দিয়েছেন নিজে বলার মত একটি ফাউন্ডেশন । আমি একজন ভাল মানুষ " আমি একজন উদ্যোগতা" আমার কমিন্টমেন বজায় রাখা" আমরা কেতা আমরা আবার বিক্রেতা এক কথায় এটি একটি ভাল মানুষের প্ল্যাটর্ফম তাই আমার মেন্টর প্রতি শ্রদ্ধা ভাল ভালোবাসা রেখে আমার জীবন কাহিনী লেখতে শুরু করলাম।
❤ আমার নাম মোঃ জাহাঙ্গীর আলম পিতা মোঃ ফজলুল হক জন্মস্থান ঝিনাইদহ জেলায় আমরা দুই ভাই এক বোন, যখন আমরা খুব ছোট তখন আমার বাবা মারা যায় নানির বাড়ি চাঁদপুর জেলা, আমরা যখন ছোট ছিলাম তখন আম্মু বাবাকে নিয়ে চাঁদপুর আসে নানীর বাড়িতে বেড়ানোর জন্য সেখানে আমার বাবা মারা যায়, আমার ভাই বড় আমি মেজ বোন ছোট, বাবা মারা যাওয়ার পর মোটামুটি বছরখানেক চলছিল ভালই অভাবের সংসার আমার আম্মু একা সামাল দিতে পারছিল না। পরে বাধ্য হয়ে ছোট বোন কে আমার চাচার কাছে দেয়, আমাকে আমার ফুফুর কাছে পাঠিয়ে দেয় ঝিনাইদহ সেখান থেকে আমি পড়ালেখা করি বড় হই। হঠাৎ করে আমার ফুফুর একটি সমস্যার কারণে তাদের অনেক ক্ষতি হয় তারপর আমার লেখাপড়া বন্ধ হয়ে যায় এসএসসি পাশ করার পর চলে আসলাম ঢাকায় আমাকে এবং আমার ফুফাতো ভাইকে ঢাকায় এনে গার্মেন্টসে ভর্তি করে দেয়,
মোটামুটি গার্মেন্টস জীবন ভালোই চলছিল 500 টাকা মাসিক বেতন ছিল,১৯৯৬সালের কথা। বাসা ভাড়া খাওয়া-দাওয়া এই টাকা হত না, আমার ফুফা ঢাকায় এসেছে প্রতি মাসে মেচের বিল পরিশোধ করতো।
এক বছরের মাথায় আমি অপারেটর হয়ে গেলাম, তখন বেতন হল বারোশো টাকা এ পর আর কোন সমস্যা হল না মোটামুটি প্রতি মাসে খাওয়া-দাওয়া সমান সমান চললো।
পাঁচ-ছয় মাস যেতে না যেতেই গার্মেন্টস চাকরি ছেড়ে দিলাম, একটা বেসরকারি চাকরির নিলাম প্রাইভেট অফিসে, অফিসের চাকরি টা কিছুদিন করার পর ছেড়ে দিলাম।
কেন জানি আমার কারো কাজ বা চাকরি আমার ভালো লাগেনা, বিজনেস করার আইডিয়া মাথায় আসলো চলে গেলাম আমার ভাইয়ের কাছে চিটাগাংরোড, তখন ১৯৯৮ সাল আমার শ্রদ্ধেয় বড় ভাই একটি হোটেলে জব করে তার পাশে একটি দোকান ভাড়া নিলাম 5000 টাকা অ্যাডভান্স দিলাম, প্রতি মাসে 800 টাকা ভাড়া, চা পান সিগারেট দোকান. আলহামদুলিল্লাহ মোটামুটি ভালই চলছিল বছর খানেক যাওয়ার পর দোকানের মালিক দোকান নিয়ে নিল। দোকানের মালিক বলল আমার হোটেল ভাড়া দিব আমার হোটেল তোড়া ভাড়া নিয়ে নে। পরে আমরা দুই ভাই মিলে হোটেলটি ভাড়া নিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ হোটেলটি মোটামুটি ভালই চলছিল, এরপর চাঁদপুরে জমি কিনলাম বাড়ি করলাম দুই ভাই মিলে একসাথে, কিছুদিন যাওয়ার পর বড় ভাই বিয়ে করল ওই এলাকায় স্থানীয় এক মেয়েকে। তখন 2001 সাল এরপর আমি বিয়ে করলাম 2002 সালের জুলাইতে। সুখের সংসার মোটামুটি একসাথে যৌথ ফ্যামিলি ভালোই চলছিল সামান্য একটু ভুল বোঝাবুঝির কারণে ফ্যামিলি আলাদা হয়ে গেলাম আলাদা হয়ে যাওয়ার পর আমার একটা বেবি হলো,অভাবের সংসার চলছিল কি করবো ভেবে পাচ্ছিলাম না, আমি যে আলাদা হয়ে গেলাম আমার সংসার থেকে একটি টাকাও নেই নাই। এখন বিজনেস করবো কী দিয়ে পরে আমার এক বন্ধু কাছ থেকে 20000 টাকা হাওলাত নিয়ে আবার হোটেলে ব্যবসা শুরু করি।
আলহামদুলিল্লাহ হোটেলটি মোটামুটি অনেক ভালই চলছিল 7,8 বছর পর হোটেলটি ভাঙ্গা পড়ে। বিশ্বরোড 8 লাইন করবে বলে.
আমার হোটেল টি ছিল চিটাগাং রোড বিশ্বরোড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ পাশে.
পরে ধীরে ধীরে স্বপ্ন দেখতে শুরু করলাম বিদেশে চলে আসব।
বিদেশ আসবো কিন্তু টাকা তো নাই পরের ধার দেনা করে চলে আসলাম বিদেশ তখন 2017 সাল ৫ই ফেব্রুয়ারি ,বিদেশে আসার আগে আমার চার টি মেয়ে ও একটি ছোট্ট ছেলেকে রেখে চলে আসলাম বিদেশ নামে জেলখানা।
❤বিদেশের সফলতা গল্প♥
আলহামদুলিল্লাহ বিদেশ আসলাম সৌদি আরব জেদ্দা, এখানে এসে আমি এক বড় ভাইয়ের দোকানে চাকরি করলাম দেড় বছর,
♥কিভাবে নিজের বলার মত গল্প প্লাটফর্মে আসা হলো🙏
আমাদের সকলের প্রিয় শতাব্দীর সেরা আবিষ্কার যুবকদের আইডল জীবন্ত কিংবদন্তি ইকবাল বাহার জাহিদ স্যার একদিন ব্যারিস্টার সুমন সাহেবকে স্যার ইউটিভি লাইফে এনেছিলে তখন আমি বুঝতাম না উদ্যোক্তা কি জিনিস
শুধু প্রিয় স্যার এ কথাগুলো মনোযোগ সহকারে শুনলাম কথাগুলো খুব ভালো লাগলো তখন থেকে স্যার কে ফলো করা শুরু করলাম। এই গ্রুপ সম্পর্কে বুঝতে বুঝতে অনেক কয়টা ব্যাচ আমার জীবন থেকে হারিয়ে গেছে, পরে সন্ধান নিতে শুরু করলো কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে এমন টাইমে দেখা পেলাম আমার প্রিয় মিতা জাহাঙ্গীর খান কে, মিতাকে লক করলাম মেসেজ দিলাম মিতা কিভাবে রেজিস্ট্রেশন করব সাথে সাথে মিতা রেজিস্ট্রেশন লিং আমাকে দিলো এবং রেজিষ্ট্রেশন করে ফেললাম আমি নিজে নিজে একা একা নবম ব্যাচ আলহামদুলিল্লাহ।
শুরু হলো বাসায় প্লাটফর্মে পথ চলা, প্রিয় স্যারের সেশন গুলি মনোযোগ সহকারে বুঝতে শুরু করলাম, প্রিয় স্যারের সেশন গুলি বুকে ধারণ করে আজকে সৌদি আরবে উদ্যোক্তা হলাম। সততা ও কমিটমেন্ট রেখে আজকে সৌদি আরবের উদ্যোক্তা হতে পেরেছি। যখন আমি বিজনেস আরম্ভ করি তখন আমার ব্যালেন্স ছিল অনলি 50 হাজার টাকা। সৌদি আরবে দোকানটি চালু করতে লাগছে প্রায় নয় লক্ষ টাকা।আমি বিজনেস চালু করি 2018 জুলাইয়ে মাসে।
আলহামদুলিল্লাহ মোটামুটি ভালই চলছিল বিজনেস 2020 সালে মার্চ মাসে করোনা কারণে প্রায় পাঁচ মাস দোকান বন্ধ থাকে এতে অনেক লসে পালা পড়ে যাই।
যাই হোক আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আল্লার রহমতে ভালোই আছি।
👉মনে অনেক কষ্ট
2021 সাল আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের দিন আমার শ্রদ্ধেয় বড় ভাই করোনা আক্রান্ত মারা যান, আমি অনেক কষ্ট পেয়েছি তা বলার মতো না বিদেশ নামে জেলখানায় বন্দি হয়েছি। তা বলার মত নয়, না পারলাম ভাইকে দেখতে, না পারলাম আপন ভাইকে সেবা-যত্ন করে দিতে, এই যন্ত্রণা কাকে বলব। শ্রদ্ধেয় বড় ভাইয়ের দুটি মেয়ে একটি ছেলে রেখে যান।
👉 আজ পাঁচটি বছর হয়ে গেল প্রবাস নামের জেলখানা থেকে দেশের মাটিতে যেতে পারছি না, প্রতিদিনই আম্মু ফোন করে কান্না করে আর বলে বাবা তুই কবে আসবি, আমি শুধু সান্তনা দিয়ে যাই আম্মুই এই তো আসবো কয়দিন পড়ে। মা বলে বাবারে মরি না বাছি আমাকে এক নজর দেখে যাও। এ হৃদয় নিংড়ানো ব্যথা যন্ত্রণা দেখার কেউ নেই,
👉 আমার অতি আদরের ছোট্ট ছেলেটি প্রতিদিন বলে বাবা তুমি কবে আসবে, সান্তনা দেওয়ার মতো কিছুই থাকেনা, তখন কি বলে সান্তনা দিবো,আমার ছেলেটি বলে আব্বু আমি ইট দিয়ে মোবাইলের গ্লাস ভেঙে তোমাকে নিয়ে আসব।
#খুশির-দিন#
আমাদের সকলের প্রিয় মেন্টাল ইকবাল বাহার জাহিদ স্যার ওমরা করার জন্য সৌদি আরব এসেছিলে আলহামদুলিল্লাহ প্রিয় স্যার ও ম্যাম আমাদের দোকানে এসেছিলে, আমাদের একটি দোকান উদ্বোধন করেন, প্রিয় স্যারের সাথে ছিলেন কোরভলেনটিয়ার মডারেটরও অ্যাম্বাসেডর সদস্য গন। এটি সবচেয়ে বড় খুশি এবং গুরুপে লেগে থাকার সার্থকতা।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭০২
Date:- ২০/১২/২০২১ ইং
🌴 Md.Jahangir alam
🌷Batch no-9 th
🌱Regi- no-12055
🌷Dist- Narayanganj
🌵Current location- Saudi Arab
🌹Occupation- business
👉Off line- salam toys
📞Mobail -0966571877436
🌏jahangira149@gmail.com
🌍page- Salam fashion house
🌏salamfashionhouse.blogspot.com/?m/