বিন্দু থেকে সিন্ধু..... 🍂🍂🍂
💠গল্পে গল্পে সেল পোষ্ট 💠
আস্সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ্
আজকে(৭৮) তম হাট বারে আপনাদের সকলকে জানাই আন্তারিক অভিনন্দন ও শুভেচ্ছা 💐💐
আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি
সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের কে সুস্থ রেখেছেন, ও ভালো রেখেছেন,
এবং শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি প্রিয় শিক্ষক, মেন্টর, ভালো মানুষ গড়ার কারিগর, জীবন্ত কিংবদন্তী এ শতাব্দীর শ্রেষ্ঠ আবিষ্কার যিনি সুখ খুঁজে না আপন নীড়ে, প্রাণের টানে এই আঙিনায় বারে বারে আসে ফিরে, জনাব ইকবাল বাহার জাহিদ স্যার কে
💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠
আমাদের এই প্লাটফর্মে যারা নতুন উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করতাছেন, তারা হয়তো এক পযার্য়ে গিয়ে হতাশ হয়ে পড়ছেন,তাদেরকে বলছি
আপনি সবার আগে যে কাজটি করতে হবে, সেটা হলো আপনার পারসোনাল ব্যান্ডিং,আর ব্যন্ডিং এর জন্য যে সকল বিষয় রয়েছে তার মধ্যে অন্যতম একটা বিষয় হলো আপনার নিজের বিজনেসের একটা পেইজ থাকা,এবং পেইজটি হতে হবে ভালো লেবেলের,
যেমন= আপনার পেইজের প্রোফাইল, লোগো, ইত্যাদি, তাহলে আপনি তাড়াতাড়ি মানুষের নিকট পরিচিত হতে পারবেন,
এখন অনেকে হয়তো ভাবতাছেন কি ভাবে পেইজ খুলবেন, অথবা কি ভাবে লোগো বানাবেন,, নো টেনসান,, আপনাদের পাশে আমি আছি সর্বদায়
কারো কোন প্রজার হেল্প প্রয়োজন হলে ইনবক্সে নক দিতে পারেন
বিন্দু থেকে সিন্ধু..... 🍂🍂🍂
আমার একজন অনলাইন কাস্টমার আমাকে বললো, ভাই আপনি লোগো কত টাকা দিয়ে তৈরি করেন, তারপর আমি তাকে আমার প্রাইজ বললাম বললো আপনি যদি আরো কিছু কম টাকা দিয়ে করে দেন তাহলে আমি আরো অনেক কাস্টমার দিবো আপনাকো, তারপর আমি চিন্তা করতে লাগলাম, কাজটা কি করবো নাকি বাদ দিয়ে দিবো,পরে ভাবলাম এ কদিন তো তেমন ব্যাস্ততা নেই করি সমস্যা হবেনা, এগুলো নিজেকে নিজে বলতেছি, তারপর ওই ভাই টাকে বললাম আচ্ছা আমি করবো তারপর তিনি তার লোগো বানালেন এবং আরো ৮/ ১০ জন কে দিলেন আমার নিকট লোগো বানানোর জন্য, তারপর তাদের লোগো ও তৈরি করে দিলাম,
এবার মনে মনে চিন্তা করতে লাগলাম লাভ হলো নাকি লস?
হিসাব মিলিয়ে দেখলাম লাভ তেমন একটা হয়নি বটে তবে লস ও হয়নি,
তার মানে হচ্ছে বেকার বসে থাকার চেয়ে কারো উপকার করাটা হাজার গুনে শ্রেয়,তাই সবসময় লাভ লসের চিন্তা না করাই ভালো
অনেক লোককে দেখা জায় হালকা কিছু টাকার জন্য পুরা কাজটা কে ছেড়ে দেয়, তাদের কি লাভ হয় আমি জানিনা, তবে আমার মতামত হলো,অল্প টাকার জন্য আপনি কেনো পুরা টাকা মিস করবেন, অন্যের উপকারের চেয়ে আর বড় লাভ কি হতে পারে,
একটা মানুষের মুখে হাসি ফুটাতে পারলে,মনে যে তৃপ্তি আসে তা লাখ টাকা দিয়েও পাওয়া যাবেনা
এ জন্য আমাদের সবার উচিৎ হবে অনলাইন হোক কিংবা অফলাইনে হোক, নিজের সামার্থ অনুযায়ী ছাড় দেওয়ার চেষ্টা করা, তাহলে দুই ধরনের লাভ হবে
👉একটা হলো আপনার কিছু রিপিট কাস্টমার তৈরি হবে এবং সাথে আরো কিছু নতুন কাস্টমার
👉২য় লাভ হলো আপনি যে তার উপকার করলেন, তার মনকে খুশি করলেন, তার মন থেকে যে দোয়া আসবে সেটা হয়তো আপনি টাকা দিয়ে অর্জন করতে পারবেনা,
এজন্য আমরা সবাই এসব বিষয় গুলো লক্ষ রাখবো ইনশাআল্লাহ তাহলে ভালো কিছু হবে
এইতো কয়েকদিন আগের একটি কথা আমার খুব মনে পড়ে 🌸🌸
একজন ভাইয়া আমাকে ইনবক্সে নক(সালাম) দিলো
তারপর আমি রিপ্লাই (সালামের উত্তর) দিলাম
তারপর আমাকে মেসেঞ্জারে কল দিয়ে বললো ভাইজান আমার একটা লোগো প্রয়োজন, কিন্তু কোথয়া সল্প মূল্যে লোগো বানাবো সেটা খুঁজে পাইতেছিলামনা, তারপর যখন আপনার একটা পোষ্টে আপনার কাজের বিবরণ ও পেইজের লিংক দেখলাম তখন আমি আপনার পেইজ ভিজিট করলাম, এবং আমার কাছে আপনার কাজ গুলো খুবই চমৎকার লাগলো, তাই আপনাকে নক দিয়েছি লোগো বানানোর জন্য, তারপর আমি বললাম আমি যে কম মূল্যে লোগে বানাই এটা আপনাকে কে বললো, তখন ভাইয়াটি বলতাছে আমার একটা পোষ্টে নাকি আমি লিখেছি সল্প মূল্যে লোগো করা হয় তাই, তখন আমি হাসতে হাসতে বললাম ভাইজান তাহলে তো আপনি জায়গা মত কোপ মারলেন,তখন তিনিও হাসতে হাসতে বললো একদম ঠিক মনের কথাটি ই বলছেন আমিও সুযোগ বুজে আপনার নিকট আসলাম,
তারপর তার সাথে পরিচয় হলাম কথা বার্তা হলো,তারপর তিনি বলতাছে ভইজান আপনি কতটাকা করে রাখেন লোগোর জন্য, তখন আমি বললাম, আমার একটা নিয়ম হলো যারা আমাদের এ প্লাটফর্মে যুক্ত আছেন তাদের জন্য একটু ডিসকাউন্ট আছে,তখন তিনি তো আরো মাহা খুশি, বললো ভাইজান আমি তো এ প্লাটফর্মের আমার জন্য কত টাকা রাখবেন, তখন আমি আমার নিধার্রিত মূল্য তাকে বললাম, শুনে প্রথমে ভাইয়াটি অনেক্ষণ চুপ ছিলো,তারপর আমি বললাম কি ভইজান বনাবেননা? তখন তিনি বললো ভাই অবশ্যই বানবো কেনো নয়? তারপর বললো ভাইজান আমি লোগো চার টা বানাবো, আমি তো অবাক, কি ব্যাপার এতক্ষণ বললো একটা, এখন বলতাছে চার টা, আমি বললাম ভাই আপনি না বললেন একটা? উত্তরে তিনি বললেন, হ্যা প্রথমপ বলেছি একটা কিন্তুু এখন আপনার দাম শুনে মনে হলো এ সুযোগে আর মিস করা জাবেনা,
আপনি হয়তো পরবর্তিতে দাম বাড়ীয়ে পেলবেন তাই, আমার, দুই জন ভাই আছে তাদেরও লোগে প্রয়োজন, আর আমার একটা কলিগ আছে তারও লোগো প্রয়োজন, তাই এরসাথে চারটা বানাবো, তারপর,আমার নিজের কাছেও খুব ভালো লাগলো, এক প্রকার আনন্দ কাজ করছিলো মনের ভিতর, যে আমিও তাহলে সেল দিতেছি, অন্য সবার মত,
অতঃপর ভাইয়াটিকে লোগো বানিয়ে পাঠালাম
তারপর তিনি নির্ধারিত মূল্য থেকে ৫০ টাকা বেশি পাঠালেন, এবং বললেন ভাই বাড়তি টাকা দিয়ে চা খেয়েন, তখন নিজের ভিতরে একটা আত্নবিশ্বাস আসলো যে আমিও ইনশাআল্লাহ পারবো আমার দারা ই সব কিছু সম্ভব,
তরপর প্রতিনিয়ত এভাবে লোগোর জন্য ওয়ার্ডার আসতো আমিও খুশি মনে লোগো বানিয়ে দিতাম, আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় মোটামুটি একটা অবস্থানে আছি, কিন্তু এখোনো অনেক পথ বাকি পুরাপুরি সাকসেস হওয়ার জন্য,
সফলতার পথ সবসময় কঠিন থেকে কঠিন হয়, এজন্য প্রয়োজন ধৌর্য আর অটল সাহস, এবং সামাজিক সমালোচনা চুপ করে শুনে থাকার পরম শক্তি, আর কিছু মানুষ তো আছেই সমালোচনা করার জন্য, মনে হয় আল্লাহ তয়ালা তাদেরকে সৃষ্টি করেছেন মানুষের সমালোচনা করার জন্য, এর জন্য বিচলিত হবার কোন কারণ নেই, সবাই আপনার সফলতা দেখে খুশি হবেনা, কিছু মানুষ আপনার সফলতা দেকেও আপনার দোষ খুঁজবে, এসকল আপনাকে এড়িয়ে চলতে হবে, তাহলে আপনি সাকসেসফুল হতে পরবেন,ইনশাআল্লাহ, একদিন আপনি আপনার কাজের দ্বারা তাদের সমালোচনার জবাব দিতে পারবেন.....
🌼সমালোচনার জবাব যখন কাজের দ্বারা..🌼
আমার বাড়ীর একটা ছেলে, আমার সমবয়সী
সে আমাকে সবসময় বলে আরে বেটা প্রতিদিন কিসের মিটাআপ করছ, সারা দিন কিসের পোষ্ট কমেন্ট করছ,ইত্যাদি ইত্যাদি........
আমি প্রথম কিছুদিন তাকে বুজানোর চেষ্টা করলাম, কিন্তু যখন বুজলাম তাকে বুজিয়ে কোন পায়দা নেই তখন থেকে আমি আমার মত কাজ করতাম,এখন যখন আমি বিভিন্ন প্রোগ্রামে যোগ দেই, এবল আমার প্রতিদিনের কাজের ওয়ার্ডার দেখে,তখন কি আর বলবে, বলে যে আরে আমরাও চাইলে পারতাম, আমি বলি তাহলে কেন আগে চেষ্টা করো নাই?
তখন বলতাছে আমাকে তোদের প্লাটফর্মে এড করে দে, তখন আমার হাসি পায় চরম ভাবে, এ জন্য যে,যেই ছেলেটা একদিন আমার এসব কাজ কে অপছন্দ করতো,আজ সেই আমাকে বলতাছে তাকে এখানে এড করার জন্য, এটার পিছনে একটাই কারন,আর সেটা হলো ধৌর্য এবং সাহস যা আমার ছিল আলহামদুলিল্লাহ, এবং আমি আমার জবাব টা দিয়েছি কাজের মাধ্যমে, তাই,
এজন্য যারা সামাজিক সমালোচনার শিকার হচ্ছেন, তাদের নিকট, একটাই কথা, ধোর্য ধরুন এবং লেগে থাকুন, দেখবেন ইনশাআল্লাহ একদিন আপনি সাকসেসফুল হবেন, পরিশেষে একটা কথা বলবো আপনার কাজের প্রতি অগাধ ভালোবাসা থাকতে হবে তাহলে কেউ কিছু বললেও আপনার গায়ে লাগবেনা, মনে রাখবেন ভালোবাসার জিনিস কখনো অপ্রিয় হয়না ধন্যবাদ সআািকে আমার লিকা গুলো মনযোগ দিয়ে পড়ার জন্য,
আমার লিখায় যদি কোন প্রকার ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে আপনাদের নিকট আমি কৃতজ্ঞ থাকবো
🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂
শেষ করার আগে একটু বিজ্ঞাপন
💻আমি কাজ করছি গ্রাফিক্স ডিজাইন নিয়ে
🧭পেইজ লিংক https://www.facebook.com/Alif-Graphics-design-100780982356827/
🖊কাজের বিবরণ
👉পেইজ লোগো
👉ওয়েব ব্যানার
👉ফেসবুক প্রোফাইল ও কাভারফটো
👉ভিজিটিং কার্ড
👉গ্রুফ লোগো
👉ব্যানার ও শুভেচ্ছা কার্ড
👉নাম কালিগ্রাফি ডিজাইন
👉 লোগো ডিজাইন (থ্রীডি প্রিমিয়াম কোয়ালিটি)
👉 ইউনিক বিজনেস কার্ড
👉 বিজনেস পেইজ সেট আপ
যে ফাইলগুলিতে পাবেন JPG,PNG,PSD,PDF,AI,WORD
নোট :
১. আমরা প্রিন্টিংয়ের কাজ করি না।
২. ডিজাইনে কোনো প্রকার হারাম এলিমেন্টস ব্যাবহার করি না।
Contact us
Call : 01309770746(Whatsapp)
🥢 বাজেটের মধ্যে করে ফেলুন আপনার প্রতিষ্ঠানের আকর্ষণীয় লোগো ডিজাইন। 🥢
👉 ব্যবসা অনলাইন কেন্দ্রিক গড়ে তুলতে আপনার লাগবে একটি আকর্ষণীয় লোগো যেটির মাধ্যমে আপনার কাস্টমাররা আপনার সাথে সম্পৃক্ত হবে।
👉 আপনার ব্যবসাটির নাম যদি বাংলায় করতে চান তাহলে আমরা করে দিবো আকর্ষণীয় বাংলা টাইপোগ্রাফি আপনার বাজেটের ভেতর।
👉 আপনি যদি আপনার ব্যবসাটির নাম ইংলিশএ রাখেন তাহলে আমরা আপনাকে দিচ্ছে আকর্ষণীয় প্রিমিয়াম কোয়ালিটির ইংলিশ লোগো
🔥 যেসব ফাইল আমরা আপনাকে মেইল করবো সেগুলো হলো eps,png(without background), jpeg, mc file formate, Fb profile picture ইত্যাদি
🔖 আমাদের কাছে কাজ কেন করাবেন ?
☘️ আমরা আমাদের কোনো ক্লায়েন্টের কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথে আমাদের পেজ এ উপলোড দিয়ে দেই তাই খুব সহজেই আপনি আমাদের কাজ গুলো দেখে নিতে পারছেন
☘️ আমাদের পেজ এর রিভিউ দিন দিন বেড়ে চলেছে তাই আমাদের ওপর আস্থা রাখতে পারেন। ⭐ ⭐ ⭐ ⭐ ⭐
☘️ আমরা ডেলিভারি করা লোগো প্রতিনিয়ত আমাদের পেজে আপলোড করে থাকি
বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা কল করুন 01309770746
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭০৩
Date:- ২১/১২/২০২১ ইং
🥀নাঈমুল হাসান(বিপ্লব)
🥀কমিনিটি ভলেন্টিয়ার
🥀জেলা★লক্ষীপুর
🥀থানা★রামগন্জ
🥀ব্যাচ★১৫
🥀রেজিঃ★৬৭৬৫০