আসুন একটা গল্প শুনি, আর পণ্য কিনি।।
আসসালামুয়ালাইকুম প্রাণ প্রিয় গ্রুপের সবাই!
#গল্পে_গল্পে_সেল_পোস্ট।।।
আজ হাট বার, শুধু সেল পোস্ট কেমন হয়?? আসুন একটা গল্প শুনি, আর পণ্য কিনি।।
,,,,,,।।।।।।।,,,,,।।।।,,,,, #গল্প,,,,,।।।।।।।।।।।।।
,,,,,,,,,,,,,,,।। #জীবনের_পরিবর্তনের_গল্প।।,,,,,।।।।
চলুন শুরু করা যাক। 👇👇
,,🕋🕌🕋 সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ তালার দরবারে, যিনি অনেক দয়াবান, যিনি আমায় এখনো সুস্থ রেখেছেন, এবং এই দুনিয়ায় হায়াত দিয়ে বাচিঁয়ে রেখেছেন, এবং আমাদের এই ভালো মানুষের ফাউন্ডেশনে সময় দেয়ার জন্য শক্তি দিয়েছেন, সেই মনিবের দরবারে হাজারো লক্ষ্য কোটি বার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবেনা।। মহান আল্লাহ তালা অনেক দয়াবান। আলহামদুলিল্লাহ,,,,💝।
,, ✌️
💖🥰 তারপর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার, এবং আমাদের সবার প্রাণ প্রিয় মেন্টর, প্রাণ প্রিয় শিক্ষক, জনাব Iqbal Bahar Zahid স্যার এর প্রতি, যার অক্লান্ত পরিশ্রমে, নিঃস্বার্থভাবে আমাদের জন্য এই প্রিয় ফাউন্ডেশন বানিয়ে দিয়েছেন, এবং প্রতিনিয়ত আমাদের শিখিয়ে যাচ্ছেন, আমাদের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছেন, আসলে প্রিয় মেন্টর এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করা যাবেনা। যত করবো, তত কম হয়ে যাবে। তবে প্রিয় শিক্ষকের জন্য মন ভরে দোয়া, ও ভালোবাসা🤲🤲🥰। অনেক দোয়া।
,,,🖋️🖋️ 🔍প্রিয় ফাউন্ডেশনে আসার পর থেকে প্রতিনিয়ত জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন ভাবে পরিবর্তন আসতে শুরু করেছে।, আমি একটা সময় মুখে হাজারো মানুষের সামনে তো দূরের কথা, ৫ জনের সামনেও কথা বলতে পারতাম, না। এখন আলহামদুলিল্লাহ, হাজারো মানুষের সামনে কথা বলতে পারি। আলহামদুলিল্লাহ। এবং মুখে কোনো প্রকার জরতা ছাড়া। সত্যি আমি অবাক,। কেমন পরিবর্তন,? সত্যি অবাক করা আমার কাছে, অনেক বড় পাওয়া আমার জন্য এই ফাউন্ডেশন।,, আমি একটা সময় নিজেকে ভালো রাখতে প্রচুর কাটন দেখতাম মোবাইলে, সেটা কেনো যানি এখন আর হয়ে উঠেনা, এখন শুধু এই ফাউন্ডেশনে সময় দেই, এবং এখান থেকে অনেক কিছু শিখে নিজেকে অনেক পরিবর্তন করে ফেলেছি। আলহামদুলিল্লাহ। 💝
,,,, একটা সময় জীবিন নিয়ে অনেক টেনশন করতাম, ডিপ্রেশন করে জীবন নিয়ে অনেক ভাবতাম,। বিশ্বাস করেন এখন আর টেনশন হয়না, এখন আর নিজের জীবন নিয়ে ডিপ্রেশন মনেই হয়না, কারন এই ফাউন্ডেশন এ এসে কত মানুষের জীবনের জীবন্ত কাহিনি পড়ে নিজেকে বলতে শিখলাম, কত আপু, কত বোন, আমার চাইতে বেশি ডিপ্রেশন এ আছে,। আমি তো তাদের কাছে একটা সামান্য, ভিতর থেকে টেনশন, ডিপ্রেশন নামক বিষয় টা আস্তে আস্তে বাদ দিয়ে ফেললাম, আলহামদুলিল্লাহ, এটা আমার জীবনে এক বড় পরিবর্তন ছিলো, এটা আমার জীবনে এক বড় চমক ছিলো। এখন শুধু নিজেকে নিয়ে ভাবি, সেটা কিভাবে লাইফ পরিবর্তন করতে হবে, কিভাবে আমার উদ্যোক্তা জীবনে একজন সফল উদ্যোক্তা হওয়া যায়। এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভাবনা। আলহামদুলিল্লাহ, প্রিয় মেন্টর থেকে শিখে তার দেখানো পথে প্রতিনিয়ত হেটে বেড়াচ্ছি।,,।
,,একটা সময় রাত ভর শুধু জেগে থাকতাম, মোবাইলে গেম খেলতাম, গান শুনতাম, কোনো কিছুতেই ভালো লাগতো না, কিন্তু এই ফাউন্ডেশন এ আসার পর থেকে, নিজেক অনেক পরিবর্তন করে ফেলেছি,। আলহামদুলিল্লাহ, এখন শুধু নিজেকে নিজের কাজের প্রতি মনোযোগ দিয়ে রাত দিন কাটে। অন্য কোনো কিছু করার কোনো টাইমই পাইনা। একটা সময় সময় ছিলো, সময়কে অনেক অবহেলা করে কাটিয়েছি। কিন্তু এই ফাউন্ডেশনে এসে কিভাবে সময়টাকে কাজে লাগাতে হয়? প্রতিটা সেকেন্ডএ শিখে ফেলেছি। তাই এখন সময় টাকে আঁকড়ে ধরে সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করছি। এটা একটা চমৎকার পরিবর্তন আমার জীবনে। আর সেটা আমার এই প্রাণপ্রিয় ফাউন্ডেশনের জন্যই হয়েছে। আলহামদুলিল্লাহ।
,, একটা সময় টাকা দুই হাত ভরে খরচ করেছি অহেতুক, কিন্তু তখন টাকাটার মূল্য বুঝিনি, তাই খরচ করে ফেলতাম, বুঝতাম না টাকার মূল্য কি? এই ফাউন্ডেশনে যুক্ত হবার পর বুঝতে পারছি টাকার মূল্য এই পৃথিবীতে কতটা। তাই এখন টাকাটা কে প্রচুর পরিমাণে মূল্য দেই, এবং বুঝতে শিখেছি টাকা আসলে একটা পুরুষ মানুষের মেরুদণ্ড। আসলে একটা পুরুষের টাকা ছাড়া এই পৃথিবীতে একটা ফটো কোন মূল্য নেই, না আছে আত্মীয়-স্বজন, না আছে পরিবার না আছে আশে পাশের মানুষের কারো কাছে! এই ফাউন্ডেশনের যুক্ত হবার পর নিজেকে পরিবর্তন করতে শিখলাম আসলে জীবনে টাকাটার অনেক মূল্য বিশেষ করে একটা পুরুষের জন্য, আমিও তার ব্যতিক্রম নয়। তাই এখন নিজেকে পরিবর্তন করে টাকার মূল্য দিতে শিখে গেলাম, আর সেটা এই ফাউন্ডেশন এর জন্যই হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আমার জীবনের অনেক বড় একটা পরিবর্তন।
,, একটা সময় সব কিছু হারিয়ে অনেক চিন্তিত ছিলাম আমি কিভাবে আবার ঘুরে দাঁড়াতে পারি? আমি কিভাবে আবার নিজেকে পরিবর্তন করতে পারি!? এই চিন্তাটা থেকে নিজেকে মুক্তি দিয়েছে একমাত্র এই প্রাণপ্রিয় ফাউন্ডেশন আমাদের নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন। আমি ফাউন্ডেশনে যুক্ত না হলে বুঝতেই পারতাম না কিভাবে ঘুরে দাঁড়াতে হয় কিভাবে চিন্তামুক্ত থাকতে হয়? সত্যিই আমি ফাউন্ডেশন এর প্রতি চির কৃতজ্ঞতা, সেইসাথে এই ফাউন্ডেশনের সবার প্রতি অনেক ভালোবাসা! আজকে ঘুরে দাঁড়াবার মূল চালিকাশক্তি পরিবর্তন এই ফাউন্ডেশন আমাকে করে দিয়েছে, ফাউন্ডেশন এর জন্য নিজেকে পরিবর্তন করে আমি আজ সফলতার পথে হাটছি। আলহামদুলিল্লাহ।
,, এমনও রাত কেটেছে শুধু কেঁদে কেঁদে বুক ভাসিয়েছি, নিজের অতীতের কিছু ভুলের জন্য, এতটাই কেঁদে কেঁদে বুক ভাসিয়েছি, আসলে বলে বুঝাতে পারব না, আমার কলমে লিখে শেষ করতে পারবো না। কিন্তু যখনই ফাউন্ডেশনে যুক্ত হলাম তখন থেকেই চোখের জল গুলো আর পরেনা, অতীতের কিছু কষ্ট আর মনে পড়ে না, সত্যিই আমার জীবনের জন্য এক চমক ছিল এই ফাউন্ডেশন। এখানে পেয়েছি অতীতকে মুছে ফেলার স্বপ্ন। এখানে পেয়েছি কষ্টের চোখের জল গুলো মুছে ফেলার স্বপ্ন। কি পাইনি আমি এখানে? জীবনের প্রতিটা ক্ষণে ক্ষণে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন পেয়েছি। নিজেকে পরিবর্তন করতে পেরেছি। অতীতকে মুছে ফেলার পরিবর্তন পেয়েছি নিজের মধ্যে এটা এই ফাউন্ডেশন এর জন্যই। আলহামদুলিল্লাহ। এটা আমার জীবনের সবচেয়ে বড় চমক, সবচেয়ে বড় পরিবর্তন।
,, একটা সময় ডিপ্রেশনে কারো কথা ভাল লাগত না। খাবার ভালো লাগতো না। ঘুম ভাল লাগত না। শুধু অন্ধকার ভালো লাগতো। একাকীত্ব ভালো লাগতো। কিন্তু এই ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হবার পর নিজেকে এতটা পরিবর্তন করে গড়ে তুললাম, এখন শুধু মনে হয় আমি আর একা নয়। আমার জীবন থেকে মুছে গেল আমার জীবনের একাকীত্ব। মুছে গেল আমার জীবনের রাত জাগা জীবন। কি পরিবর্তন না হল আমার জীবনে। আসলেই প্লাটফর্মে যুক্ত না হলে এই পরিবর্তনগুলো হতোই বা হতো না। আমি অনেকটা ডিপ্রেশনে আরো অনেক গভীরে চলে যেতে পারতাম। কিন্তু সেখান থেকে মুক্তি দিল আমার এই প্রিয় ফাউন্ডেশন। আলহামদুলিল্লাহ। সত্যিই আমার জীবনের জন্য এটা এক বিশাল পরিবর্তন ছিল। আলহামদুলিল্লাহ।
,, একটা সময় কাজের প্রতিও অনিহা ছিলো, কোনো কাজ করতে ভালো লাগতোনা, কেমন জানি এলোমেলো ভাব ছিলো, কিন্তু এই ফাউন্ডেশন এ যুক্ত হবার পড় কাজের প্রতি এতোটা শক্তি পেয়েছি। অসাধারণ এক পরিবর্তন নিজের জীবনে, এখন কাজ ছাড়া আর কিছুই বুঝিনা। মনে হয় সারাদিন রাত কাজ করে বেড়াই, কাজ না থাকলেও কাজ খুঁজে নিয়ে করতে ইচ্ছা করে। সত্যি এক অসাধারণ পরিবর্তন। আলহামদুলিল্লাহ। এখন কাজ পাগল হয়ে বেড়াই সারাক্ষন।
,, এমন কিছু পরিবর্তন জীবনে আসবে কখনও কল্পনাও করিনি, কখনো ভেবেও দেখিনি। আমার জীবনে ফাউন্ডেশন যেন কপালে সুভাগ্য হিসেবে চলে আসলো। আজ আমি কতটা পরিবর্তন একমাত্র আমি নিজেই বুঝতে পারছি, নিজেই জ্বলন্ত প্রমাণ নিজের জীবনে। এখানে যুক্ত হবার পর নিজেকে এক খাঁটি সোনা হিসেবে পরিবর্তন করতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ। আল্লাহতালার অশেষ কৃপায় অশেষ মায়ায় এমন একটা ফাউন্ডেশন জীবনে চলে আসছে। সত্যিই আল্লাহতালার 1 মহিমা ছিলো আমার জীবনে। এজন্য আল্লাহতালার কাছে লাখো কোটি শুকরিয়া।।
,, আমি বিশ্বাস করি এই ফাউন্ডেশন এর সাথে লেগে থাকলে, আমার জীবনে আরো এমন কিছু পরিবর্তন আসবে, যেটা দিয়ে আমি এই সমাজ এই পৃথিবীতে তাক লাগিয়ে দিতে পারব, দেখিয়ে দিতে পারবো আমি এখনো শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। দেখিয়ে দিতে পারব আমি জরে যাবার মত মানুষ নই। এই বিশ্বাস টা নিজের ভিতর শক্ত করে তৈরি করে নিয়েছি এবং এই বিশ্বাসটা আমাকে দিয়েছেন প্রাণপ্রিয় মেন্টর এবং এই ফাউন্ডেশনের প্রতিটা ভালো মনের মানুষ। সবার প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক দোয়া ও ভালবাসা।।
,,, 🥰💌 নিজের পরিবর্তন আজকের নিজেই উপলব্ধি করতে পারছি না আসলে এতটা পরিবর্তন জীবনে আসবে কখনো ভাবি নি, সত্যি আমার জন্য একটা বিশাল পরিবর্তনের চমক জীবনের।।।।। প্রান প্রিয় মেন্টরকে আবারো অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অনেক অনেক দোয়া ভালোবাসা।। 🤲💝🥰
যারা এতক্ষন সময় নিয়ে আমার গল্পটা পড়লেন, সবাই কে জানাই অনেক অনেক ধন্যবাদ, এবং দোয়া ভালোবাসা।
#সময়_নিন,#সময়_দিন, #সময়_বদলাবে,#সময়_সব_ঠিক_করে_নিবে।
বানী প্রিয় মেন্টর #ইকবাল_বাহার_জাহিদ_স্যার।
,,,,।।।।।৷
#সেল_পোস্ট_সেল_পোস্ট,,,,,
#শুধু_পাইকারি।।।
প্রিয় মেন্টরের বানী,
#আমরাই_ক্রেতা, #আমরাই_বিক্রেতা।।
হাজির হয়েছি এক কালার ডিজাইন করা মেক্সি নিয়ে।
#মেকসি_মেকসি_মেকসি।।।
সুতি কাপড়, নরম এবং খুবই আরামদায়ক। ডিজাইন ও সুন্দর।
১০০% রং গ্যারান্টি।
১০০% সুতি।
১০০% আরামদায়ক।
১০০% রঙ গ্যারান্টি।
ঢাকা এর ভিতরে ৬০ টাকা ক্যাশ অন ডেলিভারি,
ঢাকা এর বাহিরে ডেলিভারি চার্জ ১৩০ টাকা।
#মেকসি,।
#গলায়_এমব্রয়ডারি_কাজ।
#বুতাম_খোলা_যায়।
#লম্বা_৫৪ এর বেশি।,
#বডি_৫৪+!
#ফ্রী_সাইজ।।।
#ঘের_৬২।।
#পাইকারি_নিতে_চাইলে_যোগাযোগ_করুন।
,,,,,
,,,,।।।।।।।।।।।।,,,,,।।।।।
আমার #পেজ_লিংক
https://www.facebook.com/DressviewBoutiques/
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭০৩
Date:- ২১/১২/২০২১ ইং
👨✈️,_ Md. Nirob Hossain
🎀 ব্যাচঃ 11
🌴 রেজিষ্ট্রেশনঃ 20519
🇧🇩 জেলাঃ মুন্সিগঞ্জ
🏡 বর্তমানঃ মুন্সিগঞ্জ + ঢাকা, যাত্রাবাড়ী, ওয়ারি জোন।
✌️ কমিউনিটি ভলান্টিয়ারঃ নিজের বলার মত একটা গল্প প্লাটফর্ম।
💌 💖মেম্বারঃ নিজের বলার মত একটা গল্প প্লাটফর্ম।
#আমার_বড়_পরিচয়,, 👇
🔍🔍🔍✌️ #একজন_উদ্যোক্তা✌️✌️🔎🔎🔎