জীবন মানেই উত্থান পতন। জীবন মানেই সুখ দুঃখের মিলন।।
সুখ কিংবা দুঃখ চিরস্থায়ী নয়। মানুষের জীবন মানেই তাকে সংগ্রাম করে বাঁচতে হবে। আমিও একজন মানুষ। জীবনে অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজকের এই জায়গায় অবস্থান করছি।
নানা প্রতিকূলতা ও সময় স্বল্পতার কারণে আমার জীবনের গল্প কখনও শেয়ার করা হয়ে উঠেনি।আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার জীবনের কিছু গল্প,যা থেকে আমি প্রতিনিয়ত অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি।সবাই একটু মন দিয়ে ধৈর্য্য সহকারে পড়বেন।
👉আমার ছেলেবেলা:আমরা ৩ ভাই।আমি মা-বাবার বড় সন্তান।গরীব পরিবারে আমার জন্ম। দিনাজপুর জেলার এক গ্রামীণ পরিবেশে আমার বেড়ে উঠা। স্বভাবতই বাবা মায়ের আদরের সন্তান ছিলাম এবং পড়ালেখায় বেশ মনোযোগী ছিলাম আমি।তাই তো আমার দিনমজুর বাবা আমাকে স্কুলে পাঠান।গরীব সংসারে টানাটানি ছিল । ছোট থেকে দেখতে হয়েছে কষ্ট আর হাহাকার। ছোট বেলা থেকেই মানুষের কাজ করে দিতাম আমি। এভাবে চলতে চলতে বড় হয়ে যাই।
👉কৈশোর স্মৃতি: শৈশব থেকে পা দেই কৈশোরে।বড় হয়ে উঠি।২০০৬ সালে এসএসসি পাস করি। কলেজে ভর্তি হই কিন্তু গরীবের ঘরের ছেলে বলে আর পড়াশোনা চালিয়ে যেতে পারলাম না। জীবিকার তাগিদে পাড়ি দিলাম রাজধানী ঢাকায়।এই কাজ ঐ কাজ অনেক কাজ করি।কাজ করতে করতে এক কোম্পানীতে যোগ দেই। সংসারের ভার যে আমার ঘাড়ে।এর মাঝে ১০ হাজার টাকা ঘুষ দিয়ে ৩ বার চ্যালেঞ্জ করে চাকরি নেই কোম্পানির। অন্যের কাজ করতে হয় তাই মন বসে না।বার বার বাসায় চলে আসি।।
দেখতে দেখতে কয়েক বছর কেটে গেল। আমি বিয়ে করে ফেলি। অনেক জায়গায় কাজ করে করে কিছু পুঁজি করেছিলাম। কয়েক বছরের জমানো পুঁজি থেকে ২০১০ সালে ৫-৬ লাখ টাকার উপরে খরচ করে পাখির ফার্ম দেই।এই ফার্ম দেয়ার পর অনেক লোকসান হয় আমার।সব টাকা ও পুঁজি শেষ হয়ে যায়।আমি হতাশ থেকে হতাশ হয়ে যাই। অনেক অর্থকষ্টে পড়ে যাই।এর আগে আমি ঢাকায় চাকরি করতাম আবার চাকরি ছেড়ে দিয়ে বাড়ি চলে আসতাম। আজকের ডিল কোম্পানির সাথে কাজ করতে শুরু করি ২০১৫ সালে। সেখানে কাজ করতে করতে জীবনের প্রথম অনেক বেশি লস খাই প্রায় ১-১.৫ লাখ টাকা।এরপর আগে পরে অনেক জায়গায় কাজ করি। অনেকের অনেক কথা শুনতে হয়।একের পর লস খেয়ে অনেক টাকা নষ্ট হয়। অনেক বেশি হতাশ হয়ে যাই। হতাশায় নিমজ্জিত হয়ে কিছু করার সাহস পাচ্ছিলাম না। তবুও পেট চালানোর জন্য কিছু তো করতেই হবে। টুকটাক কাজ করি।
এভাবে কাজ করতে করতে সেবার ঢাকায় স্থায়ীভাবে থেকে কাজে মন দেই।কাজ করলেও শান্তি পেতাম না। শুধু হতাশা কাজ করত।এর মাঝে একদিন প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের একটি ভিডিও সেশন আমাকে অনুপ্রাণিত করে।ডেফোডিল ইউনিভার্সিটিতে হওয়া স্যারের এক লাইভ ভিডিও আমাকে অনেক অনুপ্রাণিত করে। অনেক ভালো লাগে স্যারের দিক নির্দেশনা গুলো।তখন ৬ষ্ঠ ব্যাচ চলছিল।আমি গ্রুপে যুক্ত হই এবং রেজিস্ট্রেশন করি।তখন থেকে আজ পর্যন্ত লেগে আছি গ্রুপে।
স্যারের সেশন গুলো পড়তে থাকি ।মনে সাহস বাড়ে। নিজের চাকরির দিকে মন দেই।লেগে থাকি কাজের দিকে। ভাগ্য মনে হয় আমার সাথ দিচ্ছিল না।দেশে এলো করোনা।আবার অনেক খারাপ পরিস্থিতির মুখোমুখি হলাম। কিন্তু নিজের মনোবল হারাইনি। কারণ সাহসটা জুগিয়েছেন প্রিয় মেন্টর।এরপর নিজের কাজের পাশাপাশি চিন্তা করি আর কি করা যায়।স্যারের সেশন থেকে অনুপ্রাণিত হয়ে নিজের মনে আবার সেই স্বপ্ন বাসা বাঁধে।ইচ্ছে জাগে নিজের অধীনে কিছু করার।তখন চেষ্টা করি কি করা যায়।২০২১ সালের শুরুতে স্যারের শিক্ষাকে বুকে নিয়ে, আমার প্রতিষ্ঠান ফরিদ আইটির উদ্বোধন করাই।প্রিয় ফাউন্ডেশনের সকলেই অনলাইন মিট আপে গ্রুপের ওনেক উপস্থিত ছিলেন সেদিন। সকলের দোয়া নিয়ে শুরু হয় আমার নতুন যাত্রা।আজ নিজের বিজনেসকে ভালোবেসে শ্রম দিয়ে গেছি।এখন আমার বিজনেস থেকে মাসিক সেল আশানুরূপ। আলহামদুলিল্লাহ।ফরিদ আইটি বিভিন্ন ধরনের ওয়েবসাইট ডেভেলপ,ব্যানার ও লোগো তৈরির কাজ করে থাকে।যেহেতু আমার আইটি বিজনেস একটি সেবামুলক প্রতিষ্ঠান, তাই সকলের কাজ নায্যে মুল্যে সঠিক সময়ে ডেলিভারী দিয়ে মানসম্মত উপার্জন আমার থাকে, যা দিয়ে আমি আমার পরিবারকে পরিচালনার পাশাপাশি আমার বিজনেসকে প্রসারিত করার চেষ্টা করতেছি, ভবিষ্যতে আরও ভালো ও মানসম্মত সেবা নিশ্চিত করতে চেষ্টা করছি।
খেয়ে না খেয়ে দিন কাটানো সেই ছেলেটির আজ নিজের আয়ের রাস্তা হয়েছে।আজ এতদূর আসার সাহস জুগিয়েছেন প্রিয় মেন্টর।তাই প্রিয় মেন্টরের নিকট অনেক বেশি কৃতজ্ঞ।ইচ্ছে আছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। দোয়া করবেন সবাই।
আমি নিজের সাহস ও স্যারের শিক্ষার অনুপ্রেরণা থেকে খুব শীঘ্রই আমার আরেকটা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করতে যাচ্ছি।ইচ্ছে আছে স্যারকে দিয়ে উদ্বোধন করানোর। সকলের নিকট দোয়া প্রার্থী।
ধন্যবাদ
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৭৭
Date:- ১৮/১১/২০২১ ইং
#মোঃফরিদুল ইসলাম
#দিনাজপুর জেলা এম্বাসাডর ও মোডারেটোর
#ব্যাচ৭ রেজিষ্ট্রেশন ৮৮৭
#মোবাইল ঃ০১৭০৭৪৭৮৭৩৭
#পেজ ঃhttps://www.facebook.com/msshifatshilpi/
#পেজঃhttps://www.facebook.com/fariditdotcom/