হঠাৎ আশার আলোর মতো
আসসালামু আলাইকুম
সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি মহান রাব্বুল আলামীনের উপরে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং এই মহামারির মধ্যে আমাকে সুস্থ রেখেছেন তার জন্য আলহামদুলিল্লাহ। তারপর কৃতজ্ঞতা জানাচ্ছি মা-বাবা ভাইয়ের প্রতি যারা আমাকে তাদের আদর্শে বড় করেছেন এর জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ।তারপর কৃতজ্ঞতা জানাচ্ছি সবার প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি যিনি এতো সুন্দর একটা প্লাটফর্ম তৈরি করেছেন।😍
*******বিশ্বাস ***********
যেখানে স্যারের বাণী বুকে ধারণ করেছি সেখানে হেরে যাওয়ার মতো মন-মানসিকতা থাকতেই পারে না, ইনশাআল্লাহ জিতে আমি যাবোই 😍
২০১৮ সাল পর্যন্ত জীবনে অনেক ঝড় হাওয়া বয়েছে, ভেবেছিলাম জীবনে হয়তো কোন কিছুই করতে পারবো না, সারাজীবন পরিবারের বোঝা হয়েই থাকতে হবে,জীবনে মানুষের অনেক কথা শুনেছি ডিপ্লোমা আর্কিটেক্ট হয়ে কি করেছি? আসলে আমার পরিবার কখনও চায় নি যে আমি চাকরি করি তবে বাসায় বসে বলেছি কিছু করো কিন্তু কি করবো এটাই বুঝে উঠতে পারছিলাম না, এক পর্যায় হতাশ হয়ে পরেছিলাম😭😭।
হঠাৎ আশার আলোর মতো ২০১৮ সালের শেষে Iqbal Bahar Zahid স্যার আমার অনুপ্রেরণার প্রতীক হয়ে আমার জীবনে আসে।যাকে পেয়ে মনে হয়েছিল আমার জীবনে মিরাক্কেল ❤️।তখন স্যারের সব কিছু দেখতে শুরু করলাম আর মনে মনে ভাবতে লাগলাম জীবনে কি আসলেই সহজ?
তখন নিজে নিজেকে জিজ্ঞেস করলাম আমি কি সত্যি পারবো? তখন গ্রুপের অনেক আপুদের জীবন কাহিনী পড়লাম যা পড়ে দেখলাম,বুঝলাম, তারা যদি আমার থেকেও কঠিন মুহুর্ত পার করে সফল হতে পারে তাহলে আমি কেনো পারবো না? অনেক কাহিনী পড়ে আমি কেঁদে দিয়েছি এ-ই ভেবে জীবনটা কেনো এমন এ-ই ছোট্ট একটা জীবনে কেনো এতো দুঃখ 😭😭😭 কেনো এতো ঝড় হাওয়া 😭😭
সব কিছু দেখার পরে সাহস পাচ্চিলাম না কিভাবে কি করবো? কিভাবে কি শুরু করবো?ঠিক তখন স্যারের পাশাপাশি পুরো একটা খুলনা টিম পেলাম পরিবারের মতো যারা আমাকে সব কিছুতে সাপোর্ট দিলেন এবং বললেন আপু আপনি শুরু করেন আমরা আপনার সাথে আছি,তখন আমি আরও সাহস পেলাম,তার চেয়ে বেশি সাপোর্ট যার পেয়েছি তিনি হলেন খুলনা টিমের মামা বাট উনি আমার জীবনে আসলেন বাবা হয়ে, সব সাপোর্ট দিলেন তার সাপোর্টে আরও বেশি সাহস পেলাম এবং শুরু করলাম বিজনেস, যখন আমি বিজনেস শুরু করি তখন করোনা পরিস্থিতি অনেক খারাপ তারপরও শুরু করলাম জীবনের মোর পরিবর্তন করার জন্য, আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছিলো বিজনেস 😍, যা দেখে সবাই বলছিলো মেয়েটা জীবনে অনেক দূর যাবে, আর আমারও বিশ্বাস আমি একদিন সফল হবো ইনশাআল্লাহ ❤️সেই অনুযায়ী কাজ করতে ছিলাম।
কিন্তু হঠাৎ পরিবারের উপরে এমন ঝামেলা হলো যে আমার বিজনেস বন্ধ করে দিতে হলো😭😭😭রানিং বিজনেস শুধু মাত্র পরিবারের দিকে তাকিয়ে অফ করে দিলাম😭😭 কারণ ঐ মুহুর্তে আমার কাছে আমার বিজনেসের চেয়ে আমার পরিবার আমার কাছে সবার আগে, যদিও আমি সব সময় পরিবারকে সব কিছুর আগে রাখি কারণ তাদের ভালো রাখার দায়িত্ব আমার কারণ আমি আমার পরিবারের একটাই মেয়ে😊। বিজনেস অফ করার পরে আমি আবার হতাশ হয়ে পরেছিলাম, কি করবো এটা ভেবে? যাই হোক আল্লাহর রহমতে পরিবারের ঝামেলা মিটতে মিটতে প্রায় ৬/৭ মাস কেটে গেলো এবং এ-ই ৬/৭ মাস চোখের পানি ফেলতে ফেলতে কেটেছে 😭😭 যে জীবনটা কেনো এমন? তার জন্য এ-ই ভালোবাসার গ্রুপে সময় দিতে পারি নি, আসলে যখনই উঠে দাঁড়াই ঠিক তখনই কোন না কোন কারণে আবার ভেঙে পরি😪।তারপরও বিশ্বাস হারাই নি যে আমি কিছু করতে পারবো কিনা? হয়তো এ-ই বিশ্বাসে জীবনে বার বার উঠে দাড়িয়েছি, আর যতোদিন বাঁচবো এ-ই বিশ্বাস নিয়েই থাকবো।
যাই হোক পরিবারে বললাম আমি আবার বিজনেস শুরু করতে চাই তখন তারা আমার ইচ্ছে শক্তি, আমার বিশ্বাস দেখে বললো তুমি আবার বিজনেস শুরু করো এবার আমরা সবাই তোমার পাশে আছি, আসলে এ-র আগে যখন বিজনেস শুরু করি তখন পরিবার আমাকে সাপোর্ট দিছিলো না একাই সব কিছু করেছিলাম আর তখন আমার বিশ্বাস, ইচ্ছে শক্তি দেখে এবার পরিবার আমাকে সব কিছুতে সাপোর্ট দিলো তার জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া ❤️
পরিবারের সেই সাপোর্টে আমি আবার স্বপ্ন দেখতে শুরু করলাম, আলহামদুলিল্লাহ সেই অনুযায়ী ৯০% কাজ কমপ্লিট, এখনও ১০% কাজ বাকি আছে তারপর হয়তো আপনাদের সবাইকে জানিয়ে দিবো যে কি বিজনেস শুরু করেছি😊এর জন্য সবাই আমার জন্য দোয়া করবেন🤲
পরিশেষে আমি বলতে চাই, আমার জীবনে অনেক ঝড় হাওয়া বয়েছে তারপরও কিন্তু আমি ভেঙে পরি নি কারণ আমার বিশ্বাস আমি একদিন সফল হবোই, অনেকেই অনেক কিছু বলেছি কিন্তু কখনোই তা গায় লাগায় নি, হ্যা এক সময় এগুলো নিয়ে অনেক কান্না করেছি, হতাশ হয়েছি, আমি অনেক মজা করি, হাসিখুশি থাকতে পছন্দ করি এবং সবাই ভালো রাখার জন্য চেষ্টা করি বাট চারিপাশের পরিবেশ একটা সময় আমাকে একাকী করে দেয় কিন্তু যখন থেকে স্যার আমার জীবনে আসে তখন থেকে লোকের কথায় আমার কিছুই যায় আসে না, কে কি বললো এটা নিয়ে ভাবার সময়ও এখন নেই কারণ তারা যা বলবে আমি তো তা নেই তাহলে তাদের কথায় আমি কেনো কষ্ট পাবো?
আমরা অনেকেই আছি অল্পতেই কষ্ট পাই,ভেঙে পরি,একটা পর্যায় সব কিছু অফ করে দেই? মানুষের কথায় কি আসলে নিজের জীবন থেমে থাকবে? আমাদের মনোবল শক্ত হওয়ার দরকার, জীবনে ঝড় আসবেই, আর ঝড় না আসলে আপনি জীবনের আসল মানে খুঁজে পাবেন না,আর এগুলো নিয়েই আমাদের জীবন এ-ই মনোবল স্যার আমাকে শিখিয়েছেন আর তার জন্যই জীবনটাকে সুন্দর ভাবে গড়তে পারতিছি, স্যারের আদর্শ ইনশাআল্লাহ আমাকে অনেক দূরে নিয়ে যাবে😍
স্যার আমার জীবনে না আসলে হয়তো এতোটা ভরসা পেতাম না, এতোটা স্বপ্ন দেখতাম না, নতুন করে বাঁচার স্বপ্ন দেখতাম না আর এ-র জন্য আমি সারাজীবন স্যারের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি,করবো আজীবন 😍। স্যার যদি না বলতেন স্বপ্ন দেখে সেই অনুযায়ী কাজ না করতে তাহলে হয়তো কখনও স্বপ্নই দেখা হতো না🥺। স্যার শুধু স্বপ্ন দেখায় নি, স্বপ্ন পূরণ করার রাস্তা পর্যন্ত দেখিয়েছেন, আমার শুধু বিশ্বাস আর ধৈর্য্য ধরে এগিয়ে যেতে হয়েছে, আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি ভালো কিছু হবে তখন আমিও বলবো আমার সফলতার গল্প 😍
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৭৭
Date:- ১৮/১১/২০২১ ইং
👩নামঃ লিমা খাতুন
👥 ব্যাচঃ ৯ম
📝 রেজিঃ নং- ১২৫৯৮
💉 ব্লাড গ্রুপঃ এ পজিটিভ
🏠 জেলাঃ খুলনা
🎯 পেশাঃ শিক্ষিকা+উদ্যোক্তা