জীবনের রাস্তা পরিবর্তন 🍁🍁
✪✪বিসমিল্লাহির রাহমানির রাহিম✪✪
★আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ★
সর্বপ্রথম ঐ মহান আল্লাহ তা'আলার প্রশংসায় সেজদায় অবনত হচ্ছি, যিনি এই করোনা মহামারীতেও আমাদের এবং আমাদের পরিবারকে সুস্থ, সুন্দর রেখেছেন। তার জন্য মহান আল্লাহতালার দরবারে শুকরিয়া আদায় করছি ,আলহামদুলিল্লাহ।
দুরুদ ও সালম পেশ করছি মানবতার মুক্তির দূত, সমস্ত নবীদের সরদার,সায়্যিদুস্সাক্বালাইন, খাতামুন্নাবিয়্যন হযরত মুহাম্মাদ মুস্তাফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে,~~
শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি প্রিয় শিক্ষক, মেন্টর, ভালো মানুষ গড়ার কারিগর, জীবন্ত কিংবদন্তী এ শতাব্দীর শ্রেষ্ঠ আবিষ্কার
যিনি সুখ খুঁজে না আপন নীড়ে, প্রাণের টানে এই আঙিনায় বারে বারে আসে ফিরে, কালজয়ী, সময়উপযোগী মহা নায়ক, সকলের নয়নের আলো,আমাদের সকলের নয়নের মনি, শিক্ষাগুরু, আমাদের সকলের প্রিয় শিক্ষক যার চিন্তা ভাবনা এই স্বপ্নের প্ল্যাটফর্ম কে ঘিরে, যিনি সবসময় যুক্তিময় উক্তি দিয়ে আমাদের অনুপ্রাণিত করেন, তিনি হলেন আমাদের সকলের প্রিয়
ইকবাল_বাহার_জাহিদ স্যার,
যার পরিশ্রম একাগ্রতা, সততা ও নিষ্ঠার ফসল হিসেবে আমরা পেয়েছি নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশনের মতো একটি মানবিক প্ল্যাটফর্ম। তার সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা তাদের মেহনত ধারা নিজের বলার মত গল্পঃ ফাউন্ডেশন তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে -অনেক অনেক ভালোবাসা নতুন পুরান সকল সদস্য ভাই বোনদের প্রতি ------
জীবনের রাস্তা পরিবর্তন 🍁🍁
জীবনের বাস্তবতার বড় বৈশিষ্ট্য হচ্ছে, সবাইকে নিয়ে ভালো থাকা _পরিস্থিতি যতই নিষ্ঠুর হউক বা যতই কষ্ট হউক না কেন- তা সয়ে নিতে হয়, মেনে নিতে হয় জীবনের প্রয়োজনেই। অন্যদের আনন্দের জন্য _জীবনে কষ্ট আসলে মানসিক ভাবে আমরা যতটুকু ভেঙ্গে পড়ি_ তাতে করে আমাদের জীবন দ্বিগুন পিছিয়ে যাবে-জীবনের সকল দূঃখ কষ্ট ও বাস্তবতাকে জীবনের অংশ হিসাবে মেনে নিয়ে স্বাভাবিক ভাবে গ্রহন করার নামই হচ্ছে সুখ।🌻🌻🌻
সেই দিন গুলোর কথা এখনো খুব মনে পড়ে , যে দিন গুলোতে নিজেকে খুব একা নিরীহ, ও ভবঘুরে মনেহতো, খুব করে ভাবতাম, আসলে জীবনটা কি এরকমই??
নিজেকে নিজে প্রতিনিয়ত জিজ্ঞেস করতাম, আমি কি জীবনে কিছু করতে পারবোনা?? জীবনের প্রতি একপ্রকার ঘৃনা জন্মে গেলো, তারপর কি করবো, একজন সাধারন মুসলমানের মত আল্লাহর উপরে সব কিছু ছেড়ে দিলাম,🍁🍁
ভাবতাছেন কোন দিন গুলোর কথা??
কথা গুলো হলো যখন পড়া লেখা শেষ করে ছোট খাটো চাকরি করছিলাম তখনকার,
তখনো এ প্লাটফর্মে আমার আসা হয় নাই,
একদিন আমার বড় বোন আমাকে ইকবাল বাহার জাহিদ সারের একটা বিডিওর লিংক দিয়ে বললো বিডিওটা দেখতে,বিডিও দেখে আমার কাছে খুবই ভালো ও গুরুত্বপূর্ণ মনে হলো, অতঃপর ফাউন্ডেশনের ফেসবুক পেইজ ফলো করতে লাগলাম কিছুদিন, সব মিলিয়ে বেশ ভালো লাগলো
প্রতিদিন বিকেল বেলায় দেখতাম আমার ভাইয়া কথা বলতো সেশন চর্চা মিটআপে,
সেখানের বিষয় গুলো আমার নিকট খুবই ভালো লাগতো,তাই আমি সিদ্ধান্ত নিলাম এখানে জয়েন করবো, তারপর আমার বড় ভাই(বোন জামাই) মাওলানা আব্দুল খালেক, এর মাধ্যমে এখানে রেজিষ্টেশন করলাম, তারপর ধীরে ধীরে দেখতে লাগলাম, শিখতে লাগলাম,বলতে লাগলাম
ধীরে ধীরে সবার সাথে পরিচয় হতে থাকলাম
এখন যখন এ প্লাটফর্মে আসলমা এবং নিয়মিত লেগে থাকলাম প্লাটফর্মের সাথে, বুঝতে পারলাম যে, আমিও কিছু করতে পারবো,
কারন, মহান আল্লাহ তায়ালা সকল মানুষকে কোন না কোন দিক দিয়ে তাকে ট্যালেন্ট দিয়েছেন, কিন্ত আমাদের সমাজে সবাই ট্যালেন্ট গুলো কে সঠিক জায়গায়, অথবা সঠিক সময়ে, প্রকাশ করতে পারেনা, তাই তখন নিজেকে, খুব অসহায় মনে হয়,এবং হীনমন্যতায় ভুগে,
এ জন্য আমাদের সবাইকে আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করতে হবে, কারন দোয় ভাগ্য কে পরিবর্তন করে দেয়, আল্লাহ সবার দোয়াই কবুল করেন,কারো দোয়া হয়তো সরাসরি, কারো টা হয়তে দেরিতে, আবার কারোটা পরকালে কবুল করেন, এজন্য দোয়া করে হতাশ,কিংবা নিরাশ হলে চলবেনা, কারন আল্লাহর নিকট কোন কিছুর অভাব নেই, আল্লাহ যখন আপনাকে,দেওয়ার ইচ্ছা করবেন তখনই আপনি পাবেন, এজন্য দোয়া করবো এবং আশায় থাকবো ইনশাআল্লাহ একদিন ভালো কিছু হবে.......
আমাদের প্রিয় নবীজির একটি হাদিস আছে
হাদিসটির বাংলা অর্থ হলো
❝ সকল কাজ নিয়তের উপর নির্ভর করে❞
🦋🦋নিজের ভাবনাকে সঠিক করুন🦋🦋
আমাদের সমাজে একটা প্রচলিত নিয়ম হলো জারা সাকসেসফুল, তাদেরকে নিয়ে গল্প করা তাদেরকে নিয়ে উদাহরণ দেওয়া ==
যে অমুকের ছেলে পাইলট,অমুকের নাতনী ডাক্তার, অমুকের মেয়ে,উকিল,আরো কত কি,
আরে ভাই,সবাই যদি পাইলট,ডাক্তার, উকিল,ইন্জিনিয়ার,হয় তাহলে দেশে বিজনেস করবে কারা দেশে চাষ বাস করবে কারা??
বড় হয়ে আমাদের ডাঃ হতে হবে,ইন্জিনিয়ার হতে হবে,ব্যাংক কিংবা কোন বড় কোম্পানিতে চাকরি করতে হবে।তাহলেই সকলে আমাদের ভালো বলবে,সমাজে আমাদের কদর থাকবে,নাম যশ খ্যাতি হবে।
এই বিষয়গুলো আমাদের সেই ছোট্ট মাথায় এমনভাবে ঢুকিয়ে দেয়া হয় যে আমরাও তখন পাগলা ঘোড়ার মত দৌড়াতে শুরু করি বড় বড় ডিগ্রির আশায়। কিন্তু যখনই আমরা সেটা না পাই আমরা হতাশ হয়ে পরি,নিজেকে ব্যর্থ মনে করি।হার মেনে নেই জীবনে
🍁🍁কিন্তু কেন ভাই??🍁🍁
☀️জীবনে ডাঃ,ইন্জিনিয়ারি,ব্যাংকার বা নামি-দামি চাকরি না করলেই কি জীবন বৃথা?
☀️এগুলো ছাড়া কি প্রতিষ্ঠিত হওয়া যায় না জীবনে?
আমরা তো এটা চাই যে আমাদের বলা হোক যে জীবনে তুমি যা কিছু করতে চাও বা হতে চাও,সেই পথেই অগ্রসর হও।আমরা তোমাদের পাশে আছি
পৃথিবীর প্রতিটা মানুষের ভীতরেই আলাদা আলাদা দক্ষতা দিয়েই মহান সৃস্টিকর্তা সকলকে সৃষ্টি করেছেন।আমরা কতজন সেই দক্ষতাকে চিনেছি বা কাজে লাগিয়েছি
পৃথিবীতে যারাই আজ বিখ্যাত,সফলতা অর্জন করেছে তাদের অতীত জানলে অবাক হওয়া ছাড়া উপায় নেই।কেননা কেউ শুধু লেখাপড়া করেই এই খ্যাতি অর্জন করেনি?তাদের মাঝে লুকায়িত সেই সুপ্ত প্রতিভাকে পরিশ্রমের দ্বারা শান দিতে দিতে এতটাই ধারালো করেছে যে,তার সফলতার পথে আসা সকল কাটাগুলোকে ছেটে ফেলে সামনে এগিয়ে গেছেন, আর সফলতার মুকুট পরেছেন।
চেষ্টা ও মনোবল দৃঢ় থাকলে সবকিছুই সম্ভব
আমাদের শুধু নিজেকে চিনতে হবে,নিজেকে জানতে হবে,নিজের পারদর্শিতা জানতে হবে,আগ্রহ বুঝতে হবে।তারপর সেই অনুসারে কাজ করতে হবে।সর্বপরি আমাদের ইচ্ছে থাকতে হবে।
ব্যর্থতা জীবনে আসতেই পারে,দূর্বলতা জীবনে থাকতেই পারে।তাই বলে জীবনে কিছু করতে পারবো না এটা কোথাও লেখা নেই।এটা যদি মন থেকে মেনে নেওয়া যায়,আর এটার ওপর বিশ্বাস রাখা যায় তাহলে নিজেকে থামায় কে?
জন্য।স্বাভাবিকভাবে বাচতে না পারলেও,মরে তো আর যাচ্ছি না,যেহেতু বেচে আছি তাহলে নিজেকে কেন থামিয়ে রাখবো?
কেন চুপ করে জীবনের খাতাটা শূন্যতায় রাখবো?
জীবনে কিছু করার ইচ্ছে থাকলে কোন প্রতিকূলতাই বাধা হতে পারেনা।হয়তো আমার উদ্যোগটা খুবই ছোট।তারপরও শুরু তো করেছি।বলতে তো পারছি,হ্যা আমি কিছু করছি
আজ আমার এই ছোট্ট একটি উদ্যোগ ( গ্রাফিক্স ডিজাইনিং ও ডিজিটাল মার্কেটিং) এর ফলে "নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন " প্লাটফর্ম পেয়েছি। এতগুলো ভাই বোনদের সাপোর্ট, দোয়া ও ভালবাসা পাচ্ছি। এগুলোই তো প্রাপ্তি আমার জীবনের।একটা সুন্দর সাবলিল সময় কাটাতে পারছি আলহামদুলিল্লাহ 🍁🍁
☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️
আমরা উদ্যোক্তা মানেই আমরা কিছু পাবো সে আশাতেই কাজ করে চলেছি, হতে পারে অনেকেই টাকা ইনকাম করতে চাইছেন, হতে পারে অনেকেই স্বপ্ন বাস্তবায়নের জন্য চলছেন, হতে পারে অনেকেই কাজ দিয়ে বিশ্ব বদলে দেবার আশায় আছেন,
কিন্তু সবার আগে আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে, আমরা যে কাজ টা ভালোবাসা দিয়ে করছি তা পারবো। এটা আপনার বিশ্বাস আর আস্থাই আপনাকে সাফল্যের অর্জন করতে সহায়তা করবে..
কেউ মহান হয়ে জন্মগ্রহন করে না, মহান মানুষেরা চেষ্টার মাধ্যমে মহান হন।
এটাই কি আসলে সত্য নয় যে, কেউ অনেক বেশী জ্ঞান নিয়ে জন্মায় না। ঠিক তেমনি ভাবে আপনিও জ্ঞান আহরন করে নিজেকে সমৃদ্ধ করতে পারেন।
আপনি নিশ্চয়ই সেই অল্প কিছু মানুষের মধ্যে পরেন না, যারা মনে করে, তারা সব কিছুই জানেন, ঠিক এমন মনে হওয়াটাই আপনাকে সবার আগে বাদ দিতে হবে কারন, এই মনে হওয়াটা শুধুমাত্র অহংকারী হওয়া ছাড়া আপনার আর কোন কাজে দিবে না। আমাদের মনে রাখতে হবে,
অতীতকে আমরা কখনোই বদলাতে পারবো না, কিন্তু আমরা চাইলে বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারি ইনশাআল্লাহ্।
সেশন চর্চার গুরুত্ব ~~~
মেধার সঠিক চর্চা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাময়িক সাফল্য অর্জন করে অনেকেই নিজেকে বড় মনে করে এবং মেধার সঠিক চর্চা করে না। ধরুন আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে গেছি। তাই বলে কি আমরা থেমে থাকবো ??? আমাদেরকে সব সময় মনে রাখতে হবে সাফল্যের কোন শেষ নেই। সাফল্যের অনেক সিঁড়ি রয়েছে। কেননা মানুষের মেধার কমতি নেই। সবে মাত্র আমরা একটা সিঁড়ি পার করলাম,আরো তো কত পথ চলা বাকি। তাই অহংকারকে প্রশ্রয় যাবেন না। নিজেত মেধায় বিকাশ ঘটাতে হবে । তাহলেই তো পরিপূর্ন ভাবে সফল মানুষ হিসাবে গড়ে উঠতে পারবো।...শেষ হবে অন্যের ও সেবা করতে পারব,আমার পাশাপাশি অন্য উপকৃত হবে।
প্রতিদিন একসাথে সকলে মিলে ক্লাস করার ফলে একটি ব্র্যান্ডিং তৈরি হয় ....️প্রকৃত অর্থে সেশন চর্চার মাধ্যমে নিজেকে ব্রান্ডিং এবং আত্নবিশ্বাস বাড়িয়ে তুলার জন্যে অংশগ্রহণ করতে পারি,একজন মানুষের জ্ঞান কখনো স্বয়ংসম্পূর্ন হতে পারে না যখন দশজন মিলে এক সাথে আলেচনা করা হয়,তখন দশজন ব্যক্তি থেকে দশ রকমের ধারনা পাওয়া যায়, যেই ধারণা দিকদর্শন নিজের ব্যাক্তিগত জীবনে কাজে লাগিয়ে নিজের লালিত স্বপ্ন পূরণ করতে সহজ হতে পারে।
প্রতিদিন সেশন ক্লাসের মাধ্যমে যে সকল স্কিল গুলো বৃদ্ধি হয় :--️আমরা নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি সে সম্পর্কে পূনাঙ্গ ধারণা পাওয়া যায় নিজের পরিচয় এবং নিজেকে ব্রান্ডিং করতে বড় ভূমিকা রাখে এছাড়াও কথা বলার জড়তা কাটানোর মহা ঔষধ হলো প্রতিদিন সেশন চর্চা ক্লাস,পরীক্ষামূলকভাবে আমরা সকলেই অংশগ্রহণ করলে নিজে নিজেই উপলদ্ধি করতে পারব আসলে কতটুকু নিজের এই দূর্বলতা থেকে উন্নতি হয়েছে।
যার জ্বলন্ত প্রমাণ আমরা নিজেকে দিয়েই নিজেরা পেয়েছি। এখনো জড়তা সম্পূর্ন কাটেনি তবে অনেক উন্নতি হয়েছে সেটা অনায়াসে বুঝা যায়,,তাই সবাইকে বলব নিজের প্রয়োজনে প্রতিদিন সেশন চর্চা ক্লাস করুণ কথা বলার জড়তা না থাকলে আপনার পার্থিব জীবনেও অনেক কাজ করে সম্মান পেতে পারেন।
সুযোগের অপেক্ষায় বসে থেকে জীবনে কোনো পরিবর্তন আসবে না কিন্তু প্রতিদিন সুযোগের জন্য নিজেকে তৈরি করা এবং সুযোগের পথ খুঁজে বের করার মাধ্যমে অবশ্যই জীবনের ভালো পরিবর্তন আসবে -এ জগতের বাহ্যিক রূপ অতি সুন্দর: কিন্তু এর অভ্যন্তরীণ রূপ বড়ই জটিল। অনেক সময় বিভ্রান্তিকর মরীচিকার মতো। মানুষও জগতের মতোই। তারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য, লিপ্সা ও আকাঙ্ক্ষা পূরণের জন্য অন্যকে মিথ্যা প্রলোভনে বিভ্রান্ত করে। এটি মনুষ্যত্ব নয়। এটি ভীষণ পরিতাপের বিষয়। সময় থাকতে আমরা যদি আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে না পারি, তাহলে আমাদের পতন নিশ্চিত-
এ পতন থেকে উঠে দাঁড়াতে হলে আমাদের অন্তর-আত্মাকে উন্নত করতে হবে। আমাদের স্বার্থপরতা বিসর্জন দিয়ে বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে। তা হলেই মিলবে আমাদের মুক্তি, নতুবা আমাদের মানব-অধিকার নিরর্থক।এই মহামারীর প্রভাবে বিশ্বের অনেক দেশের অর্থনীতির নিষ্ক্রিয়তায় বাংলাদেশ সংকুচিত হয়েছে কর্মসংস্থানের সুযোগ । নতুন স্বাভাবিক পরিস্থিতিতে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় এখন বর্তমান গতানুগতিক শিক্ষার সুযোগ যথেষ্ট নয় বরং এ শিক্ষার সাথে যুক্ত করতে হবে কর্মমুখী ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান ।
সেখানেই অনলাইন ভিত্তিক প্রযুক্তি নির্ভর করা ছাড়া বিকল্প রাস্তা এখনো আমরা দেখছি না । প্রিয় পরিবার এমন একটি আয়োজন করেছেন অনলাইন হাট বাজার অনলাইন শিক্ষালয় । সৃষ্টিকর্তা যেমন রেখেছে সমস্যা যেমন রেখেছে তার সমাধান আমরা অনলাইনে আমাদের কেনাকাটা করতে পারি।
সব সময় পজিটিভ চিন্তা-ভাবনা থাকলে সততার সাথে লেগে থাকলে ধৈর্য কে নিজের অবলম্বন করে রাখলে ভেবেচিন্তে কাজ করলে...মনোবল অটুট রাখলে জীবনে জড়িয়ে থাকা অনেক সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়।।জীবনের বাস্তবতা নিয়ে অনেক জ্ঞানী ও উক্তিবিদরা বিভিন্ন ভাবে বিভিন্ন উক্তি রেখে গিয়েছেন জীবনের কথা ভেবেই। “অন্যের ভালো দিকগুলো খুঁজতে গেলেই,এক সময়
নিজের সেরাটাই বের করে আনা সম্ভব হয়
পরিশেষে এটাই বলবো,নিজেকে চিনুন,নিজেকে জানুন।নিজেকে সময় দিন।নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার নেশায় বুদ হয়ে থাকুন।সফলতা আসবেই
উদ্যোক্তা হওয়ার জন্য মনে প্রাণে প্রবল ইচ্ছা আগ্রহ থাকলে কোন না কোন রাস্তা ঠিকই বের হয়ে আসে।
কোন কিছু খুঁজে পেতে চাইলে, সেটা যা কিছুই হোক না কেন, হোক সেটা বিশাল কোন কিছুু অথবা হারানো চোখের চশমা, অথবা সামান্য কিছু, কিন্তু আপনাকে সবার আগে এটা বিশ্বাস করতে হবে যে এটা আমাকে দিয়েই হবে
জাওয়ার আগে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা সময় নিয়ে লিখা গুলো পড়ছেন
আশা করছি ভুল হলে কমেন্টের মাধ্যমে জানিয়ে ধন্য করবেন
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৭৭
Date:-১৮/১১/২০২১ইং
🥀নাঈমুল হাসান(বিপ্লব)
🥀কমিনিটি ভলেন্টিয়ার
🥀জেলা★লক্ষীপুর
🥀থানা★রামগন্জ
🥀ব্যাচ★১৫
🥀রেজিঃ★৬৭৬৫০