ক্রেতারা পণ্য নয়, বিশ্বাস ক্রয় করে।
- গল্পে গল্পে সেল পোস্টপণ্য সোর্সিংয়ের ব্যাপারে বরাবরই আমি খুঁতখুঁতে স্বভাবের। নিজের হাতে পণ্যের গুণাগুণ পরীক্ষা না করে কখনোই আমার পণ্য কিনে আত্মতৃপ্তি লাভ হয় না। কোয়ালিটির ব্যাপারে আমার কাছে কোনো প্রকার আপোষ নেই। কোন বিজনেস সততার সাথে দীর্ঘদিন টিকিয়ে রাখতে হলে অবশ্যই তাকে আগে পণ্যের কোয়ালিটি মেইনটেইন করতে হবে। কারণ ক্রেতারা পণ্য নয়, বিশ্বাস ক্রয় করে। তাই যে কোনো মূল্যে তাদের বিশ্বাস ধরে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। আজকের গন্তব্য সিরাজগঞ্জের তাঁত শিল্পের জন্য বিখ্যাত বেলকুচিতে। সবসময় আমি চেষ্টা করি সরাসরি উৎপাদকের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে। দুই/তিন হাত ভেঙ্গে আসলে পণ্যের দাম এমনিতেই বেশি হয়ে যায়। গত মঙ্গলবার বেলকুচির সোহাগপুরের হাটে এক চাচার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। চাচার কাছ থেকে হাফ সিল্কের কিছু থ্রিপিচ নিয়েছিলাম । সেগুলো আনার পরে সবগুলো সোল্ড হয়ে যায় এবং বেশ কিছু অর্ডার আবারও আসে। তাই আজ সকালে ঘুম থেকে উঠে রওনা দিলাম সেই চাচার খোঁজে বেলকুচির সোহাগপুর হাটে। হাটে গিয়ে চাচার দেখা পেলাম না এবার উপায় কি তাহলে!সমস্যা হলো অসাবধানতা বশত আমি চাচার ফোন নাম্বার হারিয়ে ফেলেছি। আশেপাশের বেশ কয়েকজনকে জিজ্ঞেস করলাম কেউ কিছু বলতে পারলো না। মনটা ভিশন খারাপ হয়ে গেলো তাহলে কি আমাকে কাঙ্খিত পণ্য না নিয়েই বাড়ি ফিরতে হবে! কারণ হাটে অন্য কারো কাছে আমি সেম কোয়ালিটির পণ্য দেখতে পেলাম না। চলে আসার জন্য যখন গাড়িতে উঠলাম তখন একটা প্রশ্ন জাগলো মনে, হেরে গেলাম নাকি আমি!? কারণ আমি তো কারিগর সে চাচার সাথে একবার তার বাসায় গিয়েছিলাম। কেন মনে করতে পারছিনা সে পথটা!দেখিতো চেষ্টা করে খুঁজে খুঁজে যেতে পারি কিনা। চেষ্টা না করেই কেন ফিরে চলে যাচ্ছি আমি! কিছু দূর যেতেই একটা ব্রিজ দেখতে পেলাম, সিএনজিওয়ালা কে বললাম থামান তো এখানে। নেমে পরলাম এবং হাটা শুরু করলাম ব্যক্তির নাম না জানা, জায়গার নাম না জানা, এমন কি প্রতিষ্ঠানের নাম না জানা সেই অচেনা পথে। এতো কিছু না জানা সত্বেও আমি খুঁজে চলেছি তাকে। পথিমধ্যে অনেকে জানতে চাইলো কাকে খুজছেন? কোথায় যেতে চান? বললাম কিছুই জানা নেই শুধু একবার এসেছি সেই দিকে দিকে একটু একটু করে আগাতে থাকলাম। এবং ধীরে ধীরে এভাবে আগাতে আগাতে কিছুটা পরিচিত মনে হতে লাগলো। অবশেষে আমার বহু কাঙ্খিত সে কারিগর চাচার বাসা পেয়ে গেলাম আমাকে দেখে চাচা মুচকি হেসে বললেন আপনি আসবেন তাহলে আগে থেকে ফোন করতেন, নিশ্চয় বাসা খুঁজে পেতে সমস্যা হয়েছে? আমি হেসে বললাম, কষ্টে অর্জন অনেক মজবুদ আর আনন্দের হয় চাচা কোন কিছু শুরু করলে সেটার পিছনে অনাবরত লেগে থাকতে হয়। আমি যদি হাল ছেড়ে দিয়ে চলে যেতাম তাহলে হয়তো এটা সম্ভব হতো না। আজ আপ্রাণ চেষ্টা পর যে পথটা আমি খুজে বের করলাম তা হয়তো জীবনে বেঁচে থাকতে আর কখনো ভুলবো না। তাই যেকোন কাজের আগে নিজেকে আত্মবিশ্বাস হতে হবে। কাজের প্রতি অদ্যম ইচ্ছাশক্তি থাকতে হবে। মনবল, ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস এগুলো না থাকলে কাজ টাকে তখন বোঝা মনে হয়। প্রত্যেকের তার নিজের কাজের প্রতি সুগভীর ভালোবাসা থাকতে হবে। তবেই না সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন সম্ভব। বিশেষ দৃষ্টব্যঃ আমার লক্ষ্য অর্জনে এখনো বহু পথ বাকি। তাই সবার দোয়া প্রত্যাশী।বন্যা পারভেজ।ওনার অফ Orthi Fashion Houseসিরাজগঞ্জ সদর উপজেলার এম্বাসেডর।রেজিষ্ট্রেশন টিম মেম্বার।ব্যাচঃ ৮ম।রেজিঃ১৩৮৬৩।জেলাঃ সিরাজগঞ্জ।