৬০০তম স্টেটাস অব দ্যা ডে হওয়ার_অনুভুতি প্রকাশ
করোনাকালীন পুরো পৃথিবী যখন স্থবির________
__________________________________________________
তখন আমার চাকুরি আমার কাজ সবকিছুই স্থবির।হতাশার সাগরে নিমজ্জিত আমি।তখন __ Atik Hassan Chowdhury ভাই আমাকে সন্ধান দেন ভালো মানুষ গড়ার এই প্লাটফর্মের,,গ্রুপে জয়েন করি আর গ্রুপের কার্যক্রম দেখে মুগ্ধ হতে থাকি!!!ভাবতে থাকি এতো এতো ভালো মানুষ এখনও আছে পৃথিবীতে। গ্রুপের একজন সদস্য হতে পেরে আমি উৎফুল্ল, গর্বিত, আনন্দিত,, ৯০ -দিনে ৯০- টা সেশন,ব্যবসায়িক আইডিয়া,ফান্ড তৈরির উপায়,ফান্ড স্টার্ট আপ করা,নেটওয়ার্কিং,সেল বৃদ্ধির উপায়,পরস্পরের সাথে আত্মিক সম্পর্ক তৈরি এত সব শিক্ষা এই কঠিন জগতে আমাকে আর কে দিবে এই 'নিজের বলার মতো একটি গল্প' গ্রুপ ছাড়া?আমি অভিভূত এই গ্রুপটা এখন আমার কাছে শুধু একটা নাম নয় আমার স্বপ্ন, সফলতার পথে আমার দিক নির্দেশক ,আমার প্রাণের গ্রুপ, আমার ভালোবাসা।
__________________________________________________
_____________________SOD_________________________
অর্থাৎ স্টাটার্স অব দ্যা ডে। নির্বাচন কমিটির পক্ষ থেকে ৩য় বারের মত আমাকে স্ট্যাটাস অপ দ্যা ডে ঘোষণা করার জন্য। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।_ইকবাল হোসাইন ভাইয়া সহ যারা খুব ই গুরুত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করে যাচ্ছেন।
__________________________________________________
_______আমরা অনেকেই আছি একটা পোস্টটা__________
__________________________________________________
মনোযোগ দিয়ে পড়তে পারিনা,বা পুরোটা পড়িনা,না পড়েই ধুমধাম কমেন্ট করে ফেলি। কিন্তু প্রতিদিন হাজারো কষ্টের মাঝে থেকে আমাদের পোষ্ট গুলোকে প্রতি গুরুত্ব দিয়ে পড়ে স্ট্যাটাস না দিয়ে ঘোষণা করে আসছেন দীর্ঘ দিন ধরে এটা শুধু।
__________________________________________________
_______নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন________
__________________________________________________
এর অবদান মনে হয়না পৃথিবীতে অন্য কোন ক্ষেত্রে এত গুরুত্ব দিয়ে আমাদের মত ক্ষুদ্র লেখকদের লেখা পড়া হয়। আমি মনে করি এরাই আমাদের স্যারের প্রকৃত সৈনিক । আমাদের প্রিয় স্যারের আদর্শে গড়া সৈনিক। আমি গর্ববোধ করি এমন একটি পরিবারের একজন ক্ষুদ্র সদস্য হতে পেরে।।হাজার স্যালুট জানাই নির্বাচন কমিটিকে,এবং SOD হওয়ার জন্য বা গ্রুপকে ভালোবেসে নিজের প্রতিভা বিকাশের লক্ষ্যে যারা প্রতিনিয়ত যারা লিখে যাচ্ছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা--আসলে এ অনুভূতি এক অন্যরকম অনুভূতি। সেটা যারা একবার নির্বাচিত হয়েছেন তারা এই উপলব্ধি করতে পারেন।
__________________________________________________
_আমাদের প্রিয় অভিভাবক জনাব ইকবাল বাহার জাহিদ স্যারকে স্যালুট_
__________________________________________________
আমাদের জন্য এত সুন্দর একটি আনন্দ ধারা তৈরি করে দিয়েছেন কৃতজ্ঞতা জানাই তার প্রতি !
__"️স্ট্যাটাস অব দ্যা ডে নির্বাচিত হওয়ার অনুভূতি__
এন আর বি মালদ্বীপ টিমের কান্ট্রি,অ্যাম্বাস্যাডার ইকরাম ভাই কে ফোন দিলাম।বললাম ভাইয়া সবাই আমাকে অভিনন্দন জানায় কেন আমি কি করেছি।সে বলল দেখতেছি আমি।একটু পরে ভাই আমাকে ফোন দিয়ে সেও বলে অভিনন্দন ভাই।অবাক কান্ড আমিতো কিছুই জানিনা। অভিনন্দন জানায়।পরে দেখলাম তা নয় আমি স্ট্যাটাস অফ দ্যা ডে হয়েছি সেই কারণেই সবাই খুশিতে অভিনন্দন জানাচ্ছে।।
প্রথম যখন আমি স্টাটাস অফ দ্যা ডে নির্বাচিত হয়েছি।সেই খুশির মুহূর্ত আপনাদের সবার সামনে আমি উপস্থাপন করতে পারবোনা।আনন্দটা ছিল অনেক না পাওয়ার মাঝে হঠাৎ কিছু পাওয়ার আনন্দ।এরপরে ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি প্রতিদিনই কিছু না কিছু পোস্ট করেছি।কখনো হয়েছি কখনো হয়নি।৩যুক্ত হয় আজ এ পর্যন্ত এসে আলহামদুলিল্লাহ।
__________________________________________________
__________️স্ট্যাটাস অব দ্যা ডে আমাকে যা দিয়াছে_______
__________________________________________________
স্ট্যাটাস অব দ্যা ডে আমাকে দিয়েছে অশেষ ভালোবাসা,সম্মাননা,স্বীকৃতি। গ্রুপে লাখ লাখ মানুষের ভীড়ে একটা কোণে আমি পড়ে ছিলাম।সেখান থেকে উঠিয়ে নিয়ে আমাকে দিয়েছে একটা জায়গা, একটা পদবী।আমি আজ আমি এখান থেকে অনেক অনেক বিষয় শিখছি,জানছি যা আমার সফলতার জন্য অপরিহার্য।
__________স্ট্যাটাস অব দ্যা ডে নির্বাচিত হওয়ায়_________
__________________________________________________
আমার পার্সোনাল ব্র্যান্ডিং হয়েছে, আমার অনেক না বলা কথা অনেকে জেনেছে, আমার পাশে দাঁড়িয়েছে,আস্থা ও বিশ্বাসের একটা জায়গা করে নিতে সমর্থ হয়েছি আমি।
_______তিন বার স্ট্যাটাস অফ দ্যা ডে হয়েছি।___________
__________________________________________________
আমাকে এন.আর,বি জেদ্দা ও লেবানন টিমের
Abdul Karim Munn ভাই কোর ভলান্টিয়ার ও মডারেটর Sabina opiআপু। তারা বলেছে আপনাকে এক সপ্তাহের মধ্যে কমিউনিট ভলান্টিয়ার হতে হবে। এবং স্ট্যাটাস অফ দ্যা ডে হওয়ার মাধ্যমে হওয়া সম্ভব।তাই ভাবলাম সবার মত আমার জীবনে অনেক গল্প আছে সেগুলো থেকে একে একে গল্প লেখা শুরু করলাম,,প্রথম গল্পটা স্ট্যাটাস অফ দ্যা ডে হলো না,তাতে কি আমি কিন্তু থেমে নেই ।একদিন পর আবার লিখলাম আরেকটা গল্প ।সেটা হলো এই গ্রুপে আমার পরিবারের আমার ছেলে ও মেয়েকে এবং ভাই বোন বান্ধবী ও বন্ধু কে যুক্ত করে দেওয়াটা ও আমার কাছে ছিল অনেক আনন্দের।
__________________________________________________
সেই প্রথম তারিখটা ছিলো ০৭/০৬/২০ইং।আমার সেই লেখাতে পোস্টটি পড়ে অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছিল যা দেখে মনটা ভরে গেল কেউ কেউ লিখেছিল আজকের আপনার এই পোস্টটি স্ট্যাটাস অফ দ্যা ডে হবে। সারা দিন আশায় ছিলাম কিন্তু রাতে আমি বুঝতে পারিনি কিভাবে স্ট্যাটাস অফ দ্যা ডে হওয়ার পোস্ট কিভাবে খুঁজে পাবো তাও জানিনা। বরাবরের মতো সেদিনও রাতে ঘুমিয়ে গেলাম সকালবেলা আমি দেখি শুধু নোটিফিকেশন চেক করে দেখি শুধু অভিনন্দন আর অভিনন্দন,, মুন্না ভাই কোর ভলেন্টিয়ার Saudi Arabia, ও সাবিনা অপি আপু মডারেটর Lebanon প্রিয় আপুকে ও ভাইয়াকে আমি মেসেজ দিলাম ভাইয়া ও আপু আমিতো কমিউনিটি ভলান্টিয়ার হয়েছি। আজ আমি অনেক খুশি। ভাইয়া ও আপু আমাকে অভিনন্দন জানালো এবং সিএম হাসান ভাইয়া আমাকে কমিউনিটি ভলান্টিয়ার মেসেঞ্জার গ্রুপে যুক্ত করে দিল সেখানেও দেখি সবাই আমাকে অভিনন্দন জানাচ্ছে,,এ অনুভূতি তারাই বুঝবে যারা প্রথমবার স্ট্যাটাস অফ দ্যা ডে নির্বাচিত হয়েছেন।
_________________________________________________
________________স্ট্যাটাস অফ দ্যা ডে_________________
__________________________________________________
এর মাধ্যমে যেভাবে আমি আপনি আমরা সবাই শিক্ষাচর্চা টাকে নিজের ভেতর আলোকিত করছে এবং স্ট্যাটাস অব দ্যা ডে হওয়ার জন্য আমরা যে পরিশ্রম করে লেখালেখি করি তার প্রতিটি লেখার পেছনে আমাদের কিছু রিসার্চ থাকে আর সেই রিসার্চে আমাদের দারুন শিক্ষা চর্চা হয় তার এই চর্চার সফলতার দিক তখনই বোঝা যায় যখন তার ফলাফল স্বরূপ আমরা স্ট্যাটাস দ্যা ডে নির্বাচিত হয় তখন আমাদের মনে এক প্রকার শান্তি বর্শিত হয় যে আমার কষ্টের অর্জনে স্বার্থকতা রয়েছে,যখন আমি প্রথমবারের মতো স্ট্যাটাস দ্যা ডে নির্বাচিত হয়ে ছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যেন আমার মাধ্যমিক পাশের বিজয়ের মতোই বিজয় যেমনটা সার্টিফিকেট হাতে পেলে দুই হাত উপরে তুলে চিৎকার করে বলতে মন চায় " I am Success"
__________________________________________________
🌹🌹আমি মোহাম্মদ মোতালেব
🌹🌹কমিনিউটি ভলেন্টিয়ার
🌹🌹দশমঃ-ব্যাচ
🌹🌹রেজিঃ ১৫৩৪৯
🇧🇩🇧🇩জিলাঃ মৌলভীবাজার
🇧🇩🇧🇩উপজিলাঃ কমলগঞ্জ
🇧🇩🇧🇩বিভাগঃ সিলেট।
🇲🇻🇲🇻বর্তমানে অবস্থান করছি মালদ্বীপ,কেপিটাল সিটি মালে।