প্রবাস মানে যন্ত্রনা কেউ কারো না
♥️♥️♥️ আমার জীবনের গল্প ♥️♥️♥️
♥️♥️♥️ বিসমিল্লাহির রাহমানির রাহিম ♥️♥️♥️
♥️♥️♥️♥️♥️ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু প্রিয় মেন্টর নিজের বলার মত গল্পের প্ল্যাটফর্মের ইকবাল বাহার জাহিদ স্যার কে আন্তরিক সালাম ও অভিনন্দন। আমার নিজের বলার মত প্ল্যাটফর্ম এর সম্মানিত ভাই ও বোনদের সবাইকে আমার আন্তরিক সালাম ও সামনে 15 ই জানুয়ারি মহা সম্মেলনের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ সৌদি আরব পবিত্র মদীনা শরীফে আছি।
♥️♥️♥️♥️♥️♥️#####♦️♦️♦️♦️#####♥️♥️♥️♥️♥️
আমার পরিচিতি
♥️♥️♥️ সম্মানিত প্রিয় বন্ধুরা আমি এক স্বতন্ত্র মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাড়ি চট্টগ্রাম সাতকানিয়া থানার অন্তর্গত কালিয়াইশ নামের গ্রামে।আমার পিতার নাম আব্দুল মাবুদ মাতার নাম আনোয়ারা বেগম। আমরা তিন ভাই দুই বোন। আমি স্বতন্ত্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি।
♦️♦️♦️♦️শিশুকাল ♥️♥️♥️
♥️♥️♥️আমরা খুব গরীব আমরা আর্থিক ভাবে খুব কষ্টে ছিলাম। আমার আব্বু চাকরি করতেন কালুরঘাট জুটমিলে। অনেক কম বেতনে চাকরি করতেন আমরা পাঁচ ভাই-বোন এবং মাকে নিয়ে চলতে খুব কষ্টে ছিলাম আমরা। আমার মামাদের কৃষি জমি ছিল ওখান থেকে অনেক তরি তরকারি দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেন মামারা। আমার মামারা অশিক্ষিত ছিলেন কিন্তু ভাল সাদা মনের মানুষ ছিলেন। আল্লাহ মামাদেরকে জান্নাতবাসী করুক। আমার তিন মামা ছিল এখন তারা পরলোকগত জান্নাতবাসি। সবাই দোয়া করবেন আমার মামারা ও যেনো জান্নাতে থাকেন।আল্লাহ যেন জান্নাত দান করেন।
♥️♥️♥️ আমার লেখাপড়া জীবন। ♥️♥️♥️
আমরা আর্থিকভাবে বেশ কষ্টে ছিলাম তাই আমার পড়ালেখা করতে খুব কষ্টে লেখাপড়া করতে হয়েছিল মানুষের বাড়িতে থেকে আমাকে পড়ালেখা করতে হয়েছিল ক্লাস 5 পর্যন্ত। ক্লাস ফাইভ পযন্ত সাতকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি এরপর লেখাপড়া একদম বন্ধ হয়ে গিয়েছিল । বড় ভাই মেট্রিক পাশ করে আর লেখাপড়া করতে পারেনি পালিয়ে গিয়ে চাকরি করছিল রাঙ্গামাটি। আমার লেখা পড়ে যখন বন্ধ হয়ে গেলে আমিও বড় ভাইয়ের সাথে চলে গেলাম চাকরিতে। রাঙ্গামাটি জেলায় লংগদু থানা মাইনী বাজারে ভাইয়ের দোকানে চাকুরী ছিল। মাইনী বাজারে গিয়ে চাকরি খোজ লাম ছোট মানুষ কিন্তু কেউ আমাকে চাকরিতে রাখছিল না।আমার দু চোখে ঘুম নাই লেখাপড়া বন্ধ নাই চাকরি কি করব। যে দোকানের চাকরি করতো ভাই ভাইয়ের চাকরি ও চলে গেল খুব কষ্টে পড়ে গেলাম আমি আর বড় ভাই।বাবার চাকরি থেকে তিন হাজার টাকা জমায় রাখছিল ওই টাকা বড় ভাই বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছিল। এটা আমাদের বড় চাচতো এক ভাইয়ের কাছে জমা রাখছিল।বিশ্বাস করে ওনিও টাকাটা দিচ্ছে না এমন ঘটনায় আমরা একদম শূন্য হাত। খাবার ও আমাদের কষ্ট হয়ে যাচ্ছিল। রাখে আল্লাহ মারে কে অবস্থাতে আমরা কষ্ট করে ভাইকে বললাম ভাইয়া টাকা দাও সেই কান্নাকাটি করা শুরু করছে পরে টাকা দিবে দিবে করে আমাদের একমাস পরে টাকাটা দিয়েছেন আমরা চলে আসলাম বাড়ীতে। এখন আর চাকরি নয় ব্যবসা করব যেমন চিন্তা তেমন কাজ দুই ভাইয়ের।
♥️♥️♥️ব্যবসা শুরু দুই ভাইয়ের ♥️♥️♥️
আমার বড় ভাই টা খুব কর্মীক ছিলেন খুব অমায়িক এবং ভালো মানুষ ছিলেন। ব্যবসা তো আমাদের খুব হচ্ছিল কিন্তু আমার মনে শান্তি নাই আমি পড়ালেখা করবো। আলহামদুলিল্লাহ আবার ভর্তি হয়ে গেলাম ক্লাস সিক্সে শুরু হয়ে গেল আমার পড়ালেখা। ব্যবসা অসাধারণ ভালো হচ্ছিল পাহাড়িদের সাথে সাথে পড়ালেখা ও চলছিল রাঙ্গামাটি লঙ্গদু হাইস্কুলে অসাধারণ ভালো পরিবেশে। দুই বছর পর আমি যখন ক্লাস সেভেনে উঠলাম। বিদেশে চলে গেলেন বড় ভাই সৌদি আরব। আমি মা বাবা ছাড়া মাইনী বাজারে একা হয়ে গেলাম পড়ালেখা কি করে করব ব্যবসা কি করে করব তখন কিছু বুঝতে ছিলাম না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ধৈর্য দিয়েছেন আমি নামাজ পড়তাম পাঁচ ওয়াক্ত। এক শিক্ষক আমাকে সাহস দিলেন পড়াশোনা করতে। আমি পড়া শোনা শুরু করলাম এবং আবার স্কুলে যেতে শুরু করছি সাথে ব্যবসা ও একা একা করছি। এভাবে কষ্ট করে এসএসসি পাস করলাম। আলহামদুলিল্লাহ কষ্টের দিন কিছুটা শেষ হয়ে আসলো। কলেজে ভর্তি হলাম। এদিকে বড় ভাই চলে আসবে বলায় আমাকেও বিদেশ নিয়ে আসলেন। আর পড়ালেখা হলো না।
♥️♥️♥️আমার প্রবাস জীবন সৌদি আরব ♥️♥️♥️
প্রবাস মানে যন্ত্রনা কেউ কারো না।কঠিন কষ্ট করে প্রবাস জীবনে এসে দেখলাম।আমার একটা কোম্পানিতে চাকরি বেতন মাত্র 300 রিয়াল তখন। দেশের টাকায় মাত্র 5 হাজার টাকা। খাবো নাকি টাকা দেশে পাঠাবো এমন কষ্টের বিদেশে কেন আসলাম কান্না শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ কষ্টের ভিতর সুখের ছোয়া বাইরে পার্টটাইম 1000 রিয়ালের জব মিলে গেল। ঘম যেতাম মাত্র তিন ঘন্টা 24 ঘন্টার ভিতরে 21 ঘণ্টা চাকরি করছি।ধীরে ধীরে মদীনা শরীফে একটা পারফিউমের দোকানের অফিসের চাকরি পেলাম আলহামদুলিল্লাহ থাকলাম অনেক দিন।অনেক কিছু করতে পারলাম।মা-বাবাকে হজ্ব করায় লাম। নতুন বাড়ি করলাম এবং জায়গা সম্পদ করলাম সফল প্রবাসী আমি।
♥️♥️♥️ ব্যবসার চিন্তা কিছু করব দেশ গিয়ে। ♥️♥️♥️
এক বন্দু নাম সোলায়মান হঠাৎ বললেন নিজের বলার মত গল্পের সদস্য হয়ে যাও। আমি নিজের বলার মত গল্প প্ল্যাটফর্মের সদস্য হয়ে গেলাম 13 তম ব্যাচ ৫৬২১২রেজিস্টেশন নাম্বার। অসাধারণ সেশন গুলো পড়তেছিলাম আমার ঘুম বন্ধ হয়ে গেল। কি অসাধারণ চিন্তা প্রতিদিন আমার চিন্তার পরিবর্তন। আমার বন্ধু কমে গেল মানুষের সাথে আড্ডা কমে গেল। আমার আড্ডা শুরু হয়ে গেল নিজের বলার মত গল্পের সেশন এর সাথে। এখন পুরোদস্তুর আমি নিজের বলার মত গল্পের প্ল্যাটফর্ম এর সেশনগুলো চর্চা করছি এবং নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রবাসে থেকেই শুরু করে দিয়েছি আমার কার্যক্রম অসাধারণ। সেলুট স্যার ইকবাল বাহার জাহিদ স্যার কে। উনার অবদানে আজকে আমি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছি আমি সফল হতে চলেছি। আমি একটা সেলার হয়ে সাইকেল নিয়ে কাজ করেও অনেকগুলো সাইকেল বিক্রি করছি অনেকগুলো কাপড়চোপড় বিক্রি করছি সততার সাথে আলহামদুলিল্লাহ।নিজের বলার মত গল্পের ভাইবোনদের থেকে আমি এগুলো সংগ্রহ করে বিক্রি করছি মদীনা শরীফে বসে । অনলাইন বিজনেস আমাকে বিরাট স্বপ্ন দেখাচ্ছে স্যার। অসংখ্যা ধন্যবাদ প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার কে।
♥️♥️প্রবাসীরা সদস্য হও নিজেকে উদ্যোক্তা বানাও ♥️♥️
নিজের বলার মত গল্প প্লাটফর্মে যোগদিন এখান থেকে কোনো টাকা ছাড়াই আপনি শিখতে পারবেন উদ্যোক্তা কার্যক্রম। আমার জীবন পরিবর্তন আমি সেরাদের সেরা হতে চাই। আমি ইকবাল বাহার জাহিদ স্যারের শিক্ষায়। পবিত্র মদীনা শরীফে বসে দোয়া করি আমার মেন্টর প্রিয় শিক্ষক এবং প্ল্যাটফর্মের সমস্ত ভাই-বোনদের এত ভালবাসি নিজের ভাই বোনের মতই ভালবাসি। আজকে এপর্যন্ত। আশা করি আমার দূর প্রবাসে থেকে উদ্যোক্তা হওয়ার গল্পে উদ্যোক্তা জীবনের সফলতায় প্রবাসীদের সাহসী হয়ে সাহসী হয়ে ওঠার আরো সাহস যোগাবে নিজের বলার মত গল্পের প্ল্যাটফর্মের একজন সদস্য হয়ে নিজেকে গর্বিত করবেন। সম্মানীত প্রবাসী সদস্য হয়ে উদ্যোক্তা জীবন প্রতিষ্ঠা করবেন সফল উদ্যোক্তা হবেন যা বীর রেমিটেন্স যুদ্ধ বাংলাদেশের অর্থনীতি পরিবর্তনের সফল ভূমিকা রাখতে পারবেন। শুরু করেন এখনেই সময় আপনাকে দ্বিতীয়বার সময় দেবে না। স্যারের স্লোগান চাকরি দেবে চাকরি করব না।
সাহস করুন
শুরু করুন
লেগে থাকুন
সফলতা আসবেই।
সময় নিন সময় দেন সময় বদলাবে সময়েই আপনাকে সফল করবে।
♥️♥️♥️♥️####♦️♦️♦️♦️###♥️♥️♥️♥️
আমি একজন নিজের বলার মত গল্পের সম্মানিত সদস্য গর্বিত সদস্য
💘💘🥰🥰🥰🥰🥰♥️♥️♥️♥️🥰🥰🥰💘💘💘💘♥️♥️♥️🚲🚲🚲🚲🚲♥️♥️♥️♥️♥️♥️🥰🥰🥰🥰
ফুলে ফসলে ভরা যে দেশ আমার প্রিয় বাংলাদেশ। জীবনে একজন মানুষকে হলো ও আপনি সহযোগিতা করুন আপনার জীবন পাল্টে যাবে।
♥️♥️♥️♥️ টিকেট টিকেট টিকেট নিন। ♥️♥️♥️♥️
♥️♥️♥️ 15 ই জানুয়ারির সম্মেলনে যোগ দিন। ♥️♥️♥️
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭০৪
Date:- ২৩/১২/২০২১ইং
মোঃ মীর হোসেন
ব্যাচ নাম্বার 13 তম
রেজিস্ট্রেশন নম্বর 56 212
দেশের বাড়ি চট্টগ্রাম
সাতকানিয়া থানা
বর্তমান অবস্থান সৌদি আরব
মদিনা শরীফ