ডিজিটাল মার্কেটিং কোর্সের শিক্ষা নিয়ে বিভিন্ন গ্রুপ ভিজিট করে একসময় খুজে পাই সেরাদের সেরা প্লাটফর্ম
বিসমিল্লাহ হিররাহমানির রাহিম
আসসালামু আলাইকুম
☘️প্রিয় ফাউন্ডেশন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন বিশ্বাস করি। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ। মহান রবের দরবারে লাখ কোটি শুকরিয়া তিনি আমাদের ভালো ও হেফাজতে রেখেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক প্রিয় সবাই কে সব সময় ভালো রাখুন , সুস্থ রাখুন, হেফাজতে রাখুন দোয়া রইলো।
☘️শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালবাসা প্রিয় মেন্টর, জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি।যিনি ভালোবেসে বিশাল একটা পরিবার ও বিশাল একটা প্লাটফর্ম দিয়েছেন। যার কারনে আজ আমরা একে অপরের সহযোগিতায় এগিয়ে যাচ্ছি ও পেয়েছি ভালো মানুষ ও পজিটিভ মানুষের বিশাল মিলনমেলা।
আলহামদুলিল্লাহ।
🔴প্রিয় প্লাটফর্মে যুক্ত হবার পর থেকে প্রতিনিয়ত নিজের ভিতরে একটা ভালো লাগা কাজ করে জীবনের গল্প শেয়ার করা। প্রবাস জীবনে ব্যস্ততা পেরে উঠছিলাম না আজ সব ব্যস্ততা কে পিছনে রেখে নিজের সম্পর্কে লিখতে বসা আশা করি সবাই জীবনের গল্প টা পড়ে পাশে থাকবেন।
☘️☘️আমি Abdul Hakim জন্ম স্থান কুমিল্লা--গাজীপুর। ১১ ব্যাচের সদস্য। মা বাবার সাথে ছোট থেকে বড় হয়েছি। পরিবারের বড় সন্তান আমি। বাবা মার আদরে সব সময় ছিলাম।কিন্তু সময় পরিবর্তনে জীবন নেমে এলো কাল বৈশাখী ঝড়। হঠাৎ করে বাবা আমাদের ছেড়ে চলে গেলেন চিরোতরে না ফেরার দেশে।বাবা চলে যাওয়া দুঃখ সাথে সাথে পরিবারের নেমে এলো কালো অন্ধকার। সংসারে হাল ধরার কেউ ছিলো না আমি বড় ছেলে তখন প্রাপ্ত বয়স্ক না সংসারের হাল ধরার মতো। বাস্তবতার কাছে সব কিছু হারমানে, পরিস্থিতি সব কিছু শিখিয়ে নেয়। সংসারে চলে এলো অভাব খুব কষ্ট দিন কাটতে লাগলো। সংসারে সবার মুখে হাসি ফুটানোর জন্য পারি জমাতে হয় প্রবাস নামক জেল খানায়। আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার - দেনা করে অনেক কষ্ট করে প্রবাস চলে আসলাম।একেতো অল্প বয়স তার উপর কিছু জানি না বুঝি না কিভাবে কাজ করবো। ভাষাও জানি না কিছু বুঝতাম না। কত যে কষ্ট করছি প্রবাস এসে তারপরও পরিবারের সবাইকে ভালো রাখার জন্য, সুখে রাখার জন্য সব কষ্ট সহ্য করে কাজ করে যেতাম হাসি মুখে। আস্তে আস্তে কিছু দিন যাওয়ার পর নিজেকে তৈরি করে নিতে পেরেছি পরিস্থিতির সাথে। যত দিন যেতে লাগলো নিজের প্রবাস জীবনে তত বেশি উন্নতি লাভ করতে লাগলো।পরিবারের সবার মুখে হাসি দেখতে পেরে আমি নিজে খুব বেশি আনন্দিত হতাম।
☘️নিজস্ব চিন্তাধারাঃ
প্রবাস জীবনে খুব ভালো কাটছিলো পরিবারের সবার জীবন সুখ ও শান্তিতে কাটছিলো। নিজেদের অবস্থার অনেক উন্নত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তারপর মনের ভিতর সব সময় একটা কষ্ট কাজ করতো প্রবাসে না থেকে যদি নিজ দেশে বসে কিছু করতে পারতাম। সবসময় চিন্তা ছিলো নিজেকে সফল একজন বিজনেস ম্যান হিসেবে দেখার। তাই সব সময় শেখার নেশায় থাকতাম। বিজনেস শিখার জন্য ভর্তি হলাম ডিজিটাল মার্কেটিং কোর্সে। সেখানে যুক্ত হয়ে অনেক কিছু জানতে ও শিখতে পারলাম।কিন্তু বিজনেস করার জন্য ঠিক ভালো মনের ও বিশ্বস্ত মানুষ পেলাম না তাই আর অগ্রসর হতে পারলাম না পাটর্নারশীপ বিজনেস করতে। পরবর্তীতে নিজে গাজীপুর শহরে একটা শো রুম ভাড়া করে অফলাইন বিজনেস শুরু করি সকল প্রকার গার্মেন্টস আইটেম নিয়ে। আলহামদুলিল্লাহ ভালো চলছে। কিন্তু অফলাইনের পাশাপাশি অনলাইনে নিজের একটা মজবুত অবস্থান করতে ইচ্ছে ছিলো। আসলে অনলাইন বিষয় টা মাথায় আসে ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হবার পর থেকে। সেখান থেকে জানতে পারি অনলাইন জগৎ ভালো কিছু করতে হলে বড় বড় গ্রুপ গুলোতে নিজের ভালো পরিচিতি ও বিশ্বাস যোগ্যতা অর্জন করতে হবে।সেই থেকে প্রবাস বসে অফলাইন বিজনেসের পাশাপাশি অনলাইন বিজনেস সময় দেওয়ার জন্য বিভিন্ন গ্রুপ ভিজিট করতে থাকি।
☘️প্রিয় গ্রুপে যুক্ত হওয়াঃ
ডিজিটাল মার্কেটিং কোর্সের শিক্ষা নিয়ে বিভিন্ন গ্রুপ ভিজিট করে একসময় খুজে পাই সেরাদের সেরা প্লাটফর্ম #নিজের_বলার_মতো_একটি_গল্প_ফাউন্ডেশন
প্রথমে বুঝতে পারছিলাম না কিভাবে যুক্ত হবো কি করতে হবে কিছু দিন গ্রুপ ভিজিট করতে লাগলাম। এই সময়ে মধ্যে গ্রুপের প্রেমে পড়ে গেলাম।প্রিয় মেন্টের কাছে আমি কৃতজ্ঞ। তার সেশন পড়ে নিজেকে আবার নতুন করে তৈরি করার স্বপ্ন নিয়ে গ্রুপে সব কিছু আরো ভালো করে বুঝার জন্য গ্রুপের কিছু প্রবাসী ভাইদের নক করতে লাগলাম। এক পর্যায়ে আমি মালয়েশিয়া প্রবাসী #আব্দুল_মালেক ভাই কে নক করার সাথে সাথে
সে আমাকে সময় দিয়ে চমৎকার ভাবে গ্রুপ সম্পর্কে বুঝিয়ে দেয় প্রিয় ভাই এর কাছে আমি কৃতজ্ঞ তার কথায় আমি অনেক বেশি অনুপ্রাণিত হলাম ও সাহস টা আরো দ্বিগুণ হতে লাগলো স্বপ্ন পূরণ করার। পরে প্রিয় ভাই আমাকে ওমান গ্রুপের #Somrat_Jahangir ভাইয়ের সাথে আমার পরিচয় করি দেয়। পরে প্রিয় ভাই আমাকে প্লাটফর্মের ১০০০ তম দিনের প্রোগ্রামে যুক্ত হতে বলে। সেখানে যাই ও সেই প্রোগ্রামেই আমাকে রেজিষ্ট্রেশন করে দেয় আলহামদুলিল্লাহ। তারপর থেকে নিজ জেলা গাজীপুর , কুমিল্লা ও ওমান প্রিয় ভাই ও বোনদের সাথে আমার পথ চলা শুরু। দিন দিন ভালো লাগা ও ভালোবাসা বেশি হতে লাগে। প্রিয় প্লাটফর্ম এখন আমার আত্মার একটা অংশ। এখানে ভালো মানুষের চর্চা হয় সবসময় যা আমাকে বেশি অনুপ্রাণিত করে থাকে। সবসময় স্যারে৷ শিক্ষা কে ধারন করে চলার চেষ্টা করি। বর্তমানে ওমান প্রবাসী। প্রবাস জীবনের সাথে সাথে বাংলাদেশ সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনা করছি অনলাইন ও অফলাইন বিজনেস আলহামদুলিল্লাহ।
☘️ভবিষ্যৎ পরিকল্পনাঃ
স্বপ্ন, আশা ও বিশ্বাস আমি একদিন বড় একজন বিজনেসম্যান হবো।আমার একটি গার্মেন্টস থাকবে যেখানে অনেক নারী ও পুরুষের কর্মসংস্থান হবে।
সেই সুবাদে বর্তমানে আমি নারায়ণগঞ্জ জেলা শিল্প নগরী কিছু জমি ক্রয় করি। ভবিষ্যৎ স্বপ্নপূরণ এর আশায়। আমার স্বপ্ন ও ইচ্ছে আমি ওখানে একটি পোশাক গার্মেন্টস তৈরি করবো ইনশাআল্লাহ। এবং বর্তমানে আমার একটা শোরুম আছে । সবাই আমার জন্য দোয়া করবেন ও পাশে থেকে সাপোর্ট দিবেন। সকলের সহযোগীতা চাই ও দোয়া ভালবাসা চাই। এ স্বপ্ন গুলো আমার মনে আগে থেকেই ছিলো।কিন্ত কিভাবে কি কি করবো বুঝতে ও সাহস পাচ্ছিলাম না। প্রিয় স্যারের কাছ থেকে সাহস পেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ সময় লাগলেও আমার বিশ্বাস আমি পারবো
নিজের স্বপ্ন পূরণ করতে বলতে পারবো #একদিন_নিজের_বলার_মতো_একটি_সফলতার গল্প। আলহামদুলিল্লাহ।
🔴ফাউন্ডেশনের কিছু ভালো লাগাঃ
ডিজিটাল মার্কেটিং কোর্সে জানতে পারি যেকোন গ্রুপে নিজের পরিচিতি তুলে ধরতে হলে প্রচুর এক্টিব থাকতে হয়। সেই জ্ঞান নিয়ে প্লাটফর্মে এক্টিব থাকার চেষ্টা করে যাচ্ছি। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন কে ভালোবেসে দিনরাত সময় দিয়ে তার পাপ্তি সুপার একটিভ মেম্বার হিসেবে পরিচয় লাভ করি। নিজের ব্যাক্তিত্ব কে পরির্বতন করি। অর্জন করে নেই সুপার এক্টিব খেতাব গুলো। টপ টেন বিজয়ী হয়ে প্রথম অর্জন করি।
🏆কমিউনিটি ভলান্টিয়ার।
🏆 ৫ বার টপ টুয়েন্টিতে স্থান করে টপ 20 ক্লাব মেম্বার হবার সুযোগ পাই।
🏆 রেজিষ্ট্রেশন টিমের মতো গুরুত্বপূর্ণ টিমে নিজের অবস্থান করে নিতে পারি।
🏆কাজ করছি সাপ্তাহিক অনলাইন হাট মনিটরিং টিমে। আলহামদুলিল্লাহ।
☘️আমি ওমান প্রবাসে থেকে নিজের কর্ম করে শত ব্যস্ততা থাকার পরেও ফাউন্ডেশন কে, ফাউন্ডেশনর ভাই বোনদের ভালোবেসে ও প্রিয় স্যার কে ভালোবাসে । সকলের ভালোবাসায় মন প্রাণ দিয়ে লেগে আছি, থাকবো ভলান্টিয়ারিং করে যাচ্ছি, যাবো ইনশাআল্লাহ।
☘️প্রিয় প্লাটফর্ম থেকে আমার প্রাপ্তিঃ
প্লাটফর্মে যুক্ত হবার পর থেকে ভালো মানুষের চর্চা দরাে আচ্ছি। স্যারের শিক্ষা কে ধারন করে আমিও এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় প্লাটফর্ম থেকে ভালো মনের ও বিশ্বাস যোগ্য পাটর্নার খুজে পেয়েছি। ফাউন্ডেশনের ৪ জন সদস্য মিলে আলহামদুলিল্লাহ ভালো অনলাইন বিজনেস করছি। আমাদের প্রতিষ্ঠানের নাম #কাশবন। আমাদের কাশবনের জন্য সবাই দোয়া করবেন। আর ঘুরে আসবেন। কাশবনে।
আমাদের বিজনেস প্রোডাক্ট সকল ধরনের পোশাক আইটেম।
আমার বিজনেস পন্যঃ👇👇
বাংলাদেশের ঐতিহ্যের সাক্ষী আধুনিক রুচিশীল ব্যাক্তিত্বের পরিচায়ক আভিজাত্যের প্রতীক দেশীয় থ্রিপিস আর শাড়ী কাপড়,প্লাজু,গেঞ্জি, পেন্ট, খাদি পাঞ্জাবি ,লুঙ্গি, প্রাকৃতিক মধু,আম ও লিচু আর্গানিক ফুড আর সিজনাল দেশীয় ফল নিয়ে।
আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান এস কে ট্রেডার্স পেইজ লিংকঃ👇👇
https://www.facebook.com/Kashbon-111679711339290/
ভালোবেসে সবাই পাশে থাকবেন।
স্বপ্ন দেখুন
সাহস করুন
শুরু করুন
লেগে থাকুন
সফলতা আসবেই।
স্বপ্ন পূরণ জন্য সাহস করে শুরু করছি ইনশাআল্লাহ লেগে থাকবো সফল না হওয়া পর্যন্ত। সবাই আমার জন্য দোয়া করবেন।
আমাদের সবার প্রিয় শিক্ষক লাখ তরুণের স্বপ্ন দ্রষ্টা আমাদের আইডল ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা ব্যাক্ত করছি, প্রিয় স্যারের দীর্ঘায়ু কামনা করছি, দোয়া করি আমাদের প্রিয় স্যার আমাদের মাঝে হাজার বছর বেঁচে থাকুক আমিন,
প্রিয় প্ল্যাটফর্মের সবাই যে যেখানেই থাকুন ভাল থাকুন সুস্থ থাকুন সবার জন্য দোয়া ও আন্তরিক ভালবাসা রইল।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭০৫
Date:- ২৪/১২/২০২১ইং
✳️আব্দুল হাকিম
✳️ব্যাচ নং ১১
✳️রেজিষ্ট্রেশন নং ৩৬১৪১
✳️কমিউনিটি ভলান্টিয়ার
✳️টপ টুয়েন্টি ক্লাব মেম্বার
✳️রেজিষ্ট্রেশন টিম মেম্বার
✳️হাট মনিটরিং টিম মেম্বার
✳️জেলা--কুমিল্লা-ও গাজিপুর
✳️বর্তমানে ওমান প্রবাসী।।