এক দুর্ভাগা সফল ব্যক্তির ইতিহাস।
☀️☀️বিসমিল্লাহির রাহমানির রাহিম।☀️☀️
🌹🌹দুর্ভাগা সফল ব্যক্তি আর কেউ নয় আমি নিজে।
কেন দুর্ভাগা সফল ব্যক্তি বললাম গল্পের শেষে বুঝতে পারবেন।🏦🏦🏦🏦🏦
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামীনের।
সম্মান প্রদর্শন করছি। Iqbal Bahar Zahid স্যার কে।
❤️নাম মো: মাইন উদ্দিন
১/৩/১৯৯৯ সালে আমার জন্ম বাংলাদেশের বহুল পরিচিত একটি জেলা নোয়াখালী জেলার সদর উপজেলার৭ ধর্মপুর ইউনিয়ন ৭ ওয়ার্ড পূর্বল্লূকিয়া গ্রামে।
9 ভাইবোনের মধ্যে আমি পঞ্চম।
ভাইদের মধ্যে তৃতীয়।
বড় ভাই ব্যবসায়ী
তিন ভাই হাফেজ
এক ভাই মাওলানা
বাবা ব্যবসায়ী
মা দুনিয়ার মায়া ত্যাগ করে 2019 সালের 21রমজান আল্লাহর দরবারে চলে গেছে।😭😭😭😭😭😭
✍️✍️✍️পড়ালেখা।✍️✍️✍️
2006 সালে জামিয়া মোহাম্মদিয়া নোয়াখালী হাজির হাট মাদ্রাসা থেকে হিফজ শেষ করি।
ইসলামিক ইউনিভার্সিটি অধীনে মাস্টার্স অধ্যায়নরত /কামিল
ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে নোয়াখালী সরকারি কলেজ থেকে অনার্স অধ্যায়নরত। ইসলামিক স্টাডিজ বিভাগে
কম্পিউটার ডিপ্লোমা। 6 মাস। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে।
🧑💻🧑💻🧑💻🧑💻কর্মজীবন।🧑💻🧑💻🧑💻🧑💻
সেই 2007 সাল থেকে নিজের পড়াশুনার খরচ নিজেই জোগাড় করতে হয়।
কখনো পার্টটাইম জব করি কখনো বা প্রাইভেট টিউশনি করে এইভাবে জীবন চলতেছে।
2010 থেকে 16 একটা প্রতিষ্ঠানে জব করি 17 সালে নতুন অন্য প্রতিষ্ঠানে গিয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করি।
2019 সালে চাকরি জীবনের সমাপ্তি ঘটে।
🚶🚶🚶🏾♀️উদ্যোক্তা হয়ে ওঠার গল্প।🪂🪂🪂🪂
2018 সালের যখন চাকুরী করতে থাকি তখন আমার সাথে জব করতেন শ্রদ্ধেয় মামা নুরুজ্জামান উনার সাথে গল্পের ছলে বলে ফেললাম মামা আমিতো কম্পিউটারের কাজ জানি। মামা পরামর্শ দিলেন তাহলে ছোট একটি দোকান দিয়ে কম্পিউটারের কাজ শুরু করতে পারেন। মামা কথা শুনতে শুনতে ফেসবুক ইউজ করতে থাকি এমতাবস্থায় খুব কাছের একজন ভাই নিজের বলার মত গল্প ফাউন্ডেশন এর লিঙ্ক পাঠালেন। সেই লিঙ্কে জয়েন করি। আর তারপর থেকেই এই গ্রুপে স্যারের সেশন গুলো ফলো করতে থাকি। ভাবতে ভাবতে সাত-আট মাস চলে গেল। মাঝে মাঝে গ্রুপে পোস্ট দিয়ে বলতাম আমি উদ্যোক্তা হতে চাই সবাই সহযোগিতা করা শুরু করলো। তাদেরকে আমি বললাম আমার কম্পিউটারের কাজ জানা আছে যেহেতু আমি কম্পিউটারের কাজ আছে এমন দোকান দিতে চাই। তাহলে একটা নাম লাগবে দোকানের নাম টা কি দিতে পারি?? তখন আমাদের গ্রুপের ভাই বোনেরা আমাকে বিভিন্ন নাম পরামর্শ দিতে থাকে। কোন একজন ভাই বললেন যেহেতু কম্পিউটারের কাজ তাহলে আইটি রিলেটেড এমন নাম দিতে হবে। সেই ভাইয়ের কথা কে পুঁজি করে আমি শুরু করলাম স্বপ্নের আই টি কম্পিউটার শেখপুরা নামে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।💦💦💦💦💦💦
2018 সালের 11 ই অক্টোবর দোকানের শুভ সূচনা হয়।🪂🪂🪂🪂🪂🪂🪂
সর্বপ্রথম ফুজি ছিল 90 হাজার টাকা। তা দিয়েই ব্যবসাটা শুরু করলাম। আলহামদুলিল্লাহ দিনদিন সেল বেশি হচ্ছে টাকা লাগতেছে আমদানি রপ্তানি ভালোই হচ্ছিল।
😔😔😔😔😔😔প্রতিষ্ঠানের কালো অধ্যায় গুলো। 😔😔😔
2019 প্রথমদিকে রাতে দোকান বন্ধ করে আমি বাড়িতে চলে যাই। সকালে এসে দেখি আমার দোকান পিছন দিয়ে গ্রিল ভেঙ্গে দোকানে ঢুকে চোর চক্র অনেকগুলো মালামাল নিয়ে যায়। 😔আমি হতাশ হয়ে পড়লাম কি করবো জানিনা। আমার গ্রুপের এবং ফ্যামিলির লোকজন আমাকে সাপোর্ট দিতে লাগল। আমি আবার উঠে দাঁড়ানোর চেষ্টা শুরু করলাম। আবার ভালোই ব্যবসা হচ্ছে ইতোমধ্যেই আমার গর্ভধারিনী মা অসুস্থ হয়ে পড়লেন 2019 সালের 6 ফেব্রুয়ারি। মাকে নিয়ে মে মাস পর্যন্ত খুব ব্যস্ত ছিলাম। ব্যবসাতে পর্যাপ্ত সময় দিতে পারিনি। 2019 সাল রমজানে তারাবি নামাজ পড়ি য়ে রামগঞ্জ থেকে 80 কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে মার কাছে গিয়ে দেখা করি নোয়াখালী। সকাল বেলা আবার নোয়াখালী থেকে এসে দোকান খুলি এইভাবে 19 সালের রমজান টা কাটতে থাকে। 25 শে মে বিকাল ঘনিয়ে যখন সন্ধ্যা মাকে রেখে রামগঞ্জে চলে আসলাম এমন সময় ফোনের রিংটোন বেজে উঠলো মা আর দুনিয়াতে নেই।😭😭😭😭😭
আবার চলে গেলাম সেই মায়ের দাফন কাফন করে সব রিকভারি করে দোকানে চলে আসলাম। তারপরে ও হতাশ হয়নি চলতেছে আমার জীবন।
😔😔😔😔😔কালো অধ্যায়ের দ্বিতীয় ধাপ।😔😔😔😔
শুক্রবার দোকান বন্ধ করে বাসায় চলে গেলাম। কিছুক্ষণ পর মোবাইলে রিংটোন বেজে উঠল আপনার দোকান সব নষ্ট করে তছনছ করে দিয়ে চলে গেছে।!!!! আমি প্রশ্ন করলাম কে??? আশেপাশের ব্যক্তিবর্গ তারা উত্তর দিলেন ঝরে । দ্রুত দোকানে আসলাম কিছুই করার ছিল না সবকিছু আল্লাহর লীলা খেলা। সময়টা 2019 এর এপ্রিল।
আমি ভীতু নয় পিছপা হতে আমি জানিনা তাই নিজেকে শক্ত হাতে শক্তি সাহস যুগিয়ে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় গ্রহণ করেছিলাম।
সবকিছু রেডি করে আলহামদুলিল্লাহ ব্যবসা শুরু করি আল্লাহর রহমতে ভালই জীবন যাপন চলতেছে।
😔😔😔😔কালো অধ্যায়ের তৃতীয় ধাপ।😔😔😔😔সেই শুক্রবার জানিনা আল্লাহ কেন আমাকে বারবার পরীক্ষা নিচ্ছে। নামাজ পড়ানোর জন্যে মসজিদে চলে গেলাম জুম্মার নামাজের পরে দোকানে এসে দেখি আমার দোকানের সমস্ত কম্পিউটার প্রিন্টার মোবাইল নগদ টাকাসহ প্রায় 2 লক্ষ টাকার মত জিনিস চুরি নিয়ে যায়। 😔😭😔😭😔😭🙆🙆🙆🙆আমি ভাবলাম এইবার হয়তোবা আর ফিরে আসার কোন সুযোগ নেই জীবনের সবকিছু হারিয়ে আমি নিঃস্ব। কিংকর্তব্যবিমূঢ়। 🤷🤷কি করিব আমি কোন কিছুই মাথায় আসেনা। সবাই সাপোর্ট দিচ্ছে বন্ধুবান্ধব আমাকে। সন্ধ্যার দিকে এক ব্যক্তি আসলেন যার কথা না বললেই নয় আমাদের লক্ষ্মীপুর জেলার প্রিয়মুখ MD Nasir Mirza ভাই আমার কাছে এসে হাজির। কাঁধে হাত রেখে বললেন ভাইয়া আমরা তো সাথে আছি আপনি আবার দেখবেন সব কিছু পিছনে পেলে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। তার কথাটা কে শক্তি সঞ্চয় হিসেবে নিয়ে আমি আবার শুরু করি। আলহামদুলিল্লাহ ব্যবসা চলতেছে। আজ নিজেকে সফল ব্যক্তি বলে মোটামুটি দাবি করার মত যোগ্যতা অর্জন করেছি।
ও আপনাদেরকে তো বলতে ভুলেই গেলাম এরই মধ্যেই করোনার প্রাদুর্ভাব এর কারণে দীর্ঘদিন দোকান বন্ধ ছিল।
🌹🌹🌹🌹নাম্বার ধরে যদি আপনারা হিসাব করেন তাহলে দেখবেন।
কয়টা ধাক্কা আমার জীবনে আসছে।
প্রথমবার চুরি
ঝড়ের গতিতে সব লন্ডভন্ড
মায়ের ইন্তেকাল এর কারণে ব্যস্ত ছিলাম
দ্বিতীয়বার চুরি
করুনার কারণে বন্ধ।
উপরের এই পাঁচটা ধাক্কা আমার উপর দিয়ে চলে গেছে ইতোমধ্যে।
আমি একটা কথা বিশ্বাস করি যে ব্যাক্তি খারাপ সময় গুলো কে পিছনে ফেলে সামনে দিকে এগিয়ে যেতে সাহস করে বার চেষ্টা করে ।। সেই ব্যক্তি কে দমিয়ে রাখার পৃথিবীর কোনো শক্তি নেই।
তাই আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আজকের অবস্থান আল্লাহ খুব ভালো রেখেছে।🌿🌿🌿🌿🌿🌿
আপনাদের দোয়ার বরকতে পার মান্থ কমবেশি 25 থেকে 30 হাজার টাকা প্রফিট করি
এর ভিতর পড়াশোনা বন্ধ করি নাই।❣️❤️🌹🌹🌹🌹🌹
😛😛😛😛মজার ব্যাপার বিয়েটা কিন্তু করে ফেলছি👩❤️💋👩👩❤️💋👩👩❤️💋👩👩❤️💋👩👩❤️💋👩
আমার অর্ধাঙ্গিনী আমার সার্বক্ষণিক সাপোর্ট দিয়ে যাচ্ছে যার কথা না বললেই নয় অন্য একদিন তার বিস্তারিত সহযোগিতার কথা তুলে ধরে ইনশাআল্লাহ। তিনিও কিন্তু আমাদের অত্র গ্রুপের পঞ্চম ব্যাচের একজন গর্বিত সদস্য।
🧑💻🧑💻🧑💻🧑💻যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করি।🧑💻🧑💻🧑💻🧑💻🧑💻
🎇স্টেশনারি আইটেম
🎆মোবাইল আইটেম
🎇কম্পিউটার রিলেটেড সকল কাজ।
🎆কেজি এবং নূরানী প্রতিষ্ঠানের বই পাইকারি বিক্রয়।
🎇মোবাইল ব্যাংকিং
🎆টেলি রিচার্জ
🎇আকর্ষণীয় অফার হলো স্বল্প সময়ে অল্প খরচে পূর্ণাঙ্গ কম্পিউটার ট্রেনিং।
🎆পাসপোর্টের আবেদন।
🎆এনআইডি আবেদনসহ ভুল সংশোধনের আবেদন।
🎇এছাড়াও অনলাইনের সকল কার্যক্রম আমরা করে থাকি।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭০৫
Date:- ২৪/১২/২০২১ইং
মোঃ মাইন উদ্দিন
২/৩২৬৫
জেলা নোয়াখালী
বর্তমান অবস্থান। লক্ষ্মীপুর।
দায়িত্ব। উপজেলা এম্বাসেডর রামগঞ্জ।
ফাউন্ডার।
Itcomputer
আজীবন সদস্য নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন।