হাট ❗️হাট❗️❗️ হাট❗️❗️❗️
গল্পে গল্পে সেল পোস্ট
মেয়েকে বললাম হাটে যেতে হবে,
মেয়ে বলল না হাটে যেতে হবে না আজ, সেটা বললে কি হয়? আমাদের প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যার আমাদের জন্যই হাট তৈরি করেছেন আমাদের হাটের কত সদস্য তারা সবাই হাটে আসবে, সবার সাথে দেখা হবে আর আমি হাটে যাব না । ভীষণ মন খারাপ হয়ে যাবে আমার …।
কতজনকে কত কিছু অর্ডার দিয়ে রাখি তারাও আমার কাছে কত কিছু অর্ডার দিয়ে রাখে আর আমি হাটে না গেলে হয়, পাগলি মেয়ে আমার কিছুই বোঝেনা ।
অশেষ শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের প্রিয় মেন্টরের প্রতি তিনি আমাদেরকে এই এই ফাউন্ডেশন উপহার দিয়েছেন এবং তৈরি করেছেন প্রতি #মঙ্গলবার_হাট আজকের 70 তম হাট । প্রতিদিন কোন না কোন ভাবে হাটে চলে আসি যত বাধা বিপত্তি থাকুক না কেন । বয়সটা না হয় একটু বেশিই হয়েছে তাই বলে কি আমি এখনও চলতে পারিনা যে হাটে আসবো না কাউকে বোঝাতে পারিনা । হাটে না আসলে ঘুরে ঘুরে কি জিনিস দেখা যায় ,?
মেয়ে বলল : আচ্ছা কি কি পাওয়া যায় তোমাদের হাটে ?
বললাম : কি পাওয়া যায় না সেটা বল?
#প্লেনের_টিকিট থেকে শুরু করে #ছাই ' পর্যন্ত পাওয়া যায়
মেয়ে : মানে কি? কি বলো তুমি?
আমি বললাম : 64 জেলার হাট এক জায়গায় বসে এটা একটি বিশাল হাট ।
মেয়ে : 64 জেলার হাট তাও কি সম্ভব? এত বড় হাট কি কখনো হয় ? আর এই হাট দেখাশোনা করবে কারা?
বললাম : হাট মনিটরিং করার জন্য আলাদা দল আছে তারা একটি দল কাজ করছে -
কার কোথায় হাটে বিক্রি হচ্ছে না হচ্ছে কে কোন জিনিস তুলেছে কার বিক্রি হচ্ছে কি হচ্ছে না সব মনিটরিং করা হয় ।
কেউ কোন ভুল তথ্য দিচ্ছে কিনা কেউ কাউকে ঠকাচ্ছি কিনা সব মনিটরিং করা হয়. তবে এখানে কোন ঠকানোর সম্ভাবনা নাই কারণ আমাদের এ হাটে যারা আছে সব ভালো মানুষের দল তারা প্রতিদিন সেশন চর্চা করে ভালো মানুষ হওয়ার জন্য ।
মেয়ে তো খুব অবাক হয়ে গেল বললো - তুমি কি কি কেন এই হাট থেকে ?
এই হাট থেকে নিয়েছি Ruhul Amin Haque থেকে পাঁচ কেজি লাল চিড়া । সারাদিন কত মেয়ে আসে সেলাই শিখতে সেলাই নিতে আমি কি সময় পাই এত রান্নাবান্না করার তাই সকালের নাস্তাটা আমার জন্য চিড়া খুবই উপযুক্ত। সেই জন্যই লাল চিড়া টা পেলাম নিয়ে নিলাম অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় মেন্টরকে হাটের জন্য এবং এই হাটে যারা আমার পছন্দের জিনিসগুলো নিয়ে আসে তাদেরকেও অনেক ধন্যবাদ। ওহাট এলাম বলেই তো আমার মা সেদিন বলল তার ছেলেদের পাঞ্জাবি লাগবে, তাইতো আমি Ayshi Khondokar কাছ থেকে পাঞ্জাবি নিলাম একদম পছন্দ মত পাঞ্জাবি হলো । আরে হাটে না এলে কি এগুলো জানা যেত? মেয়েটা আমার বুঝতেই চায় না কিছু । তারপরে আমার বাড়ির উনার জন্য লাগবে পাঞ্জাবির কাপড়, পেয়েছিলাম #কুমিল্লার Umma Asma Sheule সে নিয়ে আসছে কুমিল্লা খাদি কাপড় নিয়ে ফেললাম তিনটি পাঞ্জাবির কাপড় আমার বাড়ি উনার জন্য । Sabina Sarmin থেকে কুমারখালী চাদর Nelufa Yeasmin কাছ থেকে #কুষ্টিয়ার_লুঙ্গি
Sumitra Biswas দিদির কাছ থেকে গামছা । আমি যদি হাটে না আসতাম এগুলো কি পেতাম ?
আর এই যে Jasmine Akther Jui আপু সকালবেলা ফোন করে আমাকে বলে রাখল সে বাচ্চাদের কাঁথা-কাপড় নেবে আর নেবে প্যাকেজে গিফট করার জন্য নবজাতক বাচ্চাদের গিফট প্যাকেজ । আরে হাটে যদি না আসি তাহলে আমি কিনবো ইবা কি করে আর বিক্রি করবইবা কি করে । এত বড় হাট না আসলে কি চলে ?
💥 বিক্রয় যদি নাও হয় তাও আমাকে আসতে হবে না হলে সবার সাথে জানাশোনা হবে কি করে, কি করে মানুষ জানবে আমার কাছে কি কি পাওয়া যায় কি করে আমার এভারগ্রীন বেবি শপ এর নামটা প্রচার হবে.।
💥আচ্ছা এই যে আমার বাড়ীর উনি ছাদে গাছ লাগান । #কপির বীজ #মুলার বীজ #গাজরের বীজ হাটে না আসলে আমি পাব কিভাবে এগুলো তো সব আছে Masud Bhuiyan কাছে । Saiful Islam Bhuiyan Sohel keb বলেছিলাম #সরিষার_তেল দিতে এসে আমাকে সেটাও নিতে হবে । আরে এইযে #ঘি তো নিব Md Rubel Ahmed Rubel ভাইয়ের কাছ থেকে । এছাড়া চলে আফিফা ইসলাম রোজিনা, Salim Biswas Shathi Ir, Tasmira Shammi Nasrin Islam Rita Nasima Bhuyian এরা তো সবাই আসবে জন্য আমার কাছ থেকে প্যাকেজ নিতে চায় দেখতে চাই এজন্য l
সব শুনে পরে মেয়ে বললো মা তুমি হাটে যাও তুমি হাটে গেলেই ভালো থাকবে সবার মধ্যে থাকলেই ভালো থাকবে এবং তোমার জিনিস বিক্রি হলেই তোমার ভালো লাগবে অন্যদের থেকে তোমার কিনতেও ভালো লাগবে । তুমি যেখানে ভালো থাকো সেখানেই তুমি থাকো ।
আর তোমার প্রিয় মেন্টরকে আমার অনেক অনেক সালাম জানিও, যিনি এই প্লাটফর্ম তৈরি করেছেন, যিনি এই হাট সৃষ্টি করেছেন এবং তৈরি করছেন হাজার হাজার উদ্যোক্তা যাদের জীবন তিনি পাল্টে দিচ্ছেন জীবনে আশা জাগাচ্ছেম তাকে আমার শত কোটি সালাম জানাবে ।
অবশেষে আমি হাটে গেলাম, সাথে নিয়ে এলাম বাচ্চাদের কাঁথা-কাপড় ও অন্যান্য প্যাকেজগুলো । বাচ্চাদের ফ্লানেলের জামা, নাইট স্লিভ, মায়েদের জন্য থ্রি পিস নিয়ে ।
আমি
🌿 Waraqua Binta Wali 🌿
আমার উদ্যোগের নাম
🌿 Evergreen baby & mom's shop 🌿
আমি আজ হাটে এসেছি কুষ্টিয়া জেলা থেকে
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৭৬
Date:- ১৭/১১/২০২১ ইং
↔️ওয়ারেক্বা বিনতে ওয়ালী
↔️ব্যাচ নং ১১
↔️রেজিস্ট্রেশন নং ১৯৩০০
↔️উপজেলা এম্বাসেডর
↔️ভেড়ামারা, কুষ্টিয়া
↔️ পেইজ লিংক
https://www.facebook.com/evergreenbabymomshop