সোয়াবিন তেলের জায়গায় সরিষার তেল যোগ করি
আসসালামু আলাইকুম
৹৹৹৹⚘গল্পে গল্পে সেল পোস্ট⚘ ৹৹৹৹
আল্লাহ্ তায়ালার উপর ভরসা করে। রাসুলের উপর দুরুদ পড়ে।
এবং আমাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের শেখানো পথ অনুসরণ করে। আজকে প্রথম সেল পোস্ট। আসুন শুরু করি ।
⚘⚘ রোগ সৃষ্টি হওয়ার আগেই রোগ সৃষ্টি না হওয়ার ব্যবস্থাপনা গ্রহণ করা বুদ্ধিমানের কাজ। বর্তমানে মানুষের অধিকাংশ অর্জন খতম হয়ে যায় শুধু চিকিৎসা খাতে। নিজের কিংবা পরিবারের। কিন্তু আমরা যদি আগ থেকেই কিছুটা সচেতন হতে পারি তাহলে কিন্তু অনেক বড় বড় রোগ থেকে বেঁচে থাকা যায়।
✍️বর্তমানে আমরা যেই পরিমাণ শ্রম ব্যয় করি সেই পরিমাণ কিন্তু পুষ্টিকর খাবার গ্রহণ করি না। অলসতার দরুন কিংবা অপারগতা বশত। আর যা গ্রহণ করি তাও ভেজালে ভরপুর। যার ফলে দিনদিন নিজেরা হচ্ছি দূর্বল এবং সন্তানরাও হচ্ছে দুর্বল ও মেধাহীন।
তাই সত্যি বলতে— এত এত ভেজাল দেখে মানুষের জন্য নির্ভেজাল কিছু করার আকাঙ্ক্ষা থেকেই অরগানিক খাবারের এই ব্যবসায় নিজেকে জড়িয়েছি।
⚘এ ব্যাপারে আমার বাস্তব অভিজ্ঞতা বা ঘটনা শেয়ার করছি।গত দুবছর আগে আমি অসুস্থ হয়ে পড়ি বুকে প্রচন্ড ব্যথার কারণে।
পরিবারের পরামর্শ অনুযায়ী হার্টের ডাক্তার দেখাই।চেকাপ পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার সাহেব ঔষধ লেখেন। সেই ঔষধ সেবনের পর কোন কাজ না হওয়ায় ঐ ডাক্তার হাড়ের ডাক্তারের কাছে রেফার করে দেন।
পরীক্ষা-নিরীক্ষার পর তিনি বলেন হাড়ের কোন সমস্যা নেই।
তিনি বলেন- আপনি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান। আমিতো হতাশ হয়ে পড়লাম।
এরপর আমাদের দেশের একজন প্রসিদ্ধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু ঔষধ সেবন করলাম।
সাথে খাবারের রুটিনে কিছু পরিবর্তন আনলাম। কিছু খাবার যোগ করি আর কিছু খাবার বিয়োগ করি।
বিশেষ করে সোয়াবিন তেলের জায়গায় সরিষার তেল যোগ করি।
আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। এখন আর আমার বুকে ব্যথা নেই। আগে সবসময় গ্যাসটিকের ঔষধ খেতে হতো এখন সারা বছরে একটা গ্যাসের ঔষধ খেতে হয়না। আলহামদুলিল্লাহ ।
সেখান থেকেই শুরু যে কিছু অরগানিক খাবার নিয়ে কাজ করবো ইন শা অাল্লাহ। তাই আসুন নিজের এবং নিজের পরিবারের জন্য অরগানিক খাবারের ব্যবস্থা করি, নিজে সুস্থ থাকি এবং পরিবারকে সুস্থ রাখি।
আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঠের ঘানিতে ভাংগা ১০০% খাঁটি সরিষার তেল ।
আলহামদুলিল্লাহ, সাধ্যানুযায়ী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি— ন্যায্যমূল্যে ভেজালমুক্ত ও কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনাদের দোরগোড়ায় পৌঁছানোর জন্যে।
দোয়া করবেন— সততার উপর যেন সবসময় অটুট থাকতে পারি।
✍️সেবার নিয়তে প্রতিটি প্রোডাক্ট তৈরি করে থাকি। তাই পিওরিটি এবং কোয়ালিটির ব্যাপারে আমি একদমই আপোষহীন অালহামদুলিল্লাহ।
🌺আমার যেকোনো পণ্য আপনার কাছে যাওয়ার পর পছন্দ না হলে ফেরত দেওয়ার অবকাশ রয়েছে ইন শা অাল্লাহ।
আমার কাছে আরো পাবেন।
🔥 মিক্সড ড্রাই ফুড,
🔥 হানি নাট মিক্সড ড্রাই ফুড,
🔥 চিনির গুঁড়া পোলাওয়ের চাল।
🔥 রসুনের আচার ।
⚘ পাইকারি এবং খুচরা যোগাযোগ ।
📞 01749686020
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৭৬
Date:- ১৭/১১/২০২১ ইং
গোলাম মুক্তাদির নাহিদ
রেজিস্ট্রেশনঃ ৭২১৪৩
ব্যাচঃ নং ১৫
জেলা: গাইবান্ধা