আমরা_যাকে_চিনি_তার_থেকেই_কিনি
#গল্পে_গল্পে_পণ্যের_প্রচার
আসসালামুয়ালাইকুম
আশা করি প্রতিদিন এর ন্যায় আলহামদুলিল্লাহ আল্লার রহমতে সবাই অনেক ভালো আছেন।
সবাইকে ৭৩ তম হাটে স্বাগত🌹দোয়া করি সবার হাট সফল হোক। বেচা ভালো হোক।
💦প্রতি হাট বারের মত এইবারও দেরি না করে ছুটে আসলাম হাটে।হাট বারে পোস্ট না দিলে ভালো লাগে না।আর গল্পে গল্পে হলে তো কথায় নেই।সাধারণ পোস্ট গুলো পড়তে পড়তে বোরিং ফিল চলে আসে কিন্তু একটা গল্পে গল্পে সেল পোস্ট পড়লে অনেক মজা লাগে।আরও পড়তে মন চায়।তাই তো আমাদের সবার প্রিয় স্যার আমাদের জন্য হাট বারে এক সুযোগ করে দিয়েছেন।ধন্যবাদ প্রিয় স্যার কে।
চলুন আজকের গল্পে চলে যায়,,,,👇
#আমরা_যাকে_চিনি_তার_থেকেই_কিনি
ইকবাল বাহার জাহিদ স্যার এর এই কথা টি কত টা যে সত্য যারা উদ্যোক্তা তারাই ভালো জানে।প্রিয় স্যার এর স্লোগান টা আমাকে অনেক অনুপ্রাণিত করে।
💢আমার #লক্ষ্মীপুর জেলার এক প্রিয় আপু। Mukta Bhuiyan আপু হঠাৎ সে দিন কয়েকটা কাঁথার পিক দিয়ে বললেন আপু এগুলার সাইজ দাম বলেন। আমি তো অবাক কি ব্যাপার আপু কাঁথা অর্ডার করছে কেনো।আপুকে দাম এবং সাইজ বলে দিলাম।আপু অর্ডার কনফার্ম করে ফেলল।পরে জানলাম আপু কাকে গিফট করার জন্য কাঁথা নিচ্ছে। আমি ভাবছি আমরা মনে হয় খালামনী হব😁
#জীবনের_সবচেয়ে_বড়_বিনিয়োগ_সততা_ও_কমিটমেন্ট।
প্রিয় স্যার এর প্রিয় স্লোগান কে মূলধন হিসেবে কাজে লাগিয়ে নিজের সততা ও কমিটমেন্ট মুলধন হিসেবে নিয়ে কাজ শুরু করেছি বেবি কাঁথা নিয়ে।
অর্ডার কনফার্ম করে পরের দিন আপু ফুল পেমেন্ট করে দিলো।আমি আপুকে বলেছিলা অর্ধের পেমেন্ট করেন কারন এইটা আমার একটা ছোট্ট নিয়ম। আপু আমাকে শুধু দেখেছে এবং চিনে সেই বিশ্বাস থেকে অর্ডার করছে এবং ফুল পেমেন্ট করছে।
💦এইবার বলি কি ভাবে আপু আমাকে চিনেঃ
এই ফাউন্ডেশনের অনেক আপু ভাইয়া আছে একই জেলার।কিন্তু কেউ কাউরে চিনি না।কে কি নিয়ে কাজ করে জানি না।এইটা আমাদেরই ব্যর্থতা।প্রতিটি জেলায় প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে সেশন চর্চা ক্লাস হয়।স্যার এর সেশন টা নিয়ে সবাই আলোচনা করে। পাশাপাশি সবাই সবার পরিচয় এবং কাজ সবার সামনে তুলে ধরে।এইভাবে এক জন আরেক জন কে চিনে।আমি ফাউন্ডেশনে যুক্ত হওয়ার পর থেকে খুব প্রয়োজন ছাড়া সেশন চর্চা মিস করি না। কারন আমার জীবনে মোড় পরিবর্তন এই সেশন চর্চার হাত ধরেই।এখানে যুক্ত না হলে আমাদের জেলার এতো ভালো ভাই বোন দের পেতাম না।যারা আমাকে উঠে আসতে সর্বদা সাহায্য করছে।সেশন চর্চা গুরুত্ব বলে বুজাতে পারব না।শুধু বলব ধৈর্য ধরে লেগে থাকুন সফলতা আসবেই ইনশাআল্লাহ।
আপনি যদি ১০ দিন একটা জায়গায় যান এক।এর পরে আর অচেনা লাগবে না।সবাই যেমন আপনাকে চিনবে আপনিও সবাইকে চিনবেন।আমরা শুধু জেলার মিট আপে নয় বাহিরের জেলার এবং দেশের মিট আপ গুলো তেও যাওয়ার চেষ্টা করব।
একটা মিট আপ মানে ব্র্যান্ডিং বন্ডিং নেটওয়ার্কিং। আজ সেশন চর্চায় উপস্থিত থাকার কারনে সবাই আমাকে চিনে। কারো কাঁথা লাগলে সবার আগে আমাকে নক করে। কোথাও কাঁথা লাগবে এমন পোস্ট দেখলে আমার ভাই বোনেরা আমাকে ম্যানশন দেই।তারা তো আগে আমাকে চিনতো না।শুধু সেশন চর্চায় প্রতিদিন থাকি বলেই সবাই চিনে।
স্যার বলছেন,,,
#যে_চিনে_সেই_কিনে।
💢আমার থেকে পণ্য নিবে আমিও আরেক জন থেকে নিব।মুক্তা আপু আমার থেকে নিচে আমাকে চিনে বলে। আমিও আপুর থেকে নিব তাকে চিনি বলে। অচেনা মানুষ দের থেকে আমরা কম কিনি। আগে আমার জেলার আপু ভাইয়া দের থেকে খুজি। না পেলে বাহিরে গিয়ে কিনি। মুক্তা আপুও একজন সফল নারী উদ্যোক্তা।
আপুর পেইজ লিংকঃ
https://www.facebook.com/muktabhuiyan17/
আশা করি সবাই ঘুরে আসবেন। মানস্মমত পণ্য পাবেন।
এইভাবে হয়ে উঠুক আমাদের কেনা বেচার হাট। আমরা যাকে চিনব তার থেকেই কিনব। তাই ক্রেতাকে আগে নিজের একটা পরিচয় সবার সামনে ফুটিয়ে তুলতে হবে।
❣️কৃতজ্ঞতা প্রিয় স্যার এর প্রতি এবং ধন্যবাদ আমার ভালোবাসার প্রিয় ভাইবোন দের প্রতি।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৭৬
Date:- ১৭/১১/২০২১ ইং
👩🎓তাহামিনা আক্তার
🏅কমিউনিটি ভলেন্টিয়ার
🎗️ব্যাচঃ১৪
✍️রেজিষ্ট্রেশনঃ৬৬৩৯৩
🇧🇩জেলাঃ লক্ষ্মীপুর
🏡বর্তমান অবস্থানঃ নোয়াখালী
🎨কাজ করছিঃ বেবি কাঁথা নিয়ে
🎀পেইজঃhttps://www.facebook.com/অনলাইন-বেবি-কাঁথা-হাউজ-110173391120586/