একটি লক্ষ্য ঠিক রাখো কি হতে চাও
🌹 বিসমিল্লাহির রহমানির রহিম 🌹
🌷 আসসালামু আলাইকুম 🌷
☑️শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলআমীনের প্রতি যিনি আমাদের কে এখন পর্যন্ত সুস্থ, সুন্দর এবং ভালো রেখেছেন।☑️
🌹🌹 কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উদ্যোক্তা তৈরি করার কারিগর আমাদের প্রিয় মেন্টর জনাব Iqbal bahar zahid স্যারের প্রতি। যিনি আমাদের কে প্রতিনিয়ত শিক্ষা দিয়ে যাচ্ছেন একজন ভালোমানুষ হওয়ার, নিজের বলার মতো একটি গল্প তৈরি করা সহ নিজের সুপ্ত প্রতিভা জাগ্রত করার।🌹🌹
🌿🌿আজ বাস্তব জীবন থেকে নেওয়া কিছু গল্প শেয়ার করবো আপনাদের মাঝে। আশা করছি সবাই গল্পটা পড়বেন এবং আপনার সুন্দর মন্তব্য জানাবেন।🍁🍁
💮💮ছেলেবেলাঃ ছোট থেকেই ছিলাম একটু নিশ্চ্ুপ প্রকৃতির মানুষ, চঞ্চল মন নিয়ে চুপচাপ যৌথ পরিবারের সকল আদেশ মেনে চলতাম। জীবনে যত বড় হতে লাগলাম ততটাই জটিল হচ্ছিল চারপাশ আর চারপাশে থাকা মানুষজন ও তাদের ব্যবহার।
মাত্র সপ্তম শ্রেণীতে পড়ি একদিন বসে ছিলাম বেশ মন খারাপ নিয়ে,ছোট ভাইয়া এসে সেদিন অনেক বুঝালো বলে ছিলো ' মন খারাপ না করে নিজেকে একটু ঝালাই করে নাও ভেঙে পরলে তো তোমার গল্প এখানেই শেষ ' আমিও হয়তো একটি দিন বলবো আমার একটি বোন ছিলো। আর যদি নিজেকে পুড়িয়ে খাঁটি করো তোমাকে কেউ কিছু বললে কিচ্ছু মনে হবে না কারণ তুমি সঠিক।🌸🌸
🌸ও তো জীবনে ভালো কিছু করতে পরবেনা আর না পারবে পরাশুনা করতে, তুই তো এসএসসি পাশই করতে পারবি না।সবসময় একটু কড়া আদেশে থেকে,নেগেটিভ কথা গুলোতে নিজের মাঝের চঞ্চলতাকে কোথায় যেনো হাড়িয়ে ফেললাম।তবে প্রতিদিন বড় ভাইয়ার মোটিভেশান আর গাইডলাইন আমাকে পাড় করে নিয়ে এসেছে এ পর্যন্ত।🌸
✳️✳️পরবর্তী দুই বছরঃ একটি সময় বান্ধবীরাও হাসাঠাট্টা করলো আমার বিভাগ পরিবর্তনের জন্য,তাদের ধারণা ছিলো- উচ্চ মাধ্যমিকে আর্স নিয়ে পড়লে জীবনে আইনজীবী ছাড়া কিছু হওয়া যায় না। ভাবতাম সত্যিই কি আমি কিছু করতে পারবো না,কিন্তু সবসময় বড় ভাইয়া সাপোর্ট করতো পারবে পড় শিখার জন্য পড় কিছু হওয়া তো পড়ে একটি লক্ষ্য ঠিক রাখো কি হতে চাও সেভাবে পড়তে থাকো।
এর মাঝে কিছু নিকটাত্মীয় বাঁধা হয়ে দাঁড়িয়ে ছিলো পড়াশোনার মাঝে তবে আব্বু-আম্মু ছিলো তাদের ইচ্ছেতে অনড় তারা পড়াবেন তাদের মেয়েকে। কৃতজ্ঞতা আত্নীয়ের প্রতি তার জন্যই আজ কিছুটা কথা বলা শিখতে পেরেছি।
হঠাৎ ই অসুস্থতায় জীবনের মোর কিছুটা পরিবর্তন করে দিলো দীর্ঘ ১২ মাস চললো চিকিৎসা এর মাঝেই উচ্চ মাধ্যমিক শেষ করলাম।
এরই মাঝে বাবা বললো তার তিল তিল করে গড়ে তোলা ব্যবসায় টা নাকি তার ভাই তার নামে করে নিয়েছে। তাকে একবার জানানোও হয়নি যে তারা ব্যবসায়ের নাম ও মালিকানা পরিবর্তন করছেন। তিনি স্বাক্ষর করে এসেছেন, কথাটি শুনে অনেক কষ্ট লেগেছিলো তারা এটা কিভাবে করতে পারলো।সেদিন থেকেই ইচ্ছে প্রবল বাবার জন্য কিছু করা। তবে জানিনা হবে কিনা কারণ বাবা তো তার সফলতার মুখ দেখেছিলেন দীর্ঘ পনেরো বছর পর। আল্লাহর রহমত,তার ধৈর্য ও তার কাজে অটল থাকা হয়তো তাকে সফলতা এনে দিয়েছিল।🌹🌷
🌹🌹উদ্যোক্তা হয়ে উঠাঃ করোনা মহামারীতে যখন টানা ৩ মাস অধিক সময় ঘরবন্দী ছিলাম তখনই ইচ্ছে ছিলো এখনি কিছু করার সময় শুরু হলো ২০ টি দেশি মুরগির বাচ্চা নিয়ে তা পালন করার পর ১৫ টি মুরগ-মুরগী বেশ বড় হলো ১০ টি মোরগ-মুরগী প্রায় ২৫০০ টাকায় বিক্রি হয়েছিল। এমনতো অবস্থায় চলে আসতে হলো মফস্বল শহরে শুরু করলাম কোয়েল পাখি পালন বেশ কিছু মাস পর ৬ টি কোয়েল-ই অসুস্থ হয়ে পারে ও মারা যায়। বাসায় বসে অলস সময় পার হচ্ছে এমন অবস্থায় এক আন্টি তার পিচ্চি ছেলেকে পড়াতে বলে এবং আমি নিয়মিত তাকে পড়াতে লাগলাম এর মাস তিনেক পর আমি আরো একটি টিউশন পাই চলতে থাকে দিনকাল বেশ ভালোই কিন্তু বাসা থেকে বেশ দূর হওয়ার কারণে ছেড়ে দিতে হয় টিউশন। শুরু করি এক আপুর উৎসাহে হ্যামোক/দোলনা নিয়ে কাজ করা আলহামদুলিল্লাহ্ শখের হ্যামোক নিয়েই চলছে আমার কার্যক্রম।🌹🌹
🌷🌷এই ফাউন্ডেশনের সাথে যুক্ত হওয়াঃ নিজের বলার মতো একটি গল্প পেইজে যুক্ত ছিলাম অনেক দিন। এরপর একদিন জানতে পারলাম গ্রুপও রয়েছে যুক্ত হলাম গ্রুপে তখন সম্ভবত ১১তম ব্যাচ চলছে। বুঝতাম না কিভাবে কি করতে হবে একটি শেষে ১৪ তম ব্যাচে রেজিষ্ট্রেশন করলাম এবং এর পর থেকেই পথ চলা ফাউন্ডেশনে।
ছোট থেকেই মানুষের মাঝে একটি আশা থাকে যাকে পুঁজি করেই আমরা বড় হই। আমারও ইচ্ছে ছিলো কোন একদিন একটি কিছু করে দেখাবো।ছোট থেকেই মানুষের জন্য কিছু করার ইচ্ছেটা প্রবল যদি কখনো আল্লাহ্ আমাকে সেই তৌফিক দান করেন।🌷🌷
⭕জীবনের বাস্তব শিক্ষাঃ অনুপ্রেরণা আর সাহস মানুষকে অনেক দূর নিয়ে যেতে সক্ষম। নেতিবাচক নয় ইতিবাচক মনোভাব ও সাহস মানুষের মনোবল বৃদ্ধি করে অনেকাংশেই।⭕
🌹শিখছি প্রতিনিয়ত প্রিয় প্লাটফর্ম থেকে স্যারের প্রতিটি কথাই অনেক অনুপ্রেরণা যোগায়। সাথে আমাদের প্রিয় বড় ভাই-বোনদের জীবনের গল্প যেন অনুপ্রেরণার এক একটি উৎস।🌹
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৭৬
Date:- ১৭/১১/২০২১ ইং
♻️মোহনা ইসলাম কেয়া
♻️ব্যাচ নং-১৪
♻️রেজিষ্ট্রেশন নং-৬৩২৬৬
♻️নিজ জেলা টাংগাইল