পরাধীনতার নাম জীবন নয়
💥জীবনের গল্প💥
👉বিসমিল্লাহির রহমানুর রাহিম।
👉আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
👉সকল প্রশংসা মহান রব্বুল আলামীনের জন্য, শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর উপর।__________
🌿______কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি। যার প্রচেষ্টায় আমরা এমন একটা প্লাটফর্ম পেয়েছি। যেখানে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা ভালো মানুষ, একটি সুশীল উদ্যোক্তা সমাজ ও পরিবেশ। যার অনুপ্রেরণা আজ আমরা নিজেদের পাশাপাশি অন্যদের অনুপ্রেরণা উৎসহ জীবন কাহিনী আনন্দ বিনোদন লিপিবদ্ধ করার সাহস পেয়েছি। পেয়েছি লক্ষ মানুষের মানুষ উৎসাহ অনুপ্রেরণা-ও ভালোবাসা__________
🌿জীবন মানে সুখ দুঃখের গল্প________
প্রত্যেকটা মানুষের জীবনে একটা গল্প থাকা দরকার নিজের যোগ্যতা ধৈর্য্যর সময় মেধা দিয়ে একটি সুন্দর গল্প তৈরি করা দরকার -আমিও শিখেছি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে যুক্ত হয়ে- কিভাবে নিজের জীবনের গল্প তৈরি করতে হয়- কিভাবে সকলের সাথে চলতে হয-় কিভাবে নিজেকে উদ্যোক্তা হিসেবে পরিচিতি দেওয়া যায় -পরাধীনতার নাম জীবন নয়- নিজের পায়ে নিজে দাঁড়িয়ে থাকার নামই শক্তিশালী জয় -আমিও চেষ্টা করছি আপনাদের কাছ থেকে শিখে একটু একটু করে উদ্যোক্তার পথে হাটা- আমার জীবনে যদিও সেরকম কোন গল্প নেই- যে গল্প আপনাদের জীবন অনেক উৎসাহিত করবে আমার গল্প পড়ে আপনার অনুপ্রাণিত হবেন তবুও চেষ্টা করে যাচ্ছি আপনাদের মাঝে কিছু উপস্থাপনা করার।
আজ আমার হৃদয়ে লুকিয়ে থাকা কিছু গল্প, কিছু আবেগ, কিছু অনুভূতি শেয়ার করবো সকলের মাঝে নিজের কথা বলতে পারলে হয়ত আমারও কিছুটা ভালো লাগবে- প্রিয় প্লাটফর্মে যুক্ত হবার পর থেকেই প্রতিদিন প্রতিনিয়ত কারো না কারো জীবনের গল্প পরী পড়ার চেষ্টা করি সকলের কাছ থেকে উৎসরিত অনুপ্রাণিত হয়ে আজ আমিও আমিও লিখতে বসে গেলাম, আমার নিজের জীবনের একটি গল্প। যদিও আগে কখনো নিজের সম্পর্কে কিছু লেখা হয়নি। তাই লিখতে বসে ভেবেছিলা যে শুরুটা কিভাবে করবো।এরপর নিজেকে প্রশ্ন করলাম কি হতে পারে আমার জীবনের গল্প?স্যারের কথার অনুযায়ী নিজের সাথে কথা বলতে শুরু করলাম। এবং অবাক কান্ড আমি আমার উত্তর পেয়ে যাচ্ছি। তাই আমার জীবন থেকে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরলাম।
🌿আমারপরিচয়____________________
আমি,, রিতা আক্তার সৃতি,আমরা চার বোন,আমি বোনদের মধ্যে তৃতীয়,আমাদের পরিবারটি ছিল খুব সুন্দর। আব্বু সরকারি জব করতেন,টাঙ্গাইল ।আমাদের তিন বোনের পর একটি ভাই হয়েছি।খুব আদরে ছিল সেই ভাইটি,বাবা সরকারি জব করতেন বলে আমাদের টাংগাইল থাকতে হতো ।দেশের বাড়ি ছিল কুমিল্লাতে।বাবা ভাইকে তার জীবনের চেয়ে ও বেশি ভাল বাসতেন।আমরাও ভাইকে খুব ভালোবাসতাম ।তিন বোনের পর এক ভাই,।ভাই হবার পর আমরা ৫বছর কোথায় যাইনি, আব্বু কোথায় যেতে দেয়নি।নানীর বাড়ি, দাদুর বাড়ি কোথাও না,হঠাৎ আম্মু আব্বু কে বলে আমি দেশে বাড়িতে
যাব,আমাকে দিয়ে আসো,আব্বু বলে আমার ছেলে আরো বড় হোক , তারপর।আম্মু কান্না করে বলে কত দিন হল মা বোনদের দেখি না।আব্বু পরে বলে চলো দিয়ে আসি, থাকবে মাএ দশ দিন,পরে চলে আসতে হবে,আম্মু রাজি হলো,আব্বু দুই দিন থেকেই চলে আসে,আসার পরের দিনই আমাদের আদরে ভাইটি পুকুরে পরে যায়,একঘন্টা পর ভেসে উঠে,আম্মু ভাবছে ভাই হয়ত আমাদের সাথে আছে, আর আমরা ভাবছি আম্মু কাছে আছে ভাইটি,,হঠাৎ এক মামানী চিৎকার করে উঠে বলে কার কোল জানি খালি হল,আম্মু আর নানি দৌড় দিয়ে পানিতে পরে, দেখে আদরের সেই ভাইটি,আব্বু কে মিথ্যা বলে আম্মু শরীর ভাল নেই তারাতারি চলে আসেন বাড়িতে।আব্বু চলে আসে , এসে দেখে তার অতি আদরের সেই ছেলেটি আর নেই পৃথিবীতে ।একমাস আব্বু কবরস্থান ঘুমায়।পাগলের মতো করত।সবাই বুঝিয়ে আবার শহরের পাঠায়।দুই বছর পর আমাদের আর একটি বোন হয়,আলহামদুলিল্লাহ সবাই খুশি ।
🌿মা হারানোর জীবনের গল্প;
আমরা চারটি বোন।পরিবার টি খুব সুন্দর ভাবে ই কাটছিল।হঠাৎ এক ঝড় এসে সব তছনছ করে দেয়।হঠাৎ করে মা মারা যান।তারপর থেকেই শুরু হলো আমাদের জীবনে গল্প ।এ গল্প যেন সিনেমা কেও হার মানাবে।বাবা বিয়ে করল,প্রথম দুই তিন মাস ভালোই ছিল ।হঠাৎ সব চেন্জ,দুই বোন লেখা পড়া ই খুবি ভাল ছিল।আমার আম্মু খুব ইচ্ছে ছিল আপু দের সরকারি জব করাবে। সৎ মা আমাদের আর লেখা পড়া করাবেন না,।বাবা কে বলে তারাতারি ওদের বিয়ে দাও।একসাথে এক দিনেই একসময় ই দুই বোন কে বিয়ে দেয়।আমরা কিছু ই বলতে পারিনি।শুধু চোখ দিয়ে পানি পরেছে,কি হচ্ছে আমাদের সাথে।দুই বোনের বিয়ে কমপ্লিট। বাকি আমি তখন আমার বয়স ১৫।আমি লেখা পড়া আর খেলা ধুলা নিয়ে ব্যস্ত।আর আমি খেলা ধুলা খুবি ভাল ছিলাম,হঠাৎ বাবাকে বলে উঠে ওকেও বিয়ে দিয়ে দাও।বাবা রাজি হয়ে যায় ।আমাকেও ছার দেয়নি।ছেলে ভাল না মন্দ তাও তারা তেমন খোঁজ খবর নেয়নি।বিয়ে দিয়ে দেয়।মা না থাকলে এত কষ্ট ছেলে মেয়ে দের আল্লাহ্ তুমি বুঝ না।আল্লাহ্ তুমি সন্তান রেখে মাকে নিও না কখনো।মা ছাড়া পুরো পৃথিবী ই অন্ধকার ।
🌿বিয়ের পর জীবনে গল্প;
বিয়ের এক দুই মাস ভালোই কেটেছে ।তারপর থেকে শুরু হল জীবনের গল্প ।এ গল্প যেন শেষ হবার নয়।প্রতি দিন ই তার সাথে কোন না কোন বিষয় নিয়ে ঝগড়া ।কথায় কথায় গায়ে হাত তুলতো,।সে তো জানতো ই যে মারলেও যে কোথাও যাব না।মার খেও পরে থাকতে হবে।ভেবেছিলাম বেবি নিলে হয়ত সব ঠিক হয়ে যাবে ।বেবি নিলাম তারপরেওকোন কিছুই ঠিক হল না।প্রতি নিয়তই আরো বেশি খারাপ হতে থাকে।কোল জুড়ে আসে একটি কন্যা সন্তান ।মেয়ে কে দেখে হয়ত সব ঠিক হয়ে যাবে । ভেবেছিলাম ,না আমার ভাবনা ভূল ছিল।শেষ পযন্ত আর পারছিলাম না ।ছেড়ে চলে আসতে হল।
🌿শুরু হল মা মেয়ে পথ চলা;
তাকে ছেড়ে চলে আসার পর থেকে যুদ্ধ করেই জীবন চলছে।মেয়েকে নিয়ে জীবন শুরু করলাম ।এক বোনের হাত ধরে নরসিংদী তে চলে আসা।কি করে মেয়ে কে নিয়ে বাঁচব বুঝতে পারছি লাম না।হঠাৎ একটি বোরকার দোকানে জব হয়।আল্লাহ্ রহমতের ভালো ই কাটছিল।বেতন ও ভাল ছিল,।হঠাৎ করোনা মহামারি তে জব চলে যায়।কি করব বুঝতে পারছিলাম না।কয়েক মাস কেটে যায় ।জীবন যুদ্ধে অন্যায়ের কাছে মাথা নোয়াতে নোয়াতে হাঁপিয়ে গিয়ে চেয়েছি আত্মহত্যা করতে।কাঁদতে কাঁদতে কত রাত পার হয়ে গিয়েছে ।জীবন হয়েছে ধু-ধু মরুভূমি ন্যায় ।কোথাও যেনো এতটুকু পিপাসার পানি পাচ্ছিলাম না।হঠাৎ এক বড় ভাই এর সাথে কথা বলা অনলাইনে।তার নাম হল সাব্বির ভাই ।সে আমাকে সাহস দেয়। বলে আপু যা পারেন তাই দিয়ে শুরু করেন।ইনশাআল্লাহ পারবেন।নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে যুক্ত হন।আমি যুক্ত হলাম ভাইয়ার কথায়।সেই থেকে শূন্য হাতে শুরু হয় এক সিগেল মাদার এর পথ চলা গল্প ।হঠাৎ পেলাম প্রিয় এই প্লাটফর্ম ।বদলাতে শুরু করলো সবটাই।আর হ্যা আমি এখন ভাল আছি।সফল হতে চাই এই পরিবারের হাত ধরে, বেচে থাকতে চাই এই পরিবারের সাথে।
🌿প্রিয় স্যারের কাছ থেকে অনুপ্রেরণা______
আমাদের প্রিয় শিক্ষক জনাব ইকবাল বাহার জাহিদ স্যার সব সময় বলেন আপনারা সকলেই ভলান্টিয়ারিং করেন --নিজেকে লিডার হিসেবে তৈরি করেন। দোয়া রইলো আপনাদের সকলের জন্য এবং আমাদের প্রিয় মেন্টর এর পরিপূর্ন সূস্থ্যতা কামনা করছি।
🌿পরিশেষে আপনাদের সকলকে অনেক অনেক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার যারা এতখন পযন্ত ধৈর্য্য ধরে আমার লেখা টি পড়েছেন।প্রিয় ভাইও বোনেরা আমি স্বপ্ন দেখি একটা সুন্দর আগামীর।আমার জীবনের চলা পথে আপনাদের দোয়া, ভালোবাসা এবং সহযোগীতা আমার ভীষণ প্রয়োজন ।আশা করছি ভালোবেসে পাশে থাকবেন সবসময় ।সব শেষে আপনাদের সবার সুখি ও সুন্দর জীবন কামনা করছি।আজকে মত এখানেই বিদায় নিচ্ছি ।ভালোবাসা অবিরাম সকলের প্রতি ।
♦️আমি কাজ করছি হোমমেড খাবার নিয়ে:
রসমালাই,মিষ্টি,পুটিং,কেক,কাচা গোল্লা,দই, আচার, ও পিঠা♦️
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৭৪
Date:- ১৪/১১/২০২১ইং
☘️🔴নাম: স্মৃতি আক্তার (রিতা)
☘️🔴গ্রুপ: নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন
☘️🔴ব্যাচ: ১৫
☘️🔴রেজিষ্ট্রেশন : ৭৩০৩৬
☘️🔴ব্লাড :o+
☘️🔴নিজ জেলা: নরসিংদী