গল্পে_গল্পে_কিনতে_চাই
________বিসমিল্লাহির রাহমানীর রাহীম ____________
__________আসসালামু আলাইকুম _______________
_________ #গল্পে_গল্পে_কিনতে_চাই ____________
শুরুতেই কৃতজ্ঞা জ্ঞাপন করছি আমাদের প্রিয় মেন্টর #জনাব Iqbal Bahar জাহিদ_স্যারের প্রতি,যিনি আমাদের মাঝে সারা বিশ্বের সেরা বাংলাদেশসহ পঞ্চাশটি দেশের এ যেন এক ভালবাসার অগ্রযাত্রার প্ল্যাটফর্ম আমাদের উপহার দিয়েছেন
#নিজের_বলার_মত_একটা_গল্প_ফাউন্ডেশন, লাখো কোটি তরুন তরুনীর এক 'সপ্ন দ্রস্টা' স্বপ্নের প্রাণ ।
যার অক্লান্ত প্রচেস্টায় আমরা আজ এত সুন্দর একটা প্লাটফর্ম উপহার পেয়েছি। এ যেন এক বিশাল একটি ভালো মানুষ গড়ার কারখানা।
অনলাইনে কেনাকাটা বিশ্বাসের একটি ফাউন্ডেশন যা
আমরা নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন থেকে পেয়েছি। আমাদের প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের প্রচেষ্টায় দিন দিন বহুগুণ বেড়ে উঠেছে এই ফাউন্ডেশনের ক্রেতা ও বিক্রেতা। যেখানে শুধু মাত্র একজন ভালো মানুষের পরিচয়ে নিঃসন্দেহে চলছে আমাদের ক্রয় ও বিক্রয়। এবং শুধু একটি মোবাইল ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে আমরা পাচ্ছি কোনও বিক্রেতার কাছ থেকে পণ্যর বিজনেস এর পরিষেবা । আমাদের অনেক ভাই ও বোনেরা খুচরা ও বিক্রি করতেছেন রিয়াসেল হিসেবে কোনও শপিং সার্চ ইঞ্জিন ব্যবহার না করে বিকল্প বিক্রেতাদের মধ্যে অনুসন্ধান করে আকর্ষণীয় পণ্য সন্ধান করে, যা একই পণ্যটির উপলব্ধতা এবং বিভিন্ন খুচরা বিক্রয়কারীকে প্রদর্শন করে। বর্তমানে আমরা ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটার এবং স্মার্টফোন সহ বিভিন্ন কম্পিউটার এবং ডিভাইসগুলি ব্যবহার করে অনলাইনে কেনাকাটা করে থাকি প্রতিনিয়ত। একটি অনলাইন বিজনেস হিসেবে নিয়মিত এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের পণ্য বা পরিষেবা কেনার শারীরিক সাদৃশ্যকে ডেকে আনে এক সাফল্যর অর্জন।এই ব্যবসায থেকে আমরা অনলাইন ব্যাবসার একটি বিশ্বস্ত ফাউন্ডেশন পেয়েছি। একটি সাধারণ মানুষ ও এই অনলাইন ফাউন্ডেশনের সাথে থেকে গ্রাহককে পণ্যের নির্দিষ্টকরণ, বৈশিষ্ট্য এবং দাম সম্পর্কে তথ্যের সাথে পণ্য ও পরিষেবার পরিসীমা করতে, ফটোগুলি বা পণ্যের চিত্রগুলি দেখতে সক্ষম করে। যেখানে আমাদের ক্রয় বিক্রয়ের একটি সহজ উপায় হয়ে দাঁড়ায়। এখানে আমাদের প্রিয় গ্রুপের দায়িত্বশীল সবাই ভিবিন্নভাবে ক্রয়-বিক্রয়ের পরামর্শ দিয়ে মূল্য সহ বিবরণ দিয়ে পোস্ট করতে অনুরোধ করে যাচ্ছেন যেখানে রয়েছে আমাদের বিশাল এক সুবিধা।
#গল্পে_গল্পে_কিনতে_চাইঃ
আমি একজন প্রবাসী,
এসেছে শীত,বয়ছে বাতাস
কিভাবে কিনবো আমরা হইছি হতাশ।
সময় যখন সন্ধ্যা হলো, বাড়ি থেকে ফোন এলো,,
আসসালামুয়ালাইকুম রাহাতের আব্বু কি করতেছো ।তুমি কি অনেক ব্যস্ত ?উত্তরে আমি বললাম না কিছু বলার থাকলে বলতে পারো। তখন আমাকে বলল তোমাকে একটা জরুরী বিষয় কল দিয়েছিলাম। উত্তরে আমি বললাম কি বলবে বলো। তখন বলল তোমার ছেলে খুব কান্না করছে। আমিতো হঠাৎ থমকে গেলাম কি হলো এই সময় বাড়িতে কি হলো। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার কেন কান্না করছে ? রাহাতের আম্মু বললেন তুমি একটু রাহাতের সাথে কথা বল যাইহোক রাহাতের সাথে কথা বললাম, ছেলে বলছে বাবা আমাকে তুমি সেই ছোট রেখে চলে গেছো আর আমি এখন অনেক বড় হয়েছি।তুমি তো আমাকে কিছু কিনে দাও না। সব তো আমার আম্মু দেয় । তুমিতো প্রতিবছর টাকা পাঠাও আম্মু শীতের পোশাক কিনে দেয় কিন্তু এবার তোমাকে নিজে হাতে আমার শীতের পোশাক কিনে দিতে হবে। ছেলের একটাই দাবি বাবা প্রতি বছর শীতের পোশাক আম্মু কিনে দেয় এবার তোমাকেই কিনে দিতে হবেই হবে। বললাম বাবা আমি তো বিদেশে থাকি টাকা পাঠিয়েছি তোমার আম্মু দেখেশুনে কিনে দিবে । ও বলল- না বাবা এবার তোমাকেই কিনে দিতে হবে তুমি না কিনে দিলে আমি এবার শীতের পোশাক পরবো না, খুবই চিন্তায় পড়ে গেলাম, তাহলে কিভাবে ছেলেকে এই শীতের পোশাক কিনে দেওয়া যায় ।আবার অতি সহজে সমাধান ও পেয়ে গেলাম ও আচ্ছা আমি তো নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনে আছি। তাহলে আর চিন্তা কিসের? আচ্ছা বাবা কেদনা আমি আগামীকাল মঙ্গলবার আমাদের অনলাইন হাট আছে ওখান থেকে কিনে দিবো। ছেলেঃআব্বু আমাদের হাঁট তো গতকাল হয়ে গেছে আরে আব্বু এই হাট সেই হাট না, এটা আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের একটি অনলাইন হাট। আব্বু তাহলে তুমি সেখান থেকে কিভাবে কিনবা। আরে আব্বু তুমি নেটে দেখে পছন্দ করে আমাকে একটি ছবি দাও দেখবে সেম সেই ধরনের একটা কিনে দিব ইনশাআল্লাহ। এই কথা শোনে ছেলে আমার কান্না থেকে হাসি মুখে বলে উঠলো তাহলে এখন থেকে আমাদের যা লাগবো তুমিই সব কিনে দিবে আব্বু। আমি ও চিন্তা করে দেখলাম এখন থেকে এখান থেকেই কিনবো। ইনশাআল্লাহ।
আমরাই ক্রেতা, আমরাই বিক্রেতা
এখন থেকে মার্কেটে যাওয়ার দিন শেষ
অনলাইনে করবো ক্রয় আনন্দ পাবো বেস।
কিনতে চাইঃ শীতের পোশাক ছেলেদের।
বয়সঃ ৭ বছর।
বডিঃ ২৬"
কালারঃ দুই প্রকার হতে হবে।
মুল্য পরিমাণঃ এক হাজার থেকে পনেরশ মধ্যে।
#পরিশেষেঃ নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সকলের জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু হায়াত কামনা করছি। আমার জন্য ও সবাই দোয়া করবেন।
এই ধরনের শীতের পোশাক থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে ❣️।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৬৯
Date:- ০৯/১১/২০২১ ইং
🤵নামঃমেহেদী হাসান
⚛️গ্রুপঃনিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন।
🎀 কমিনিউটি ভযলেন্টিয়ার।
✍️রেজিস্ট্রেশনঃ ১০২৮১
💉ব্লাড গ্রুপঃ (o+)
👮ব্যাচঃ নবম
🛣️থানাঃ নগর কান্দা।
🌐নিজ জেলাঃ ফরিদপুর।
🇰🇼বর্তমানঃ কুয়েত
📱মোবাঃ+৯৬৫-৬৯৯৭৬১২৬
📧 ইমেইলঃ mahadi.kwkw@gmail.com