কাজ থাকবে যতক্ষন জেগে থাকবেন ততক্ষন।
#গল্পে_গল্পে_পন্যের_প্রচার
আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ
আশা করছি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।
💢ভালো না থাকার কথা না কারন আজ যে হাট বার সবার কি মনে আছে?অবশ্যই যারা গল্প করতে ভালোবাসে তাদের ঠিকই মনে আছে।যেমন টা আমি ভুলিনি।
❣️আমাদের সবার প্রিয় স্যার প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যার এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা আদায় করে শেষ হবে না। কারন স্যার আমাদের জন্য যা করছেন তার জন্য আমরা সকল আজীবন সদস্য প্রিয় স্যার এর কাছে চির ঋণি।
#প্রিয় ভাই বোন দের জানাই ৭২ তম হাটে স্বাগত🌹
💦চলে এসেছে শীতের আনাগোনা,, কুয়াশা ভেজা সকালে চলে এসেছি সবার সাথে আমিও আজকের এই জমজমাট হাটে।আশা করি সবার আজকের হাট সফল হবে।আর এখন কিন্তু শীতের কিছু পন্য দেখা যাবে যা সব সময় দেখা যায় না।
💢গল্প করার আগে আমার পরিচয় টুকু দিয়ে দিঃ
------------------------- আমি তাহামিনা আক্তার। লক্ষ্মীপুর জেলার সন্তান। ভালোবাসার প্লাটফর্ম এ ১৪ তম ব্যাচ থেকে আছি।পড়াশোনার পাশাপাশি আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা।আলহামদুলিল্লাহ স্যার এর শিক্ষায় এখন আমার সব থেকে বড় পরিচয় আমি একজন ভালো মানুষ ❣️
💦অনেক ভাইয়া আপু জিজ্ঞেস করে তাহামিনা আপু আপনি কিভাবে এতো গল্প লিখেন সময় কয় পান? কখন কাজ করেন, কখন পড়েন? কেমনে আসে এসব মাথায়? তাদের উদ্দেশ্যে বলছি আপু ভাইয়া রা আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনার দ্বারাও সব সম্ভব।একবার যদি মনের মধ্যে অলসতাকে জায়গায় দেন তাহলে কখনও সম্ভনা।তাই আমিও বলব নিজের মধ্যে আগ্রহ তৈরি করেন এবং লিখা শুরু করেন আপনিও পারবেন। বিশ্বাস করেন সবার থেকে ভালো লিখতে পারবেন।
👉চলুন গল্পের দিকে এগিয়ে যায়,,,,,,,
💢কিছুদিন আগে এক প্রবাসী ভাইয়া মেসেজ দিলো রাত ১২ টার দিকে।আমি তখনও ঘুমায়নি।উনি সালাম দিয়ে জিজ্ঞেস করলো কেমন আছি।আমি মেসেজ সিন করে চুপ করে আছি।ভাবছি সকালে রিপ্লাই দিব।এতো রাতে দিব না।একটু পরেই আরেকটা মেসেজ দিলো আপু আপনি কি বেবি দের কাঁথা নিজে কাজ করেন?
আর চুপ থাকতে পারলাম না কারন উনি আমার কাস্টমার। বললাম জি ভাই। বলল আমি কিনতে চাই দাম কেমন হবে।আপনার আইডিতে অনেক পিক দেখে আসলাম।অসাধারণ লাগলো কাঁথা গুলো।আমি বললাম ভাইয়া এগুলো তো এক একটার একেক দাম। আপনি আমার অনলাইন বেবি কাঁথা হাউজ নামের পেইজ থেকে ঘুরে আসেন সেখানে সব পিক এক সাথে পাবেন। আশা করি পছন্দ হবে।
কিছুক্ষণ পরে উনি কাঁথার পিক পাঠানো শুরু করলো। আর বলল আপু কোনটার দাম কত? আমি একটা একটা করে দাম বলে দিলাম।উনার পছন্দের কাঁথা গুলো উনি উনার বউ কে দেখিয়ে আমাকে পাঠালো এবং অর্ডার কনফার্ম করলো।
উনার অর্ডার কনফার্ম করতে করতে রাত ১ঃ৩০ মিনিট এর মত হয়ে গেছে।অনেক ঘুম আসতেছিলো কিন্তু ঘুমায় নাই কারন আমি ঘুমালে কাস্টমার আমাকে মেসেজ দিলে সাড়া না পেলে উনার আগ্রহ চলে যাবে।কাস্টমার যেহেতু প্রবাসী তাই উনার ওখানে হয়তো বেশি রাত হয়নি।আর আমাদের বাংলাদেশে যখন দিন তখন উনি ডিউটিতে থাকতে হয়।তাই অর্ডার করার সময় পাবে না।
অর্ডার কনফার্ম করে ভাইয়া টা আমাকে বলব আপু দুঃখিত। আমি তো অভাক।ভাবলাম মনে হয় অর্ডার ক্যান্সেল করবে🤣আমি বললাম কি হইছে ভাইয়া।বলল আপু বাংলাদেশে এখন অনেক রাত কিন্তু আপনাকে আমি কষ্ট দিয়েছি ঘুম নষ্ট করে।আমি বললাম ভাইয়া আমাদের স্যার এর শিক্ষাঃ
#জীবনের ৫-৭ টা বছর ৯-৫ টা ভুলে যান।
কাজ থাকবে যতক্ষন জেগে থাকবেন ততক্ষন।
প্রিয় স্যার এর থেকে এই শিক্ষা নিয়ে আমি এখনও আমার কাজ করতেছি। উদ্যোক্তা হতে হলে অনেক কষ্ট করতে হয়।এসব কিছু না।কিন্তু যখন পরিচিত কেউ এতো রাতে অনলাইনে দেখে মেসেজ করে বা ফোন করলে জিজ্ঞেস করে কিরে এতো রাত অনলাইনে কি করছ?প্রেম করছ নাকি?ঘুমাছ না কেন?ঘুমা ঘুমা,,,,ইত্যাদি আরও অনেক কথা তখন কষ্ট লাগে ভাই😪
ভাইয়া টা বলল আপু কষ্ট পাবেন না। যারা পজেটিভ ভাবে না তাদের মাথায় সব সময় এসবই ঘুরে।বলল আপু সামনে তাও শীত আসতেছে তাই বাড়তি আরামের জন্য নরম সুতি কাপড়ের বেবি কাঁথা খুজচ্ছিলাম। আপনার ভাবি বানাতে পারে না।আর এখন অসুস্থ।বেবি দুনিয়ায় আসতে আসতে অনেক শীত পড়বে। তাই বাচ্চার জন্য আগে থেকে প্রস্তুতি নিচ্ছি।আপনার পেইজ ঘুরে রিভিউ দেখে মনে হলে আপনার থেকে পণ্য কিনে ঠকবো না।
আমি বললাম ভাইয়া আমাদের স্যার এর শিক্ষা
#জীবনের_সব_থেকে_বড়_বিনিয়োগ_সততাও_কমিটমেন্ট।
আমরা সততার সাথে কাজ করি। কমিটমেন্ট ঠিক রেখে কাজ করার চেষ্টা করি দোয়া করবেন আপনি যাতে আমার রিপিট কাস্টমার হতে পারেন।
ভাইয়া টা আমার কথা শুনে অনেক আশ্বস্ত হলো।বলল ইনশাআল্লাহ আপু আপনার কথা শুনে মনে হলো ঠকবো না ভালো মানের পন্য পাব।আমি আপনার রিপিট কাস্টমার হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ ভালো থাকবেন।এই বলে চলে গেলো আমিও ঘুমিয়ে গেলাম।পরের দিন কাজ আছে।
💢কথা বলতে বলতে ২ টা বাজলো।অলরেডি কয়েকজন মেসেজ দিয়ে জ্ঞানও দিতে শুরু করলো।আরে ভাই আমার কাজই হচ্ছে অনলাইনে আমি কই যাব বলেন।আর অনলাইনে কখন আমার অর্ডার আসে আমি নিজেও জানি না আমি জেগে থাকতে পারলে আপনাদের কি? এসব কথা মনে মনে বললাম।কারো মেসেজের উত্তর দিলাম না।কারন স্যার এর থেকে শিখেছি,,,
#সব কথার উত্তর সাথে সাথে দিবেন না,
চুপ করে কাজ করে যান,
একদিন আপনার কাজই আপনার উত্তর দিবে।
💦আমার আজকের গল্পে থেকে আপনাদের জন্য কিছু পরামর্শঃ
👉নিজের আইডিতে নিজের পণ্যের প্রচার করতে কিপটামি করবেন না।লজ্জা পাবেন না। এইটা আপনার কাজ, চুরি ডাকাতি করছেন না।অনেক অর্ডার নিজের টাইম লাইনের পোস্ট দেখেও আসে।
👉কখনও কারো সম্পর্কে না জেনে মতামত দিবেন না।সে কি করে সে নিজেই যানে।
👉কাস্টমার এর সাথে এমন আচরণ করবেন যাতে সে মুগ্ধ হয়ে আবার পণ্য কিনতে আসে।
👉শুধু মুখেই আচরণ ভালো করলে হবে না।কথা কাজ এক রাখতে হবে তাহলে রিপিট কাস্টমার হারাবেন না।
👉অযথা মেসেজ দিয়ে কারো বিরক্তের কারন হবে না।অনেক না চিনেই মেসেজ দেন। দরকার ছাড়া। ভাই ব্লক করতে ভালো লাগে না।তাই নিজের সম্মান টা নিজে ধরে রাখবেন।আপনি যদি বিপদে পড়েন আর সেই বিপদে যদি আমি হেল্প করতে পারি তাহলে যত রাত মন চায় মেসেজ দিতে পারেন কিন্তু কাজ ছাড়া মেসেজ দিলেতো ভালো লাগবে না।তাও আবার চিনি না।
আজকের জন্য এখানেই বিদায়।ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার গল্পটি পড়ার জন্য।অনেক কৃতজ্ঞতা আমার প্রিয় ভাই বোন দের প্রতি 🙏
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৬৯
Date:- ০৯/১১/২০২১ ইং
👩🎓তাহামিনা আক্তার
🏅কমিউনিটি ভলেন্টিয়ার
🎗️ব্যাচঃ১৪
✍️রেজিষ্ট্রেশনঃ৬৬৩৯৩
🇧🇩জেলাঃ লক্ষ্মীপুর
🏡বর্তমান অবস্থানঃ নোয়াখালী
🎨কাজ করছিঃ বেবি কাঁথা নিয়ে
🎀পেইজঃhttps://www.facebook.com/অনলাইন-বেবি-কাঁথা-হাউজ-110173391120586/