গল্পে-- বিক্রেতা ও বাজার কমিটি --
নারিকেল, সুপারির রাজধানী সয়াল্যান্ডের লক্ষ্মীপুর।আজকের হাঁটে আমি আসছি লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুরের বিক্ষাত পন্য সুপারি নিয়ে।
আসসালামু আলাইকুম -সবাইকে।
এ কি কেউ দেখছি আমাকে স্বাগত জানাচ্ছে না।মনে হচ্ছে আমার সুপারি পরিমানে বেশি দেখে সবাই মনে মনে অন্য কিছু ভাবছে, হয়তো জায়গা দখল বেশি হয়ে যাবে তাই।
যাই হোক আমি সবাইকে স্বাগত জানাই।
আজকের হাঁটে আপনাদের সবাইকে স্বাগতম। ওমা এখন দেখছি সবাই আমাকে স্বাগত জানাচ্ছে। আমিও খুশি হয়ে সবাইকে ধন্যবাদ দিতে লাগলাম।কিন্তু কোথায় আমি স্থানটা পাই তাছাড়া আমার সুপারির পরিমান বেশি।কারো পাশে চেপে চেপে জায়গায় নিতে গেলেও সমস্যা হবে।তাছাড়া আমিতো পাইকারি সেলার ক্রেতাদের পছন্দ হলেতো ট্রাক,সিএনজি,পিকআপে করে নিতে হবে তাই সেরকম একটা স্পেস খুঁজে বসতে হবে।
এতো সকাল সকাল আসলাম হাঁটে ভাবছিলাম ভালো একটা প্লেস দেখে বসতে পারবো।কিন্তু সব বিক্রেতারা যেনো রাতে ঘুমায়নি। ভোর রাতেই এসে বসেছে মনে হয়।
না এদিক সেদিক দেখে মনে হয় আর লাভ হবে না,দেখি বাজার কমিটির সাথে কথা বলে কোনো একটা জায়গায় বসতে পারি কিনা।
ঐ যে দেখা যাচ্ছে "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশনের বাজার কমিটির সাইনবোর্ড।
সেখানে গিয়ে দেখি অনেকে বসে আছে, মনে হচ্ছে দুর্বিন নিয়ে বসে আছে। আবার কেউ প্রস্তুতি নিচ্ছে হাঁট পরিদর্শনের জন্য মনে হচ্ছে এরা একটা টিম। যাই হোক একজনকে জিজ্ঞেস করলাম আপনারা সবাই এতো ব্যাস্ত কেনো,,উত্তরে বললো হাঁট মনিটরিং এর জন্য প্রস্তুতি চলছে। তখন বুঝতে পারলাম উনারা হচ্ছে হাঁট মনিটরিং টিম।যাই হোক ভদ্রলোককে বললাম আমার একটা স্পেস দরকার, তিনি সরাসরি আমাকে ভিতরে যেতে বললেন।
সেখানে গিয়ে দেখি সম্মানিত সভাপতি Iqbal Bahar Zahid স্যার বসে আছেন।ভাবছিলাম আমিতো উনাকে ছিনি কিন্তু উনি আমাকে ছিনেন কি না জানিনা।সাহস করে উনার সামনে গেলাম এবং সালাম দিলাম উনি আমাকে দেখেই একটা হাঁসি দিলেন আর বললেন বসুন।
এতো সুন্দর কথা, ব্যাবহার সত্যি আমি মুগ্ধ হলাম আর মনে হচ্ছিল তিনি আমাকে চিনেন।একথা মনে করতেই উনি আমাকে বললো নাছির সাহেব আপনাকেতো বাজারের দিন সচারাচর দেখিনা। আমিতো অবাক উনি আমার নাম ধরে ডাকছে,আমি বললাম আপনি আমাকে ছিনেন? উনি বললো এ শহরের সকল উদ্যেক্তাদের লিষ্ট আমার কাছে আছে,আপনাকে ভালো করেই ছিনি আপনার প্রতিষ্ঠানের নাম Average64,আপনি সারা দেশের বিক্ষাত পন্য গুলো বিক্রি করেন।তারপর বলেন নাছির সাহেব দেখলাম প্রচুর সুপারি নিয়ে এসেছেন,আপনার জন্য কি করতে পারি।
উত্তরে বললাম আসলে বাজারে এতো বিক্রেতার ভিড়ে কোথায় বসবো জায়গা খুঁজে পাচ্ছিনা তাছাড়া আমি পাইকারি সেল করবো সে ক্ষেত্রে পরিবহন ডুকার একটা ঝামেলা তাই আপনার সহযোগিতা চাচ্ছি। উত্তরে সভাপতি সাহেব আমাকে বললো ঠিক বলছেন যেখানে সেখানে আপনি বসলে অন্য বিক্রেতার সমস্যা হবে, চলুন দেখি আপনাকে কোথায় বসানো যায়।মনে মনে ভাবছি কতো উদার মনের মানুষ তিনি ভাবতে ভাবতে উনার সাথে বাহিরে আসলাম। উনি আমাকে ঠিক মেইন গেটের সাথেই জায়গা নির্ধারন করে দিলেন আর বললেন এখানেই বসুন এতে আপনার জন্য সুবিধা হবে আর কেউ কিছু বললে আমার কথা বলবেন।আমিও মহা খুশি।
উনি আমাকে বললেন,,,
ক্রেতাদের সাথে যেনো খারাপ কিছু না হয়,
বেশি লাভ না করে বিক্রি করার জন্য। আমিও উনাকে ধন্যবাদ দিয়ে বললাম ঠিক আছে স্যার।দেরি না করে সুপারি গুলো বিক্রি করার জন্য রেডি হয়ে গেলাম।
আর মাইকিং করতে লাগলাম,
লক্ষ্মীপুরের সুপারি স্বাদে ও মানে ভরপুর।
লক্ষ্মীপুরের সুপারির কথা শুনে সবাই হুড় হুড় করে দেখতে আসলো আমার সুপারির স্টলে।
আমিও সভাপতি সাহেবের কথা মতো বেশি লাভ না করে সব শুপারি বিক্রি করে দিলাম।ট্রাক,সিএনজি,পিকআপ এসে সব সুপারি নিয়ে গেলো।।
বিক্রি শেষে একজন জিজ্ঞেস করলো ভাই সুপারির বিজনেসে লাভ কেমন??
আমি--- বললাম ভাই এটি লক্ষ্মীপুরের একটি অর্থকরী ফসল। এ ব্যবসা করে লক্ষ্মীপুরের বেশীরভাগ পরিবার সচল।এবং এ জেলা থেকে সুপারি পাইকারি কিনে নিয়ে ঢাকা সহ বিভিন্ন জেলা শহরে বিক্রি হচ্ছে। সুপারি এমন একটি ফসল যার কোনো পঁচন নেই, সুপারি ভিজিয়ে রেখে বা শুকিয়ে আনসিজনে চওড়া দামে বিক্রি হয়। শুপারির বিজনেস করতে বেশি মুলধনের প্রয়োজন হয় না, এবং অধিক লাভজনক ব্যাবসা।আপনি চাইলে আপনার শহরে খুব সহজেই এ বিজনেস করতে পারেন।
আর হেঁ সুপারি ছাড়া ও লক্ষ্মীপুরের নারিকেল, সয়াবিন সহ ৬৪ জেলার বিক্ষাত পন্য আপনি আমার স্টলে পাবেন।
অনলাইনে সব পন্য দেখে নিতে পারেন,,,
🔔 https://www.facebook.com/average64/
আমার স্টলটি দেখার অনুরোধ রইলো
উনি আমার কথা শুনে খুব খুশি হলো এবং আমার নাম্বার নিয়ে গেলো,,,,,
💢লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহি পন্য সুপারি পাইকারি নিতে যোগাযোগ করুন,,, যতো খুশি ততো এবং ভালোমানের সুপারি দেওয়া যাবে।এছাড়া নারিকেল ও সয়াবিন আমাদের কাছে পাবেন কম মুল্য ভালো মানের।
💥প্রয়োজনে যোগাযোগ করুন,,
💬হোয়াটসঅ্যাপ -
+৯৬৬৫৮১২৪১৭৯৭
+৯৬৬৫৭১৭০০৭৩৯
☎️কল করুন --০১৬১৩৭৯৮৭৪৪
-------------
বিঃদ্রঃ আমরা সারা দেশে কুরিয়ার ও পরিবহনের মাধ্যমে পাঠিয়ে থাকি।
👉কৃতজ্ঞতা প্রিয় মেন্টরের প্রতি,এমন একটি সুন্দর অনলাইন হাঁট আমাদেরকে তৈরি করে দেওয়ার জন্য।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৬৯
Date:- ০৯/১১/২০২১ ইং
নাছির মির্জা
জেলা এম্ভাসেডর -লক্ষ্মীপুর
৮/৫১৪১
ফাউন্ডার- Average64