প্রবাস জীবনের ১৩ বছর
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রথমে লক্ষ কোটি শুকরিয়া মহান আল্লাহ তাআলার জন্য। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ও সুস্থ রেখেছেন। তাই অন্তর থেকে মহব্বতের সহিত শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ।
ভালোবাসা ও শ্রদ্ধার সহিত কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। বাংলাদেশসহ পৃথিবীর হাজার হাজার মানুষের স্বপ্ন বাস্তবায়ন করার সঠিক পথ প্রদর্শক। বর্তমান তরুণ-তরুণীদের আলোর দিশারী।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য উজ্জ্বল নক্ষত্র। আমাদের সবার প্রিয় ও নয়নের মনি জনাব ইকবাল বাহার জাহিদ স্যার এর প্রতি। প্রিয় স্যার কে নিজের বলার মত গল্প ফাউন্ডেশন এর সবার পক্ষ থেকে অনেক অনেক লাল গোলাপের শুভেচ্ছা!
প্রিয় প্ল্যাটফর্মের নতুন ও পুরাতন সমস্ত ভাইয়া ও আপুরা আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা!সবার জন্য ভালোবাসা ও দোয়া রইল।
নিজের বলার মত গল্প ফাউন্ডেশনকে দিন দিন উন্নতি করার জন্য যারা কঠোর পরিশ্রম করছেন। তাদের সবাইকে প্রিয় প্ল্যাটফর্মের সবার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া।
🌹🌹 আমি মোঃ তরিকুল ইসলাম। আমার স্থায়ী ঠিকানা ভান্ডারিয়া থানা পিরোজপুর জেলা। আমি খুবই সাধারণ পরিবারের সন্তান। আমার বাবা একজন কৃষক আমরা ৪ ভাই ও ৩ বোন আমি ভাইয়ে মধ্যে মেজ সন্তান। এতো বড় সংসার চলানো খুবই কস্টকর সংসারে বারতি কোন ইনকাম নেই। আমি বাবার কাজে মাঝে মধ্যে সহায়তা করতাম বাবা সবসময় নিষেধ করতেন। বলতেন যে বাবা তুমি লেখা পড়া কর। বড় কিছু হও। বাবার অনেক স্বপ্ন আমাকে নিয়ে। কারন ছোট থেকেই আমি নম্ম ভদ্র ছিলাম কোন আড্ডা বাজে লোকদের সাথে চলাফেরা করতাম না এই জন্য আমার বাবা আমাকে প্রচান্ড ভালো বাসে এটাই আমার বড় পাওয়া 🥰
আমার শিক্ষা যোগ্যতা S.S.C পাশ করছি ১৯৯৯ সালে মানবিক শাখায় সেকেন্ডিভিশন পেয়েছি।আর্থিক অভাবের কারনে আর লেখা পড়া করা সম্ভব হয়নি।
আমার বড় আমাকে ঢাকায় নিয়ে আসলো ২০০০ সালে আমাকে ঢাকা চকবাজারে দোকানে চাকুরী দিল জয়েন্ট করলাম। বেতন মাত্র ১২০০ টাকা পাইকারি দোকান প্রচুর বেচাকেনা হত। প্রতিদিন একলক্ষ করে আমার মাসিক বেতন হাতে পেলেই সবসময় বড় ভাইর কাছে দিতাম। এভাবে দুই বছর কাজ করলাম ভালো অভিজ্ঞতা হলো ব্যবসার ব্যাপারে অনেক ধারণা হল।
বেতন বাড়াতে বললাম মাহাজন কোন গুরুত্ব দেয়নি। আমি জিদে চাকুরী ছেড়ে দিলাম। এখন আমার উদ্দেশ্য মেশিনের কাজ শিখতে হবে তাই আমি প্যাকেজিং কোম্পানিতে জয়েন্ট করলাম ওখানে ২০০১ টু ২০০৮ সাল পর্যন্ত কাজ করলাম স্লিটিং মেশিন সিনিয়র অপারেটর!
🌹🌹 কিভাবে বিদেশে আসলাম 🌹🌹
সবার স্বপ্ন আশা আকাঙ্খা থাকে তাই আমার ও ছিলো
আমি একদিন আমার চাঁচত ভাইর সাথে ঢাকা গুলশান যাই এজেন্সি অফিসে ম্যানেজার ছিলো আমার বাড়ির পাশে তাকে বললাম আমি প্যাকেজিং কোঃ স্লিটিং মেশিনের কাজ জানি এই ধরনের কাজ আসলে আমাকে জানাবেন প্লিজ!! আলহামদুলিল্লাহ ১ মাস পড়ে আমাকে ফোন দিয়ে বলল ম্যানেজার তোমার কাজের ভিশা এসেছে আমার অফিসে তুমি দশ বিশজন লোক নিয়ে এসো। আমি খুশিতে আত্মা হারা হয়ে গেলাম। সৌদি আরব থেকে টেলিগেট আসলো ইন্টারভিউ নিতে হাজার হাজার লোক ইন্টারভিউ দিতে এসেছে আমি ১০ জন লোক সংগ্রহ করছি। সবার কাগজ পত্র জমা দিলাম এখন অপেক্ষা করতেছি কখন আমাকে ডাক দিবে আল্লাহর অশেষ মেহেরবানীতে আমাকে ডাকলো আমার কাজের অভিজ্ঞতা জিজ্ঞেসা করলো আমি সঠিক উওর দিয়েছি। আমাকে সিলেক্ট করলো তখন আমি মহাখুশি স্বনের বিদেশে আমার কোম্পানির নাম Napco group company. ২০০৮ সালে সৌদি আরবে প্রবেশ করলাম। প্রথম বেতন ছিলো ৬৫০ রিয়াল ৮ ঘন্টা ডিউটি এবং প্রতিদিন ৪ ঘন্টা ওভার টাইম। আলহামদুলিল্লাহ এখন আমার বেতন সবমিলিয়ে ৪৭০০রিয়াল আসে অনেক ভালো কোঃ প্রতি বছরের ছুটি টিকিট মেডিকেল আকামা সবকিছু কোঃ বহন করে আলহামদুলিল্লাহ প্রবাস জীবন ১৩ বছর চলেছে!
😭😭দুঃখের জীবন 😭😭
আমার বয়স যখন ৬ বছর তখন আমার মা ডায়েরিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যায়। ৩০ বছরের আগের কথা তখন চিকিৎসা ব্যবস্থা ভালো ছিলোনা রাস্তা ঘাট যাতায়াত খুবই খারাপ। আমার মায়ের কোন স্মৃতি মনে নেই। যার মা নেই সেই একমাত্র বুঝে। মায়ের কোন আদর স্নেহ পাইনি। মায়ের খেজমত করতে পারেনি অর্থ সম্পদ ঘর বাড়ি সবকিছু হয়েছে মাতো একটু সুখ দেখতে পারলোনা এটাই আমার জীবনের বড় আপসোস !!
আল্লাহর কাছে ফরিয়াদ করি সবসময় মক্কা শরিফ যেয়ে আল্লাহ আমার মাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন 🤲🤲
🌹🌹আমার সাফল্য 🌹🌹
আলহামদুলিল্লাহ আমি প্রবাস থেকে দুইটা গ্রামের বাড়িতে বিল্ডিং করছি। একটা আমার বাবা ছোট ভাই থাকেন। আর বিল্ডিং আমার পরিবার থাকে। আমি নিজে বিবাহ করছি ২০১১ সালে আমার একটি কন্যা সন্তান আছে। আমার মেয়ের বয়স বর্তমানে ৬ বছর।
আলহামদুলিল্লাহ আমি বর্তমান পরিবার নিয়ে সুখে আছি🤲🤲
👉কিভাবে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের যুক্ত হলাম👈
আমার বন্ধু এ এম সাইফুল বরিশাল জেলার এম্বাসাডর আমাকে কুয়েত থেকে ফোন করে বলে দোস্ত তুমি আমাদের প্লাটফর্মে সদস্য হও রেজিষ্ট্রেশন কর। আমি প্রায়ই স্যারের অনুষ্ঠান ইউটিউবে দেখতাম অনেক ভালো লাগে আর ও ভালো লাগে যখন প্রবাসীদে সুখ দুঃখ সাফল্য কথা তুলে ধরে ইউটিউব দেখে কতো ভালো লাগে তা বলে বুঝানো যাবেনা। আমি অতি আনন্দে রেজিষ্ট্রেশন করলাম আমি নিজেই। ভালো বাসার গ্রুপ ভালো বেসে যুক্ত হলাম ১৩ম ব্যাচ থেকে।
🌹🌹🌹 আনন্দের দিন 🌹🌹
৮ ডিসেম্বর নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন
সৌদি আরব প্রবাসীদের উদ্দ্যোক্তা সম্মেলন ২০২১
স্যার ও ম্যাম আমাদের সৌদি আরব গ্রুপের সিনিয়র ভাইদের সাথে সরাসরি দেখা হয়ে হৃদয়টা ভরে গেল।
স্যারের সাথে সরাসরি দেখা হবে কোন দিন কল্পনা করেনি। আমার প্রবাস জীবনে এটা স্মরণীয় দিন।
💚💚 আমার ভবিষ্য চিন্তা ভাবনা 💚💚
আমি উদ্দ্যোক্তা হব!! চাকরি করবোনা চাকুরী দিবো!!
আমার জীবনের গল্প আপনার মূল্যবান সময় নস্টো করে সম্পূর্ণ পড়বেন। লাইক কমেন্ট করে উৎস দিবেন প্লিজ 🙏🙏
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭০৬
Date:- ২৬/১২/২০২১ ইং
👉 মোঃ তরিকুল ইসলাম।
১৩ম ব্যাচ রেজিষ্ট্রেশন নং ৫১৪৫০
👉 পিরোজপুর জেলা ভান্ডারিয়া থানা থেকে 👈
👉 বর্তমান স্থান সৌদি আরব জেদ্দা সানাইয়া।
মোবাইল নম্বর 0563651852