১০০০ পরিবারের জন্য ত্রান সামগ্রী পাঠাতে পেরেছি ও ১০টি পরিবারের বন্যায় ক্ষতিগ্রস্থ ঘরের জন্য টিন দিতে পারেছি
শুধুই অসাধারণ বললে কম বলা হবে। একটি ভাল নেটওয়ার্ক, একদল ভালোমানুষ ও তারুণ্যে শক্তি একত্রিত হয়ে দেশের জন্য ও মানবতার জন্য কি করতে পারে - তারই প্রমাণ হয়ে গেলো গত ৭ দিনে ছোট্ট একটা ইনেশিয়েটিভ কত বড় মানবতার কাজ করে ফেলতে পারলো এই "নিজের বলার মতো একটা গল্প !!!
আলহামদুলিল্লাহ্ দেশে বিদেশে আপনাদের সবার আর্থিক ও মানবিক সহযোগিতায় এবং আমাদের নিবেদিত অসাধারণ ভলান্টিয়ারদের (কোর ভলান্টিয়ার, ডিসট্রিক্ট/কান্ট্রি/ক্যাম্পাস এম্বাসেডর) শারীরিক সহযোগিতায় আমরা ৬টি জেলায় বন্যার্তদের মাঝে প্রায় ১০০০ পরিবারের জন্য ত্রান সামগ্রী পাঠাতে পেরেছি ও ১০টি পরিবারের বন্যায় ক্ষতিগ্রস্থ ঘরের জন্য টিন দিতে পারেছি।
ইতিমধ্যে চট্রগ্রাম, সুনামগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, জামাল্পুর ও নওগাঁয় মোট ৬টি জেলায় আমাদের দারুণ সব ভলান্টিয়ারগণ ত্রান বিতরণ করেছেন এবং বিতরণের উদ্দেশ্যে রওনা হয়েছেন। যারা এই কাজে ব্যস্ত আছেন তাঁদের সবার জন্য অনেক দোয়া।
আমরা আপাতত এই মানবতার কাজের সমাপ্তি টানলাম।
সবাই মিলে ভাল কাজের জন্য আমরা যে কত বড় শক্তি তার প্রমাণ হয়ে গেলো গত রমজানে প্রায় ১২,০০০ এতিম ও অসহায় মানুষদের ইফতার করিয়ে এবং এবারের বন্যায় ১০০০ পরিবারের জন্য ত্রান সামগ্রী দিয়ে।
সামাজিক ও মানবতার কাজ করতে হলে যেমন মন, পরিবেশ ও একতা লাগে তেমনি সবার নিজের পায়ে দাঁড়াতে হবে শক্ত হয়ে।
এটাই জীবনে বলার মতো গল্পের শুরু...