খুব বেশি প্রয়োজন নেই। মন থেকে একটু সহযোগিতা পেলেই মানুষের মন ভরে ওঠে।
খুব বেশি প্রয়োজন নেই। মন থেকে একটু সহযোগিতা পেলেই মানুষের মন ভরে ওঠে।
গতকাল ছিল আমার জীবনের ভিন্ন অভিজ্ঞতা। নিজের বলার মত একটা গল্প প্লাটফর্মে যুক্ত ছিলাম বলেই এই অভিজ্ঞতা এবং এই ধরনের ভালো কাজে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছি। তাই কৃতজ্ঞতা জানাই প্রিয় Iqbal Bahar Zahid স্যারের প্রতি।
মানুষ কষ্টে থাকে জানতাম। কিন্তু এতটা ভয়াবহ অবস্থায় মানুষ থাকতে পারে সেটা বুঝতে পারতাম না যদি না গতকাল সুনামগঞ্জের ধরম পাশায় সুখাইর গ্রামে না যেতাম ত্রাণ বিতরণ করতে। চতুর্দিকে পানি আর পানি। প্রতিটি বাড়ি ঘর ছিল পানি উপর ভাসমান একটি দ্বীপের মত। নৌকায় করে পুরো এলাকা ঘুরতে হয়েছে। খাদ্য বস্র চিকিৎসা বাসস্থান কতটা অপ্রতুল নিজ চোখে না দেখলে বুঝা যাবেনা। যেখানেই নৌকা ভিড়াচ্ছিলাম একটু সাহায্যের জন্য মানুষ ঘিরে ধরছিল।
ধন্যবাদ জানাই প্রিয় Md. Babul Miah কে যার নেতৃত্বে আমরা এই এলাকায় যেতে পেরেছি এবং মানুষের পাশে দাড়াতে পেরেছি। আরও ধন্যবাদ জানাই প্রিয় MD Riaz Uddin এবং Md Shipon Ahmed Simul ভাইকে। গতকাল সবাই অনেক কষ্ট করেছেন।
"নিজের বলার মত একটা গল্প " প্লাটফর্ম ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের হৃদয়ে। জয় হোক মানবতার।