এক দুঃখী ছেলের জীবন কাহিনী
আজ শোনাবো এক দুঃখী ছেলের জীবন কাহিনী***
যার জন্মের 21 দিন আগে বাবা মারা গিয়েছে
৩০বছর সেশ হলো বাবার ফটোটাও দেখিনি
বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ
ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি
""" ইকবাল বাহার জাহিদ স্যার """""
আমার অভিবাবক এর নাম,যার আদেশ-নির্দেশ নিয়েই এখন আমার জীবন চলে
শ্রদ্ধা ও ভালোবাসা জানাই নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের সকল আজীবন সদস্য এবং গ্রুপের প্রাণপ্রিয় ভাই ও বোন আমার সহপাঠী এনআরবি কাতার সবাইকে
গল্পটি আমার নিজের ৩০বছর এর গল্প বলা তো সম্ভব না, প্রিয় ভালো বাসার পরিবারের কাছে সংক্ষিপ্ত ভাবে বলবো
জন্ম ও শিশু কাল
আমার খুব ব্যাডলাক 😭যে আমার জন্মের ২১ দিন আগেই আমার বাবা মারা গেছেন,অই সময় আমার মা কান্না করতে পারেনাই আমি তার পেঠে ছিলাম, মায়ের অই সময় এর কষ্ট এখন বুজি😭জন্মের পরে এতিম চেলে টা হচ্চি আমি
আমার শিশু কাল কেটেছে আমার নানুর সাথে বেশি সময়,আমরা দুই বোন দুই ভাই ছিলাম, আমাদের গ্রামের পরিবেশটা তেমন ভালো ছিল না, তাই আম্মা আমদের কে মামার বাড়িতে রেখে পড়া লেখা করেয়েছেন,আর নিজে অনেক কষ্ট করতেন,সকাল বেলা আরবী পরাতেন গ্রামের মহিলা দের এবং টেইলারিং করতেন এবং সিখাতেন,
শিশু কালটা সবাই সবার মত ছিল না আমার, বাবার একটা কষ্ট মনে থাকতো, কারণ ঈদে অনুষ্ঠানে সবার বাবা সবাইকে অনেক কিছু কিনে দিত, আমার তেমন চাহিদা ছিল না 😭আমার মনে আছে আমার মামা যখন বিদেশ থেকে দেশে আসছিল আমার মামাতো বোন বাবা ডাকছিলোনা, আমি আম্মা কে বললাম আমি মামাকে বাবা ঢাকি 😭😭কিন্তু আম্মা অস্রু বরা কন্ঠে না করলো,
কিযে কষ্ট কাউকে বুজানো যাবেনা,
ছোটবেলার অনেক স্মৃতি আছে কষ্টদায়ক স্মৃতি, আমার বাবা তো আমাদের তিন ভাইবোনকে দেখেছে দেখিনি শুধু আমাকে,আমার বাবা পুলিশ অফিসার ছিল,
আমি ছোটবেলা থেকে কোন জিনিস কাউকের কাছে কখনো চাই নাই,কেউ দেওনাই তেমন তাই মনে মনে সব সময় বাবতাম আমি বড় হয়ে সবার জন্য করবো,আর নিজের যত শখ আছে সব পূরণ করব, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, জিবনের যত সখ আছে আমার সব পরুন করেছে,
আমার আম্মা আমাকে পড়ালেখা করাতে চেয়েছিলো আমি করিনাই
আস্তে আস্তে করে এভাবেই সময় চলে গেল এসএসসি পরীক্ষা দিয়ে চলে গেলাম আরব আমিরাতে
শুরু হয়ে গেল কর্মজীবন চাকরি,
কর্মজীবনের যত টাকা ইনকাম করেছি এতটা বছর ধরে,ভাই বোন পরিবার আত্মীয়-স্বজন সবার জন্য করেছি,নিজের একাউন্টে কখনো এক টাকাও জমা করে রাখিনি,প্রবাসের ১২ বছর পর আবার মনে হয়েছে আমার পুড়া কপাল
উদ্যগক্তাহওয়ার স্বপ্ন ছোটবেলা থেকেই ছিল,ক্লাস ৫ম শ্রেনিতে পরতাম স্কুলের শেষে কিছু সময় মামার মোবাইল ইন্টারনেট কম্পিউটার দোকানে বই নিয়ে ওখানেই বস্তাম পড়ালেখা করতাম পাশাপাশি দোকানদারি ও করতাম
ছোট বেলা থেকে ডাক্তার হওয়ার ইচ্ছে চিলো ক্লাস ৮/৯/১০ তিন বছর আমার দুলা ভাই এর ফার্মেসিতে ২/৩ ঘন্টা করে সময় দিতাম, পড়ালেখা তো আর হলো না, অভিজ্ঞতা গুলো এখন কাজে লাগছে
প্রবাসের মধ্যে চাকরি করে কেনো যানি একটা বিরক্ত হয়ে গেছি তাই ডিসিশন নিয়েছি চাকরি আর করব না, নিজে ব্যবসা করবো,তাই চলে এলাম কাতার, এসে এখানে ভাইয়ার সাথে থেকে একটা মুদি দোকান চালানো শুরু করি,তারপর নিজের মেদা খাটিয়ে অনলাইন এর বেবস্যা শুরু করি অই বেবসা থেকেই আমি আরো ৩টা দোকান দেই বাংলাদেশি গারমেন্টস, মোবাইল, সেলুন, রেস্টুরেন্ট,গ্রোসারি,সব বিজনেসি করেছি গত ৭ বছরে, টিকিনি একটা ও কারন যেটা তে লাভ দেক্তাম অইটাতে শুরু করতাম,
এভাবেই অনেক দিন চলে গেল হঠাৎ
প্রিয় গ্রুপের সন্ধান পেলাম আলহামদুলিল্লাহ
গ্রুপে জয়েনিং হয়ে অনেক সময় গেলো রেজিষ্ট্রেশন করা হয়নি এবাবেই গ্রুপে স্যার এর পোস্ট দেক্তাম,
যখন ৮ম ব্যাচ চলে তখন আমি দেশ থেকে ছুটি সেশ করে কাতারে আসার পর হাবিব মুস্তাকিম ভাই থেকে গ্রুপের অনেক কথা শুনি আর রেজিষ্ট্রেশন করে পেলি,
প্রিয় গ্রুপ থেকে শিক্ষা নিচ্ছি আর নিজের পিছনের ভুল গুলি সুদ্রে নিচ্ছি,স্যার এর শিক্ষা আমাকে অনেকটাই বদলে দিয়েছে,
আমার একটা সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনা আছে,নিজে একজন ভালো বিজনেসম্যান হবো দেশেএবং বিদেশে,সমাজের ও দেশের জন্য কাজ করবো,এবং এতিমখানা করবো, এখন আমি প্রতি মাসে একটা এমাউন্টও দেই এতিম খানায়,দোয়া করবেন আমার জন্য
পারসোনাল লাইফের অনেক কষ্ট বড়া স্মৃতি আছে, এগুলো ভুলে যেতে চাই, সবাই কে মাফ করে দিছি, তাই বললাম না
আমার জিবনের অর্জন হচ্ছে আমার মাকে আমি আল্লাহর রহমতে উমরা হজ করেছি,বড় হজ করাবো ইন্সাল্লাহ *মায়ের জন্য দোয়া চাই
আমার জিবনের পাওয়া হচ্ছে আমার সন্তান আফ্রাহিম ও ইব্রাহিম নুর
পিছনের সব কিছু বাদ দিয়ে নতুন ভাবে শুরু করেছি সবাই দোয়া করবেন, প্রান প্রিয় রাসুলের আদর্শ, এবং স্যার এর আদেশ উপদেশ নিয়ে চলছে পারি,
এখন কাজ করছি
কিউবি ফ্যাশন ওয়াল্ড যৌথ বাবে
আল নুর অনলাইন ট্রাভেলস একক বাবে
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৬৮
Date:- ০৮/১১/২০২১ইং
আরিফ ইসলাম
এন আর বি কাতার টিম
৮ম ব্যাচ রেজি ৬৯৬৮
কুমিল্লা জেলা
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর সদস্য
www.facebook.com/alnooronlinetravels
www.facebook.com/QBFASHIONWORLD