উদ্যোক্তা হওয়ার স্বপ্ন মাথার ভিতর সব সময় ঘুরঘুর করত
আসসালামু আলাইকুম
🕋🕋শুরু করছি মহান আল্লাহ তায়ালার নামে যিনি পরম করুনাময় ও পরম দয়ালু।
যিনি সৃষ্টি করেছেন মাটি থেকে সৃষ্টির স্রেস্ঠ জীব আশরাফুল মাখলুকাত মানুষকে । তারই শিখানো ভাষায় তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
🎆🎆দুরুদ সালাম প্রেরন করছি বিশ্ব নবী সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ মানুষ মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মাদ (সঃ) এর প্রতি। জার নাম সুনলে পড়তে হয় সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন সবাই এক বার প্রিয় নবীর প্রতি দুরুদ পেশ করি। সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ তোমার কাছে আমার প্রার্থনা তোমার ঘর বাইতুল্লাহ ও প্রিয় নবীর (স:) রওয়াজা জেয়ারাতের ভাগ্য আমাদের সকল কে দিও।
✨✨✨ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা
""" ইকবাল বাহার জাহিদ স্যার """""
এর প্রতি যিনি আমাকে, আমাদের লক্ষ তরুন তরুনীকে তার উন্নত চিন্তার মাধ্যমে তৈরি করা এই সুন্দর প্লাটফর্ম উপহার দিয়েছেন। আর নিরোলস ভাবে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত।
আল্লাহ তায়ালা স্যারকে উভয় জগতে কামিয়াবি দান করুক।
সুস্থতার সাথে নেক হায়াত দান করুন যেন তার উন্নত চিন্তা দ্বারা এদেশের অসংখ্য আগনিত তরুন তরুণীকে পৌছে দিতে পারেন এক অনন্য শিখরে।স্যারের এ আনন্য সৃষ্টি তাঁকে আমাদের মাঝে বাচিয়ে রাখিবে ততদিন বাংলাদেশ থাকবে যতদিন।
🎆✨✨শ্রদ্ধা ও ভালোবাসা জানাই নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের সকল আজীবন সদস্যের প্রত । রয়েছে ভলান্টিয়ার ভাই বোনদের জন্য শ্রদ্ধা। সকল মডারেটর ভাই বোন কে জানাই অন্তরের অন্তর্স্থল থেকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা । যারা তাদের প্রতি দিনের মূল্যবান সময় ব্যয় করে নিয়মিত প্লটর্ফমের জন্য কাজ করে যাচ্ছেন।
✨✨ সাগর কন্যা পটুয়াখালী জেলার সকল ভাই ও বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা প্রতি দিন উদ্যোক্তা বিষয়ে নানান পরামর্শ দিয়ে আমাদের কে সাহায্য করে পাশে থাকছেন।
আসুন সবাই আজকের গল্পটি পড়ি।
🎇বাবা মায়ের পরিচয়
বাবা আবুছালেহ্ মুহাম্মদ নেছাউদ্দিন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান সাত ভাই বোনের মধ্যে তৃতীয়। মাতা জয়নাব বেগম আমার মা ছয় ভাইয়ের এক বোন হওয়ায় খুব আদরের ছিলেন আমার জন্ম ও বেরে ওঠা আমার নানাবাড়ি আমার দাদা ও নানা দু জনিই অনেক বড় আলেম ছিলেন আমার দাদ মরহুম মাওঃ আব্দুল মমিন খান পেশায় একজন উচ্চমাধসমিক বিদ্যালয়ের ধর্মিয় শিক্ষক হলেত গনিত ও ইংরেজিতে তুখর ছিলেন তার অশংখ ছাত্র ছাত্রী সরকারী উচ্চ পদে অধিষ্ঠিত আছেন। নানা মরহুম মাওঃ আব্দুল খালেক ছিলেন কুষ্টিয়া আলীয়া মাদ্রাসার আরবি প্রভাষক তিনি অত্যান্ত বিনয়ী নম্র সভাবের লোক ছিলেন। নানার অনেক আদোর স্নেহ ও ভালো বাসা পেয়েছি। কিন্তু দাদা জানের সুধা গল্প শুনেছি তার আদোর স্নেহ পাওয়ার সৌভাগ্য আমার হয়নি দাদা জান আমার জন্মের পনেরো দিন পূর্বে ইনতেকাল করেন।সকলে অনুরোধে করবো আমার দাদা দাদু নানা নানুর জন্য দুয়া করবেন।
জন্ম ও শিশু কাল
আমার জন্ম০১.০৩.১৯৮৬ইং সনে বাউফল উপজেলার কেশবপুর গ্রামে নানা বাড়িতে। দাদাবাড়ী ও নানা বাড়ীর দূরত্ব ২০ কিলোমিটার প্রায় জন্মের পর থেকে অধিকাংশ শময় নানা বাড়ী কাটিয়েছি বিশেষ কর ইস্কুলে জাওয়ার আগপর্যন্ত কারন নানাবাড়ি ছিলো অনেক দূরে যাতায়াতের একমাত্র মাধ্যমে ছিলো নৌকা।
মজার সৃতিচারণঃ
ছোটবেলা যখন নানাবাড়ি যেতাম নানাজি এক মামাকে নৌকা সহ পাঠিয়ে দিতেন মামা দুপুরের পর রওয়ানা দিতেন আর রাত আটটা বা নয়টা বাজে এসে পৌঁছাতেন আমরা হারিকেন নিয়ে বাজারে খাল ধারে অপেক্ষা করতাম মামা কখন আসবে মামা আসলে তাকে নিয়ে আমরা বাড়ি চলে আসতাম নৌকার মাঝির জন্য রাতের খাবার পাঠিয়ে দিত।
নানাবাড়ি যাব এ আনন্দে রাতে আর ঘুম হতোনা সবকিছু গুছিয়ে রাখতাম সকাল হওয়ার আগেই ফজরের আজানের পরেই আমরা নানাবাড়ি উদ্দেশ্যে রওয়ানা হতাম বিভিন্ন ধরনের পিঠা নিয়ে জেত পথের জন্য শুকনো খাবার নৌকায় দু জন মাঝি একজন দারবাইত অন্য জন গুণ টানত।নৌকার মধ্যে বিছানা বিছানো থাকত মাঝে মাঝে ঘুমেয়ে পরতাম নদীর দুকুলের সেই অপরুপ সৌন্দর্য আজো মনেপরে।🌍🌍
শিক্ষা জীবন:
আমার পড়া লেখার হাতে ক্ষরি আমার ছোট ফুপুর হাতে এর পর প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ি আমাদের পরিবার ধার্মিক হওয়ার কারণে আমাকে মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে ভর্তি করা হয় কারণ আমি আরবি পড়তে পারতামনা এরপর মাদ্রাসা বোড থেকে দাখিল ও আমিল পাস করি এবং স্নাতক ডিগ্রীর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি হই এখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী শেষ করি।
কর্ম জীবনঃ
স্নাতকোত্তর পাসের পর পরিবার থেকে চাকরির নেয়ার জন্য তাগিদ দিতে লাগলো কারণ বাবা তার সহকর্মী মেয়ে ও তার ছাত্রীকে আমার জন্য পছন্দ করে রেখেছিলেন জার জন্য চাকরি নেওয়ার তাগাদা আমি প্রথমে ঔষধ কোম্পানিতে রিপ্রেজেনটেটিভ হিসেবে চাকরি নেই এবং চাকুরির একুশ দিনের দিন বিয়ে করি
এর একমাস পর চাকরি ছেরেদেই অন্য একটি জব নেই কিন্তু কোনটাই ভালো লাগছিলনা তিনটি জব ছারার পর ব্যাংকে জবহয় এখন পর্যন্ত ব্যাংকে কর্মরত আছি।
🌍🌍ভ্রমণ
আমি যখম অষ্টম শ্রেণিতে পড়ি তখন ঢাকাতে বেড়াতে আসি এবং ঢাকার বিভিন্ন দর্শনিয় স্থান ঘুরে দেখি
নানার চাকরির সুবাদে কুষ্টিয়া জেলা ভ্রমণ করা হয় কুষ্টিয়ার কুমার বাড়ির ভিক্ষ্যাত রাবিন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়ি, লালনশাহের মাজার, কবি জসিম উদ্দিনের বাড়ি, গড়াই নদী সহ দর্শনিয় স্থান ঘুরে দেখার সুজগ হয়
এছাড়া টাঙ্গাইল জেলা ,মানিকগঞ্জ, গাজীপুর, নেত্রকোনা, সিরাজগঞ্জ,পাবনা,জয়পুরহাট,
নরসিংদী, চট্টগ্রাম, নোয়াখালী, এবং লক্ষীপুর জেলা ভ্রমণ করি।
🌹🌹উদ্যগক্তাহওয়ার স্বপ্ন
আমার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন শুরু দশম শ্রেণি থেকে
ডানিডার একটি মৎস্য প্রকল্প থেকে প্রশিক্ষণ নেয়ার পর থেকে তখন আমার হাতে দুই হাজার টাকার মত ছিল তা দিয়ে পুকুরে মাছ ছাড়ি কিন্তু ফিস ফিড সহজ লভ্য না-হওয়ার কারণে সেখানে আমার লোকসান হয় এর পর বাউকুল,আপেল কুলের চাষ করি কিন্তু বাড়িতে না থাকার কারনে এবং অযত্নের কারনে সেখানেও অনেক টাকা লস হয় এছাড়া আরো ছোট ছোট উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছি কিন্তু উদ্যোক্তা হওয়ার স্বপ্ন রয়ে যায় আমি যখনিই পত্রিকায় কোন উদ্যোক্তার জীবনী পড়তাম এবং তা সংগ্রহ করে রাখতাম।
ছাত্র জীবনে উদ্যোক্তা হত গিয়ে নানান কারনে লস হওয়ার কারণে মন ভেঙে যায় এবং মনে হচ্ছিল যেন আমায় দিয়ে কিছু হবেনা একটি হতাশা নেমে আশে জীবনে কারন পরাধীনতা ভালো লাগতোনা কখনোই।
🌹🌹প্রিয় গ্রুপে যুক্ত হবার গল্পঃ
উদ্যোক্তা হওয়ার স্বপ্ন মাথার ভিতর সব সময় ঘুরঘুর করত সেই থেকে আমি বিভিন্ন পত্রিকা ইউটিউব চ্যানেল দেখতে থাকি একপর্যায়ে স্যারের কয়েকটি লাইফ সেশন দেখি প্রথমে আমি বুঝতে পারি নাই যখন বুঝেছি তখন এই গ্রুপে নিজে নিজেই যুক্ত হয়েছি এই গ্রুপে যুক্ত হওয়ার পরে পোস্ট গুলো পড়তে থাকি পোস্টগুলো পড়ে বুঝলাম যে রেজিস্ট্রেশন করতে হবে আমি কিভাবে রেজিস্ট্রেশন করব বুঝতে পারছিলাম না। আমি স্যারের মেসেঞ্জারে নক করি আমি কিভাবে রেজিস্ট্রেশন করতে পারি কিন্তু তখন স্যার অসুস্থ ছিল সেটা জানতাম না। জয়পুরহাটের এক ভাইয়ের মেসেঞ্জারে নক করি কয়েকদিন পরে সারা দেয় এরমধ্যে আমি আমাদের গ্রুপের আলতাফ ভাই কমিউনিটি ভলান্টিয়ার আলতাফ ভাইয়ের একটি পোষ্ট দেখি পোস্টে ওনার জেলা দেখি পটুয়াখালী আমি আলতাফ ভাইয়ের মেসেঞ্জারে নক করি এবং মেসেঞ্জারে কথা বলি আলতাব ভাই আমাকে লিংক দেন ওই লিংকে গিয়ে 15 তম ব্যাচের রেজিস্ট্রেশন করি এবং এরপর থেকে আমি নিয়মিতভাবে প্রতিদিনের স্টেশনগুলোতে যুক্ত থেকে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে তৈরি করার চেষ্টা করি এখনো তৈরি করার চেষ্টা করে যাচ্ছি একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য।
🌹🌹প্রিয় গ্রুপ থেকে শিক্ষা
কিভাবে ভালো মানুষ হওয়া যায় ,কিভাবে মানুষের সাথে মেসতে হয় ,কিভাবে নেটওয়ার্কিং করতে হয়, কিভাবে নিজেকে ব্র্যান্ডিং করতে হয়, উপস্থাপনা ও কথা বলার জড়তা কাটানো, উদ্যোক্তা হতে হলে কি কি লাগে এসব বিষয়গুলো শিখেছি। এছাড়াও কিভাবে অল্প পুজিতে উদ্যোক্তা জীবন শুরু করা যায় বা ব্যবসা শুরু করা যায় তা ওই প্রিয় গ্রুপ থেকেই শিখেছে।
ভবিষ্যৎ পরিকল্পনাঃ
আমার ভবিষ্যৎ পরিকল্পনা ও চাওয়া প্রাথমিক অবস্থায় একটি ছোট্ট গার্মেন্টস করা শুরুতে আমি আমার এই গার্মেন্টসের 5 থেকে 10 টি মেশিন দিয়ে শুরু করতে চাই এবং ভবিষ্যতে আমি এর মাধ্যমে কমপক্ষে 500 লোকের কর্মসংস্থান তৈরি করতে চাই আমি আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা চাই বিশ্বাস করি সকল ভাই বোন আমাকে আপন করে নিবেন এবং আমাকে সুপরামর্শ ভালোবাসা ও দিকনির্দেশনা দিয়ে আমার পাশে থাকবেন আমি যেন স্যারের এ শিক্ষাকে বুকে ধারণ করে আমি স্যারের এই শিক্ষা কে যেন বুকে ধারণ করে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন আমি দেখেছি তা যেন বাস্তবায়ন করতে পারি আল্লাহ সুবাহানাতালা আর কাছে সে তৌফিক কামনা করছি আল্লাহ আমারে স্বপ্নপূরণের রাস্তাটা যেন সহজ করে দেন শত প্রতিকূল অবস্থায় যেন ধৈর্য ধারণ করতে পারি এবং কাজের জন্য ব্যাপকভাবে লেগে থাকতে পারি।
পরিশেষে প্রিয় প্লাটফর্ম সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। প্রিয় সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ পাক প্রিয় স্যার কে সুস্থ রাখুন ভালো রাখুন হেফাজতে রাখুন দোয়া করি সবসময়। জীবন কে বদলে নেওয়ার জন্য ইকবাল বাহার জাহিদ স্যার মতো একজন মেন্টর দিকনির্দেশনা অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আল্লাহ পাক স্যারের নেক হায়াত দান করুন। পরিবারের সবাইকে হেফাজতে রাখুন। আমিন🤲🤲🤲🤲
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৬৭
Date:- ০৬ & ০৭/১১/২০২১ইং
নুরুজ্জামান খান
নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন গর্বিত সদস্য
ব্যাচঃ ১৫
রেজিঃ ৬৯১৯৬
জেলাঃপটুয়াখালী