উদ্যোগক্তা জীবনের প্রতিটা দিন আমার জন্য স্বরণীয়। প্রতিটা দিন একটা আস্ত গল্প।।
_________আসালামু আলাইকুম _____________
সকল প্রশংসা মহান আল্লাহ তালার প্রতি কারন তিনি আমাকে এখও বাঁচিয়ে রেখেছেন।
💐আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রিয় মেনটর জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি। কারন তিনি আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছে। স্যারের একটা লাইন
""স্বপ্ন দেখুন, সাহস করুন লেগে থাকুন ""
🟥হ্যা আমি স্বপ্ন দেখেছি সাহস করেছি এবং লেগে রয়েছি। আমি কথা বলার জড়তা কাটিয়েছি আয়নার সামনে দাড়িয়ে। আমি নিজের সাথে নিজে কথা বলি সব সময়।
🟥আমি খুব সেনসেটিভ মনের মেয়ে অল্পতেই কষ্ট পায়
কিন্তু কাজের দিকে আমি নিজের আর্দশ ঠিক রেখে চলি।
আজ আমি আমার বিজনেস জীবনের শুরুর দিকের প্রডাক্ট সোসিং নিয়ে লিখবো। সেই দিনের কথা মনে হলে আমার গায়ে এখনও কাটা দিয়ে ওঠে।
🟥আমি প্রডাক্ট আনতে ইসলামপুর যাবো ঠিক করলাম সেই অনুযায়ী ম্যাপ দেখে রাতেই সব নোট করে নিলাম কোথায় নামবো কি ভাবে যাবো।
🟥আমার ছোট বেবিটার বয়স তখন ২বছর। তো আমার হাজবেন্ড বাসায় থাকবে আর আমি কাপড় আনতে যাবো কারন আমি একটু চুজি টাইপের। কোয়ালিটি টা আমাকে বুঝে নিতে হবে। আমার প্রথম বিজনেস খারাপ প্রডাক্ট আমি আমার ক্রেতা কে কখনোই দিবো না। আমি সকাল বেলা বাসা থেকে বের হলাম।
🟥 আমার বাসা যেহেতু মিরপুর -১ এ এখান থেকে সদরঘাট বাস যায়। আমি তেমন একটি বাসে উঠলাম। শ্যামলী পার হওয়ার পর একটি দৃশ্য আমার খুব বিরক্ত কর লাগছিলো। যাইহোক। গুলিস্তান পৌঁছাতে প্রায় সকল যাত্রী নেমে গেলো আমি সহ আর চার পাঁচ জন আছি বাছে। তার পর একটু আগাতেই তিন জন। আমার পাশা পাশি বসা একটি ছেলে শ্যামলী থেকে অন্য রকম খেয়াল করলাম বলেছি, ঐ ছেলেটি রয়েছে এবং ছেলেটি আমার কাছে টাকা চাওয়া শুরু করলো। আমি একা একটি মেয়ে আর এক জন পুরুষ যাত্রী আর ঐ ছেলেটি।
🟥ছেলেটি বার বার টাকা চেয়েই যাচ্ছে। আমি চুপ চাপ বসে রইলাম। কথা বলছিলাম না। ভিক্টোরিয়া মোড়ে ম্যাপ অনুযায়ী আমার নেমে যাওয়ার কথা আমি ভিক্টোরিয়া মোড়ে চলে এসেছি। কিন্তু ড্রাইভার গাড়ি স্লো করছিলো না বার বার বলছি কোন কান মাথা নাড়ছিলে না। আর ঐ ছেলেটিও রয়েছে। এমন সময় দেখি শেষ যে যাত্রী উনি গেটের কাছে চলে গেছে। উনাকে গেটের কাছে যেতে দেখে আমিও উনার পিছে গিয়ে দাড়িয়ে পরি। ঐ লোকটি ঐ গাড়ি চলা অবস্থায় নেমে যায় আমি নামতে পারি না। বার বার বলছিলাম স্লো করেন আমি নামবো কিন্তু হেলপার এর আচরন সন্দেহ লাগছিলো সাথে ঐ বদ ছেলেটি। শেষে দিশা না পেয়ে চলন্ত অবস্থায় আমি বাস থেকে ভয়ে লাফ দেয়। আসে পাশে অনেক রিক্সা ওয়ালা ছিলো তারা সবাই এসে আমাকে জাপটে ধরে আমার হাটু হাতের কুনউ আঘাত পায়।
🟥আসলে ঐ দিন আমার জীবনে কি ঘটতো আমি জানিনা তবে আল্লাহ হায়াত দিয়েছেন বলে বেঁচে আছি। উদ্যোগক্তা জীবনের প্রতিটা দিন আমার জন্য স্বরণীয়। প্রতিটা দিন একটা আস্ত গল্প। কতো ঝড় পেরিয়ে এখনও স্বপ্ন দেখছি কাজ করছি। আলহামদুলিল্লাহ লাক্ষ পতিও হয়েছি। আর এই সাহস আর গাইড লাইন আমি স্যারের লেখনীর মাধ্যমে পেয়েছি।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৬৩
Date:- ০৩/১১/২০২১ইং
🟥🟥🟥Shathi Ir
🟥🟥🟥🟥রেজিট্রেশান নং -৪৩১৫৬
🟥🟥🟥🟥🟥🟥ব্যাচ তম -১২
🟥নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন🟥