গতকাল রাত থেকেই চিন্তা করছিলাম
🍁গল্প কথায় পন্য বিজ্ঞাপন 🍁
আস্সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ্
~~~~~~===========~~~~~~~~~
গতকাল রাত থেকেই চিন্তা করছিলাম আগামীকাল তো হাটবার, বেচা কিনা কেমন হবে আল্লাহ জানে, বাজারে জাবো কিনা, একটু চিন্তায় ছিলাম, তারপর ভাবলাম, বেচা কিনা হোক আর না হোক একবার অন্তত বাজার থেকে গুরে আসি , তাই তো একদম ফজর পড়ে বাজারে চলে আসলাম,
মজার বিষয় হলো সাধারনত অন্যান বাজার কিন্তু ফজরের পর পর খোলে না কিন্তু আমাদের এ অনলাইন বজার ২৪ ঘন্টাই খোলা থাকে, তাই নো টেনশন, যে কোন সময় এখান থেকে ক্রয় বিক্রয় উভয়টা করা জায়
যাইহোক কথা বেশি বললে মানুষ আবার খারাপ বলতে পারে , তাই কথা না বাড়িয়ে, বাজারে চলে আসলাম প্রতি সপ্তাহের ন্যায়,☀️☀️☀️☀️
আজকে(৭১) তম হাট বারে আপনাদের সকলকে জানাই আন্তারিক অভিনন্দন ও শুভেচ্ছা 🥀🥀
আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি
সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের কে সুস্থ রেখেছেন, ও ভালো রেখেছেন,
শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি প্রিয় শিক্ষক, মেন্টর, ভালো মানুষ গড়ার কারিগর, জীবন্ত কিংবদন্তী এ শতাব্দীর শ্রেষ্ঠ আবিষ্কার
যিনি সুখ খুঁজে না আপন নীড়ে, প্রাণের টানে এই আঙিনায় বারে বারে আসে ফিরে, কালজয়ী, সময়উপযোগী মহা নায়ক, সকলের নয়নের আলো,আমাদের সকলের নয়নের মনি, শিক্ষাগুরু, আমাদের সকলের প্রিয় শিক্ষক যার চিন্তা ভাবনা এই স্বপ্নের প্ল্যাটফর্ম কে ঘিরে, যিনি সবসময় যুক্তিময় উক্তি দিয়ে আমাদের অনুপ্রাণিত করেন, তিনি হলেন
আমাদের সকলের প্রিয়
ইকবাল_বাহার_জাহিদ স্যার, যার পরিশ্রম একাগ্রতা, সততা ও নিষ্ঠার ফসল হিসেবে আমরা পেয়েছি নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশনের মতো একটি মানবিক প্ল্যাটফর্ম। তার সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা তাদের মেহনত ধারা নিজের বলার মত গল্পঃ ফাউন্ডেশন তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে -অনেক অনেক ভালোবাসা নতুন পুরান সকল সদস্য ভাই বোনদের প্রতি ------
~~~~~----------~~~~~~~~-----------~~~~~
বাজারে প্রবেশের একটা দোয়া আছে আশা করছি জারা জানেন তারা দোয়া টি পড়ে নিবেন
বাজারে যেহেতু আসছেন কষ্ট করে তাহলে আমার পন্য/ কাজ সম্পর্কে কিছু কথা বলি,
ইয়ে মানে লিখি,
মনোযোগ দিয়ে পড়বেন আশা করছি
🚶♂️ক্লাইন্ট যখন প্রবাসী🏰
গত সপ্তাহে আমার সেল পোষ্ট থেকে একজন ভাইয়া আমাকে ইনবক্স করলো, জে ভাইয়া
আমি আমার পোইজের পুরা সেটাপ করতে চাই
এখন কত টাকা খরচ পড়বে?
আমি বললাম ভাই আগে আপনার কাজ গুলো দেখতে হবে, তারপর না হয় টকার বিষয় টা বলি
তখন তিনি তার পেইজের লিংক দিলো আমাকে তারপর তারপর পেইজ ভিজিট করলাম,এবং সমস্যা গুলো নোট করলাম,এখন যখন তাকে বলবো তার পেইজের সমস্যা গুলা তখন দেখি তিনি অনলাইনে নেই, তারপর তাকে টেক্সট করে রাখলাম অনলাইনে আসলে নক দেওয়ার জন্য, অনেকক্ষণ পরে তিনি রিপ্লাইতে লিখলেন ভাই আমি তো এখন ডিউটিতে আছি, পরে কথা বলবো,কি আর করা ক্লাইন্টের ডিমান্ড বলে কথা,তিনি কখন ফ্রী হবেন সেটাও জানিনা, পরের দিন এমন সময় কল দিলো যখন আমি সেশন চর্চা মিটআপে কথা বলতেছি,কি করবো ঠিক বুজতে পারছিলামনা,
তখন তার কল টা কেটে দিলাম, এবং মেসেজ করে বললাম মিটআপে আছি, পরে কথা বলবো,
তারপর মিটআপ থেকে বের হয়ে তাকে নক করলাম, তিনি বলতাছেন তিনি নাকি এখন আবার ব্যাস্ত!
এইভাবে প্রয় অনেক সময় এমন হতো, আমি ফ্রী হলে তিনি বিজি, আমি বিজি হলে তিনি ফ্রী, কি জে এক আজব অবস্থা, তারপর একদিন তাকে বললাম ভাই আপনি যখন ফ্রী হবেন তখন আমাকে অফলাইনে কল দিয়েন যদি অনলাইনে না থাকি, এবং তাকে আমার কন্টাক্ট নাম্বার টা টেক্সট করে দিলাম,তারপর একদিন সুযোগ করে কথা বললাম পুরা কাজের ব্যাপারে,
তারপর তিনি বললো ভাই আমার কাজ টা আজকে দিনের মধ্যে করে দিলে ভালো হতো,
আমি তো অবাক, এতদিন পর বলতাছে একদিনে কাজ করে দিতে,পরে বললাম আমি চেষ্টা করে দেখবো,ইনশাআল্লাহ, তারপর কাজ করা শুরু প্রথমে পেইজের ইউনিক লোগো,
লোগো বনিয়ে তাকে ডেমো পাঠালাম, তার লোগো পছন্দ হয়েছে কিন্তু কলার পরিবর্তন করতে হবে, আচ্চা কালার পরিবর্তন করে আবার দিলাম, এবার বলতাছে ব্যকরাউন্ড কালার টা অন্য কালার হলে কেমন হয়? বললাম আপনি কোন কালার দিতে ছান বলেন
তিনি বলতাছে আপনার মনমত একটা কালার দিন, বললাম আমিতো এটা আমার মন মতোই দিয়েছি, তারপর বললো ফন্টের কালার টা অন্য কালার দেওয়া জায় কিনা? বললাম জ্বি ভাই অবশ্যই দেওয়া জায়,
মোট কথা প্রয় দশ বার পরিবর্তন করার পর তার লোগো টা পছন্দ হয়েছে,
এবার আসলো পেইজের কভার, এবার প্রথমে তাকে কিছু কাভারের ডেমো পাঠালাম, বললাম এখান থেকে কোন ডিজাইন পছন্দ হয় বলেন, বলতাছে আমাকে একটু সময় দিন, বললাম ঠিক আছে, একদিন পর তিনি একটা ডিজাইন পছন্দ করে বললেন, সেটার মতো করতে, তারপর, ওই ডিজাইন টা করলাম করে তাকে পাঠালাম এবার বললো এখানে এই চবি টা বড় করা জায় কিনা? বললাম না, বললো ঠিক আছে আপনার মত করে করছেন ভালো হয়েছে তবে একটু কালার টা হলুদ হলে ভালো হয়,
মানে একটা হলে আরেকটা পছন্দ হয় না, সব মিলিয়ে আমার লাইফে এরকম ক্লাইন্ট প্রথম বার দেখলাম, তার পুরা কাজ টা করতে প্রায় ১০ দিনের মতো লাগছে,
তারপরও তার সাথে বিন্দু পরিমাণ মন খারাপ করে কথা বলিনি, একদম স্বাভাবিক থাকার চেষ্টা করেছি সবসময়, কারন দিন শেষে তিনি আমার কাস্টমার, আর কথায় বলে কাস্টমার নাকি লক্ষী হয়, তাই তাদের সাথে সবসময় ভালো ব্যাবহার করি,এজন্য অবশ্য প্রতিদান ও পেয়েছি,
উদাহরণ সরূপ, এ ভাইয়াটার কথাই বলি,
তার পুরা কাজ শেষ হওয়ার পর তিনি নিজেই আমাকে কল করে জিজ্ঞেস করলেন ভাই আপনি আমার উপর রাগ করেননি??
বললাম কেন?
বললো আমি যে আপনাকে বারবার ডিস্টার্ব করছি, আমি বললাম না আমি রাগ করিনি, তারপর তিনি বলতাছেন, ভাই আমি জানি আপনার অনেক কষ্ট হয়েছে তুলনা মূলক,
এজন্য মনে কষ্ট রাখবেননা, ইনশাআল্লাহ পরবর্তীতে আমার যত কাজ আছে সব আপনার থেকে করাবো, আমি বললাম ঠিক আছে ভাই মনে কোন কষ্ট নেই ভালো থাকবেন,
~~~~======~~~~~~=======~~~~~
এ কথা গুলো থেকে একটা বিষয় আমাদেরকে বুজতে হবে এবং বিশ্বাস করতে হবে,
আর সেটা হলো আপনি মানুষর সাথে যত বেশি মিশতে পারবেন, এবং যত ভালো ব্যাবহার করবেন, ততই আপনার ব্যান্ডিং হবে, আর তা যদি হয় কাস্টমারের ব্যাপারে, তাহলে তো অবশ্যই আপনার ভালো ব্যাবহারের কারনে আপনার বিজনেস বৃদ্ধি হবে,এবং আপনার নিয়মিত কাস্টমারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে,
আমরা সকলেই জানি যে সব কাজের একটা বিনিময় আছে, হোক সেটা ভালো কাজ কিংবা খারাপ কাজ, তবে, আপনি সেটার প্রতিদান পাবেনই, ভালো করলে ভালো প্রতিদান খারাপ করলে খারাপ, এজন্য আমরা সৃষ্টির সেরা জিব হিসাবে, সবার সাথে ভালো আচারন করবো,এবং ব্যবসায়িক বিষয়ে যত বেশি কাস্টমারের কথা কে প্রাধান্য দিবো ততই আমরা উন্নতি করতে পারবো🍁🍁
আশা করছি সবাই পড়ে উপকৃত হয়েছেন।
অনুগ্রহ করে ভুল হলে কমেন্টের মাধ্যমে জানিয়ে অবহিত করবেন ধন্যবাদ সবাইকে
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
শেষ করার আগে একটু বিজ্ঞাপন
💻বর্তমানে কাজ করছি গ্রাফিক্স ডিজাইন নিয়ে
🧭পেইজ লিংক https://www.facebook.com/Alif-Graphics-design-100780982356827/
যোগাযোগ 01309770746
🖊কাজের বিবরণ
👉পেইজ লোগো
👉ওয়েব ব্যানার
👉ফেসবুক প্রোফাইল ও কাভারফটো
👉ভিজিটিং কার্ড
👉গ্রুফ লোগো
👉ব্যানার ও শুভেচ্ছা কার্ড
👉নাম কালিগ্রাফি
🥢 বাজেটের মধ্যে করে ফেলুন আপনার প্রতিষ্ঠানের আকর্ষণীয় লোগো ডিজাইন। 🥢
👉 ব্যবসা অনলাইন কেন্দ্রিক গড়ে তুলতে আপনার লাগবে একটি আকর্ষণীয় লোগো যেটির মাধ্যমে আপনার কাস্টমাররা আপনার সাথে সম্পৃক্ত হবে।
👉 আপনার ব্যবসাটির নাম যদি বাংলায় করতে চান তাহলে আমরা করে দিবো আকর্ষণীয় বাংলা টাইপোগ্রাফি আপনার বাজেটের ভেতর।
👉 আপনি যদি আপনার ব্যবসাটির নাম ইংলিশএ রাখেন তাহলে আমরা আপনাকে দিচ্ছে আকর্ষণীয় প্রিমিয়াম কোয়ালিটির ইংলিশ লোগো
🔥 যেসব ফাইল আমরা আপনাকে মেইল করবো সেগুলো হলো eps,png(without background), jpeg, mc file formate, Fb profile picture ইত্যাদি
🔖 আমাদের কাছে কাজ কেন করাবেন ?
☘️ আমরা আমাদের কোনো ক্লায়েন্টের কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথে আমাদের পেজ এ উপলোড দিয়ে দেই তাই খুব সহজেই আপনি আমাদের কাজ গুলো দেখে নিতে পারছেন
☘️ আমাদের পেজ এর রিভিউ দিন দিন বেড়ে চলেছে তাই আমাদের ওপর আস্থা রাখতে পারেন। ⭐ ⭐ ⭐ ⭐ ⭐
☘️ আমরা ডেলিভারি করা লোগো প্রতিনিয়ত আমাদের পেজে আপলোড করে থাকি
বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা কল করুন 01309770746
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৬২
Date:- ০২/১১/২০২১ইং
🥀নাঈমুল হাসান(বিপ্লব)
🥀কমিনিটি ভলেন্টিয়ার
🥀জেলা★লক্ষীপুর
🥀থানা★রামগন্জ
🥀ব্যাচ★১৫
🥀রেজিঃ★৬৭৬৫০