❣গল্পে গল্পে সেল পোস্ট ❣
❣আজ মঙ্গলবার বার ,,"নিজের বলার মত একটা গল্প "ফাউন্ডেশনের হাটবার ।বেশ কিছুদিন আগে পর্যন্তও কোন দিন কি বার সেটা আমার মনে থাকতো না । কিন্ত যখন থেকে গ্রুপে এক্টিভ আছি তখন থেকেই এই হাটবারে অংশ গ্রহণ করার জন্য, পুরো সপ্তাহে মঙ্গলবারের জন্য অপেক্ষায় থাকি।
❣আমার প্রতি দিনের কাজের মধ্যে সব চেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ হলো , সকাল ও রাতে দুই বার বাড়িতে ফোন দিয়ে মা-বাবার সাথে কথা বলা।
❣সোমবার রাতে ,একটু কাজে ব্যস্ত ছিলাম আর রাত ৮. ৩০ মিনিটে আমার নিজ জেলা রাজবাড়ীর সেশন চর্চার ক্লাস শুরু হয় আর শেষ করতে রাত ১০. ০০ টা বেজে যায়।রাত বেশি হাওয়ায় বাবা-মা যদি ঘুমিয়ে পরেনে ,সেই জন্য আর ফোন দেইনি।
❣প্রতিদিনের মত আজ সকালে ঘুম থেকে উঠে, একটু তাড়াহুড়ো করে সকালের কাজ গুলো শেষ করলাম।ছেলেকে খাবার খাওয়াতে খাওয়াতে ভাবছি যে খাওয়ানো শেষ হলেই মাকে ফোন দিব।ঠিক তখনই মায়ের ফোন আসলো।
আমি:ফোন রিসিভ করলাম।
মা: কেমন আছো তোমরা?আমার ভাই কেমন আছে?
আমার ছেলেকে আমার মা কখনোই নাম ধরে ডাকেন না ।সব সময়ই ভাই বা বাবু বলেই ডাকে।
আমি : আলহামদুলিল্লাহ,, মা আমারা সবাই ভাল আছি। তুমি,বাবা,মৌ,তোমরা সবাই কেমন আছে?
মা : আলহামদুলিল্লাহ ,ভাল আছি। কিন্ত তোমার বাবার শরীর বেশি ভাল না।কোমোড়ের ব্যাথাটা আবার বেড়েছে আর এই মানুষ টার সাথে সবাই মিলে যুদ্ধ না করলে তো তিনি ডাক্তারের কাছে যান না।দেখো তোমরা কিছু করতে পারোকিনা।
আমি: আচ্ছা ,,বাবার সাথে কথা বলে দেখছি কি করা যায় । আজ হাটবার এ জন্য আমি একটু তাড়াহুড়ো করছিলাম তাই মাকে বললাম এখন ফোন রাখি আবার পড়ে ফোন দিচ্ছি।
মা: মনে হচ্ছে তাড়াহুড়ো করছো, তোমরা কি কোথাও যাবা?
আমি: না মা ।আজ হাটবার তো ।আমার কথা শেষ না হতেই মা বললেন,,
মা: কি যে পাগলের মত কথা বলো ,ঢাকায় আবার কেনাকাটা করতে হাটবার লাগে,,,
আমি: না এটা আমাদের গ্রামের মত সেই হাট না ,এটা অনলাইন হাট। আমি Young Entrepreneurs নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন নামক একটা গ্রুপের যুক্ত হয়েছি । এই গ্রুপের একজন শিক্ষক আছেন। তিন এই পরিবারের প্রতিটা সদস্যের জন্য, সাপ্তাহিক একটা অনলাইন হাটের ব্যবস্থা করেছেন। যেখানে গ্রুপের সকল উদ্যোক্তারা তাদের পছন্দ মত পণ্য ক্রয় -বিক্রয় করতে পারেন। আর প্রতি সপ্তাহে মঙ্গলবারে এই অনলাইন হাট বসে।
মা: সেটা না হয় বুঝলাম, কিন্ত অনলাইন মানে সরাসরি কোন পণ্য না দেখে ক্রয় বা বিক্রি করা হয়।এটা কি কখনোই সম্ভব। আমি যতদূর জানি বর্তমানের বিভিন্ন গ্রুপের নামে, প্রলোভন দেখিয়ে মানুষের হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।আমি বলে দিচ্ছি ,তোমার এসব গ্রুপের সদস্য হওয়ার কোনোই দরকার নেই।
কখন কোন বিপদে ফেলবে নিজেও বুঝতে পারবা না ।আর এই গ্রুপের সদস্য হতে ওরা তোমার থেকে কত টাকা নিয়েছে?
আমি: মা তুমি রাগ করো না ।আগে আমার কথাটা শোনো,,,, আর তুমি বিশ্বাস কর "নিজের বলার মত একটা গল্প" ফাউন্ডেশনের সদস্য হতে আমার এক টাকাও খরচ করতে হয় নি। আমি তোমাকে নিয়ে যখন হাসপাতালে ভর্তি ছিলাম ,তখন তোমাকে বলেছিলাম যে আমার এক স্যারের করোনা হয়েছে এবং উনার খুবই খারাপ অবস্থা।
মা: মনে আছে তা উনি তোমার স্কুল না কলেজের স্যার?
আমি: উনি আমার কোন স্কুল বা কলেজের স্যার নয়। তোমাকে যে গ্রুপের কথা বলছি এই স্যার ই গ্রুপ টা তৈরি করেছেন।
আর স্যারের নাম " Iqbal Bahar Zahid স্যার"। স্যারের মত এত নিঃস্বার্থ ও ভাল মনের মানুষ আমাদের সমাজে খুবই কম আছেন।
বাংলাদেশর ৬৪ টি জেলা ও বিশ্বের ৫৩ টি দেশে ,নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের সদস্যসংখ্যা প্রায় ৫ লক্ষ।
আর আমাদের প্রিয় শিক্ষক, এই মানুষ গুলোকে বিনা খরচে বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করে থাকেন।তার মধ্যে অন্যতম বিষয় গুলো হলো,,,,
ভাল মানুষ তৈরি করা , উদ্যোগক্তা তৈরি করা এবং যারা উদ্যোগেক্তা আছেন তাদেরকে সঠিক পথ দেখানোর মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া ,অসহায় উদ্যোক্তাদের আর্থিক সাহায্য প্রদান করা, বিভিন্ন ধরনের ট্রেনিং প্রদান করা ,এর পাশাপাশি অসহায় মানুষের সহযোগিতা করা ,বিভিন্ন ধরনের সামাজিক কাজের করা ইত্যাদি। এছাড়াও এই গ্রুপের থেকে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করা হয় তা এত বিস্তৃত যে ফোনে বলে শেষ করতে পারবো না ।
আর এই মহৎ উদ্যোগ পরিচালনার জন্য আমাদের মেন্টর এই প্লাটফর্মের সদস্যদের থেকে কখনোই কোন আর্থিক সাহায্য নেয় না ।
আমাদের স্যার নিজের ব্যক্তিগত কাজের পাশাপাশি নিজের শ্রম,মেধা ও অর্থ দিয়ে এই প্লাটফর্মের জন্য প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
মা: তোমাদের স্যার সম্পর্কে শুনে মনে তিনি খুবই নিঃস্বার্থ ও ভাল মনের মানুষ। সত্যিই এখনকার সময়ে এমন মানুষ চোখে পড়ে না ।
আর তোমাদের স্যার যে অসুস্থ ছিলেন তিনি কি সুস্থ হয়েছেন?
আমি : আলহামদুলিল্লাহ,,আল্লাহর অশেষ রহমতে ও লক্ষ মানুষের দোয়াই আমাদের সবার প্রিয় মেন্টর ,,জনাব "ইকবাল বাহার জাহিদ" স্যার এখন মোটামুটি সুস্থ হয়েছেন ।
মা: আলহামদুলিল্লাহ,,,,দোয়া করি আল্লাহর যেন এই ভাল মানুষকে দ্রুত সম্পূর্ণ সুস্থ করেন,আমিন।
কিন্ত একটা জিনিস কিছুতে বুঝতে পারছিনা যে তুমি যে অনলাইন হাটের কথা বললে ,সেখানে কি সত্যিই সেল হয়?
আমি: অবশ্যই সেল হয় ,,,এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস সহ ,গাড়ী থেকে শুরু করে সোনা পর্যন্ত সেল হয়।
মা: আমি সত্যিই অবাক হয়ে যাচ্ছি।তুমি গ্রুপে যুক্ত আছো শুনে খুবই চিন্তায় পড়েছিলাম, যাক এখন চিন্তা মুক্ত হলাম।
আমি: মা তুমি নিশ্চিন্তে থাকতে পারো,"নিজের বলার মত একটা গল্প" ফাউন্ডেশন মেয়েদের জন্য একটা সেভ জায়গা।এটা এমন একটা পরিবার সেখানে সকল সদস্যগন সবাই ভাই-বোনের মত।
এখানে যারা আছেন সবাই পজেটিভ মানুষ। এই পরিবারে নেগেটিভিটির কোন জায়গা নেই।
আর এই পরিবারের সবার থেকে আমি খুবই সাপোর্ট পাচ্ছি। যদি কেউ কোন খারাপ কাজ করেন তার শাস্তির ব্যবস্থাও রয়েছে।আর এই প্লাটফর্ম পরিচালনার জন্য অসংখ্য ভাই-বোন স্যারের পাশাপাশি নিঃস্বার্থভাবে পরিশ্রম করে যাচ্ছেন।
আর তুমি আমাকে সবসময় একটা কথা বলতে,,,"পারলে কারোর উপকার করো কিন্ত কখনো কারোর ক্ষতি করোনা।ঠিক এই একই কথা আমাদের স্যারও বলেন।
মা : খুব ভাল লাগল🥰।তোমার স্যার ও নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের সকল সদস্যদের জন্য অনেক অনেক দোয়া রইল।
অনেক কথা হল,এখন ফোন রাখি,তুমি যাও "নিজের বলার মত একটা গল্প"ফাউন্ডেশনের অনলাইন হাটে অংশ গ্রহণ কর।
এটা বলে আমার" মা " ফোন রেখে দিলেন।
এখন আমি যাচ্ছি আমার প্রিয় প্লাটফর্ম " নিজের বলার মত একটা গল্প"ফাউন্ডেশনের হাটে অংশ গ্রহণ করতে🥰🥰🥰।
❣আর যেতে যেতে ,,,কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রিয় শিক্ষক, মেন্টর, পথপ্রদর্শক ,আলোর দিশারী, জনাব "ইকবাল বাহার জাহিদ "স্যারের প্রতি ,,যিনি না থাকলে হয়তো আমার মধ্যে থাকা ঘুমন্ত "আমিকে "কখনোই খুজে পেতাম না ।
স্যার এই পরিবার তৈরি করেছিলেন বলেই আমি বেঁচে থাকার পথ খুজে পেয়েছি।
আল্লাহ কাছে দোয়া করি যেন আমাদের সবার প্রিয় শিক্ষককে দ্রুত সম্পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন, আমিন।
👩আমি "তাহমিনা খানম লিজা "কাজ করছি নিজেদের তৈরিকৃত গহনা ও সব ধরনের পোশাক নিয়ে।
পেজ,,👇
https://www.facebook.com/Queenpointbd/
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৬২
Date:- ০২/১১/২০২১ইং
💢নাম-তাহমিনা খানম লিজা
💢কমিউনিটি ভলেন্টিয়ার
💢রেজিস্ট্রেশন নং-২৮৭০৯
💢 ব্যাচ নং-১১ তম
💢ব্লাড গ্রুপ-O পজেটিভ
💢 জেলা- রাজবাড়ী
💢বর্তমান অবস্থান - ঢাকা মিরপুর।
💕ওনার অফ:কুইন পয়েন্ট- Queen point