কুমিল্লা জেলার "দিনে এনে দিনে খায়" গত তিন দিনে সবাই নিজের সাধ্য অনুযায়ী অসহায় মানুষদের কিছু খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার জন্যে।
নিজের বলার মত একটা গল্পের কর্মসূচী
"দিনে এনে দিনে খায়" গত তিন দিনে সবাই নিজের সাধ্য অনুযায়ী অসহায় মানুষদের কিছু খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার জন্যে।
সেই ধারাবাহিক অনুযায়ী আমরা আমাদের ১১ সদ্যস ভলেন্টিয়ার টিম নিয়ে বাজার থেকে শুরু করে ত্রাণ বিতরণ দেওয়া পর্যন্ত আমরাই ছিলাম।
আলহামদুলিল্লাহ আমরা আজকে সুন্দর ভাবে কুমিল্লায় ২টা পয়েন্টে দুপুর থেকে সন্ধা পর্যন্ত। আমরা ১২৫জন মানুষের কাছে আমাদের ত্রাণ বিতরণ করতে পেরিছি।
আমাদের ১নাম্বার পয়েন্ট ঃ রানীর বাজার, প্রোফেসর পাড়া, জনতা ব্যাংকের সামনে।
২নাম্বার পয়েন্ট ঃ ক্যান্টনমেন্ট সুপার মার্কেট এর সামনে।
যা যা ছিলো প্রতি পেকেটেঃ
১। চাল
২। ডাল
৩। পেয়াজ
৪। তৈল
৫। আলু
৬। সাবান
যারা সার্বিক সহায়তা করেছে দেশ বিদেশ থেকে এবং ভলেন্টিয়ার সবাইর প্রতি কৃতজ্ঞতা প্রাকাশ করছি। আল্লাহ আপনাদের সকলকে সুস্থাতা দান রাখুক।
সেই দোয়া রইলো আপনাদের প্রতি