ফেনী জেলার কর্মসূচি দিনে এনে দিনে খায়। প্রয়োজনে কম খাবো তবুও ভাগ করে খাব
ত্রাণ বিতরণ করতে গিয়ে আমার কিছু অনুভূতি
কর্মসূচি দিনে এনে দিনে খায় "( প্রয়োজনে কম খাবো তবুও ভাগ করে খাব )
স্থান :: "ফেনী জেলা"
প্রথম দিন
' আমি "সাগর ভাই "ইকবাল ভাই " বের হয় সকাল আটটা 30 মিনিটে" ফেনী থেকে প্রথমে কাজিরবাগ তারপর রানিরহাট' বল্লভপুর ' দারোগারহাট ' ছাগলনাইয়া ' সতর' বক্তার হাট ' ফুলগাজী দের পাড়া ' প্রায় দশটি গ্রামে 50 টি পরিবারের হাতে পৌঁছে দিতে গিয়ে আমাদের প্রায় বিকেল পাঁচটা বাজে ! এদিকে সব দিকে দোকানপাট বন্ধ হওয়ার কারণে আমরা ছিলাম উপোস" তবুও ক্লান্তি আসেনি কাজটি যে মানবতার পাশে দাঁড়ানো ।
কর্মসূচির দ্বিতীয় দিন
বের হই দশটায় প্যাকেটিং এর কাজ শেষ করে" গন্তব্য নতুন বাজার ও ফরহাদনগর ইউনিয়' রিয়াজ ভাইয়ের এরিয়া আমাদের গ্রুপের মহিউদ্দিন ভাইয়ের গাড়ি থাকার সুবাদে ঐদিন একটু সুবিধা হয় প্রায় 20 টি পরিবারকে
দিয়ে তিনটার দিকে শেষ হয় !
কর্মসূচির তৃতীয় দিন
বের হয় দুপুর দুইটা স্থান রাজাপুর দাগনভূঞা " ফোরকান ভাই ও রাসেলের এরিয়া " ঐদিন প্রায় বারটি পরিবারকে দিতে সক্ষম হই!
কর্মসূচির চতুর্থ দিন
প্রচন্ড রোদ তাপ উপেক্ষা করে
ফেনী শহরের বিভিন্ন জায়গায় লিফলেট ও গণসচেতনতা তৈরি করার উদ্দেশ্যে প্রচার প্রচারণা।
কর্মসূচির পঞ্চম দিন
বের হয় বিকেল তিনটায় উদ্দেশ্য তেমুহানি আসলাম কন্টাকটার হাফিজিয়া এতিমখানা। প্রায় 40 জন এতিম শিশুর পড়াশোনা করে ওখানে ! আমি সাগর বণিক" ফোরকান ভাই " বাজার করে রেডি প্রথমে মনে করেছি একটা সিএনজি নিয়ে যাব" পরে মাথায় আসলো ( আমাদের দুজনের কাছে মোটরসাইকেল আছে) যদি মোটরসাইকেল নিয়ে যাই তাহলে তো ঐ গাড়ি ভাড়ার টাকা দিয়ে আরও 5 কেজি চাউল কিনে যাবে ওদের জন্য "( যেই চিন্তা সেই কাজ ') ফোরকান ভাইয়ের মোটরসাইকেল এর মধ্যে চাউলের বস্তা অন্যান্য বাজারসহ আরেকটি বস্তা শক্ত করে রশি দিয়ে বেঁধে নি অন্য আরেকটি মোটরসাইকেলে আমি আর সাগর বণিক " বলে রাখা ভালো আমরা কিন্তু সাধ্য অনুযায়ী সর্তকতা অবলম্বন করার চেষ্টা করি " মাক্স' হাতে গ্লাভস" পুরো শরীরে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করি " রওয়ানা হলাম প্রতিমধ্যে এসএসকে রোডে যাওয়ার পর RAB অভিযান কিছুদুর পর পর দাঁড়িয়ে রয়েছে উদ্দেশ্য দোকানপাট বন্ধ করে রাস্তাঘাট থেকে মানুষকে ঘরে ফিরিয়ে দেওয়ার জন্য " একে একে সবাই সিগন্যাল দিতে শুরু করলো" একে একে সবাইকে বললাম আমরা এতিমদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছি " আগে আগে দু-তিনজন কিছুই বলেনি বলে চলে যান " কিন্তু লাস্টের একজন RAB সদস্যের আচরণ মোটেই ভাল লাগেনি!
উনি মারমুখী আচরণ করল আমাদের সাথে !কিছুক্ষণ মন খারাপ "পরে চিন্তা করলাম মন কেন খারাপ করব "
আমরা যে কাজটি করতেছি সেটি যে মানবতার পাশে দাঁড়ানোর কাজ " এই ভেবে মনটা ভাল হয়ে গেল
পরে আরো ভালো হয়ে গেল এতিম বাচ্চাদের মুখে হাসি দেখে " আমরা ওখানে চালডাল বাজারসহ যাদের কাছে মাক্স ছিলনা তাদেরকে মাক্স দিয়ে " এই সময় সামাজিক দূরত্ব বজায় রেখে কিভাবে চলাফেরা করবে সেই বিষয়ে সচেতনতা বুঝিয়ে বললাম ।
কর্মসূচি ষষ্ঠ দিন
আজকের দিনটি একটু ভিন্ন !
আজকে ত্রাণ সামগ্রী পৌঁছে যাবে এমন কিছু পরিবারের কাছে যারা মধ্যবিত্ত কারো কাছে হাত পাততে পারে না" লজ্জার ভয়ে তাই একটু ভিন্ন কৌশল"
সাগর ভাই সিদ্ধান্ত নিল " রাত আটটার সময় হলে ভালো হয় " রাতের আধারে কেউ দেখবে না " চুপি চুপি ওই পরিবারগুলোকে দেওয়া যাবে কিন্তু হঠাৎ গুটি গুটি বৃষ্টি শুরু হলো " কি আর করবে তারা তো অপেক্ষায় থাকবে বৃষ্টির মধ্যে রাতের অন্ধকারে পৌঁছে যায় নিজের বলার মত গল্প গ্রুপের প্রিয় ভাই সাগর বনিক ! এটাই যে প্রিয় স্যারের শিক্ষা কমিটমেন্ট রক্ষা করতে হবে ।
প্রিয় স্যারের প্রতি ভালবাসা
আমাদের পরিবারের এক লক্ষ মেম্বার " জানি এক লক্ষ মেম্বার সবাই উদ্যোক্তা বা ব্যবসায়ী হতে পারবে না ! কিন্তু আমরা সবাই বুকে হাত দিয়ে বলতে পারবো
আমরা ভালো মানুষ হতে পেরেছি " তারই প্রমাণ বাংলাদেশসহ বিশ্বের প্রায় 50 টি দেশের সদস্যরা দিয়েছে । আপনি জানেন স্যার আমাদের সদস্যদের মধ্যে গুটি কয়েক জন ছাড়া সবাই মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের ছেলে ( কাউকে ছোট করে উদ্দেশ্য নয়)
কিন্তু আপনার শিক্ষা আমাদের ভিতরে যে শক্তি যুগিয়েছে যেটি বাংলাদেশের ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে " যেটি বাংলাদেশের বড় বড় শিল্পপতিদের সম্ভব হয়নি ! আর আপনি বেঁচে থাকবেন আমাদের অন্তরে হাজার বছর ধরে।
আন্তরিকভাবে ধন্যবাদ ফেনী জেলা নিজের বলার মত গল্প গ্রুপের সকল সদস্যবৃন্দকে ও দেশের বাহির থেকে ও আমাদেরকে আর্থিক ভাবে কথাবার্তার মাধ্যমে সহযোগিতা পরামর্শ দিয়েছেন
আপনাদের প্রদোয় অর্থ আমরা শতভাগ সৎ এবং নিষ্ঠার সহিত উপযুক্ত ব্যক্তি উপযুক্ত স্থানে দেওয়ার চেষ্টা করছি " ভুলত্রুটি ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন আশাকরি
পাশাপাশি আমাদের কে নেতৃত্ব দিয়ে সহযোগিতা করেছেন " ইকবাল ভাই "সাগর ভাই "রিয়াজ ভাই" ফোরকান ভাই " ফরহাদ ভাই "নোমান ভাই " সহ সবাইকে আন্তরিক
অভিনন্দন
এই কার্যক্রম গুলো কে এত সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য!