দিন আনে দিন খায়-গাজীপুর জেলা কতৃক ত্রাণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে
আলহামদুলিল্লাহ্
দিন আনে দিন খায়-গাজীপুর জেলা কতৃক ত্রাণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
নিজের বলার মত একটা গল্পের প্রিয় ভাই বোন বন্ধুগন
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন?
আজ ০৩-০৪-২০২০ইং গাজীপুর জেলা
এবং গত ০১-০৪-২০২০ইং ঢাকা রমনা জোন
ও কুমিল্লা জেলা #দিন আনে দিন খায়# এমন গরিব অসহায় মানুষদের মাঝে ত্রান বিতরণ করেছে,
আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি
এই মহৎ কাজে সহযোগিতা করার,
আসুন সবাই মিলে প্রিয় স্যারের স্লোগান #প্রয়োজনে কম খাবো কিন্তু সবাই ভাগ করে খাবো# এই নির্দেশ পালন করি।
কিছু কথা
আমাদের প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যার
উনি কি মানুষ নাকি সময়ের সেরা মানুষ
তার প্রমাণ....
দেশের দায়িত্বশীলরা যখন উদাসীন
তখন সামাজিক দায়বদ্ধতা থেকে এবং তার অনুসারীদের ভালো মানুষী চর্চার সঠিক প্রয়োগ নিশ্চিত করতে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে যাচ্ছেন,
উনি শিখিয়েছেন মানুষ কে জিম্মি করে ব্যবসা নয়
>দুর্যোগপূর্ণ সময়ে হতে হবে মানবিক,
উনি শিখিয়েছেন আপনার উপার্যিত অর্থে শুধু আপনার হক রয়েছে তা নয়
>সমাজের গরিব অসহায় মানুষের হক আছে.
আপনার অজিত উপার্জনে,
আর এই মেসেজ বাস্তবায়নে
নিজের বলার মত একটা গল্প প্লাটফর্ম
করোনাভাইরাস মোকাবেলায় মানুষকে সচেতনতা বাড়াতে ন্যর্য মূল্যে মাস্ক, হ্যান্ডসেনেটাইজার বিক্রি করছে,
বাংলাদেশের প্রায় প্রতিটা জেলায় দিন আনে দিন খায় ত্রাণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে,
এমনকি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বিনামূল্যে মাস্ক লিফলেট এবং ত্রাণ প্রদান করেছে,
দুংখজনক হলেও সত্য
#করোনাভাইরাসের মত বিশ্বব্যাপী এই মহামারির সুযোগে মাস্ক - হ্যান্ডসেনিটাইজার ও নিত্যপ্রয়োজনীয় জিনিষ পএের বাজার নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
করোনাভাইরাস এখনো বাংলাদেশে হয়তো ইউরোপের দেশ গুলোর মত আক্রমণ করেনি
কিন্তু কিছু অমানুষ ঠিকিই আক্রমণ করেছে
যার কারনে প্রোয়োজনীয় জিনিষ পএের দাম সাধারণ মানুষের নাগালের বাহিরে চলে যাচ্ছে,
আল্লাহ জানে ইতালি স্পেন আমেরিকার মত অবস্থা হলে এ দেশে কি হয়?
কাফনের কাপড় কি সবার ভাগ্যে জুটবে?
মহান আল্লাহ আমাদের এই দিন না দেখাক!
আসুন আমরা পরকালের কথা ভেবে
মানুষের কল্যাণে ভালো কিছু করি,
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক-আমিন,