উদ্দিপ্ত ব্রাহ্মণবাড়িয়ার ২৮তম মিটআপ এবং বনভোজন এবং নৌকাভ্রমণ
#উদ্দিপ্ত_ব্রাহ্মণবাড়িয়ার_২৮তম_মিটআপ_এবং_বনভোজন_এবং_নৌকাভ্রমণ
সূচনাঃ আজ ছিল আমাদের প্রাণপ্রিয় ব্রাহ্মণবাড়িয়া জেলার ২৮ তম মিটআপ, বনভোজন এবং নৌকা ভ্রমণ।
সকাল ১১ ঘটিকায় তিতাস নদীর বুক চীড়ে ভেসে উঠা চরে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের মাঝে শুরু হয় আমাদের মিটআপ।
আজকের মিটআপে উপস্থিত ছিলেন
=👉আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার এম্বাসেডর Anamol Haque ভাইয়া।
=👉 ব্রাহ্মণবাড়িয়া ছেলে কাতার কান্ট্রি এম্বাসেডর Al Amin vai
=👉 উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ছেলে,, মডারেটর ,,কর ভলেন্টিয়ার Engr Md Sazzad Kaisar vai
=👉উপস্থিত ছিলেন Sania Islam আপু,
=👉 Md Mahbubur Rahman Bhuiyan কমিউনিটি ভলান্টিয়ার নিজের বলার মত গল্প ফাউন্ডেশন
= MH Akram vai
= 👉 উপস্থিত ছিলেনSmB Bayzid Hossain Helal ভাইয়া, =
উপস্থিত ছিলেনNormohammad Bahar ভাইয়া।
=👉 উপস্থিত ছিলেনAfsana Azad Ria apu
#আজকের_আলোচনার_বিষয়_ছিল_আমরা কি ভাবে আমাদের জেলাকে আরো ভালোভাবে কি ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ভুল গুলো ও কি ভাবে সুধরে নিতে পারি। কি ভাবে আমরা ভালো মানুষ হওয়ার চর্চা করতে পারি।
এছাড়াও আলোচনা হয় আমাদের প্রাণপ্রিয় ফাউন্ডেশন 'নিজের বলার মত একটি গল্প' ফাউন্ডেশন এর সেশন সমূহ নিয়ে।
#বনভোজনঃ_জুম্মার_নামাজ_শেষে_তিতাস_নদীর চরে, বটগাছ তলায় আমরা আমাদের দুপুরের খাবার সম্পন্ন করি। পরিবেশটা ছিল অসাধারণ। সম্পূর্ণ কোলাহল, যানযট মুক্ত , সম্পূর্ণ গ্রামীন একটি পরিবেশ।,🥰🥰😊
#লেখক_অদ্বৈত_মল্লবর্মণ_তার_তিতাস_একটি_নদীর_নাম" উপন্যাসটি মূলত এই নদীর সৌন্দর্যের প্রেমে পড়ে এবং এখানে বসবাসরত জেলেদের হাসি-আনন্দ, দুঃখ-কষ্ট উপলব্ধি করে লিখে ছিলেন।
❤️
#গেইম:⛹️ আজকে মজার মজার গেইমের আয়োজন ছিল। কেউ করেছে গান, কেউ অভিনয়, কেউ "#নিজের_বলার_মত_একটি_গল্প_ফাউন্ডেশনের সারাংশ তুলে ধরেছে, কেউ নাচ উপস্থাপন করেছে, কেউ ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষা উপস্থাপন করেছে আর আমি করেছি কুরআন তেলাওয়াত 😇
এসবে পুরু আয়োজনটি জমজমাট ছিল।
#নৌকা ভ্রমণঃ 🚣পড়ন্ত বিকেলে শুরু হয় আমাদের নৌকা ভ্রমণ। তখন আবারো চলে অভিনয়, গান, আড্ডা এবং তার সাথে চলে অপরূপ তিতাস নদীর সিগ্ধতা উপভোগ করা। সূর্য যখন ডুবু ডুবু ভাব তখন মেড্ডার কালভৈরব মন্দিরের সামনে শেষ হয় আমাদের নৌকা ভ্রমণ।
সবশেষে আমাদের মেন্টর Iqbal Bahar Zahid স্যারের প্রতি সালাম এবং দোয়া এবং সুস্বাস্থ্য কামনা করে🤲🤲🤲 শেষ করা হয়।
ধন্যবাদান্তে
🙎মো: তাজুল ইসলাম ।
👩✈️ব্যাচ নং: নবম তম ।
👩🏫রেজিঃ নং:৯৪৭০ .
👩🌾কমিউনিটি ভলান্টিয়ার টিম মেম্বার ।
👩💻রেজিস্ট্রেশন টিম মেম্বার ।
🏠জেলা : ব্রাহ্মণবাড়িয়া ।
🇧🇭বর্তমান অবস্থান : কাতার ।
🕴️নিজের বলার মত গল্প ফাউন্ডেশন অদম্য প্রাণ
স্বপ্ন দেখছে একজন সফল উদ্যোক্তা হব ।